![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
সাভারে ঘটে যাওয়া গনহত্যা নিয়ে কিছূ বলার আগে আসুন দেখে নেই আমাদের হাইকোর্ট এর দুই বিচারকের বিষেশ বেঞ্চ থেকে স্বপ্রণোদিত হয়ে দেয়া আদেশ।
সাভারের রানা প্লাজার ধ্বংসস্তুপে উদ্ধার কাজ চালাতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের জন্য অক্সিজেন কর্পোরেশনের মহাব্যবস্থাপককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শনিবার রাত পৌনে এগারটায় বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বিশেষ বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
দুই বিচারকের বিষেশ বেঞ্চ থেকে স্বপ্রণোদিত হয়ে দেয়া আদেশটা দেখে বহুল প্রচলিত একটি গল্প মনে পড়ে গেল। “ একবার একলোক বনে গেল শিকার করতে, অনেক দূর পথ চলার পরেও যখন শিকার করার মত কিছু না পেয়ে চলে আসবে বলে মনস্থির করলো। তখন দেখলো একটু দূরে একটি গন্ডার বসে আছে, লোকটি দেরি না করে ব্ন্দুক তাক করে গুলি ছুড়তে গিয়ে দেখতে পেল,ভুলে র্কাতুজ ফেলে এসেছে। অবশেষে কি আর করা মনের জ্বাল মিটানোর জন্য বেশ কিছুটা পথ ঘুরে গন্ডারের পিছনে গিয়ে বন্দুকের নল দিয়ে গন্ডারের পাছায় ইচ্ছেমত গুতা দিয়ে বাড়ি ফিরে গেল। সপ্তাখানের পরে লোকটি সেই বনে আবার শিকার করতে গেল, ঘটনা চক্রে সেই গন্ডারটির সাথে তার দেখা হয়ে গেল। আর গন্ডারটি তাকে দেখে হাসতে লাগলো, শিকারী প্রশ্ন করলো এই গন্ডার তুই কেন হাসছিস? গন্ডার বলল তুমি যে গতবার শিকার করতে এসে আমার পাছায় বন্ধুকের নল দিয়ে গুতা দিয়েছিলে তা একটু আগে
টের পেলাম, এবং সুরসুরী লাগলো তাই হাসলাম।”
আমাদের হাইকোর্ট এর দুই বিচারকের বিষেশ বেঞ্চ থেকে স্বপ্রণোদিত হয়ে দেয়া আদেশ দেখে মনে হচ্ছে, সাভারে ঘটে যাওয়া গনহত্যার চারদিন পরে উনিদের বিবেক সুরসুরী দিয়ে উঠেছে। ঠিক গল্পের গন্ডারের মত।
এবার আসি কিছু সরকার দলীয় আবাল ব্লগার ও ফেসবুক সেলিব্রেটির কথা। তারা বলে বেড়াচ্ছে সরকার পর্যাপ্ত পরিমান অক্সিজেন ও উদ্ধার সরাঞ্জার দিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকার বিরোধী একটি মহল রাজনৈতিক পায়দা লুটার জন্য প্রচার চালাচ্ছে এটা নাই ওটা নাই বলে। সেই সকল আবাল ও দলকানা সেলিব্রেটিদের জন্য সহ ব্লগার ও উদ্ধার কাজের সহযাত্রী কাল্পনিক ভালবাসার একটি ফেসবুক লেখার কিছু অংশ তুলে দিলাম। প্রথমেই আসি অক্সিজেন প্রসংগে - এই অক্সিজেন নিয়ে প্রচুর বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। মূল বিষয়টি হচ্ছে, দুই ধরনের অক্সিজেন বাজারে আছে। একটি বহনযোগ্য অক্সিজেন, যা অক্সিজেন কিট হিসাবে পরিচিত এবং অপরটি হচ্ছে সিলিন্ডার অক্সিজেন। অক্সিজেন কিট আকারে ছোট এবং ধ্বংসস্তুপের ফোকর দিয়ে সহজেই আটকে পড়া মানুষগুলোর কাছে পৌঁছানো যাচ্ছে। মূলত এভাবেই আল্লাহ রহমতে তাদেরকে এখন বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। সিলিন্ডার অক্সিজেন সেখানে পৌছানো বেশ কঠিন ব্যাপার। বিমান বাহিনীর কর্মীরা, একটি বিশেষ পাইপের সাহায্যে সিলিন্ডারের অক্সিজেন ভিতরে পৌছানোর চেষ্টা করছেন। কিন্তু তাতে খুব বেশি একটা লাভ হচ্ছে না। সেই কারনে সিলিন্ডার গ্যাসের পর্যাপ্ততা থাকা স্বত্তেও অক্সিজেন কীটের অভাব দেখা দিয়েছে। এই কারনেই বার বার বলা হচ্ছে অক্সিজেনের সংকট। এক বিশেষ শ্রেনীর মানুষ এটাকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার কিংবা এই ব্যাপারটিকে একটি রাজনৈতিক আবহ দেয়ার চেষ্টা করছেন। এই সব নিম্ন মানের দল অন্ধ মানুষ সম্পর্কে আমি কোন মন্তব্য করতে চাই না। এই মানবিক বিষয়টি নিয়ে রাজনীতিকরনের কোন সুযোগ আমরা দিব না। মনে রাখবেন, মাথা থাকলেই চলবে না, মাথার ভিতরে জিনিসও থাকতে হবে। আর সেই জিনিস ছাগল কিংবা গরুর হওয়া চলবে না। মাথার ভিতর খাঁটি মানুষের জিনিসই থাকা চাই।
এরপর আসুন, উদ্ধার তৎপরতা সম্পর্কে- এই উদ্ধার তৎপরতাটি কোন ভাবেই ১০০ ভাগ সন্তোসজনক নয়। একজন মাঠ পর্যায়ের উদ্ধারকর্মী এবং ত্রাণ সরবরাহকর্মী হিসেবে আমার দৃষ্টিতে সামগ্রিক ভাবে উদ্ধার কার্যক্রমটি অব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়েছে। গত দুই দিনের তুলনায় উদ্ধারকাজে আজকে বেশ সম্বনয় দেখা গিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্তাবধানে উদ্ধারকার্য হচ্ছে- আফসোসের বিষয়,প্রথম দিন থেকে যদি ইঞ্জিনিয়ার কোরের সদস্যদের আরো বেশি করে নিয়োগ করা যেত, তাহলে উদ্ধারকৃত জীবিত মানুষের সংখ্যা আরো অনেক হতো। উদ্ধারকাজে সবচাইতে বেশি অংশগ্রহন করেছেন, সাধারন মানুষজন। এখানে কোন দল নেই, কোন মত নেই। এর পর সবচাইতে বেশি অংশ গ্রহন করেছে, ফায়ার সার্ভিস বিভাগের লোকজন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ।
পরিশেষে কৃতজ্ঞতা জানিয়ে কিছু ব্লগারদের নাম উল্লেখ করছি, যারা তাদের সাথে আমাকেও সাভারে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
ব্লগার আমিনুর রহমান
ব্লগার কাল্পনিক ভালবাসা
ব্লগার ঘুড্ডির পাইলট
ব্লগার কান্ডারী অর্থব
ব্লগার তামিম ইবনে আমান
ব্লগার শিপু ভাই
ব্লগার স্বপ্নবাজ (অভি) সহ আরো অনেকেই। আর যে সকল ব্লগারদের নাম এ মুহুর্ত্তে মনে না আসায় লিখতে পারি নাই, আশা করি তারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন।
বিঃদ্রঃ কারো মনে যদি প্রশ্ন জোগে সাভারে বর্তমান বিরোধী দল কি কোন প্রশংসনীয় কাজ করেছে? তাদের জন্য উত্তর। বর্তমান বিরোধী দলগুলো হলো হিজলা, আর হিজলদের কিছু করার ক্ষমতা থাকে না।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬
বাংলার হাসান বলেছেন: আমাকেও তামিম।
২| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭
এক্সপেরিয়া বলেছেন: প্রথম দুইদিন চরম সমন্নয়হীনতা দেখা গেছে । আর পোর্টেবল অক্সিজেনের অভাব সবসময় ছিল ।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬
বাংলার হাসান বলেছেন: সত্য কথন।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১
রহস্যময়ী কন্যা বলেছেন: সাভার ট্র্যাজেডির ঘটনায় মৃতের সংখ্যা আরো কমানো যেতো যদি সরকার আরো একটু সচেতন হতো।সাধারণ মানুষের ভুমিকাই এখানে সবচেয়ে বেশি।এখন যারা বেঁচে আছে তাদেরকে সাহায্য করাটা অনেক দরকার।অনেক ক্ষতি হয়ে গেছে তাদের।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫
বাংলার হাসান বলেছেন: ১০০% সহমত। সরকার কি ইচ্ছে করেই এমন গাফলতি করলো? যাতে করে দেশ বিরোধী রামপাল বিদুৎ কেন্দ্র চুক্তি থেকে জনগনের দৃষ্টি দূরে রাখা যায়।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১
একজন আরমান বলেছেন:
নাটক দেখতে থাকেন।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩
বাংলার হাসান বলেছেন: পরিচালক কে? নাটকটা কি হিন্দি সিরিয়াল হবে নাকি ঈদের বিশেষ প্যাকেজ নাটক?
৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩
ঢাকাবাসী বলেছেন: আচ্ছা আমাদের ত্রানমন্ত্রী বাহাদুর যিনি শেষ চান্সে মন্ত্রীগিরি পেয়েছেন তিনি নাকি আমাদের টাকায় বিদেশে ফুর্তি করছিলেন? পরে কাল এসেছেন?
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮
বাংলার হাসান বলেছেন: এভাবে বেলতে নেই। তাহলে মন্ত্রী বাহাদুর দিলে চোট পাবে।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭
মরু বালক বলেছেন:
ব্যাপার নাহ.....
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১২
বাংলার হাসান বলেছেন: কি ব্যাপার না? পোষাক শ্রমিকের মৃত্য নাকি সরকারের অবহেলা?
৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩
হাবিব০৪২০০২ বলেছেন: banglar_hasan
ব্লগার আমিনুর রহমান
ব্লগার কাল্পনিক ভালবাসা
ব্লগার ঘুড্ডির পাইলট
ব্লগার কান্ডারী অর্থব
ব্লগার তামিম ইবনে আমান
ব্লগার শিপু ভাই
ব্লগার স্বপ্নবাজ (অভি) সহ আরো অনেকেই।
অন্তরের অন্তঃস্হল থেকে বলব প্রকৃত মানবতা বলতে যা বুঝায় সেটাই আপনারা দেখালেন
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ নিবেন।
তবে আশা ছিল সরকার ও বিরোধী দল সহ সকল রাজনৈতিক দল গুলোর মুন্ডুপাত করে কমেন্ট পাব। কিন্তু পেলাম না
৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩
প্রিয়তমেষূ বলেছেন: ক্যাচাল কেন হতে পারে?
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬
বাংলার হাসান বলেছেন: কারন সরকারী দল ও বিরোধী দল সবাইকে এক চামচ করে দেয়া হয়েছে। সেই জন্য
৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪
জাতির চাচা বলেছেন: যে সমস্ত সহ ব্লগারগন মানবতার জন্য সাভারে গেলেন তাদের আন্তরিক শুভেচ্ছা।ভালো থাকুন আপনারা।আপনাদের আব্বা আম্মাকেও সালাম আপনাদের মত ছেলে জন্ম দেয়ার জন্য। আপনারা দেখিয়ে দিলেন মানুষ মানুষের জন্য ।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ নিবেন।
তবে আশা ছিল সরকার ও বিরোধী দল সহ সকল রাজনৈতিক দল গুলোর মুন্ডুপাত করে কমেন্ট পাব। কিন্তু পেলাম না
১০| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫
স্পেলবাইন্ডার বলেছেন: অন্তর থেকে আপনাদের ধন্যবাদ জানাই...
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ নিবেন।
তবে আশা ছিল সরকার ও বিরোধী দল সহ সকল রাজনৈতিক দল গুলোর মুন্ডুপাত করে কমেন্ট পাব। কিন্তু পেলাম না
১১| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩
শিপন মোল্লা বলেছেন: সঠিকই তো বলছেন এখানে ক্যাচালের আছে, তবে অভিযোগ আছে আমার অক্সিজেন নিয়ে সরকার উদাশ না হলেও পারতো আর পাব্লিক কিনবেই বা কেন ? সরকার কেন পর্যাপ্ত ডেলিবারী দিল না ? ?
অবশ্যই আপনি সহ ঐ সব ব্লগারদের স্যালুট। আল্লাহ আপনাদের উদ্দম প্রতিদান দান করুন আমিন।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১২
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ নিবেন।
ক্যাচাল ধরতে পেছেন তাই শুভ কামনা রইল। কিন্তু ক্যাচালবাজ বিভিন্ন দলের দালারদের আনাগোনা দেখা যাচ্ছে মগর তাগো কোন মন্তব্য নাই দেখে টাশকিত।
১২| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: kechal lagar kichu nai...amra awamileauge and bnp Ke ghrina kori. Post a +++ . Mobile theke tai bangla likhe parini. Sorry.
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩১
বাংলার হাসান বলেছেন: এত কষ্ট করে সুন্দর মন্তব্যটি করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আমরা আওয়ামী লীগ, বিএনপি সহ সব দলকেই ঘৃনা করি।
১৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১০
জ্যাক রুশো বলেছেন: ধন্যবাদ দিমু না সেলিবেরিটি গো পচ্চাৎ দেশের কাপড় মানুষ এমনে তুলে ধরে? ছিঃ
নেগেটিভ রক্তের অভাব সবার সহযোগিতা চাচ্ছি
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৫
বাংলার হাসান বলেছেন: সেলিব্রেটিগো পচ্চাৎ দেশের কাপড় খোলার আগেই তারা উদোম করে দিয়ে বসে আছে আমি আর কি খুলমু।
পরিচিত যা আছে সব পজেটিভ রক্ত
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬
মৃন্ময় বলেছেন: আজকে একটা গল্পের কথা খুব বেশী মনে পডছে,
এক লোক হুজুরের মেয়েকে রাস্তায় দেখে হুজুরকে বলছে...হুজুর আপনার মেয়েরে দেখলাম রাস্তায় খুব বাজে অবস্থায়,আপনি মনে হয় আপনার (মেয়েকে)পরিবারকে ঠিকভাবে শাসন করছেন না।হুজুর বলল আসলে আমিও দেখেছি,আর আমিও রাস্তায় ওর অবস্থা খারাপ করতাম যদি আপনার মেয়ে সাথে না থাকত।জবাব শুনে ভদ্রলোক হুজুরকে বললেন যা করেছেন ভালো করেছেন রাস্তায় যদি কিছু বলতেন আমার মান সন্মান..............।
জোকস মনে করছেন আসলে না,আজকে জাতির কাধে শয়ে শয়ে লাশ।
এই লাশের পাহাড ডিন্গিয়ে মজা করা সম্ভব নয়(সম্ভব মখা,প্রথম আলো ওরফে মইত্যে,এম কে ানোয়ার এদের কাছে)।
আমি খুব বেশি অনুভব করছি আমাদের দেশের মহান ব্যাক্তি যিনি ট্রাকের নিছে মুরগী পডলে কেদে কেটে অস্থির হোন মানবতা লন্ঘন হইছে বলে.......হ্যা ভাই ঠিকই ধরেছেন আমি বিশিষ্ট ব্যাক্তি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জনাব মিযানুর রহমান সাহেবের কথা বলছি।
তিনি ক্রসফায়ার থেকে শুরু করে এই যাবতকালে যা যা ঘঠেছে তার ালচেরা বিশ্লেষন করে প্রতিটি বিষয়ে মোটামুটি লাইমলাইটে ছিলেন,
তাহার কথার মধ্যে কি পরিমান মধু আর ভালোবাসা ঝরিয়া পডিত তা আপনারা ভাল করেই জানেন।
কিন্তূ ইতিহাস ব্রেক করা এমন মানবধিকার লন্গনের ঘঠনায় তাহার নিরবতার কারনে জাতির মনে কিন্চিত সন্দেহের উদ্রেক হয়েছে,না জানি আমাদের মানবতার বরপুত্র আবার রানার কোন আত্নীয় হোন নাকি,নাকি তিনিও শ্রমিকের রক্তচোষা গার্মেন্টস ব্যাবসায়ী নাকি তাদের পেইড দালাল।
আসলে ওসব কিছু না এতক্ষন ছিল ফালতু প্যাচাল এখন আসা যাক আসল কথায় ,একটা কুকুর বিডাল মরলে যেখানে মিজান সাহেব শোকে মুহ্যমান হয়ে যান এত মানুষের মৃত্যু তিনি সইবে ক্যামনে।
তিনি শোকে এতটাই বিহবল কোন কথা কইতে পারতেছেন না,তার প্রেশার ও লো হয়ে গিয়েছে,তার বিশ্রাম দরকার,ডাক্তার বলিয়াছেন যতদিন সাভারের আকাশে বাতাসে সেইসব লাশের সংস্পর্শে যাওয়া একটা মাছিও বাছিয়া থাকিবে ততদিন পর্যন্ত ঢাকার আলো বাতাশ নিরাপদ নয়।চাইলে তিনি আবহাওয়া পরিবর্তনের নিমিত্তে বাইরে কোথাও ঘুরে আসথে পারেন। কিন্তু অত্যধিক দেশপ্রেম ও মানব প্রেমের কারনে তিনি বাইরে কোথাও যান নাই,দেশেই আছেন এবং দেশে থেকে গার্মেন্টস ব্যাবসায়ীদের সরবরাহকৃত ফলফলাদি খাইতেছেন।
দেশের স্বার্থে তাহাকে তো বাছিয়া উটিতে হইবে,২০০০ লোকের চিন্তায় তিনি যদি অকালে হারিয়ে যান তাহলে ১৬ কোটি মানুষের হাল কে ধরিবে,তাই জাতি চায়না তিনি এই অল্পকিছু লোকের জন্য চিন্তা করুক।
আপনারা সবাই আমাদের এমন লেকচারবাজ মহান ব্যাক্তিদের জন্য দোয়া করবেন,যেন তাহারা খুব তাডাতাডি সুস্থ হয়ে উঠেন এবং সাভারের সব মশা মাছি যেন তাডাতাডি মারা যায়।আবারো যেন তাহারা ফিরে এসে দলবাজি স্টান্টবাজি লেকচারবাজির মত কর্মকান্ড করে জাতির োয়া মারতে পারে
ইহা একটি কল্পনা প্রসুত পোস্ট কাহারো চরিত্রের সহিত মিলিয়া গেলে লেখক দায়ী নহে।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
বাংলার হাসান বলেছেন: এই মিজানুর রহমানরা যাদের দালালী করে সেই দলগুলোর বিষয়ে আপনার মতামত কি?
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন:
সরকারী দল ও বিরোধী দলের নেতাদের সম্মানও গণ্ডারের চামড়ার মত পোক্ত। যতই বলিবেন তাহাদের মাথায় ঢুকবেনা। তাহারা সারা জীবন তাহাদের এই সম্মান ধরিয়া রাখিবেন। যদিও তাহাদের সম্মানের পোক্ততা গণ্ডারের চামড়ার চেয়ে বেশি। গণ্ডার কিছু দিন পর হলেও বুঝতে পারে কিন্তু তাহারা কখনই বুঝিতে পারেনা।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫
বাংলার হাসান বলেছেন: ১০০% সহমত।
১৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৫
আমি তুমি আমরা বলেছেন: +++
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ নিবেন।
তবে আশা ছিল সরকার ও বিরোধী দল সহ সকল রাজনৈতিক দল গুলোর মুন্ডুপাত করে কমেন্ট পাব। কিন্তু পেলাম না
১৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৩
*কুনোব্যাঙ* বলেছেন: এমনিতেই সরকার অক্সিজেনের ব্যাপারে সাহায্য করতে পারছেনা তারমধ্যে সাধারণ মানুষ যার চেষ্টা করছিল অক্সিজেন সরবরাহ করতে তাতে সরকার দলীয় ব্লগারদের সেটাকে নিরুৎসাহিত করার চেষ্টাটা কোনভাবেই উচিত হয়নি। কারণ এটা একদল মরণাপন্ন মানুষের জীবন মরণের প্রশ্ন।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮
বাংলার হাসান বলেছেন: সহমত
১৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯
বাংলার হাসান বলেছেন:
১৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২
আরজু পনি বলেছেন:
ব্লগারদের সহযোগিতা সত্যিই শ্রদ্ধা জানানোর মতো।
দোয়া রইল তাদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে।।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ নিবেন।
২০| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ক্যাচাল হবে কেন?! পোস্টে তো ক্যাচালের ইলিমেন্ট নাই।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২২
বাংলার হাসান বলেছেন: দলকানাদের ইলিমেন্ট প্রয়োজন হয় না। তারপরেও খুজলে ক্যাচাল করার মত বেশ কিছু মাল-মসলা আছে।
২১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০
বাউন্ডুলের গল্প বলেছেন: কিছু বিষয়ে বেশ ধন্ধে পড়ে গিয়েছি। বুঝতে পারছি না, আসলে হচ্ছেটা কি। সকল সংবাদ মাধ্যমে মৃতের সংখ্যা উল্লেখ করতে গিয়ে বলা হচ্ছে তিন শতাধিক। উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যার সাথে প্রকৃত মৃতের সংখ্যা গুলিয়ে প্রকাশ করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনী ও উদ্ধার বিশেষজ্ঞরা ছাড়া এখন অন্যদেরকে আর কাছা কাছি যেতে দেওয়া হচ্ছে না। আমরা জানি সংখ্যার সামান্য পার্থক্যও মানুষের মনোভাব বদলাতে পারে। যেমন- বাটার জুতোয় ৯৯৯ টাকা নিরানব্বই পয়সা লেখা থাকতো, ১০০০টাকা রেখা থাকতো না! তেমনি, আমার এখন কেন জানি মনে হচ্ছে সাভার ট্রাজেডিতে মৃতের সংখ্যা নিয়েও এমন কিছু হতে পারে। গত রাত থেকে পিছনের অংশ থেকে ডেব্রিস সরানো শুরু হয়েছে, অকুতোভয় স্বেচ্ছাসেবীদের মতে সেই দিকে বেশী লাশ ছিল। সকালে মৃতের সংখ্যায় তেমন পরিবর্তন তো দেখা গেল না। কি জানি ভাই, আমার ধারনা ভুলও হতে পারে। ঘর পেড়া গরু সিদুরে মেঘ দেখলেও ভয় পায়। তাজরিনের দুর্ঘটায় মৃতের সংখ্যা সরকারীভাবে কত বলা হয়েছে? মিডিয়াতে কত বলা হয়েছে? ডিএনএ টেষ্টের নামে কতগুলো মৃত্যুকে সংখ্যার মনস্তাত্ত্বিক জাদুতে ভ্যানিশ করা হয়েছে? আল্লাহ জানে। আন্তর্জাতিক গণমাধ্যমেও মৃতের সংখ্যা তিনশতাধিক বলে গত কয়েক দিন যাবৎ প্রচার করা হচ্ছে। আমরা জানি এখনো অনেক স্বজন তার প্রিয়জনের ছবি বুকে চেপে হাহাকার করছে মৃতদেহটি পাবার জন্য। আসলে প্রথম দিকের সমন্বয়হীনতা আর মেষের দিকের এই বিশেষজ্ঞ উদ্ধার কার্য নিয়ে আমি পাজল্ড। আমার ফায়ার সার্ভিস এর সাহসী সদস্যদের কথা না বললেই নয়। ওরা বিশ্বের সবচেয়ে সাহসী ও দক্ষ ফায়ার ফইটার। আধূনিক অনেক কিছুই নেই ওদের। এমনকি ওয়াকি-টকি, প্রজেকশান ল্যাম্প সহ হেলমেট এর মতন ছোট ছোট অনেক কিছুই ওদের নেই, তবুও কোনো কিছুর অভাবও ওদের দমিয়ে রাখতে পারে না। স্যালুট ভাই আপনাদেরকে। আর, স্বেচ্ছাসেবকদের কথা ভাই বলবার দরকার নেই, সমগ্র জাতি ও বিশ্ববাসী দেখেছে বাংলাদেশের সাধারণ মানুষ স্বেচ্ছাসেবী হিসাবে কি না করতে পারে! নিজেদের জীবন বাজী রেখে আহতদেরকে উদ্ধার করবার এই ঘটনা ইতিহাসে নিদর্শন হয়ে থাকবে। ব্লগাররা যে শুধু কিবোর্ড টিপেই নিজেদের মানবিক দায়িত্ব শেষ করে দেয় না, সেটাও আবার প্রমাণিত হলো উদ্ধার তৎপড়তায় রক্ত, রসদ, অর্থ, যন্ত্র-পাতি, চিকিৎসা সামগ্রি ইত্যাদি সংগ্রহের মধ্য দিয়ে। সকলকে সালাম জানাই ভাই।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪
বাংলার হাসান বলেছেন: ব্লগাররা যে শুধু কিবোর্ড টিপেই নিজেদের মানবিক দায়িত্ব শেষ করে দেয় না, সেটাও আবার প্রমাণিত হলো উদ্ধার তৎপড়তায় রক্ত, রসদ, অর্থ, যন্ত্র-পাতি, চিকিৎসা সামগ্রি ইত্যাদি সংগ্রহের মধ্য দিয়ে। সহমত
২২| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬
রানিং ফ্ল্যাশ বলেছেন:
তাহলে আমিই ক্যাচালটা শুরু করি _________ _______ _______
_______ _______ _______
এই মূহুর্তে আসলে ক্যাচালের কোন ইচ্ছাই অবশিষ্ট নেই।
ব্লগারদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এসব কাজে স্বশরীরে অংশগ্রহনের সুযোগ সবার হয় না। আপনাদের হয়েছে।
জীবনের শেষদিন পর্যন্ত বলে যাবার মতো ঘটনা এটা। দোয়া করি এমন আর কোন ঘটনা আপনাদের/ আমাদের যেন আর দেখতে না হয়।
ভালো থাকুন সবাই।
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১
বাংলার হাসান বলেছেন: তাহলে আমিই ক্যাচালটা শুরু করি _________ _______ _______
_______ _______ _______
২৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫২
শের শায়রী বলেছেন: ভাই ক্যাচাল ট্যাচাল বুজিনা, এইটুকু বুজি আমি কিছু মানুষের সাথে পরিচয় হয়েছি এই ব্লগে এসে যারা অত্যান্ত শুদ্ধ আত্মার অধিকারী। শুদ্ধ আত্মা না হলে এইভাবে মানূষের বিপদে ঝাপিয়ে পড়তে পারে না।
আপনি সহ যাদের নাম উল্লেখ্য করলেন তারা আমার কাছে হিরোর মর্যদায় আছে আর থাকবেও।
না ভাই কোন রকম ভদ্রতা সূচক কথা এটা না। আমার মনের কথা।
স্যালুট ভায়েরা।
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
২৪| ০২ রা মে, ২০১৩ রাত ৯:৩৩
স্বপনবাজ বলেছেন: এখানে ক্যাচাল হয় নাই কিন্তু বাজারে কিন্তু কুৎসা রটা বন্ধ নাই !
০৩ রা মে, ২০১৩ রাত ৩:৪৪
বাংলার হাসান বলেছেন: হুমম, যাদের যেই স্বভাব। দালালরা চিরকালই দাললই থেকে যায়।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: অক্সিজেন নিয়ে সরকারপক্ষের লোক দের অপপ্রচার আমাকে ব্যথিত করেছে গতকাল।