নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

সরকারের তৈরী ব্ল্যাক লিষ্টে আমার নাম দেখে আজ সেই আঙ্কেল বলেলন কি ভাতিজা বলছিলাম যে মনে আছে

০১ লা মে, ২০১৩ রাত ১১:৫৫

সাভারের গনহত্যা নিয়ে যখন ফেসবুক, ব্লগ ও মিডিয়ায় টুক-টাক করে একটি আওয়াজ উঠতে শুরু করেছে “সোহেল রানার” আগে শাস্তি হওয়া প্রয়োজন সেই সকল রাজনৈতিক নেতাদের যারা সোহেল রানাদের সৃষ্টি করেন। হোক সে যে কোন দলরই, ঠিক সেই সময় কিছু চিহিৃত ফেসবুক, ব্লগ ও মিডিয়া দালাল ফেকাস নিয়ে গেল অন্যদিকে। ৯৩ বছর বয়সের একজন বৃদ্ধের হেলি যাত্রাকে নিয়ে এতটাই শোরগোল তৈরী করলো, আড়ালে চলে গেল সোহেল রানাদের যারা সৃষ্টি করে তাদের আলোচনা। আবার কিছু মানুষকে দেখা যায় ২রা মে বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা হরতাল নিয়ে বলতে যে, হরতাল হলো দেশ কে পিছিয়ে দিয়ে অর্থ নৈতিকভাবে ধ্বংস করার হাতিয়ার। অথচ এরাই মানবতা বিরোধী অপরাধী কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে গড়ে উঠা আন্দোলনের পিঠে ছুরি মারা শাহরিয়ার কবির গংদের ডাকা হরতালের পক্ষে কথা বলে মুখে ফেনা তুলে ছিল। এমন কিছু চিহিৃত বেহায়া দালাল ও সখের নাস্তিকের কারনে দেশে যে সংঘাতময় অবস্থা তৈরী হয়েছে, তা কি তারা বুঝে? ৫ই ফেব্রুয়ারী মানবতা বিরোধী অপরাধী কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে আমরা যখন রোস্তায় নামি, তখন মুক্তিযুদ্ধের স্বঘোষিত গবেষক একজন ফেসবুক সেলিব্রেটি এই রাস্তায় নামার বিরুদ্ধে তার ফেসবুক ওয়ালে লেখা দিয়েছিলেন। ব্লগীয় ভাষায় গদাম খেয়ে তিনি পরে তার সেই লেখা সরিয়ে ফেলেন। তারপরে “শহীদ রুমি ব্রিগেড” যখন যুদ্ধাপরাধী দল জামাতকে নিষিদ্ধের দাবীতে শাহবাগে অনশণ শুরু করে স্নেহের ছোট ভাই নিলয়ের নেতৃত্বে তখনও সেই মুক্তিযুদ্ধের স্বঘোষিত গবেষক ফেসবুক সেলিব্রেটি নিলয়ের চরিত্র হরনের চেষ্টায় মাধ্যমে শহীদ রুমী ব্রিগেড এর অনশণকে বিতর্কিত করার চেষ্টা করে। যদিও শোনা যায় (কতটুক সত্য জানিনা)সেই মুক্তিযুদ্ধের স্বঘোষিত গবেষক ফেসবুক সেলিব্রেটির নানা শশুর ছিলেন একজন রাজাকার কমান্ডার। মুক্তিযুদ্ধের ব্যবসায়ী রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন নেতা যিনি গত আওয়ামী সরকারের একজন গুরুত্বপূর্ন মন্ত্রীও ছিলেন শোনা যায় তার স্ত্রী গোলাম আজমের আপন ভাগনী (কতটুক সত্য জানিনা)। তবে যখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাড়িয়ে বলেন সাংবিধানিক বাধার কারনে জামাতকে নিষিদ্ধ করা সম্ভব নয়, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রশ্ন আপনার পিতাকে জাতির পিতা ঘোষনা করার জন্য যদি সংবিধান সংশোধন করা যায় তবে কেন জামাতকে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধন করা সম্ভব নয়? নাকি আপনাদের রাজনৈতিক ধাপ্পাবাজীর ইসু চিরতরে শেষ হয়ে যাবার ভয়ে জামাতকে নিষিদ্ধের দাবীতে সাড়া দিলেন না?



আওয়ামী জোট বলেন আর বিএনপি জোট বলেন,এরা যে যখন ক্ষমতায় যায় একে অন্যের অপকর্মের রক্ষা কবজ হয়েই কাজ করে। গত কিছুদিন আগে “রামপাল বিদুৎ কেন্দ্র” এর জ্বলন্ত উদাহরন। ‍রামপাল কয়লা ভিত্তিক বিদুৎ কেন্দ্র নিয়ে যে চুক্তি হয় এবং সেখানে যে সকল টেকিনোলজি ও মাল-মসলা দিয়ে বিদুৎ কেন্দ্রটি তৈরী হবে তা প্রাগৈতিহাসিক যন্ত্রপাতি, যা বিশ্বে কোথাও ব্যবহার হয় না। এতে করে পরিবেশ ও সুন্দরবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। অথচ দেশ বিরোধ এই চুক্তির বিরুদ্ধে বিএনপি জোট কোন উচ্চ-বাক্য তো দূরের কথা একটা হাঁচিও দিল না। সরকার যদি সত্যিকার অর্থেই দেশের বিদুৎ সমস্যা সমাধানের জন্য আন্তরিক হতো, তবে রাশিয়ার তৈরী ঘোড়ালশাল বিদুৎ কেন্দ্রকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানোর জন্য রাশিয়ার পক্ষ থেকে যে প্রপোজাল দিয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরপর সেটা বাস্তবায়ন করতো। বর্তমানে ঘোড়ালশাল বিদুৎ কেন্দ্র প্রতিদিন ৫৫০ মেগাওয়াড বিদুৎ উৎপাদনে যে পরিমান গ্যাস লাগে সেই পরিমান গ্যাস দিয়েই ১৮০০ মেগাওয়াড বিদুৎ উৎপাদন করা যেত, এমন একটি প্রপোজাল সরকার ফাইল বন্ধী করে রামপাল বিদুৎ কেন্দ্রের নামে সুন্দরবন ধ্বংসের জন্য উঠে-পড়ে লেগেছে। এদিকে দেশ বিরোধী রোমপাল বিদুৎ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়ার অপরাধে সরকার বিভিন্ন ব্লগার ও অন লাইন এক্টেভিসদের লিষ্ট করেছে তাদের দমানোর উদ্দেশ্য নিয়ে। সরকার আশা করছে হয়তো লিষ্টে যাদের নাম আছে তারা ভয়ে রামপাল বিদুৎ কেন্দ্র বিরোধী আন্দোলন থেকে সরে আসবে। সেক্ষেত্রে সরকার দিবা স্বপ্নে বিভোর বলতে হবে।



মনে পড়ে শাহবাগ আন্দোলন যখন শুরু হয় ঘটনাটা সে সময়কার। শাহবাগ থেকে এসে এলাকার চা দোকানে বসলাম চা খেতে, তখন এক আঙ্কেল (যিনি আগে থেকে জানতেন আমি ব্লগিং ও ফেসবুকে লেখা-লেখি করি) বলেলন ভাতিজা তোমাদের আন্দোলনের খবর কি? বিভিন্ন কথার এক পর্যায়ে আঙ্কেল বলেলন তোমরাতো এখন যে আন্দোলন করছো তা সরকারের বিপক্ষে যায় নাই, তাই সরকার তোমাদের কিছু বলছে না বরং নিরাপ্তা দিচ্ছে। কিন্তু ভাতিজা মনে রেখ, এই তোমরাই আজ যারা যুদ্ধাপরাধী দল জামাত নিষিদ্ধের আন্দোলন করছো তারা যখন এমন কোন আন্দোলনের ডাক দিবা যেটা সরকারের বিরুদ্ধে তখন দেখেবা সরকারের আসল চেহারা এবং সরকার দলীয় যারা আজ তোমাদের সাথে তারাই তোমাদের বিরুদ্ধে লিখবে। রামপাল বিদুৎ কেন্দ্র বাতিলের দাবীতে ডাক দেয়া আন্দোলনের মাধ্যমে এলাকার সেই আঙ্কেলের কথার প্রমান পাওয়া গেল। সরকারের তৈরী ব্ল্যাক লিষ্টে আমার নাম দেখে আজ সেই আঙ্কেল বলেলন কি ভাতিজা বলছিলাম যে মনে আছে?

মন্তব্য ৬৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ রাত ১২:০০

শাহীন উল্লাহ বলেছেন: সেটা আমি ও বলেছিলাম,
ফ্রান্ক্স্টোইনের সাথে এর কোনো পার্থক্য আছে কি?????

০২ রা মে, ২০১৩ রাত ২:০৮

বাংলার হাসান বলেছেন: পাইনাতো কোন পার্থক্য।

২| ০২ রা মে, ২০১৩ রাত ১২:০৪

দ্রুতগামী উল্কা বলেছেন: বাকশালের সাথে এখন কিছুর মিল পাচ্ছেন কি?

কি হয় নাই?

হত্যা?
খুন?
গুম?
রেপ?
গ্যাং রেপ?
সংখ্যা লঘু নির্যাতন?
শ্রমিকদের ডেকে নিয়ে হত্যা?
সীমান্তে হত্যা?
সামরিক বাহিনীতে হত্যা?
বিডিয়ার ধ্বংস?
মামলা?
তত্ত্বাবধায়ক তুলে নেয়া?
দেশের অর্থনীতি ধংস?
পাচার?
মাদক?

বাকি কি ছিলো জানেন? একটা লিস্ট। যে লিস্টে থাকবে বিরোধী মতের মানুষ গুলো, যারা প্রতিটি মুহূর্তে ওদের বিরুদ্ধে কথা বলে। আজকে আমাদের নামে আলাদা লিস্ট প্রকাশ হয়ে পড়েছে।

হায় ওইটা ছিলো বাকশাল আর এইটা হইলো তসবি বিবির বালছাল।

০২ রা মে, ২০১৩ রাত ২:৪২

বাংলার হাসান বলেছেন: শাহবাগ আন্দোলন দলীয় করন যাতে না হয়, সেই জন্য আন্দোলনের শুরু থেকেই চেষ্টা করেছি। যদিও পুরোপুরি ব্যর্থ হয়েছি, সেই ঝালটা মিটানোর জন্যই যখন সুন্দরবন রক্ষার আন্দোলনের ডাক দিলাম তখন এই কাহীনি ।

৩| ০২ রা মে, ২০১৩ রাত ১২:০৬

ধ্রুব মহাকাল বলেছেন: হিটলারের নাত্‍সিজম ,মুসোলিনীর ফ্যাসিজমকেও ছাড়িয়ে গেছে শিখের বেটি হাঁচিনা ।

০২ রা মে, ২০১৩ রাত ২:৪৬

বাংলার হাসান বলেছেন: শাহবাগ থেকে সাভার, সাভার থেকে সুন্দরবন ছুটে চলবো ক্ষিপ্র গতিতে। রক্ষা পাবেনা কোন অত্যাচারীর মসনদ। প্রিয় দেশ,মাতৃভূমিকে বাচাঁতে বিলিয়ে দিব শরীরের শেষ বিন্দু রক্ত।

৪| ০২ রা মে, ২০১৩ রাত ১২:১৪

লুঙ্গিম্যান বলেছেন: ব্ল্যাকলিস্টের লিঙ্কটা কি দেওয়া যাবে? চামে দিয়া বামে দিয়া আমার নামও যদি পাওয়া যায় আরকি। :)

০২ রা মে, ২০১৩ রাত ১২:৪৯

বাংলার হাসান বলেছেন: লুঙ্গী ভাই আপনার নাম নাই। তবুও চেক করতে পারেন দাসত্ব পুরাটা প্রকাশ করে দিয়েছে। লিংক Click This Link

৫| ০২ রা মে, ২০১৩ রাত ১২:১৯

দ্রুতগামী উল্কা বলেছেন: এই কে আছেন, আমার নাম কেটে লুঙ্গি ম্যানের নাম দিয়ে দেয়া হোক। অনুরোধ করলাম। :) :)

০২ রা মে, ২০১৩ সকাল ৮:৪৮

বাংলার হাসান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৬| ০২ রা মে, ২০১৩ রাত ১২:২২

মনজুরুল হাসান বলেছেন:

ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!
যার পিছনে জানটা দিলাম যার পিছনে রক্ত
সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার মরার স্বাধীনতা!
বাঁচতে চেয়ে খুন হয়েছি বুলেট শুধু খেলাম
উঠতে এবং বসতে ঠুঁকি দাদার পায়ে সেলাম,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা!

০২ রা মে, ২০১৩ দুপুর ২:৪৮

বাংলার হাসান বলেছেন: শাহবাগ থেকে সাভার, সাভার থেকে সুন্দরবন ছুটে চলবো ক্ষিপ্র গতিতে। রক্ষা পাবেনা কোন অত্যাচারীর মসনদ। প্রিয় দেশ,মাতৃভূমিকে বাচাঁতে বিলিয়ে দিব শরীরের শেষ বিন্দু রক্ত।

৭| ০২ রা মে, ২০১৩ রাত ১২:২৪

শফিক১৯৪৮ বলেছেন: মাতারি ৯৬ তে শেয়ার মার্কেটথন নিছে ২০ হাজার কোটি এইবার ৯০ হাজার কোটি, উন্নতি হইসে।

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

বাংলার হাসান বলেছেন: বুঝতে হবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।

৮| ০২ রা মে, ২০১৩ রাত ১২:২৭

কাঠুরে বলেছেন: সমস্যা নাই, জাতীয়তাবাদী ব্লগাররা কষ্ট করবো বড়জোর আগামী ৫/৬ মাস, কিন্তু তাদের নিজেদের এইসব ফাইজলামির চিপায় পইরাই হাম্বারা কষ্ট করবে আগামী ৫/৬ বছর।

ভালোই তো, ভালো না?

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

বাংলার হাসান বলেছেন: শাহবাগ থেকে সাভার, সাভার থেকে সুন্দরবন ছুটে চলবো ক্ষিপ্র গতিতে। রক্ষা পাবেনা কোন অত্যাচারীর মসনদ। প্রিয় দেশ,মাতৃভূমিকে বাচাঁতে বিলিয়ে দিব শরীরের শেষ বিন্দু রক্ত।

৯| ০২ রা মে, ২০১৩ রাত ১২:৩৩

নীল_সুপ্ত বলেছেন: জয় বাংলা, আই জাস্ট লাভ বাকশাল ক!!!

০২ রা মে, ২০১৩ রাত ৮:০১

বাংলার হাসান বলেছেন: ;) ;) ;)

১০| ০২ রা মে, ২০১৩ রাত ১২:৩৯

খাটাস বলেছেন: আপনার পোস্ট টা নিরপেক্ষ , যুক্তি সংগত ও সুন্দর। প্লাস

০২ রা মে, ২০১৩ রাত ৮:২০

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

১১| ০২ রা মে, ২০১৩ রাত ১২:৪১

হুমায়ুন তোরাব বলেছেন: vai apnar fb id nam ki ?

০২ রা মে, ২০১৩ রাত ১২:৪৭

বাংলার হাসান বলেছেন: আমার fb Omi Hasan

১২| ০২ রা মে, ২০১৩ রাত ১২:৪৪

রহস্যময়ী কন্যা বলেছেন: খাটাস বলেছেন: আপনার পোস্ট টা নিরপেক্ষ , যুক্তি সংগত ও সুন্দর। প্লাস
একমত ভাইয়া......

০২ রা মে, ২০১৩ রাত ৮:২৬

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ নিবেন।

১৩| ০২ রা মে, ২০১৩ রাত ১২:৪৬

সত্য কথা বলি বলেছেন: এতদিনে বুঝলেন, মিয়াভাই !

০২ রা মে, ২০১৩ রাত ৮:২৯

বাংলার হাসান বলেছেন: ভাই টিউব লাইটতো একটু দেরীতেই জ্বলে। :P :P :P

১৪| ০২ রা মে, ২০১৩ রাত ১২:৫২

বোকা ডাকু বলেছেন: "বিএনপি জোট কোন উচ্চ-বাক্য তো দূরের কথা একটা হাঁচিও দিল না।"

ভাই হাচি দিব ক্যা। হ্যাতেরা আছে হ্যাতেগো লুলা ল্যাংড়া নেতাগো বাঁচাইতে। যেই দুই চাইরডা নেতাগো খাঁচায় ভরলেই বিম্পি হাঁটু ভাইঙ্গা পইরা যায়। /:) /:) /:)

বিম্পি আসলে বিরোধী দল হওয়ার যোগ্যতা রাখেনা। X( X( X( X( X(

০২ রা মে, ২০১৩ রাত ৮:৩৪

বাংলার হাসান বলেছেন: বিম্পি আসলে বিরোধী দল হওয়ার যোগ্যতা রাখেনা। [/sbX( X( X( X( X(

সহমত

১৫| ০২ রা মে, ২০১৩ রাত ১২:৫৫

আমি ভূমিপুত্র বলেছেন: aj je bakshal er chad apnera dektesen ai amra agee daksi

০২ রা মে, ২০১৩ রাত ৮:৩৬

বাংলার হাসান বলেছেন: ভাই টিউব লাইটতো একটু দেরীতেই জ্বলে। :P :P :P

১৬| ০২ রা মে, ২০১৩ রাত ১২:৫৯

দুরন্ত-পথিক বলেছেন: @ দ্রুতগামী উল্কা

আপনার নাম তো নেই কাটবে কি করে ?

০৩ রা মে, ২০১৩ রাত ১:২২

বাংলার হাসান বলেছেন: কাটা ছিড়া কইরেন কোন সমস্যা নাই তয় সাবধান রক্ত যেন বের না হয়।

১৭| ০২ রা মে, ২০১৩ রাত ১:০৩

হুমায়ুন তোরাব বলেছেন: fb link dile khusi hotam vai.

০২ রা মে, ২০১৩ রাত ১:১২

বাংলার হাসান বলেছেন: Click This Link আশা করি এবার খুশি হয়েছেন।

১৮| ০২ রা মে, ২০১৩ রাত ১:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার নাম আছে বইলা অনেকে আমারে ডড় দেখাইছে ! পরে নিজের নাম দেখতে না পাইরা অনেক অসনমানিত বোধ করছি ! খেলুম না ! তালিকা নতুন কইরা বানাইতে হইবো !



অবশ্য একবার লইয়া গেলে খবর আমি দুইবার গেছি ! পিডে সবাই তেল মাখো ।

০৩ রা মে, ২০১৩ রাত ১:৩৬

বাংলার হাসান বলেছেন: ভাই কিছু তেল সাপ্লাই দেন। ;) ;)

১৯| ০২ রা মে, ২০১৩ রাত ১:০৫

দ্রুতগামী উল্কা বলেছেন: দুরন্ত পথিক না থাকলে তো আর এম্নি এম্নি চিল্লাই না। ;)

০৩ রা মে, ২০১৩ রাত ২:৩০

বাংলার হাসান বলেছেন: ভাই একটু আদা দিয়ে লাল চা দিমু? গলা পরিস্কার হইলে চিল্লাইতে....... ;)

২০| ০২ রা মে, ২০১৩ রাত ১:১৭

মনিরা সুলতানা বলেছেন: বলেলন কি ভাতিজা বলছিলাম যে মনে আছে? ......।।


এই কথা যে আজ কত জন কে বলতে ইচ্ছে করে ।।

০৩ রা মে, ২০১৩ রাত ২:৪৬

বাংলার হাসান বলেছেন: ইস! আর বইলেন না।;););)

২১| ০২ রা মে, ২০১৩ রাত ১:১৯

শিপন মোল্লা বলেছেন: যত আকাম, তত নিকৃষ্ট তার পতন। মিডিয়ার টুটি ধরেও নিজেদের সমালোচনা বের হয়ে যাচ্ছে এবার ব্যাক্তির টুটি ধরতেই এই লিস্ট। মনে করি এতেও কাজ হবে না। এতে নিজেরই মরনের বীণ বাজিয়ে চলছে ভারতের দালাল সরকার।

০৩ রা মে, ২০১৩ রাত ২:৪৮

বাংলার হাসান বলেছেন: যত আকাম, তত নিকৃষ্ট তার পতন। মিডিয়ার টুটি ধরেও নিজেদের সমালোচনা বের হয়ে যাচ্ছে এবার ব্যাক্তির টুটি ধরতেই এই লিস্ট। মনে করি এতেও কাজ হবে না। সহমত

২২| ০২ রা মে, ২০১৩ রাত ১:২৫

প্রিয়তমেষূ বলেছেন: লিস্ট টা একপেশে মনে হলো!!!

০৩ রা মে, ২০১৩ রাত ২:৫১

বাংলার হাসান বলেছেন: যে যায় লংকায় কি যেন হয়?

২৩| ০২ রা মে, ২০১৩ রাত ১:২৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: তবে যখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাড়িয়ে বলেন সাংবিধানিক বাধার কারনে জামাতকে নিষিদ্ধ করা সম্ভব নয়, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রশ্ন আপনার পিতাকে জাতির পিতা ঘোষনা করার জন্য যদি সংবিধান সংশোধন করা যায় তবে কেন জামাতকে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধন করা সম্ভব নয়? নাকি আপনাদের রাজনৈতিক ধাপ্পাবাজীর ইসু চিরতরে শেষ হয়ে যাবার ভয়ে জামাতকে নিষিদ্ধের দাবীতে সাড়া দিলেন না?



প্র্রশ্নের উত্তর খাজতেসি পাই না! হিপোক্রেসি ! :(

০৩ রা মে, ২০১৩ রাত ২:৫৩

বাংলার হাসান বলেছেন: :(:(:আমিও উত্তর খাজতেসি:(:(:(

২৪| ০২ রা মে, ২০১৩ রাত ১:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পোস্ট খুব ভালো হয়েছে। প্লাস!

০৩ রা মে, ২০১৩ রাত ২:৫৩

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ নিবেন।

২৫| ০২ রা মে, ২০১৩ রাত ১:২৭

শিরিষ গাছ বলেছেন: জাস্ট লেট দেম প্লে। ফেরার পথটাই খুঁজে পাবে না।

০৩ রা মে, ২০১৩ রাত ২:৫৪

বাংলার হাসান বলেছেন: এক মাঘে কি আর শীত যায়?

২৬| ০২ রা মে, ২০১৩ রাত ২:৫৯

নষ্ট শয়তান বলেছেন: লিখে যান। আপনার লেখনি চাবুক হয়ে দেখা দিক সমস্ত অন্যায়ের বিরুদ্ধে।

০৩ রা মে, ২০১৩ দুপুর ১:০৩

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ নিবেন।

২৭| ০২ রা মে, ২০১৩ ভোর ৬:২৬

নয়ামুখ বলেছেন: আমার নাম কৈ ????? শেখ হাসিনা জবাব চাই ।

০৩ রা মে, ২০১৩ দুপুর ১:৫০

বাংলার হাসান বলেছেন: জবাব চাই । :D :D

২৮| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:০৪

রায়ান ঋদ্ধ বলেছেন: ভাইয়া, আবার ঐ একই কথা... রক্তচোষারা তো পরজীবি!!!
দিক না আরও কয়েকটা নাম। দেখি, ওদের লিস্টের ওজন বেশি, নাকি আমাদের সাহসের!!!! :D :D

মাথায় পতাকা বাঁধে নামছি...... দেশ থাইকা সব পরজীবি মাইরাই মরবো (ইনশাহআল্লাহ্‌)!!

০৩ রা মে, ২০১৩ দুপুর ১:৫৮

বাংলার হাসান বলেছেন: ইনশাহআল্লাহ্‌

২৯| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৪৬

আস্তবাবা বলেছেন: কাঠুরে বলেছেন: সমস্যা নাই, জাতীয়তাবাদী ব্লগাররা কষ্ট করবো বড়জোর আগামী ৫/৬ মাস, কিন্তু তাদের নিজেদের এইসব ফাইজলামির চিপায় পইরাই হাম্বারা কষ্ট করবে আগামী ৫/৬ বছর।

ভালোই তো, ভালো না?

আম্বা লিগের ব্লগারদের নিজেদের স্বার্থে এখন এটার প্রতিবাদ করা উচিত। আগামি ৫/৬ এর নির্যাতন জাতিয়তাবাদি ব্লগাররা করতে রাজী, কিন্তু বিএনপি আসলে তো অদের ৫ বছর জেলে থাকতে হবে। তাই নিজেদের চামড়া বাচাতে আম্বালীগের ব্লগাররা এখনি সোচ্চার হউন ;) ;)

০৬ ই মে, ২০১৩ রাত ১১:৩৩

বাংলার হাসান বলেছেন: জাতিয়তাবাদী সরকার আসলে যে রক্ষা পাব তার নিশ্চয়তা কি?

৩০| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:০৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাতিজার প্রতি আঙ্কেলের ভবিষ্যবানী দেকি সইত্য হয়া গ্যাছে B:-)

০৭ ই মে, ২০১৩ রাত ১:১৫

বাংলার হাসান বলেছেন: পুরাই। B:-) B:-) B:-)

৩১| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:০৯

স্বপনবাজ বলেছেন: সত্যের জয় হোক !

০৭ ই মে, ২০১৩ রাত ২:৫৩

বাংলার হাসান বলেছেন: সত্যের জয় হোক !

৩২| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

বাংলার হাসান বলেছেন: রথি-মহারথিদের আনা-গোনা দেখা যা॥ :P :P :P

৩৩| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাসান ভাই, ব্ল্যাক লিস্টেড হবার পরেও এখনো যে সহি সালামতে ব্লগিং করতে পারতাসেন, এইটাই তো বেশি !!

শুকরিয়া করেন !!

০৯ ই মে, ২০১৩ রাত ১২:১৫

বাংলার হাসান বলেছেন: জ্বি ভাই কথা মন্দ বলেন নাই। শুকরিয়া

৩৪| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:২৭

রায়ান ঋদ্ধ বলেছেন: এই লিস্টে আমার থাকার খুব ইচ্ছা..... দেখি কয়টা গুলিতে জান যায়। দম বন্ধ হইয়া মতে কতক্ষন লাগে। কতোগুলা রক্ত গড়ায় পড়া সহ্য করা যায় দেখতাম... দেখতাম কেমন লাগে নিজের রক্ত নিজের দেশের মাটিতে কতটা লাল করে। আর তার থেকে কত গুলা সবুজ প্রান জাগে!!!

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:২৩

বাংলার হাসান বলেছেন: চলে আসুন, যোগদিন সুন্দরবন রক্ষা আন্দোলনে । সুন্দরবন রক্ষা আন্দোলনের ইভেন্ট লিংক।http://www.facebook.com/events/539687472735900/?ref=3

৩৫| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৩১

রায়ান ঋদ্ধ বলেছেন: এই লিস্টে আমার থাকার খুব ইচ্ছা..... দেখি কয়টা গুলিতে জান যায়। দম বন্ধ হইয়া মতে কতক্ষন লাগে। কতোগুলা রক্ত গড়ায় পড়া সহ্য করা যায় দেখতাম... দেখতাম কেমন লাগে নিজের রক্ত নিজের দেশের মাটিতে কতটা লাল করে। আর তার থেকে কত গুলা সবুজ প্রান জাগে!!!

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৫০

বাংলার হাসান বলেছেন: চলে আসুন, যোগদিন সুন্দরবন রক্ষা আন্দোলনে । সুন্দরবন রক্ষা আন্দোলনের ইভেন্ট লিংক।http://www.facebook.com/events/539687472735900/?ref=3

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.