![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
কলেজ থেকে আসার পর থেকে কেন যেন খুব অস্থির অস্থির লাগছে। আজ স্বপ্নের জন্মদিন। বাবা বলেছে এবারের জন্মদিনে এমন একটা উপহার দিবে যার মূল্য অনেক বেশি। তাই স্বপ্নের তর সইছেনা। কলেজ থেকে এসে দেখে বাবা বাসায় নেই, তাই একটু পর পর মাকে জিজ্ঞাসা করে বাবা কোথায় গেছে? আসছে না কেন? মা বিরক্ত হয়ে একটু আগে ধমক দিয়ে রান্না ঘরে চলে গেল। মায়ের এমন আচরনে স্বপ্নের মনটা ভেঙ্গে গেছে। মন খারাপ করে স্বপ্ন নিজের রুমে এসে চুপচাপ শুয়ে শুয়ে কান্না করছে, সারাদিন ক্লাস করে ক্লান্ত স্বপ্ন কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে, স্বপ্ন অবাক হলো এই ভেবে যে বাবা, মা, কেউ ওকে ডাকেনি। কিন্তু কখনও এমন হয়েছে ওর জীবনে মনে করতে পারছে না। স্বপ্ন তাড়াতাড়ি উঠে লাইট জ্বালালো, পড়ার টেবিলে চোখ পড়তেই দেখলো লাল কাগজে মোড়ানো একটা কিছু। টেবিলে থেকে প্যাকটা নিয়ে খুলতে গিয়েও বাবার উপর অভিমান করে রেখে দিল। হঠাৎ করে সেই অস্থিরতা আবার ভর করলো। তাই আর দেরী না করে একটানে প্যাকেটটা ছিড়ে ফেলল। বেরিয়ে এলো একটি ডাইরী ও বাচ্চা মেয়েদের অনেক অনেক পুরনো ভাজ না খোলা একটি লাল টুকটুকে শাড়ী। কৌতুহলী হয়ে স্বপ্ন ডাইরীটা খুলে পড়তে শুরু করলো।
স্বপ্ন শব্দটা গঠিত মাত্র চারটি অক্ষরের সমেষ্টিতে, কিন্তু এর ব্যাপকতা এতই বেশি ক্ষুদ্র জীবনে লিখে শেষ করা সম্ভব নয়। কথা গুলো নিজ ডাইরীতে কেন লিখছে ফাহমিদ নিজেও জানেনা। হয়তো প্রিয় ছোট বোনটির নাম স্বপ্ন বলেই মনের অজান্তেই লিখছে । ছোট বোনটির দিকে চোখ পড়তেই কেন যেন আজ হঠাৎ করে বাবার কথা খুব মনে পড়ছে ফাহমিদের, আচ্ছা বাবা কেন ছোট বোনের এই নামটি রেখেছে? মনে মনে ঠিক করলো মায়ের কাছ থেকে জানতে হবে। গত জন্মদিনে ছোট চাচু ফাহমিদকে এই ডাইরীটা দিয়ে বলেছে, যখন খুব একা লাগবে ডাইরীতে মনের কথা গুলো লিখবে। তাহলে দেখবে একাকীত্বটা ঘুচে যাবে। আজও প্রথম ফাহমিদ ডাইরীতে লিখছে, স্বপ্ন এখন ঘুমাচ্ছে ফাহমিদের বিছানায়। কাল স্বপ্নের জন্মদিন। এইতো সেদিন স্বপ্নকে হাত ধরে ধরে হাঁটতে শিখিয়েছে ফাহমিদ, আর কাল স্বপ্নের ৫ পূর্ন হবে। স্বপ্ন ফাহমিদের চাইতে আট বছরের ছোট তাতে কি, স্বপ্ন যখন দুই হাত কমরে রেখে ফাহমিদকে ধমক দেয় তখন মনে হয় স্বপ্ন ফাহমিদের দাদী। ফাহমিদ ভাবছে কালতো স্বপ্নের জন্মদিন ওকে কি উপহার দেয়া যায়? আচ্ছা এক কাজ করলে কেমন হয়, স্বপ্নকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখলে কেমন হয়?
প্রিয় স্বপ্ন।
জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা, তুই এখন ঘুমিয়ে আছিস। তুই কি জানিস? তুই যখন ঘুমিয়ে থাকিস আমি লুকিয়ে লুকিয়ে তোকে দেখি। তুই যখন ঘুমিয়ে থাকিস তোকে দেখে মনেই হয় না তুই অনেক অনেক দুষ্ট। আল্লাহ তোকে দুষ্ট বলে ফেলেছি, লক্ষী বোন তুই রাগ করিস না। কাল তোর জন্য আমাদের জাম গাছে যে পাখির বাসাটা আছে সেখানে দুইটা পাখির বাচ্চার কথা তোকে বলেছি সেগুলো এনে দিব। মোন তুই যখন ঘুমিয়ে থাকিস মনে হয় পুরো বাড়ি ঘুমিয়ে গেছে। তুই যখন আমাকে দাদা ভাই বলে ডাকিস, আমার না খুব ভাল লাগে। আচ্ছা তোকে যখন আমি পাকনি বুড়ি বলি তোর তখন খুব রাগ হয়? এই যে কানে ধরেছি আর কখনো তোকে পাকনি বুড়ি বলবো না। কত কথা বলে ফেললাম তোকে এখনো আসল কথাটাই বলা হয়নি। বাব যে গত জন্মদিনে আমাকে ক্যামেরাটা কিনে দিছে, সেটা আজ আমার স্কুলের বন্ধু বেলালের কাছে বিক্রি করে তোর জন্য একটা লাল টুকটুকে শাড়ী কিনেছি। তোরোক মনে আছে? এইতো কয়দিন আগে আলাল ভাইয়ের বউ বিয়ের দিন যখন লাল টুকটুকে শাড়ী পরে বৌ সেজেছে, তুই বলেছিলি তোকেও একটা লাল টুকটুকে শাড়ী কিনে দিতে। শোন চিঠির শেষে সবাই ইতি লেখে, কিন্তু আমি তা করবো না। কেন করবো না জানিস? ইতি মানে লেখা শেষ, কিন্তু তোকে নিয়েতো আমার লেখা মাত্র শুরু।
শোন স্বপ্ন আমি ঠিক করেছি সবাই ডাইরীতে লেখার শুরুতে তারিখ দেয়, আর আমি দিব পেইজের নিচে। এটা কেন করছি জানিস? তুই সব সময় বলিস তোর দাদাভাই সবার চেয়ে আলাদা। আর সে জন্যই আমার ডাইরীতেও তোর কথা মনে করেই নিচে তারিখ দিলাম।
২৩/০৩/১৯৭১
উৎসর্গঃ প্রিয় ছোট বোন Jannatul Ferdous Punna
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:২৬
বাংলার হাসান বলেছেন: বোনকে কার না মনে পড়ে।
ধন্যবাদ নিবেন।
২| ২২ শে মে, ২০১৩ ভোর ৬:২১
রুপম শাহরিয়ার বলেছেন: ২৩/৩/১৯৭১
ভয়ংকর তারিখ দিলেন।
ভালো লাগল।
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৯
বাংলার হাসান বলেছেন: ভয়ংকর তারিখটার মাঝেই লুকিয়ে আছে বুক ভাঙ্গা কষ্ট আর নতুন প্রভাতের হাতছানি।
৩| ২২ শে মে, ২০১৩ ভোর ৬:৫৬
সাকিব-আল-নাহিয়ান বলেছেন: অদ্ভুত ভালো লাগল।খুব সুন্দর
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
কিন্তু কথা হইল চা খাইতে আসবেন, কই আসলেন না যে?
৪| ২২ শে মে, ২০১৩ সকাল ৭:০১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: অনেক সুন্দর হয়েছে... +++
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২১
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
৫| ২২ শে মে, ২০১৩ সকাল ৭:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাহ!!!! কেডা রে এইডা!!!!!! আমগো অমি হাসান নাকি???
আপনে সিরিয়াস পোষ্ট ছাড়া অন্য কিছু দেন নাকি!!! বেশ বেশ!!
প্রথম লেখা হিসেবে ভালোই হইছে।
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২৮
বাংলার হাসান বলেছেন: হা হা হা
জ্বি ভাই, প্রায় বছর খানেক পরে হঠাৎ ইচ্ছে হলো গল্প লিখতে।
তাই দুঃসাহস দেখালাম।
ধন্যবাদ ব্রো।
৬| ২২ শে মে, ২০১৩ সকাল ৮:০৭
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর হয়েছে ।ভাল লাগলো ।
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৪২
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ নিবেন।
৭| ২২ শে মে, ২০১৩ সকাল ৯:০৪
আর.হক বলেছেন: ?২৩/০৩/১৯৭১? চমৎকার
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩
বাংলার হাসান বলেছেন: ?২৩/০৩/১৯৭১?
ধন্যবাদ ব্রো।
৮| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৩৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: তারিখটা বুজলাম না।
লেখা তো ভাল লেগেছে। এটা কি সত্য?
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৬
বাংলার হাসান বলেছেন: তারিখটা দিয়ে অনেক স্মৃতি অনেক বেদনা, ভাই হারানোর ব্যাথা বুঝানো হয়েছে।
না এটা একটা গল্প। তবে এমন অসংখ্য গল্প লুকিয়ে আছে আমাদের স্বাধীনতার সূর্যে।
৯| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ভাল হয়েছে
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১০| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:২৬
মনিরা সুলতানা বলেছেন: বাহ ......।
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন ...
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৮
বাংলার হাসান বলেছেন: নিঃসন্দেহে।
১১| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৮
আমি সাজিদ বলেছেন: ভালো লেগেছে।
++++++
২২ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৪
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১২| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২০
াগলা শান্তু বলেছেন: খুব সুন্দর হয়েছে । নিজের ছোটবোন আছে , তাই হয়তো লেখাটা আরও বেশী স্পর্শ করেছে । শুভকামনা রইল অমি
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
বাংলার হাসান বলেছেন: @ ধন্যবাদ শান্তু ভাই।
১৩| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২২
ঘুড্ডির পাইলট বলেছেন: ছোট গল্প টাইপ লিখছেন । পড়ছিলাম আগে ভালো লাগছে ।
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৪১
বাংলার হাসান বলেছেন: আপনি সার্টিফাই করছন দেইখাইতো ব্লগে দেয়ার দুঃসাহস করছি।
১৪| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: ২৩/০৩/১৯৭১
দিয়া তো মিয়া ছোট গল্পের সংজ্ঞা সফল করে দিলেন !
+++ !
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১
বাংলার হাসান বলেছেন:
১৫| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:১৫
রহস্যময়ী কন্যা বলেছেন: গল্পটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
কিন্তু যে তারিখ দিয়েছেন ঐ সময় আপনার তো জন্মই হয়নাই মনে হয়
২২ শে মে, ২০১৩ বিকাল ৫:১৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
গল্পতো গল্পই। ঐ সময় জন্ম হওয়া না হওয়াটা তাই গৌন।
১৬| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
বোকামন বলেছেন:
গল্প পড়া শেষে চোখ আটকে গেল ২৩/০৩/১৯৭১
এমনই না জানা কত গল্প তুমি আমার স্বাধীনতা....
দাদাভাইদের স্নেহ মাখা গল্পটিতে শ্রদ্ধা রেখে গেলাম।
লেখককে অসংখ্য ধন্যবাদ।
২৩ শে মে, ২০১৩ রাত ১:০০
বাংলার হাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ব্রো।
১৭| ২২ শে মে, ২০১৩ রাত ১০:০৫
মাহতাব সমুদ্র বলেছেন: কিন্তু বাবার গিফটের ব্যাপারটাতো ক্লিয়ার হলো না?
২৩ শে মে, ২০১৩ রাত ১:৪৯
বাংলার হাসান বলেছেন: ভাই এত কিছু ক্লিয়ার করলে কি আর ছোট গল্প থাকে?
১৮| ২২ শে মে, ২০১৩ রাত ১১:২৬
লিঙ্কনহুসাইন বলেছেন: খুবই সুন্দর
২৩ শে মে, ২০১৩ রাত ২:১৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১৯| ২২ শে মে, ২০১৩ রাত ১১:৫৪
রায়ান ঋদ্ধ বলেছেন: ২৩/০৩/১৯৭১........
গল্পটা পড়তে পড়তে ভাবতেছিলাম কিছু যেন মিস যাচ্ছে..... কিন্তু তারিখটা চোখে পড়তেই লোমের গোঁড়ায় প্রবল শিহরণ অনুভব করলাম!!..... পুরা ঘটনাটা যেন চোখের সামনে ভেসে উঠলো।
হাসান ভাই...............+++++++++++++++++++++++++
২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:২৩
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
লেখাটা যে আপনাকে নাড়া দিতে পেরেছে, এটাই স্বার্থকতা।
২০| ২৩ শে মে, ২০১৩ রাত ১:২৭
একজন আরমান বলেছেন:
এক কথায় বলি হাসান ভাই?
দুর্দান্ত।
মন খারাপ করা দারুন একটা লেখা।
২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ আরমান।
তবে তোমাদের মত করে লেখা কি আর আমাকে দিয়ে সম্ভব?
২১| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি ভাই আমি মুগ্ধ হলাম। এইটা আমাদের বাংলার হাসান ভাই
++++++++++++
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:২৪
বাংলার হাসান বলেছেন: ভাই এভাবে লজ্জা দেন কেন?
আপনাদের মত লিখতে পারি না, এটা কি আমার দোষ?
প্লাস দিয়ে উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
২২| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৪১
অবচেতনমন বলেছেন: শোন স্বপ্ন আমি ঠিক করেছি সবাই ডাইরীতে লেখার শুরুতে তারিখ দেয়, আর আমি দিব পেইজের নিচে। এটা কেন করছি জানিস? তুই সব সময় বলিস তোর দাদাভাই সবার চেয়ে আলাদা। আর সে জন্যই আমার ডাইরীতেও তোর কথা মনে করেই নিচে তারিখ দিলাম।
দারুন .......বেশ লাগল ভাল থেকো
২৪ শে মে, ২০১৩ দুপুর ২:১০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
২৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:২৪
ফারজানা শিরিন বলেছেন: ভাইয়া বুক ভরা কষ্টের সম্পুরন কাহিনী কি জানতে পারবো ?
২৫ শে মে, ২০১৩ রাত ১:৩৪
বাংলার হাসান বলেছেন: আসলে আপু সেদিন রাতে হঠাৎ করেই ছোট বোন পূন্যার কথা মনে হলো। তাই ভাবলাম ওর জন্য ওকে উৎসর্গ করে একটা ছোট গল্প লিখি। এটা শুধুই একটা কাল্পনার । তবে হ্যাঁ আমাদের স্বাধীন সূর্যটার পিছনে এমন অনেক ছোট গল্প লুকায়িত।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
২৪| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫৩
মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো ভাইয়া।
২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
বাংলার হাসান বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমানও ভাল লাগল।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
২৫| ৩০ শে মে, ২০১৩ ভোর ৫:৩৯
খেয়া ঘাট বলেছেন: লিখাটি ভালো হয়েছে।
আর বুঝতে পারলাম-Jannatul Ferdous Punna একটা চমৎকার ভাই পেয়েছে।
৩০ শে মে, ২০১৩ সকাল ৯:১৫
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
জানিনা -Jannatul Ferdous Punna পাকনি বুড়িটা কেমন ভাই পেয়েছে। তবে হ্যাঁ আমি অসম্ভব ভাল একটা বোন পেয়েছি।
২৬| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:২২
সপ্নাতুর আহসান বলেছেন: চমৎকার গল্প। বেশ ভাল লিখেন আপনি।
১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৪
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ, আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল।
ভাল থাকবেন।
বেশ কিছু দিন নেট থেকে দূরে ছিলাম তাই উত্তর দিতে দেরী হলো। সে জন্য দুঃখিত।
২৭| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার । আপনার বোনের জন্য শুভকামনা রইল।
২৯ শে জুন, ২০১৩ রাত ১২:১০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
আপনার জন্যও শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৩ ভোর ৬:০০
বাংলাদেশী দালাল বলেছেন:
বোন কে খুব মনে পরছে নাকি ভাই?
১ম ভাল লাগা জানবেন।
বোনের জন্য শুভ কামনা রইল।