নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

এখানেই হলো বাস্তব জগত এবং ভার্চুয়াল জগতের পার্থক্য।

২৪ শে মে, ২০১৩ রাত ৩:৫৯

গত পরশু একটি বিরল ঘটনা ঘটেছে, বিরল ঘটনা বলার পিছনেও কারন আছে। ভুমিকা বাদ দিয়ে মূল কথায় আসি, কি মনে করে গত পরশু গেলাম একটি পুরান আড্ডা খানায়। গিয়ে দেখি অনেক পরিচিত মূখ। চায়ের আড্ডা বেশ জমে উঠেছে। চায়ের আড্ডায় রাজনৈতিক বিষয় উঠবে না এটা আমাদের দেশে ভাবাই যায় না। শেয়ার বাজার সহ এই সরকারের আমলে বেশ কিছূ ধরা খাওয়া প্রসঙ্গ নিয়ে একজন বিএনপি সাটোর্টার আমাকে বলল, তা ভাই এখন কি করছেন? এই সরকারের আমলেতো বহুত ধরা খাইলেন। তার এই কথা শুনে একজন আওয়ামী সাপোর্টার কাই কুই করা শুরু করলো। আমি প্রশ্নকারী বিএনপি সাপোর্টারকে বললাম জ্বি ভাই ঠিকই বলেছেন এই সরকারের আমলে বেশ কিছূ ধরা খাইছি এই কথা যেমন সত্য, ঠিক গতবার বিএনপি যখন ক্ষমতায় আসে তখন কুয়েতে একটা চাকরীর ইন্টারভিউতে টিকে আমার মত ২০০০ হাজার মানুষ যেতে পারেন নাই তারেক জিয়ার কমিশন ব্যবসার কারনে। সাথে সাথে আওয়ামী সাপোর্টার বলল এই দিক দিয়ে “জয়” অনেক ভাল।



আমি তারে কইলাম জ্বি মিয়া ভাই সবই ঠিক আছে তবে একটু খটকা লাগে, উনি বলেলন কি বিষয়ে খটকা? আমি বললাম ভাই সাহেব, জয় আমেরিকায় তার স্ত্রীর সাথে যে দুই মিলিয়ন ডলার জরিমানা দিয়ে রফা করলো সেই টাকাটা কি জিয়ার ভাঙ্গা সুটকেস থেকে নিছে? বেচা এই কথা শুনে চুপ হয়ে গেল। পাশ থেকে অন্যজন বলল ঠিকই বলছেন ভাই, দেশে এখন এরশাদ কাক‍ারে প্রয়োজন। আমি তারে কইলাম ভাই কথা তয় মন্দ বলেন নাই। তয় কিঞ্চিত টেনশন হয়। তিনি বলেলন কি রকম? আমি বললাম এরশাদ কাকা সকাল বিকাল মাহাজোট সরকারকে তালাক দেয়, তারপরে তালাক দেয়ারে নিয়া ঘর করে। এখন কথা হইল এই যে সকাল বিকাল যেই লোক ভোল পাল্টায় তার উপর কি ভরসা আছে সে যে দুই রমনীর মত করবেনা। অন্যপাশ থেকে একজন বলল ভাই যে যাই বলেন জামাত ক্ষমতায় আসলে দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, তখন মানুষ প্রকৃত শান্তিতে বসবাস করতে পারবে। তারে বললাম ভাই জামাত কি ইসলামী দল? তিনি উত্তর দিলেন অবশ্যই। তারে এলাকার একজন সর্বজন শ্রদ্বেয় ইমাম সাহেবের কথা বলে বললাম এই ইমাম সাহেব কেমন? তিনি বলেল যে উনিতো একজন সর্বজন শ্রদ্বেয় ও খুবই হক্বানী আলেম । এবার তাকে বললাম ভাই সর্বজন শ্রদ্বেয় ইমাম সাহেব হুজুরতো বলেন জামাত কোন ইসলামী দল নয়। আচ্ছা বাদ দেন ইমাম সাহেবের কথা, তাকে প্রশ্ন করলাম এইযে আমরা এখানে সবাই পরিচিত আমাদের মাঝে কি কেউ কাফের আছে? তিনি উত্তর দিলেন না। তাকে আবার প্রশ্ন করলাম আচ্ছা যারা জামাত ছাড়া অন্য রাজনৈতিক দল করে তারা কি কাফের? তিনি উত্তর দিলেন না। এবার তাকে বললাম তাহলে অন্য রাজনৈতিক দলের সাথে জামাতের যখন মারামারি হয় সেটা কি কাফেরের সাথে মুসলমানের মারামারি? তিনি উত্তর দিলেন না। এবার তাকে বললাম তাহলে অন্য দলের সাথে জামাতের কেউ যখন মারামারি করে নিহত হয় তাকে জামাতের পক্ষ থেকে শহীদ বলে প্রচার করা হয় কেন? এবার জামাত সাপোর্টার কোন সদুত্তর দিতে না পেরে কাই কুই করা শুরু করলেন। এবার একযোগে সকলে মিলে আমাকে প্রশ্ন করলো আপনি কোন দলের সাপোর্ট করেন? উত্তরে বললাম দেখুন আমি যেই চিন্তায় বিশ্বাসী সেই ধারার কোন রাজনৈতিক দল দেশে এখনো তৈরী হয় নাই। তাই বলা যায় আমি কোন দলের সাপোর্টার না। আর যদি আসে ভোটের হিসাব, তাহরে গত নির্বাচনে আমি “না” ভোট দিয়েছি। আর তার আগের নির্বাচনে চিল্লায় ছিলাম ভোট দেই নাই। অথবা এক কথায় এভাবেও বলতে পারেন সব দলের বিপক্ষে স্রোতের উল্টা দিকে চলা একজন মানুষ আমি।



লেখাটার শুরুতেই বলেছি একটি বিরল ঘটনা এই কারনে যে, দেশ স্বাধীন হওয়ার পর ক্ষমতার কম বেশী স্বাদ পাওয়া সব গুলো দলের সাপোর্টারের সাথে আড্ডা ও ভিন্নমত পোষন করার পরেও সুস্থ শরীরের ফিরে আসা। আর এখানেই হলো বাস্তব জগত এবং ভার্চুয়াল জগতের পার্থক্য।

মন্তব্য ৬৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ ভোর ৪:২০

সাকিব-আল-নাহিয়ান বলেছেন: আমিও আপনার মতই গতবার "না" ভোট দিয়েছিলাম।ভালো লাগল।এই ধারার মানুষ যতদিন না সংখ্যাগরিষ্ঠ হচ্ছে,ততদিন দেশ ও দেশের মানুষ এভাবেই ভুগবে...

২৪ শে মে, ২০১৩ ভোর ৪:২৮

বাংলার হাসান বলেছেন: বুঝতে হবে, আমরা দু’জনেই একই এলাকার। পাশাপাশি বাসার মানুষ। যদি প্রায় বিশ বছর পরে পুনরায় দেখা।

অতএব মতের মিল হওয়াটা দু’জনের জন্যই মঙ্গল বয়ে আনবে আশা করি।

২| ২৪ শে মে, ২০১৩ ভোর ৬:২২

বাংলাদেশী দালাল বলেছেন:
মতের মিল আছে তবে না ভোট দেইনাই। জাতির কাছে ক্ষমা প্রার্থন।

২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৬

বাংলার হাসান বলেছেন: জাতির কাছে ক্ষমা প্রার্থন। কি কারনে?

৩| ২৪ শে মে, ২০১৩ সকাল ৮:৫৩

াগলা শান্তু বলেছেন: আমিও @ বাংলাদেশী দালাল |-) :-< /:) :(

২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৫

বাংলার হাসান বলেছেন: |-) |-) |-)

৪| ২৪ শে মে, ২০১৩ সকাল ৮:৫৪

াগলা শান্তু বলেছেন: লেখা ভালো লাগলো @ বাংলার হাসান ভাইসাহেব B-) B-)) :-B B:-/ =p~

২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৬

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

৫| ২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৪৭

মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট । বাস্তব জীবনে একজন আপনার যুক্তি, উদাহরন নিয়ে ভাবে । কারন বাস্তব জীবনে আমাদের রেসপেক্ট বোধ অনেকটাই থাকে । কিন্তু ভার্চুয়াল লাইফে একে অন্যের প্রতি রেসপেক্ট থাকেনা, আর আমরা সবাই দলকানায় পরিনত হই ।

২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৭

বাংলার হাসান বলেছেন: কিন্তু ভার্চুয়াল লাইফে একে অন্যের প্রতি রেসপেক্ট থাকেনা, আর আমরা সবাই দলকানায় পরিনত হই । সহমত।

৬| ২৪ শে মে, ২০১৩ সকাল ১০:০৫

যাযাবরমন বলেছেন: আমি না ভোটে বিশ্বাসি না।
গতবার নাম না জানা দলের ১জন আধা পিএইচডি করা অপরিচিত ১ জনকে ভোট দিয়েছি।
তার আগের বার আমার হেডস্যার আহসানুল্লাহ মাস্টারকে নৌকা মার্কায় ভোট দিয়েছিলাম, তবে স্যারকে দেয়া ভোট যাতে হাছিনা নিতে না পারে সেই জন্য গামছায়ও ১টা ছিল দিয়া বান্ধা রাখছিলাম।

২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৮

বাংলার হাসান বলেছেন: আপনার তো অনেক বুদ্ধি।

কিছু বুদ্ধি ধার দিয়েন,

৭| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার লিখেছেন।

২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৯

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

৮| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮

বটের ফল বলেছেন: হা হা হা। আমিও না ভোট দিছি। আসলে না ভোটের বিকল্প নাই।

২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৪২

বাংলার হাসান বলেছেন: এবার আর সেই সুযোগ নেই।

না ভোটের বিধান তুলে দেয়া হয়েছে।

৯| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮

মোঃ তায়িফ-বিন-তোফা বলেছেন: প্রথম ভোটার হোইলাম , কারে ভোট দিমু ভাবতেই আছি ।

২৪ শে মে, ২০১৩ দুপুর ১:২০

বাংলার হাসান বলেছেন: আমাকে দিয়েন। ;)

১০| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৫৪

নিয়ামুল ইসলাম বলেছেন: আমি নতুন ভোটার হলাম এবার, তাই জীবনের প্রথম ভোট না ভোট দিব বলে সিদ্ধান্ত নিয়েছি । -_-

২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩২

বাংলার হাসান বলেছেন: ভাই না ভোট কেমনে দিবেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর না ভোটের বিধান তুলে দিছে।

১১| ২৪ শে মে, ২০১৩ দুপুর ২:০৮

রি হোসাইন বলেছেন: ভার্চুয়াল লাইফে একে অন্যের প্রতি রেসপেক্ট থাকেনা, আর আমরা সবাই দলকানায় পরিনত হই । সহমত।
গত বার নৌকা মার্কায় ভোট দিয়েছিলাম মুলত পারিবারিক ঐতিহ্যের কারনে। এবার আমার পরিবারের কেউই কোনো রাজনৈতিক দলকে ভোট দেবে বলেই স্থির করেছে। না ভোট থাকলে না -ই দেবো হয়তো বা.।.।

অথবা জামানতের টাকা যোগার করতে পারলে নিজেই নিরবাচনে দাঁড়িয়ে যাবো .।।। জানি হয়তো ৫/৭ টির বেশী ভোট পাবো না। তবুও

২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩৭

বাংলার হাসান বলেছেন: অথবা জামানতের টাকা যোগার করতে পারলে নিজেই নিরবাচনে দাঁড়িয়ে যাবো .।।। জানি আইডিয়া মন্দ না।

১২| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:১৫

বাংলাদেশী দালাল বলেছেন:
একটু টাইপিং মিস্টেক হয়েছিল বাক্য টা হবে
"মতের মিল আছে তবে না ভোট দেই নাই। জাতির কাছে ক্ষমা প্রার্থী। "

কেন ক্ষমা প্রার্থী বুঝে নিয়েন।

২৪ শে মে, ২০১৩ রাত ১০:৪৫

বাংলার হাসান বলেছেন: ভাই মাঝে মাঝে কিছু বিষয় আছে যা বুঝিয়ে দিতে হয়। সব কিছূ কি আর চাইলেও বুঝে নেয়া যায়?

১৩| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৮

রুপম শাহরিয়ার বলেছেন: ছি হাসান ভাই
আপনে না ভোট দিলেন? জানেন না ভোট না দিলে আল্লাহ গুনাহ দেয় আর জামাতরে ভোট দিলে আপনে বেহেস্তের টিকেট পাবেন।
.
এই কথা গুলো আমার নানা নানী মামা মামীগো জামাত শিবেরের পোলাপাইনরা বুঝাইছে।

২৪ শে মে, ২০১৩ রাত ১১:৫৯

বাংলার হাসান বলেছেন: জামাতরে ভোট দিলে আপনে বেহেস্তের টিকেট পাবেন। টিকেটের কোন ডামি দেয় নাই? :P :P

১৪| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:১২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: রাজনীতি নিয়ে পুরাই হতাশ! :(

২৫ শে মে, ২০১৩ রাত ১২:১৭

বাংলার হাসান বলেছেন: হতাশাকে ঝেড়ে নিজেদেরকেই তৈরী হতে হবে।

১৫| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ঝাঝালো প্রশ্নীয় যুক্তিগুলোতে অনেক গুলা প্লাস !
ভোট দেয়ার মত দেশপ্রেমিক (দলের চেয়ে বেশী ) রাজনৈতিক দলের আবির্ভাব হোক ! ++

২৫ শে মে, ২০১৩ রাত ১২:১৫

বাংলার হাসান বলেছেন: ভোট দেয়ার মত দেশপ্রেমিক (দলের চেয়ে বেশী ) রাজনৈতিক দলের আবির্ভাব হোক অভি সেই দল তো আর আকাশ থেকে টুপ করে পড়বে না। তোমাকে আমাকে আমাদেরকেই তৈরী করতে হবে।

১৬| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! ঘটনা সত্য !

২৫ শে মে, ২০১৩ রাত ১২:২২

বাংলার হাসান বলেছেন: ঘটনা সত্য ঠিক আছে মানলাম।

কিন্তু এ থেকে বের হবার জন্য আমাদেরকে কি করা উচিৎ বলে মনে হয়?

১৭| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ১০০%ঠিক বলেছেন হাসান ভাই ! একটা ধারা তৈরী করতে হবে ! দিনশেষে আমরা সবাই বাঙ্গালী , সবাই বাংলাদেশী ! সবাই না হোক একটা প্রজন্ম চাইলেই সুস্থতা আসবেই ! আজ না হয় কাল ! ভালোবাসি বাংলাদেশকে এটাই হোক আমাদের উপজীব্য বা স্লোগান !

২৫ শে মে, ২০১৩ রাত ১২:২৪

বাংলার হাসান বলেছেন: ওকে গুড।

দিনশেষে আমরা সবাই বাঙ্গালী , সবাই বাংলাদেশী ! সবাই না হোক একটা প্রজন্ম চাইলেই সুস্থতা আসবেই !
সেই চাওয়াটাকে পূর্নতা দেয়ার জন্য আমাদের করনীয় কি?

১৮| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: স্বপ্নের বাংলাদেশ হতে কি দরকার ছিল বলে আপনি মনে করেন ?
আচ্ছা অতীত বাদ , বর্তমান আর ভবিষ্যত নিয়ে আলাপ করি ,
আমাদের কাঙ্খিত রাষ্ট কাঠামো আর রাজনৈতিক পরিবেশ কেমন হলে স্বপ্নের কাছাকাছি যাওয়া যায় ! আমাদের সেসব নিয়ে ভাবতে হবে , আকাশের শক্তিকে কাজে লাগিয়ে জনমত গঠন করা দরকার , কেননা দিনশেষে আমরা বাংলাদেশী ! জনমত গঠন খুব একটা কঠিন হবেনা কেননা আমরা সবাই দেশপ্রেমিক বলেই আমি বিশ্বাস করি ! জনমত উপেক্ষা করা কখনো সহজ নয় ! আপনি বলেন দেখি কি দরকার ছিল বা আছে ??

২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

বাংলার হাসান বলেছেন: সবার আগে জানা প্রয়োজন আমরা কি উদ্দেশ্য নিয়ে কাজ করবো? কেন করবো? কাকে নিয়ে করবো?

প্রথম দুইটা না হয় পরে আসি, প্রথমে আমাদের ঠিক করা দরকার আমরা কাকে নিয়ে কাজ করবো এবং কি উদ্দেশ্য নিয়ে করবো।

এবার তুমি বলো কাদেরকে নিয়ে কাজ করবো?

১৯| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৪৫

নতুন বলেছেন: উত্তরে বললাম দেখুন আমি যেই চিন্তায় বিশ্বাসী সেই ধারার কোন রাজনৈতিক দল দেশে এখনো তৈরী হয় নাই। তাই বলা যায় আমি কোন দলের সাপোর্টার না


এই বোধ জনগনের মাঝে আসলেই দেশের উন্নতি শুরু হবে.... তখন রাজনিতিক দল বাধ্য হবে পরিবত`ন আনতে...

++++

২৫ শে মে, ২০১৩ রাত ১:০৩

বাংলার হাসান বলেছেন: এই বোধ জনগনের মাঝে আসলেই দেশের উন্নতি শুরু হবে জনগনের মাঝে এই বোধ আমাকে আপনাকেই সৃষ্টি করতে হবে।

২০| ২৫ শে মে, ২০১৩ রাত ১:১৮

শিপু ভাই বলেছেন:
আপ্নেতো মিয়া চাইর ঢিলে চাইর পাখি মাইরা আইছেন!!! শাবাস!!!




পোস্টে++++++++++++

যৌক্তিক উত্তর দিয়েছেন প্রত্যেককে!!!

২৫ শে মে, ২০১৩ রাত ১:২৮

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ শিপু ভাই। উচিৎ কথা বাপরেও ছাড়ি না। আর এগুলো হলো আমাদের নষ্ট রাজনৈতিক দল।

২১| ২৫ শে মে, ২০১৩ রাত ১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার মনে হয় কারা করবে প্রশ্ন টা না আসাই ভালো ! সবাই করবে ! সবাই যে করবে সে জন্য সবার গ্রহনযোগ্য কিছু এজেন্ডা ঠিক করতে হবে ! যে এজেন্ডা গুলো বিপুল জনমত লাভ করবে ! আমাদের দল গুলো অনমত উপেক্ষা যাতে না করতে পারে ঠিক ততটা জন্মত লাগবে ! ঐক্যমত হবে সাধারণ জনগণের মাঝে যা গ্রহণ করতে বাধ্য থাকবে কোন দল সমর্থিত ব্যাক্তিও ! তাতে যদি কিছু হয় ! একটা জরিপ চালান , হতে পারে ব্লগ পোষ্ট এর দ্বারাই , আমাদের আসলে কি চাই ? দেখেন কে কি বলে , সেই মতামতের উপর ভিত্তি করে আমজনতার কিছু দাবী একত্রিত হতে সময় লাগবেনা !

২৫ শে মে, ২০১৩ রাত ১:৩০

বাংলার হাসান বলেছেন: আমাদের অন লাইনের বাহীরে অফ লাইনে মাটির কাছে পৌছাতে হবে।

সেটা কি করে করা যায় বলে তুমি মনে করো?

২২| ২৫ শে মে, ২০১৩ রাত ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: মাটির কাছে যাবার আগে আপনার কোমরের জোর বাড়িয়ে নিতে হবে তো ! অনলাইনে আগে আলোচনা করেন , সচেতনতা বাড়ান ! দেখবেন মাটি কাপতেছে ! যখন দেখবেন সবাই একমত অফলাইনে জোয়ার আসতে সময় লাগবেনা ! ধরেন আমরা চাই যে আমরা একটি সাম্প্রদায়িক হানাহানি মুক্ত , দুর্নীতি মুক্ত সমাজ চাই ! মানুষ কে কিভাবে বুঝাবেন ব্যাক্তি পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত ছোট ছোট দুর্নীতি আমাদের কিভাবে নিঃশ্বেষ করছে ! কিংবা কি হলে আমরা একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ পাবো ! আপনার কিন্তু অফলাইনের আগে এটা নিয়ে অনলাইনে অনেক কে নিয়ে কথা বলতে হবে ! তাতে ব্যাপার টা দ্রুত প্রসারিত হবে ! যখন আপনার মত , আমার মত অনেক অনলাইন এক্টিভিষ্টের মনে হবে আর না অনেক দেরী হয়ে গেছে , আমরা একটা সত্যিকারের সমৃদ্ধ দেশ চাই তারপর শুরু হবে অফলাইনে মাটির কাছে গিয়ে কাজ করার ! তখন ঐ যে সামু ব্লগের দেশপ্রেমিক ব্লগাররাই অনমত গঠন করবে , আমরা এটা চাই , এটা চাই না ! যেটা পৌছে যাবে দলগুলোর কাছে ! পৌছানো কিন্তু এখন অনেক সহজ এই অনলাইনের শক্তিতেই হাসান ভাই ! আমরা ব্লগার , চ্যারিটিও বিগিনিস ইন হোম কথাটা মনে রেখে বলতে চাই ব্লগ থেকেই শুরু হোক সচেতনতা বা জনমত যাচাই এর কাজ টা !

২৫ শে মে, ২০১৩ রাত ১:৫৪

বাংলার হাসান বলেছেন: তোমার প্রস্তাবটা খুব চমৎকার।

কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো অন লাইনে এই চিন্তা ধারার যে কয়জন সহযাত্রী হবে তাদেরকে কিন্তু এই বিষয়টা নিয়ে দিনের পর মাসের পর মাস আলোচনা চালিয়ে যেতে হবে। সেই ধৈয্য কি আমাদের আছে?

২৩| ২৫ শে মে, ২০১৩ রাত ২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: হাসান ভাই আপনাকে একটা কথা বলি মানুষ কখন নিজের খেয়ে মিছিল করে বলতে পারেন , যখন সে বুঝতে পারে একটা সুন্দর বা মোটামুটি পরিশীলিত সমাজ ব্যাবস্থা তাকে একটি সমৃদ্ধ পরিবার বা ব্যাক্তিত্ব গঠনে সাহায্য করবে কিংবা একটা পরিবর্তন না হলে তার সার্ভাইভ করা কঠিন হবে , কেননা সেও এই সমাজের ই অংশ ! আমাদের স্বাধীনতার জন্য সৃষ্ট জনমত ই সবাইকে এক ছাতার নিচে নিয়ে এসেছে , সেটার পরিবেশ টা অনেক দিনে তৈরী হয়েছে পাকিস্তানী শাষন ব্যাবস্থার কারনে ! এখন আমরা তো আমাদের দেশের ভবিষ্যত নিয়ে শঙ্কায় আছি ! অনেক গুলো গণতান্ত্রিক সরকারের পালা বদল দেখেছি , হিংসা আর পরস্পর বিরোধীতা ছাড়া কিন্তু কিছুই হয় নি ! আপনি যেই ধৈর্যের কথা বলছেন সেটা তখনই আসবে যখন আপনি সবাইকে বুঝাতে সক্ষম হবেন আম জনতার চাহিদা এগুলো , এগুলো বাস্তবায়িত না হলে দেশ দূষিত হবে , দেশ দূষিত হলে একদিন বাক্তি পর্যায়ে , পরিবারে সে দূষনের গন্ধ লাগবে ! আগে ঠিক করার ব্যাবস্থা করেন আসলে জাতী হিসেবে আমাদের এখন কি চাই ?

২৫ শে মে, ২০১৩ রাত ২:১৭

বাংলার হাসান বলেছেন: খুবই চমৎকার বলেছ।

তুমি কি মনে করো, আসলেই আমরা কি চাই?

২৪| ২৫ শে মে, ২০১৩ রাত ২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বিচ্ছিন্ন ভাবে এখানে আলাপ করলে ফলাফল অনেক টাই শুন্য থাকবে হাসান ভাই ! আমি মনে করি আমাদের একটা পর্যালোচনা মূলক পোষ্টের মাধম্যে আমাদের চাহিদা , প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব টা আলোচনা করলে এবং আমাদের সীমাবদ্ধতার কথা মাথায় থাকে যাতে এমন একটা পোষ্ট দিয়ে সেখানে আপনি আসলেই এই দেশটার জন্য আমরা কি চাই সেটা সবাইকে জিজ্ঞেস করেন ! না ভোট সমাধান নয় ! আপনি যদি ঐ রকম একটা পোষ্টের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারেন তাহলে সেখানে দেখবেন আমরা কি চাই বের হয়ে আসবে বা আমি কি চাই তাও ! আশা করি আমি কি চাই বা আপনি কি চান তার থেকে আমরা কি চাই তা জানার জন্য সামু আপনাকে সাহায্য করবে !

২৫ শে মে, ২০১৩ রাত ২:৩৩

বাংলার হাসান বলেছেন: সুন্দর আইডিয়া।

আমি চেষ্টা করবো এই বিষয়টাকে নিয়ে একটি গঠন মূলক পোষ্ট খুব দ্রুত দিতে।

তবে একথাও সত্যি, এই যে আজকে আমি তুমি বিচ্ছিন্ন ভাবে আলোচনা করছি, এরও কিন্তু একটি পজেটিভ দিক আছে।

এই যে তুমি বলেল এই বিষয়কে সামনে নিয়ে সবার চাওয়াটা কি তা আলোচনার জন্য একটি পোষ্ট দিতে। এটা কিন্তু আমাদের দু’জনের বিচ্ছিন্ন আলোচনা থেকেই উঠে এসেছে।

হয়তো আমরা চেষ্টা করলে এই আলোচনা সবার মাঝেই ছড়িয়ে দিতে পারব। তবে সেক্ষেত্রে ধৈর্য্য পরিক্ষায় উত্তিন্ন হতে হবে।

২৫| ২৫ শে মে, ২০১৩ রাত ২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধৈর্য পরীক্ষার সফলতা নির্ভর করে আপনার পোষ্ট সবাইকে কতটা দলীয় অন্ধত্বের বাইরে দেশ বা সমাজ নিয়ে ভাবাতে বাধ্য করে ! আপনার পোষ্ট সফল হলে সবার বিবেক নাড়া খাবে , ঘুমন্ত দেশপ্রেম জেগে উঠবে !

২৫ শে মে, ২০১৩ রাত ২:৪০

বাংলার হাসান বলেছেন: আসলে সত্যি বলতে কি অভি, আমরা কতটা দলীয় অন্ধত্বের বাইরে দেশ বা সমাজ নিয়ে ভাবি? তুমি একটু লক্ষ করে দেখ।

আমরা যারা ফেবু বা ব্লগে লিখি, তারা কিন্তু সবাই কম বেশি শিক্ষার আলো পেয়েছি। সেই আমরাই দেখ নিজ দলের মতের বিরুদ্ধে গেলে কতটা বিছরি ভাষায় একে অন্যকে গালাগালি করি।

২৬| ২৫ শে মে, ২০১৩ রাত ২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: গালাগালি যাতে না হয় , সবাই যাতে পোষ্ট পড়ে ভাবতে বাধ্য হয় এমন পোষ্ট ই তো দিবেন ! আপনি তো কোন দলের বিরুদ্ধে লিখবেন না ! লিখবেন আমরা কি পেতে পারতাম , কি পাইনি , এখন কি চাই তা ! আশা করি সুস্থ আলোচনা হবে সেখানে !

২৫ শে মে, ২০১৩ রাত ২:৫৮

বাংলার হাসান বলেছেন: অবশ্যই।

এই কথা গুলো প্রসঙ্গক্রমে বলা।

তবে আমি বিশ্বাস করি শুধু মাত্র মতের অমিলের কারনে দেশ ও সমাজ ব্যবস্থায় চলা অনাচার, অবিচার দেখেও যারা চোখ বন্ধ করে রাখে, তারা মূখে প্রকাশ না করলেও মনে মনে ঠিকই চায় সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ পেতে।

২৭| ২৫ শে মে, ২০১৩ ভোর ৬:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আমরা সবাই ভুলের মালার এক একটি দানা ।

২৫ শে মে, ২০১৩ দুপুর ২:০৫

বাংলার হাসান বলেছেন: সেই ভুল থেকে বের হওয়ার আদৌ ইচ্ছে কি আমাদের ভিতর আছে।

২৮| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৪

সায়েদা সোহেলী বলেছেন: একটা সময় কিছুটা দুঃখবোধ কাজ করত , বাংলাদেশী হয়েও নিজের দেশের কোন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারায় ,ছোট বেলাতে খুব ইচ্ছে হত মুরব্বীদের মত ভোট দিতে যেতে । কিন্তু এখন মনে হচ্ছে বেচেঁ গেছি , অন্যের পাপের ভাগিদার হতে হবে না । আমাদের একেকজন মহান নেতার মনভুলানিয়া কথায় বা হ্যামিলনের বাশির সুরে ভুলে কাউকে না কাউকে নিশ্চয়ই নির্বাচিত করতাম নিজের পছন্দ বলে , কিন্তু সবাইজে একে অন্যের চাইতে প্রতারণা আর কুটকউশলে পারদর্শী! !! :(

২৫ শে মে, ২০১৩ দুপুর ২:০৭

বাংলার হাসান বলেছেন: অপশক্তিকে পরাজিত করার লড়াইয়ে না নেমে দূরে বসে হয়তো মনে হবে বেঁচে গেছি।

সত্যি কি তাই?

২৯| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:২১

জিয়া চৌধুরী বলেছেন: আমিও গতবার না ভোট দিয়েছিলাম।

২৬ শে মে, ২০১৩ ভোর ৫:০২

বাংলার হাসান বলেছেন: বাহ! ভালতো ভাল না

একই মতের মানুষের সংখ্যা বাড়ছে।

৩০| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:০০

রায়ান ঋদ্ধ বলেছেন: হাসান ভাই, অভি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। আগে আমাদের নিজেদের মধ্যে সহমতের প্রগতিশীল সহযাত্রী খুঁজে দেখতে হবে। মাটির কাছে পৌঁছাতে হলে লাঙ্গল, হাল চালানোর সাহস আছে এমন মানুষদের ঐক্যবদ্ধ করতে হবে। শুধু তাই না এই মানুষগুলো যদি আবেগের বসে ছুটে আসে তবে ফিরে যেতেও দেরী করবে না। তাই যারা রোদ, বৃষ্টি, ঝড় তুচ্ছ করে ফসল ফলানোর জন্য সত্যিকার অর্থে কাজ করবে, তাদের প্রস্তুত করতে হবে।

আমাদের আগের প্রজন্মে যারা এখনো রাজনৈতিক বিষক্রিয়ায় বিষিয়ে যায়নি, যারা প্রগতির কথা ভাবে তাদের এই প্রচেষ্টায় আনতে হবে। যারা এখন সক্রিয় সাথে এই বিষ পান করছে তাদের দিকে এখন হাত না বাড়ানোই বুদ্ধিমানি। নিষ্ক্রিয় বা অর্ধসক্রিয়দের দিকে হাত বাঁড়াতে হবে। তাই বলে যদি আমরা সয়াসরি আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে এদের সামনে হাজির হই তাহলে হিত বিপরীতে সবই হতে পারে। আমাদের কাজটি করতে হবে গেরিলা পদ্ধতিতে। একটা নিরীহ কারণে এই মানুষগুলোকে এক করতে হবে, আর সেই নিরীহতার চাদরের পেছন থেকে আমাদের দর্শন, লক্ষ্য, উদ্দেশ্য এই মানুষ গুলোর কাছে পৌঁছে দিতে হবে।

গেরিলা পদ্ধতিতে না গেলে আমাদের বিপক্ষ (ভুয়া দেশপ্রেমিক ও দেশদ্রোহী) আমাদের লক্ষ্য আঁচ করে নিয়ে বিচ্ছিন্ন করার জন্য সর্বস্ব চেষ্টা করবে। তাই আপাতত সহমত গঠন সব থেকে প্রয়োজনীয়।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:০৬

বাংলার হাসান বলেছেন: জ্বি ঠিকই বলেছেন।

আমাদের ঠিক এমনি ভাবে পরিকল্পনা করে করে এগিয়ে যেতে হবে।

৩১| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:৫৪

ভূতাত্মা বলেছেন: ভাগ্যিস, ভূত সমাজে ভোট নেই!!!

ভূতেদের ভোট দিতে হয় না!!!! |-) |-) |-)

১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৬

বাংলার হাসান বলেছেন: ভাগ্যিস আপনি ভূত, সো নো টেনশন। |-) |-) |-) |-)

৩২| ১২ ই জুন, ২০১৩ ভোর ৪:০২

কাজী মামুনহোসেন বলেছেন: আমি ভোটার হই নাই। হইলে অবশ্যই না ভোট দিতাম। :)

১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৮

বাংলার হাসান বলেছেন: ”না” ভোটের বিধান বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে তুলে দিয়েছে।

ভোটার হলেও দিতে পারতেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.