নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

এই ছেলের লেখা-পড়া শেখার কি মূল্য আছে?

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫০

ফেসবুক ও ব্লগ লগইন রেখে বাসা থেকে বের হয়ে যাওয়া নিত্য অভ্যাসে পরিনত হয়েছে। ফেসবুক অপেন রেখে কোথাও চলে যাওয়ার খোসারত দিতে হয় নিত্যদিন কারো না কারো বকাঝকার মেসেজ পাওয়ার মাধ্যমে। আর ফেসবুক বন্ধদের সিংহ ভাগের সাথেই অনলাইনের বাহীরেও ভাল বন্ধুত্ব সেই সুবাদে (লিঙ্গ ভেদে) যার যার মত করে ফোন করেও ঝাড়ি মারে। এদেরে মাঝে কেউ কেউ তো এককাঠি সরষ হয়ে তাদের স্ত্রীর ছোট ভাইও বানিয়ে ছাড়ে, মাঝে মধ্যে দেখা যায় সৃষ্টিগত বৈশিষ্টের কারনে যাদের দ্বারা এই বন্ধনে আবদ্ধ করা সম্ভব নয় তারাও কল করে “শালা” শব্দটি (শ্রুতি মধুর ক্ষেত্র বিশেষ গালি) ব্যবহার করতে ভুল করেন না।



ভাবছেন শিরোনামের সাথে উপরের কথা গুলোর মিল কোথায়? আপনার ভাবনার জগতের প্রশ্নের জবাব পেতে হলে একটু কষ্ট করে সম্পূর্ন লেখাটা পড়তে হবে। না যথেষ্ট হয়েছে, আপনার ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে বিখ্যাত (শ্রুতি মধুর ক্ষেত্র বিশেষ গালি) শব্দটি শোনার কোন ইচ্ছে নেই। গতকাল রাত ১টার দিকে ফেসবুকে চোখ পড়লো, দেখলাম আজ একজন বর্ষীয়ান রাজনীতিবীদ সহ বন্ধু লিষ্টে থাকা আরো ছয় জনের জন্মদিন। দেরী না করে একে একে সবাইকে জন্মদিনের শুভেচ্ছা দিলাম (কথায় আছে শুভ কাজে নাকি দেরী করতে হয় না)। জন্মদিনের শুভেচ্ছা জানানোর প্রায় ঘন্টাখানেক পরে ছয় জনের একজন মেসেজ দিল টেক্স করল (নূন্যতম ভদ্রতা হিসেবে ধন্যবাদ নয়)“হ্যায়“। প্রতি উত্তরে ”হ্যালো” দেয়ার পর, জানতে চাইল কি করি, কোথায় থাকি ইত্যাদি ইত্যাদি। তার সব প্রশ্নের উত্তর দিয়ে যখন বললাম জিগাতলায় থাকি। তিনি সাথে সাথে টেক্স করলেন তিনিও জিগাতলায় থাকেন (দীর্ঘ বাত-চিতের শুরু থেকেই তিনি আমাকে তুমি করেই বলছিলেন এবং আমি আপনি করেই কথা চালিয়ে যাচ্ছিলাম, ফেসবুকীয় যুগেরে মত ডিজিটাল যুগে তুমি শব্দটা অশোভনও নয়, যদিও এটিই ছিল উনার সাথে আমার প্রথম চ্যাট।) এবং আমার সাথে চা খেতে চান ও মোবাইল নাম্বার চাইলেন। এর মাঝে এক বন্ধু কল দিল, ফোনে কথা বলতে বলতে তাকে আমার বাংলালিংক নাম্বারটা দিলাম। যেহেতু আমি দিন আনি দিন খাই, ব্যবহার করি কম দামি একটি চায়না মোবাইল। যেই বন্ধটির সাথে কথা বলছিলাম, সে কল দিছে আমার এয়ারটেল নাম্বারে। যেহেতু এক মোবাইলে দু‘টি সিম ব্যবহার করি, নিয়ম অনুসারে তখন কেউ বাংলালিংকে কল দিলে ফেন বন্ধ পাবে। আর ঘটেছেও ঠিক তাই, তিনি ফেন দিয়ে বন্ধ পেয়ে টেক্স করলেন নাম্বার বন্ধ। উত্তরে বললাম ভাই, আমি অন্য নাম্বারে কথা বলছি, ফ্রি হয়ে আপনাকে কল দেই, উত্তরে তিনি টেক্স করলেন “চাপা”। ফোনে কথা শেষ করে দেখলাম তিনি অনলাইনে



ফোনে কথা শেষ করে দেখলাম তিনি অনলাইনে নাই,নাই, তাই আর কল দিয়ে বিরক্ত না করে মনযোগ দিলাম একটি প্রতিবেদন তৈরীতে। প্রতিবেদন শেষ করে দেখি ঘড়ির কাটা বলছে তখন ভোর সাড়ে পাঁচটা। সকাল সাড়ে ১১টার দিকে একটি অপরিচিত নাম্বারের কলের শব্দে ঘুম ভাঙ্গল। “” কল রিসিভ করে অভ্যাস মত সালাম দিতেই অপাশ থেকে বলল কিরে দোস্তে কি করছ? কেমন আছস? উত্তর বললাম ভাল। ওপাশ থেকে আবার বলল কিরে তুই কি আমারে চিনতে পারছ নাই? উত্তর দিল‍াম জ্বি না, ওপাশ থেকে বলল কাল রাতে যে নাম্বার দিলি ভুলে গেলি নাকি? এবার চিনতে পেরে বললাম জ্বি চিনতে পেরেছি। আরো কিছু কথা হবার পর ফেনটা কেটে গেল, বিছানা ছেড়ে ফ্রেস হয়ে গেলাম চায়ের দোকানে। সিগারেট জ্বেলে চায়ে চুমুক দিব এমন সময় সেই নাম্বার থেকে কল, রিসিভ করে হ্যালো বলার আগেই ওপাশ থেকে বলল কিরে তুই কই? যেহেতু তার বাসাও জিগাতলা বললাম গ্লাস ফ্যাক্টরী রহীম ভাইয়ে চায়ের দোকানে। তিনি জানতে চাইলেন এটা কোথায় লোকেশন বলে বললাম আপনি রহীম ভাইয়ের চা দোকানে আসেন এক সাথে চা খেতে খেতে আড্ডা দেয়া যাবে। ওপাশ থেকে বলল সে এখন মিতাল রোডে এক বন্ধুর বাসায় আসছে এবং তারা এক সাথে ulab এ পড়ে। আরো কিছু কথা বলে তিনি ফোনটা রাখলেন। ঘন্টা দু‘য়েক পর বাসায় এসে দেখি তার বেশ কিছু টেক্স জমা হয়েছে, রিপলাই দিব এমন সময় আবার কল। ফোনে কথার মাঝে তিনি টেক্স করলেন জিগাতলা গাউছিয়া হোটেল বা ulab এর সামনে ডাকছেন, তখন মাত্র বাসায় ঢুকার কারনে আর সে দিকে যেতে ইচ্ছে করছে না, সে কারনে তাকে বললাম আপনি রহীম ভাইয়ের চা দোকানের সামনে আসেন। আর প্রথমবার একজন অপরিচিত মানুষকে তার তুই করে বলাটাও সহজ ভাবে নিতে পারি নাই। এদিকে সে ফোনে কথা বলার সাথে সাথে ফেসবুকেও সমান তালে টেক্স করে যাচ্ছিল, এতে করে কিছুটা বিরক্ত হয়ে তার প্রোফাইলে গিয়ে তার জন্ম তারিখ দেখে তো পুরাই “থ” হয়ে গেলাম। আমাদের ব্যাচ যেই সালে এসএসসি পাশ করে তখন তার স্কুলে যাবারও বয়স হয় নাই। এদিকে বেশ কয়েবার ফোন আলাপে জানতে পারলাম সে থাকে জিগাতলা ধোপা পাড়ায় । মেজাজ বিগড়ে গেলে, এর মাঝে ফোন কেটে গেলে,সম্ভবত তার ফোনের টাকা শেষ হয়ে গেছে, টেক্স কিন্তু তার বন্ধ হয় নাই। এবার তাকে টেক্স করলাম। “ বেটা আমাদের ব্যাচ যেই সালে এসএসসি পাশ করে তখন তোর স্কুলে যাবারও বয়স হয় নাই, একজন অপরিচিত মানুষের সাথে কিভাবে ফোনে কথা বলতে হয় সেই জ্ঞানটুকুও তোর নাই। রহীম ভাইয়ের চা দোকানের সামনে আসলে আয় না হলে অযথা ত্যানা প্যাচানী বন্ধ কর।“ তারপরেও তার টেক্স যখন বন্ধ হচ্ছে না, বিরক্ত হয়ে লিখলাম। “তোর বাসা তো ধোপা পাড়ায়, তুই এক কাজ কর বাসা থেকে বের হয়ে জাগরনী ক্লাবের সামনে এসে মিলন মামার চা দোকান থেকে এক কাপ চা নে, আর মায়ামী থেকে এক পোটলা মুরি নিয়ে খেয়ে আমার কথা বলে চলে যা। আর যদি তাও না পারছ তাহলে ধোপা পাড়া মসজিদের পাশে হেলালের দোকান থেকে এক পোটলা মুরি কিনে বসে বসে খা।“ তারপরেও যখন তার টেক্স বন্ধ হচ্ছে না কল দিলাম, কিন্তু সে কল কেটে দিল এবার বেশ কয়েকবার কল কেটে দিল। কল কেটে দেয়ায় মেজাজ আরো বিলা হয়ে গেল। এবার টেক্স করলাম, “ তুই ১০ মিনিটের মধ্যে গাওছিয়ার সামনে আয়, তা না হলে ulab এর ছোট ভাইদেরকে দিয়ে ulab থেকে ধরে এনে এমন মাইর দিমু হাঁড় একটাও আস্ত থাকবে না” এই টেক্স করে বের হয়ে গিয়ে বসলাম গাওছিয়ার উল্টা পাশে মনিরের চা দোকানে। সাধারনত এই সময় মনিরের চা দোকানে যাই না, গিয়ে কিছু ছোট ভাইকে (ছোট ভাই হলেও এদেরে অনেকেই ভার্সিটি লেভেল পার করেছে কেউ চাকুরী করছে কেউ এখনো বেকার)এবং নিজেও পড়লাম বিব্রতকর অবস্থায়। যেহেতু একই এলাকার যাদেরে হাতে সিগারেট ছিল তারা দ্রুত সরে গেল।



এদিকে সেই ছেলেটা বারবার কল দিতেছে, কল কেটে কেটে দিতেছি। আবারও যখন কল দিয়ে সরি বলার চেষ্টা করল, শুধু বললাম তুই যদি তোর ভাল চাস তাহলে ১০ মিনিট সময়, আমি গাউছিয়ার সামনে। ছোট ভাই গুলো ধরলো ঘটনা কি জানতে, তাদেকে সংক্ষেপে বলার পর একজন বলল, ভাই এতা দেখি চরম বেয়াদপ একে একটা উচিৎ শিক্ষা দিতে হবে। তাদেরকে থামিয়ে দিয়ে বললাম ছেলেটা বলছে আসতেছে তোরা কোন ঝামেলা করিস না। যাই হোক ১৫/২০ মিনিট পর ছেলেটা আসল সাথে ulab এর এক ছোট ভাই। সামনে এসে ছেলেটা সরি বলতে বলতে অস্থির। তাকে বললাম তোর বাবার ফোন নাম্বার দে, তোর বাবাকে কল করে জিজ্ঞাস করি লাখ লাখ টাকা খরচ করে তোর মত বেয়াদপকে কেন প্রাইভেট ভার্সিটিতে পড়া-লেখা করাচ্ছে, তুইতো মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানিস না। তোর মা, বাবা তোর পিছনে যে টাকা নষ্ট করছে তা তো জলে যাচ্ছে, আর তুই যখন লেখা-পড়া শেষ করবি তোর কাছ থেকে জাতি কি পাবে? এমন একটা বেয়াদপ যে কিনা একজন অপরিচিত মানুষের সাথে ফোনে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে সে জাতিকে কি দিবে? এমন আরো ব্যাপুক জ্ঞানী জ্ঞানী কথা ।



তার সাথে আসা ছোট ভাইটিও তাকে ব্যাপ‍ুক জ্ঞানী জ্ঞানী কথা উপহার দিয়ে তাকে আবরো ক্ষমা চাইতে বলল। এবং বলল ভাই আপনি হাতে না মেরে কথা দিয়ে যেভাবে মারলেন এর চাইতে বড় মাইর আর হতে পারে না। আশা করি ওর চির জীবনের শিক্ষা হয়েছে। উত্তরে বললাম সেই আশাই করি।



এতক্ষন ধৈর্য নিয়ে যারা লেখাটা পড়েছেন আশা করি এবার শিরোনামের সাথে লেখার মিল খুঁজে পেয়েছেন। আর য‍ারা ফোন দিয়ে নেট চালান তাদের কাছে ক্ষমাপ্রার্থী লেখাটা বড় হয়ে যাওয়ায় আপনাদের অনেক মোবাইট খেয়ে নেয়ার জন্য। আর আমার মত যারা ব্লগ দিয়া নেট চালায় তারা পারলে চায়ের বিল দিয়ে দিয়েন।

মন্তব্য ৬৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :P

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩১

বাংলার হাসান বলেছেন: অভি যতই জ্বিহা বের কর লাভ নাই, আম, পোলাও, মাংস কিন্তু শেষ।

২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:০৯

রাজীব বলেছেন: জিগাতলায় কোথায় থাকেন?

শৈশব সেখানে কেটেছে কিনা, তাই একটা মনের টান আছে।
আমি জিগাতলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। এস এস সি ৯৩

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:২৯

বাংলার হাসান বলেছেন: বলেন কি ব্রো!!! আমিওজিগাতলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

‌আপনি কি পলাশ, সুজন, তাপস, ফরহাদ, সোহেল ভাই সহ আরো বেশ কিছু বড় ভাই ছিল ৯৩ ব্যাচে জিগাতলা স্কুল থেকে উনাদেরকে চিনেন? আপনি আমার এক ব্যাচ সিনিয়র।

আমার বাসা জিগাতলা খাইরুন্নেছা রোডে।

জিগাতলা স্কুলের প্রাধান শিক্ষক জসিম উদ্দিন স্যারের পিটির সময় কখনো দৌড়ানী খাইছেন?

৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:২৩

অনির্বাণ তন্ময় বলেছেন:
অনলাইনে অপরিচিত কেউ প্রথমেই তুমি বা তুই করে বললে মেজাজটাই বিলা হয়ে যায়। সামান্য ভদ্রতাবোধও এদের নেই।
X( X( X(

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৬

বাংলার হাসান বলেছেন: ফেসবুকীয় ডিজিটাল যুগে অনলাইনে অপরিচিত কেউ প্রথমেই তুমি বলাটা গায়ে মাখি না। হ্যাঁ তারপরেও ভদ্রতা বলতে যে কোন চিড়িয়া আছে তা তো ডিজিটাল যুগের পোলাপানের কাছে বলতে গেলে অচল।

৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩০

মদন বলেছেন: +++++++++++++++++++++++++++

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৪০

বাংলার হাসান বলেছেন: ওয়াও আপনি আমাকে এত্তোগুলা প্লাস দিছেন!!!!!!!!!!

যান আপনাকে এত্তোগুলা থ্যাঙ্কু দিলাম। হি হি হি

৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৭

চটপট ক বলেছেন: াইয়া আপনি বস

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:০৫

বাংলার হাসান বলেছেন: না ব্রো, আমি বস-টস কিছু না।

তবে মেজাজ চরম বিগড়ে গেছিল তাই ডেকে এনে কিছু জ্ঞানী জ্ঞানী বাক্য ঝেড়ে দিলিাম। :P :P :P

৬| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে ভাই! আপনি ইভ টিজিং এর শিকার সর‍্যি থুক্কু ইভ না এডাম টিজিং এর শিকার। তাও একটা পোলার কাছ থেইকা!!!

নাহ! দেশের অবস্থা ভালা না। "তাদের" সংখ্যা অনেক বেড়ে গিয়েছে!!!!!! :(
আপনি সাবধানে থাইকেন! আপনার মুখে ঘন কালো দাঁড়ি দেখে তার হারিয়ে যায় মন!!!

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২৪

বাংলার হাসান বলেছেন: হা হা হা।

লেখাটা যখন লিখি তখনই কেন যেন মনে হইছে আপনার কাছ থেকে এমন একটি রসময় মন্তব্যই আসবে।

বাই দ্যা ওয়ে, নুরার তেহারী কিন্তু এখনো পাওনা আছি।

৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হাসান ভাইয়ের দাড়ি অনুভূতিতে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা তৈরী হয়েছে ! তাই আমি আগ বাড়িয়ে ওনাকে কিছু উপদেশ দিতে চলে এলাম ! আপনি যদি এই আঘাতের ব্যাথা থেকে বাচতে চান বারংবার ঐ স্মৃতিকাতর এডাম টিজিং এর দিন গুলোতে ফিরে যাবেন ! শান্তি পাবেন !

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২৯

বাংলার হাসান বলেছেন: অভি যাও ২টা আম রাখছিলাম তোমার জন্য, তোমার উপদেশ পেয়ে আমি এতটাই আনন্দিত যে, এখনি আম ২টা খেয়ে আনন্দ উপভোগ না করলে আমি পাগল হয়ে যাব।


৮| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: কৃষ্ণ করলে লিলা খেলা আমি করলে দোষ ! আমার প্রাপ্য আম , আমি বুঝে না পেলে আমজনতা "আম " মামলা করতে উদ্ধত হলে তখন আবার আমারে গালি দিয়েন না ! ঐ হারাম জাদার ঠিকানা দেন , আমি দেইখা নিবো ওরে ! কত্তবড় সাহস হাসান ভাইয়ের দিকে কুনজর ! X(( X((

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৩৯

বাংলার হাসান বলেছেন: হা হা হা।

তুমি আমার এলাকায় আসলে এক দিন দেখিয়ে দিমু। কিন্তু দুঃখের বিষয় হলো আম একটা খাওয়া শেষ আরেকটা শুরু করছি।

বাই দ্যা ওয়ে, পোষ্টের মূল বিষয যেটা তাহলো পোলাপান কি একজন অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এই বোধটুকুও রাখে না?

৯| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: পোলাটা সাইধ্যা ঝাড়ি খাইতে আইলো ক্যান বুঝলাম্না

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৫০

বাংলার হাসান বলেছেন: @কুনো ভাই, কাহীনি হইল পোলাড়া পড়ে ulab এ আর বাসাও এলাকার ভিতরে। আর ঘটনা চক্রে ulab এর এডমিন ম্যানেজার হলো আমাদের এক বন্ধু যেটা মেজাজ বিলা হয়ে যাবার পর তারে বলছি।

আর যেহেতু সে পড়ে ulab অতএব তাকে বের করা খুব কঠিন কিছু না। বলতে পারেন সে কঠিন মাইনকা চিপায় পড়েই আসতে বাধ্য হইছে।

বাই দ্যা ওয়ে, পোষ্টের মূল বিষয যেটা তাহলো পোলাপান কি একজন অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এই বোধটুকুও রাখে না?

১০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৫০

হাসান মাহবুব বলেছেন: একটা থাবর না দেয়া অন্যায় হৈছে।

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৫৪

বাংলার হাসান বলেছেন: হাসান মাহবুব ভাই, পাক্কা ১৫ মিনিট যেই সব ব্যাপুক জ্ঞানী জ্ঞানী :P বয়ান দিছি সেটা থাবরা দেয়ার চেয়ে কম না।

চা খাইতে কইছি আর পারলে “পা” ধরে ভয়ের ঠেলায়।

১১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:২৮

কষ্টবিলাসী বলেছেন: অপরিচিত মানুষকে ফ্রেন্ডলিষ্টে অ্যাড করেন? তাকে নিয়ে আবার এতবড় কাহিনীও লিখলেন!! মানুষের ধৈর্য্য দেখে অবাক হই।

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৪:২৫

বাংলার হাসান বলেছেন: ধৈর্য্য সে তো আমাদের বাঙ্গালীর আদি ঐতিহ্য।

১২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:৫২

একজন আরমান বলেছেন:
কা_ভা ভাইয়ের মন্তব্য পড়ে আমি হেসেই খুন। =p~ =p~ =p~

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৪:৩০

বাংলার হাসান বলেছেন: আরমান সাবধান খুব খৈয়াল কইরা। দেইখ হাসতে হাসতে যেন দাঁত পড়ে পা কাটা না যায়।

তুমি যে ভাবে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছ, পরে কিন্তু .....

বাই দ্যা ওয়ে, পোষ্টের মূল বিষয যেটা তাহলো পোলাপান কি একজন অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এই বোধটুকুও রাখে না?

১৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩২

কালোপরী বলেছেন: হুম কথা ঠিক এখন যারা জুনিয়র কোন কিছু জিজ্ঞেস না করেই তুমি সম্বোধনে চলে আসে

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪১

বাংলার হাসান বলেছেন: মাঝে মাঝে এই সব জুনিয়রদেরে জন্য করুনা হয়। নীতি নৈতিকতা বলতে এদের কিছু আছে বলে মনে হয় না।

১৪| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:১৪

দি সুফি বলেছেন: আমি সাধারনত অপরিচিত হলেই আপনি করে বলি, তা সে বয়সে ছোট-বড় যাই হোক না কেন! আমাদের ইউনিভার্সিটিতে সাধারনত প্রতি সেমিষ্টার পরেই নতুন নতুন ছেলে-পেলেদের সাথে ক্লাস পরে। অল্প কিছু পরিচিত, বাকি সবই অপরিচিত। আমি এদেরকেও আপনি করে বলি (যদিও বেশিরভাগই আমার চেয়ে বয়সে ছোট), কিন্তু তারা জবাবে আমাকে তুই করে বলে! :-& :-& আমি তখন চোখ বড় কইরা ওদের চোখের দিকে তাকাই (কিছুটা রাগ, কিছুটা অবাক হওয়ার ভঙ্গি করে), ঠিক তার পরপরই আমাকে ভাইয়া বলে ডাকা শুরু করে B-)) B-))
কিন্তু একটা জিনিস মাথায় ঢুকলো না! আপনি একটা পুরুষ মানুষ, ঐ ছাওয়াল আপনাকে এত বার বার ফোন আর ম্যাসেজ দিতেছিল কেন? :-& আপনি বা সে, দুইজনের একজন মেয়ে হইলে একটা কথা ছিল! :||
ছোট বেলায় স্কুলে থাকতে ভাব-সম্প্রসারন/রচনা পড়তাম "অপরিচিত জনকে আপনি বলুন" বা "শিষ্টাচার"।
এইগুলো ঠিকভাবে পড়ে আসলে ব্যবহারও ভালো করা যায়। খালি A+ পাইলেই চলে না। :-0

০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫৮

বাংলার হাসান বলেছেন: ছোট বেলায় স্কুলে থাকতে ভাব-সম্প্রসারন/রচনা পড়তাম "অপরিচিত জনকে আপনি বলুন" বা "শিষ্টাচার"।
এইগুলো ঠিকভাবে পড়ে আসলে ব্যবহারও ভালো করা যায়। খালি A+ পাইলেই চলে না।
১০০% সহমত।

আসলে আমরা যতই আধুনিক হচ্ছি নীতি নৈতিকাতা লোপ পাচ্ছে।

আর সে কি কারনে এমন বারবার ফোন, মেসেজ করছে সেই ভাল বলতে পারবে।

তবে আমার ধারনা সে যেহেতু এখানে মেসে থাকে হয়তো চিন্তা করেছে এলাকার কারো মাধ্যমে সে হয়তো সাধারনত মেসে থাকলে যে সকল সমস্যা হয় এলাকা ভিত্তিক সেগুলো থেকে এবং বাড়তি সুবিধা পাওয়া সহ নানাবিদ হতে পারে।

১৫| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:০৫

আল ইফরান বলেছেন: এই ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়ানোর সবচাইতে ভালো উপায় হছে আপনার সোশ্যাল নেটওয়ার্কে অপিরিচিত কাউকে এন্ট্রি না দেয়া। :) :) :)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৭

বাংলার হাসান বলেছেন: আল ইফরান ভাই,

এমন অনেক আছেন আমার সাথে যাদেরে পরিচয় সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই, এবং তাদের সাথে এখন আমার সম্পর্ক বন্ধু, ভাই, ছোট ভাই, বোন এর মত।

এই ব্লগেই আছেন এমন অনেকেই যারা এখন আমার খুব আপন মানুষ, সোশ্যাল নেটওয়ার্কের বাহীরে।

আমিনুর ভাই
কাল্পনিক_ভালোভাসা ভাই
কান্ডারী ভাই
ঘুড্ডির পাইট ভাই
শিপু ভাই
আরমান
অভি
আশিক মাসুম
রাইসুল সাগর
এস আর জনি
বোকা ডাকু
কুনো
তামিম সহ এমন অসংখ্য মানুষ আছে যাদের সাথে খুবই ভাল সম্পর্ক।

১৬| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:১২

আল ইফরান বলেছেন: সর‌্যি ওইটা "অপরিচিত" হবে :-B

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৮

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো বুঝতে পেরেছি ব্যাপার না।

একই সমস্যায় আমিও প্রায় পড়ি।

১৭| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২০

সপ্নাতুর আহসান বলেছেন: আশা করি ওর শিক্ষা হয়েছে

অ,টঃ ব্লগ দিয়ে নেট চালায় ক্যামনে?

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:২২

বাংলার হাসান বলেছেন: সেই আশাই করি।

ব্লগ দিয়ে নেট চালানো শিখতে হলে ফি লাগবে ;) ;) ;)

ধন্যবাদ ব্রো শুভকামনা।

১৮| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫

সমুদ্র কন্যা বলেছেন: যদিও জুনিয়রদের সাথে সম্পর্ক অনেক ভাল তারপরও হুট করে না জেনেশুনে কেউ তুমি করে বললে খুবই রাগ হয়। আর এখানেতো একেবারে তুই!

মাইর দেয়াই উচিৎ ছিল বেয়াদবটারে।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

বাংলার হাসান বলেছেন: ভাই হাতে মারলেই কি শুধু মারা হয়? তবে হ্যাঁ একটা কাজ করেছি ছেলেটাকে ওয়াচে রাখা হয়েছে, অনলাইনে অন্য কারো সাথে এমন কিছু করলে হয়তো জানতে পারবো না। কিন্তু অফ লাইনে তার উপর নজদারী জারী আছে। ফারদার উল্টা-পাল্টা কিছু করলে কাল্পনিক ভাইয়ের ডোজ প্রয়োগ করা হবে।

১৯| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

স্বপ্নহীন নায়ক বলেছেন: কালোপরী বলেছেন: হুম কথা ঠিক এখন যারা জুনিয়র কোন কিছু জিজ্ঞেস না করেই তুমি সম্বোধনে চলে আসে

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৯

বাংলার হাসান বলেছেন: মাঝে মাঝে এই সব জুনিয়রদেরে জন্য করুনা হয়। নীতি নৈতিকতা বলতে এদের কিছু আছে বলে মনে হয় না।

২০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই ধরনে বোকচোদ পোলাপাইনদের যে আপনি কিছু করেন নাই, তার কারনে আপনার জন্য তীব্র ঘৃনা। আপনার উচিত ছিল তারে ধইরা অ্যাঁইনা এমন সিস্টেম করা যেন ঠিক মত আগামী এক মাস বইতে না পারে। X( X( X(

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:২০

বাংলার হাসান বলেছেন: ভাই হাতে মারলেই কি শুধু মারা হয়? তবে হ্যাঁ একটা কাজ করেছি ছেলেটাকে ওয়াচে রাখা হয়েছে, অনলাইনে অন্য কারো সাথে এমন কিছু করলে হয়তো জানতে পারবো না। কিন্তু অফ লাইনে তার উপর নজদারী জারী আছে। ফারদার উল্টা-পাল্টা কিছু করলে আ আপনার ডোজ প্রয়োগ করা হবে।

২১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪৫

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩০

বাংলার হাসান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: ডিস ইজ কোল ইসমারটনেস ডুড B-))

কি আর করবেন ভ্রাতা :( +++++++

ভালো থাকবেন ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪২

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো

আপনিও ভাল থাকবেন।

২৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৪

আশিক মাসুম বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই ধরনে বোকচোদ পোলাপাইনদের যে আপনি কিছু করেন নাই, তার কারনে আপনার জন্য তীব্র ঘৃনা। আপনার উচিত ছিল তারে ধইরা অ্যাঁইনা এমন সিস্টেম করা যেন ঠিক মত আগামী এক মাস বইতে না পারে।



সহমত।


আমার লাস্ট পোস্ট দেখার আমন্ত্রণ থাকলো।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৯

বাংলার হাসান বলেছেন: ব্রো প্রথমেই সরি বলে নেই। কারন আমি একটু ঝামেলায় থাকার কারনে আপনি সহ আমার অনুসরনের অনেকেরই বেশ কিছু লেখা মিস হয়েছে।

তারপর কেমন আছেন? অনেক দিন হলো দেখা সাক্ষাত নাই।

ভাই হাতে মারলেই কি শুধু মারা হয়? তবে হ্যাঁ একটা কাজ করেছি ছেলেটাকে ওয়াচে রাখা হয়েছে, অনলাইনে অন্য কারো সাথে এমন কিছু করলে হয়তো জানতে পারবো না। কিন্তু অফ লাইনে তার উপর নজদারী জারী আছে। ফারদার উল্টা-পাল্টা কিছু করলে কাল্পনিক ভাইয়ের ডোজ প্রয়োগ করা হবে।

২৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

রাজীব বলেছেন: তাপসের সাথে কালে ভাদ্রে দেখা হয়। আসলে ৬ মাস দেশে ও ৬ মাস বিদেশে থাকায় স্কুলে খুব বেশী সময় পাই নি।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১২

বাংলার হাসান বলেছেন: তাপস ভাই মাঝে মাঝে ৬ তলা কোয়াটারে আসে।

আর ফরহাদ ভাই তো সৌদিতে, উনারা উত্তরা বাড়ি করছে। আর ফরহাদ ভাইয়ের একটা হাত এক্সিডেন্টে বাদ হয়ে গেছে সৌদিতে।

২৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

~মাইনাচ~ বলেছেন: কাভা ভাই =p~


তারে প্রথমেই কইস্যা একটা চড় দেওন উচিত ছিল আপনার, বাকি কথা পরে

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

বাংলার হাসান বলেছেন: যা করা হইছে কইস্যা চড় এর চাইতে বহু ওজনদার।

২৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই ধরনে বোকচোদ পোলাপাইনদের যে আপনি কিছু করেন নাই, তার কারনে আপনার জন্য তীব্র ঘৃনা। আপনার উচিত ছিল তারে ধইরা অ্যাঁইনা এমন সিস্টেম করা যেন ঠিক মত আগামী এক মাস বইতে না পারে। X( X( X(

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৪

বাংলার হাসান বলেছেন: অভি হাতে মারলেই কি শুধু মারা হয়? তবে হ্যাঁ একটা কাজ করেছি ছেলেটাকে ওয়াচে রাখা হয়েছে, অনলাইনে অন্য কারো সাথে এমন কিছু করলে হয়তো জানতে পারবো না। কিন্তু অফ লাইনে তার উপর নজদারী জারী আছে। ফারদার উল্টা-পাল্টা কিছু করলে কাল্পনিক ভাইয়ের ডোজ প্রয়োগ করার জন্য তোমাকে সুযোগ দেয়ো হবে।

২৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি কিছু না কইরা কেমনে থাকলেন :) X(

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৫

বাংলার হাসান বলেছেন: ভাই সেই দিন কি আর আছে দিন পাল্টাইছে না। :P :P :P

২৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি কিছু না কইরা কেমনে থাকলেন :) X(

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৫

বাংলার হাসান বলেছেন: ভাই সেই দিন কি আর আছে দিন পাল্টাইছে না। :P :P :P

২৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:১৪

মিজানুর রহমান মিলন বলেছেন: ভাই, আমি তো পুরাই থ ! এ কোন পোলা ? আর আপনার এস এসসি পাশের সময় তার জন্মও হয়নি সেই করে তুই তোকারী !

যাক, তবে ছেলেটা কেন ইচ্ছা করেই ঝাড়ি খেতে আসল তাও বুঝলাম না !

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬

বাংলার হাসান বলেছেন: ছেলেটা কেন ইচ্ছা করেই ঝাড়ি খেতে আসে নাই। সে মাইকা চিপায় পড়ে আসতে বাধ্য হইছে বলতে পারেন।

বাই দ্যা ওয়ে আপনার না ঢাকা আসার কথা?

৩০| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৮

আমি সাজিদ বলেছেন: ভাই, মজা পাইলাম অনেক।পোলাডা হয় বোকা ছিলো না হয় বেশী ভাববাজ ছিলো।

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:০১

বাংলার হাসান বলেছেন: পোলাডা বোকা ছিলো না। সে মাইকা চিপায় পড়ে আসতে বাধ্য হইছে বলতে পারেন। কেনন না তাকে এমন কিছু কথা বলা হইছে যেটা তার ulab এ পড়তে হলে পালন না করে উপায় ও ছিলনা।

৩১| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B


++++++++ দিছি

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭

বাংলার হাসান বলেছেন: এত্তগুলা থ্যাঙ্কু ও শুভ কবমনা রইল।

৩২| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি সাজিদ বলেছেন: ভাই, মজা পাইলাম অনেক।পোলাডা হয় বোকা ছিলো না হয় বেশী ভাববাজ ছিলো। পোস্টে +++

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

বাংলার হাসান বলেছেন: থ্যাঙ্কু ও শুভ কবমনা রইল।

৩৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:৪১

মাহমুদ০০৭ বলেছেন: ভাই অই পোলাকে আপনি সানডে - মানডে ক্লোজ কইরা দেন :P :P :P

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৮

বাংলার হাসান বলেছেন: B-) B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.