![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
কিছুদিন আগেও “বাংলার অন লাইন রাখিব ছাগু মুক্ত” এই লেখাটি ফেসবুক ও ব্লগে বেশ চোখে পড়ত। ইদানিং খুব একটা দেখা যায় না। সম্ভবত গতকাল কোথায় যেন দেখলাম, সেই সূত্রে এই লেখাটি। অন লাইন নিউজ সাইট thepostmanbd.com এর দুইটা নিউজের শিরোনাম “রাজকার পুত্রকে মনোনয়ন দিলো আওয়ামী লীগ” “বঙ্গবন্ধুর হত্যার সহযোগী আ:লীগের টিকিটে এমপি” নিউজ দু’টো পড়ে এই যোদ্ধাদের কথা খুব বেশি করে মনে পড়ে গেল।
ফেসবুক ও ব্লগে যুদ্ধাপরাধী দল জামাত-শিবিরের নিষিদ্ধের দাবী তুলে এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়ে যারা দিন-রাত মেগাবাইট খরচ করে সেচ্চার ছিল, তাদের সাথে আওয়ামী লীগের এমন তামাশা কি করে সহ্য করছে ফেসবুক ও ব্লগ যোদ্ধারা?
শাহবাগ আন্দোলনের প্রথম দিন যে বা যারা কসাই কাদের মোল্লার বিরুদ্ধে ফুঁসে উঠা তারুন্যের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, আন্দোলনকে জামাত-শিবিরের দালাল হিসেবে চিত্রায়িত করার চেষ্টায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। তারাই আবার জোয়ার বুঝে সেই আন্দোলনের একনিষ্ঠ খাদেম হয়ে টিভি ক্যামেরায় নিজের চেহারা দেখাতে ছুটে গেছে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে। “রুমি ব্রিগেডের” নিলয় নাটকের কথা না হয় বাদই থাক।
ফিরে আসি মূল বিষয়ে, ইদানিং “বাংলার অন লাইন রাখিব ছাগু মুক্ত” যোদ্ধারা মনে হয় খুব ক্লান্ত, হয়তো রেষ্ট নিচ্ছেন নতুন করে শক্তি সঞ্চয় করে ঝাঁপিয়ে পড়বেন বীর বীক্রমে। কিন্তু প্রশ্ন হলো আপনারা যখন বলেন আওয়ামী লীগ ছাড়া এই দেশে আর কোন দল যুদ্ধাপরাধী ও রাজাকারের বিচারে আন্তরিক নয়, তখন মনে খটকা লাগে, যদি আওয়ামী লীগ সত্যিই বঙ্গবন্ধুর হত্যার সহযোগী ও রাজাকারের বিচারে আন্তরিক হয়ে থাকে, তবে কেন মানিকগঞ্জ-১, (দৌলতপুর,ঘিওর,ও শিবালয়) আসনের সংসদ সদস্য জনাব এ.বি.এম আনোয়ারুল হক এর বিরুদ্ধে দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে গত ২১/১১/২০১০ এ মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক সাজেন্ট (অবঃ) দলের কেন্দ্রীয় ফোরামের সকল সভাপতি মন্ডলীর সদস্য, সকল সম্পাদক মন্ডলীর সদস্য এবং মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর যে ১০টি লিখিত অভিযোগ পেশ করেন তার প্রতিকার কেন করা হলো না?
বা আপনারা যারা “বাংলার অন লাইন ছাগু মুক্ত রাখিবার মহৎ দায়িত্বে আছেন, তারা কি কেউ এই বিষয়ে কোন স্ট্যাটাস বা ব্লগ লিখে প্রতিবাদ করেছেন? সত্যি আপনারা পারেনও, ছাগুদের সাথে এক বিছানায় বাচ্চা পয়দা করেন আর অন লাইনে এসে মুক্তিযুদ্ধের চেতনার মূখেশ পরেন।
আর হ্যাঁ বলতে ভুলে গেছি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক সাজেন্ট (অবঃ) কিন্তু ১৯৭২ থেকে ১৯৭৫ এর ১৪ই আগষ্ট পর্যন্ত বঙ্গবন্ধুর হেলিকপ্টারের ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন।
পরিশেষে শুধু এটুকুই বলবো, নিজের বিবেক কোন দলের কাছে বন্ধক না দিয়ে সুস্থ ও সঠিক ইতিহাস জানুন এবং সাদাকে সাদা, কালোকে কালা বলতে শিখুন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
বাংলার হাসান বলেছেন: এমন একটি লেখায় সাহস করে কমেন্ট করলেন, কিন্তু মূল বিষয়টা এড়িয়ে গেলেন।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
আহমেদ রিজভী বলেছেন: বাংলার অনলাইন রাখিব BAL ও SECULAR মুক্ত ।
লড়াই ত এখন শেষ হয় নি এত দ্রুত পরাজয় বরণ করলে চেতনার কি হবে ?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
বাংলার হাসান বলেছেন: বাংলার অনলাইন রাখিব BAL ও SECULAR মুক্ত । আপনার এই কমেন্ট দ্বারা বুঝা গেল আপনি নিজেও সেই একই কাতারের।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
বুঝলাম
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯
বাংলার হাসান বলেছেন: কি বুঝলেন, আমাদেরকেও একটু বুঝান
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১
ইসতিয়াক আহ্মেদ বলেছেন: আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
হাহা হা
স্বাধীনতা বিরোধী, ছাগু ইত্যাদি যত রকমের ট্যাগিং আছে তার মধ্যে কোন আদর্শবাদীতা নেই। আছে শুধু রাজনীতি। কোন কালেই ছিলো না। কিন্তু নির্বোধরাই এগুলো নিয়ে লম্ফঝম্ফ করে।
বি.এন.পিকে পুরোপুরি ত্যাগ করে জামাত যদি সত্যি সত্যি আওয়ামী লীগের সাথে গাঁটছড়া বাঁধে, দেখা যাবে ফাঁসির রায় টায় এসব হাওয়া হয়ে যাবে। ডা. ইমরানকে এখন তো একটু হলেও দেখা যায়। কিন্তু তখন গায়েব হয়ে যাবে। এছাড়া আরো অদ্ভূত অদ্ভূত ঘটনা যে ঘটবে তা' বলাই বাহুল্য।
কিছু মানুষ শুধু ব্যবহারই হয়। হালুয়া রুটি খায় অন্যরা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
বাংলার হাসান বলেছেন: এটাতো বলেলন, আশরাফ মাহমুদ মুন্নার কথা।
এবার আপনারটা বলুন।
সেই অপেক্ষায় রইলাম।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫
বশর সিদ্দিকী বলেছেন: সিপি গ্যাং দৌরের উপ্রে আছে। শুনছি কানাডার ভিসা প্রসেসিং নিয়া তারা নাকি সবাই ব্যস্ত আছে।
১৩ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৭
বাংলার হাসান বলেছেন: এই বিষয়ে সঠিক কিছু জানি না।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১
শহুরে আগন্তুক বলেছেন: আপোষ আপোষ আপোষ ।
০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
বাংলার হাসান বলেছেন: ঠিক তাই,
৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৫
রায়ান ঋদ্ধ বলেছেন: এই ব্যাপারে কিছু কইতাম না। বড় বড় বোদ্ধা দেখলাম সেইরাম ভাব নিয়া কয় তোমরা আগাও আমরা সাথে আছি, কিন্তু লেঞ্জায় টান পড়ার সাথে সাথে লুঙ্গি কাছা মাইরা দৌড়!!.... জামাতের মিছিল আসতেছে শুইনা একেক জনের দৌড়ের কথা মনে পড়লে হাসি পায়, হেরা নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধের সৈনিক!! আবার পরে সেই যায়গায় বাল সুলভ কথা বলতে লজ্জা পায় না, এমনও পাবলিক দেখলাম মাইক নিয়া "রাজাকারের ফাঁসি চাই" স্লোগান মারছে আবার পরে আমাগো আইসা কইছে পরিস্থিতি সুবিধার না, ফাঁসি হইলে আমারা সমস্যায় পড়বো!! সমস্যা যা হইব সেইটা সামলানোর সাহস আমাগো আছে দেইখাই আইছি, তোমাগো প্যান্ট ভিজ্জা গেলে বাড়িতে বইসা ডাইপার পরতে পারো!!
আসল কথা হইতেছে আন্ডারওয়্যার যতই ছিঁড়া হউক কোটের কাপড় ভালো হওয়ার লাগবো!!
ভাই, আপনি যে বীরবিক্রমদের কথা বলছেন তারা কি আবেগী নাকি বিবেকি??... দ্বিতীয়টা হওয়ার কোন কারণ পাইতেছি না! তবে বিবেকীদের নীরবতার একটা কারণ হয়তো খবরটা দৃষ্টিগোচর না হওয়া। কিন্তু এইটাই একমাত্র উদাহরন না!
০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
বাংলার হাসান বলেছেন: জামাতের মিছিল আসতেছে শুইনা একেক জনের দৌড়ের কথা মনে পড়লে হাসি পায়, সহমত
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
হাহা হা
স্বাধীনতা বিরোধী, ছাগু ইত্যাদি যত রকমের ট্যাগিং আছে তার মধ্যে কোন আদর্শবাদীতা নেই। আছে শুধু রাজনীতি। কোন কালেই ছিলো না। কিন্তু নির্বোধরাই এগুলো নিয়ে লম্ফঝম্ফ করে।
বি.এন.পিকে পুরোপুরি ত্যাগ করে জামাত যদি সত্যি সত্যি আওয়ামী লীগের সাথে গাঁটছড়া বাঁধে, দেখা যাবে ফাঁসির রায় টায় এসব হাওয়া হয়ে যাবে। ডা. ইমরানকে এখন তো একটু হলেও দেখা যায়। কিন্তু তখন গায়েব হয়ে যাবে। এছাড়া আরো অদ্ভূত অদ্ভূত ঘটনা যে ঘটবে তা' বলাই বাহুল্য।
কিছু মানুষ শুধু ব্যবহারই হয়। হালুয়া রুটি খায় অন্যরা।