নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

অন্তজালে বিচরনকারীদের নিকট প্রশ্ন?

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০২





যে দেশের মানুষ ৩০টাকার পেঁয়াজ ১৩০টাকা কিনে আনে কোন প্রতিবাদ ছাড়া। যে দেশের মানুষ বিদুৎ এর পরিবর্তে খাম্বা নিয়ে সন্তুষ্ট থাকে। যে দেশে কথায় কথায় সংবিধান টেনে আনে কিন্তু সংবিধানে লিপিবদ্ধ জনগনের মৌলিক অধিকার গুলো রাষ্ট্র পূরনে ব্যর্থ। যে দেশে আস্ত পদ্মা সেতু খেয়ে ফেলেল দেশ প্রেমিকের উপাধী পাওয়া যায়। যে দেশে আধিপত্যব্যাদ ও সম্প্রসাওরনবাদের তাবেদার দালাল রা ঐক্যবদ্ধ, এক লুটেরা জোট আর এক লুটেরা জোট কে হারাতে দেশের সাধারন মানুষকে করে জিম্মি।



যে দেশের কর্পোরেট প্রচার মাধ্যম অপসংস্কৃতির প্রচারক ও মেহনতী মানুষের শত্রু খেটে খাওয়া মুটে মজুর ,কৃষক ,কেরানী ,ছাত্র শিক্ষক প্রন্তিক মানুষর মুখপাত্র পত্রিকা নাই। সেই দেশটির নাম বাংলাদেশ।



কর্পোরেট প্রচার মাধ্যম গুলো খেটে খাওয়া মেহনতী মানুষের কথা প্রচার করে না। অন্তজালের এই যুগে ফেসবুক ও ব্লগের কল্যানে আধিপত্যব্যাদ ও সম্প্রসাওরনবাদের তাবেদার দালাল, লুটেরা জোট ও কর্পোরেট প্রচার মাধ্যম গুলোর মূখোশ যখন একটু একটু করে খুলতে শুরু করেছে ঠিক সেই মূহুর্তে সাম্রাজ্যবাদের পদলেহনকারী দুর্নীতিপরায়ন রাজনৈতিক চর্চা ও তার লালন-পালন কারীদের রক্ষা কবজ হিসেবে সৃষ্টি করা হলো তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারাটি।



যে দেশের অন্তজালে বিচরনকারীরা এমন একটি ভয়ঙ্কর আইনের হাতে নিজেদের মাথা পেতে দেয় সেই দেশের অন্তজালে বিচরনকারীদের সাম্রাজ্যবাদের পদলেহনকারী দুর্নীতিপরায়ন রাজনৈতিক চর্চা ও তার লালন-পালন কারীদের নিয়ে লেখা যোগ্যতা কতটুকু? বা তা কি আদৌ আছে?



আমাদের গনতন্ত্রের সংসদীয় প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির হাতে কোন ক্ষমতা রাখা হয়নি। যা সব রাজনৈতিক দলের ইচ্ছায় ৯০ এর সংসদে কার্যকর করা হয়। রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ অভিবাবক। কিন্তু সেই অভিবাবকের হাতে রাষ্ট্রের সঙ্কটময় পরিস্থিতে কোন প্রদক্ষেপ নেয়ায় ক্ষমতা আছে কি ?



যেখানে প্রধানমন্ত্রীই রাষ্ট্র, সংসদ, সরকারসহ সবকিছুর একমাত্র জিম্মাদার ।



এবং তা সকল দলের ঐক্যমতে পাশ হয়। যেই গনতন্ত্র সকল ক্ষমতা একজনের হাতে তুলে দেয় তা কি করে গনতন্ত্র হয়?



আজ যদি দেশের ক্ষমতার বিকেন্দ্রেীকরণ প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস, প্রাদেশিক শাসন ব্যবস্থা। স্বাধীন বিচার বিভাগ ও নির্বাচন কমিশন, সংসদ সদস্যের দলীয় মতামতের বাইরে ভোট দানের অনুমতি, জেলা ভিত্তিক স্বশাসন ও প্রশাসনিক ব্যবস্থা থাকতো তবে কি সাম্রাজ্যবাদের পদলেহনকারী দুর্নীতিপরায়ন রাজনৈতিক চর্চা ও তার লালন-পালন কারীরা খেটে খাওয়া মেহনতী মানুষের কথা বলার অধিকার কেড়ে নেবার সাহস দেখাতে পারতো?

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৬

আদরসারািদন বলেছেন: হুম! আপনার কথাগুলো তিক্ত হলেও অতি সত্য

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩০

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।

তিক্ত সত্যের টুটি চেপে ধরার জন্যই তো ৫৭ধারা।

২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯

উড়োজাহাজ বলেছেন: বৃটিশদের শাসনামলে বাংলা ১৩৫০ সনে নাকি একবার এক দুর্ভিক্ষ শুরু হয়েছিল। এক বৃটিশ ঐ সময়ের বর্ণনা দিয়েছেন। এই মুহূর্তে ঠিক মনে নেই। তিনি বলেছিলেন, কোলকাতায় খাবারের দোকানের সামনে মানুষ না খেতে পেয়ে পড়ে মরে যেত। কিন্তু তাদের সাহস হতো দো কান থেকে লুটে খেতে।
তার কথা হচ্ছে সততা নয়, সাহসের অভাবেই তারা একাজ করেছে।

ভাই! বাঙ্গালী সাহস হারিয়ে ফেলেছে। পেট পূজা করতে করতে দিন পার। ১৮ ঘণ্টা শ্রম দিয়ে সংসার চালানো যায় না। এসবের বিরুদ্ধে কথা বলবো কখন? শুধু মনে মনে বিদ্রোহের বাসনা থাকাতেই না জানি উঠিয়ে নিয়ে যায় এই ভয়ে কিছু বলিও না।
বাঙ্গালী চুন খেয়ে মুখ পুড়তে পুড়তে এখণ দই দেখালেও ভয় পায়। তাদেরকে সঠিক রাস্তা দেখালেও এখন তেড়ে আসে। কার জন্য কী করবো?

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

বাংলার হাসান বলেছেন: আমরা সবাই আমিতে রুপান্তর হয়ে গেছি। আমি ভাল থাকলেই চলে এই ভাবনা আজ আমাদের রক্তের সাথে মিশে গেছে। তাইতো পাশের ঘরে মৃত মানুষের লাশ, অসহায়ের যন্ত্রনা কোন কিছুই আমাদের ছুঁতে পারে না।

আমিতে রুপান্তর হওয়ার প্রতিফলন আজ হাড়ে-হাড়ে টের পেয়েও আমিত্ব থেকে বের হবার কোন লক্ষন আমাদের মাঝে নেই।

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২০

ক্যাকটাস বলেছেন: Vai, apnar headline howa uchit silo Nirmom sotto bakko

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ভাই।

কতটা নির্মম সত্য বাক্য তা নির্ধারনের দায়িত্ব অন্তজালে বিচরন করা মানুষের হাতে।

৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

আমাবর্ষার চাঁদ বলেছেন: এই প্রশ্নের উত্তর জানিনা........... :|

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

বাংলার হাসান বলেছেন: জানিনা বলে নিজের দায়িত্ব কি এড়াতে চাইছেন?

৫| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

উড়োজাহাজ বলেছেন: কিন্তু আমাকে এসব বেদনাহত করে। কষ্ট পাই।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০০

বাংলার হাসান বলেছেন: এসব বেদনাহত ও কষ্ট পাওয়া থেকে মুক্ত হবার কি কোন উপায় নাই?

৬| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

কাল্পনিক মন বলেছেন: খুবই যুক্তিসংঘত কথা।কিন্তু দেখতে হবে কারা এসব নিয়ে সোচ্চার হয়, কারা এসব নিয়ে কথা বলে, কারা হয়ে উঠে প্রতিবাদি।আমার দেখামতে বামপন্থিরা এসব নিয়ে আন্দোলন করে।কিন্তু ওরা সংখ্যায় কম থাকায় আমরা ওদের সাথে যোগ দেই না।ওদের কোন ক্ষমতা না থাকায় আমরা সচেতনভাবে এড়িয়ে চলি।ফলে ওরা হারায় সমর্থন আর আমরা আমাদের প্রাপ্তি থেকে বঞ্চিত হই।
বি.দ্রঃ আমি বামপন্থি নই।

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

বাংলার হাসান বলেছেন: দুঃখিত জবাব দিতে দেরি হয়েছে।

আমরা সচেতনভাবে এড়িয়ে চলি কেননা আমরা শুধু আমাকে নিয়েই ব্যস্ত। আর সে সুযোগটাই কাজে লাগাচ্ছে অন্যরা।



৭| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০

মামুন রশিদ বলেছেন: আপনার কথাগুলো সত্য । ক্ষমতার বিকেন্দ্রিকরণ খুব দরকার । কিন্তু ভাই, এই বহুধা বিভক্ত ছোট্ট এই দেশে প্রাদেশিক শব্দটা এনে আর বিভক্তি আনবেন না । প্রচলিত জেলা-বিভাগ ইউনিট গুলোকে আরও শক্তিশালি করা যায় । প্রয়োজনে আরও দু'চারটি বিভাগ বাড়ানো যেতে পারে ।

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

বাংলার হাসান বলেছেন: দুঃখিত জবাব দিতে দেরি হয়েছে।

কিন্তু ভাই, এই বহুধা বিভক্ত ছোট্ট এই দেশে প্রাদেশিক শব্দটা এনে আর বিভক্তি আনবেন না । ভাই প্রদেশ ভিত্তিক শাষন ব্যবস্থাই অনেক অনেক মঙ্গল বয়ে আনবে।

৮| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সব ঠিক আছে । জাতী এখন পাতি তে রুপান্তরিত হয়েছে ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৩

বাংলার হাসান বলেছেন: দুঃখিত জবাব দিতে দেরি হয়েছে।

জাতী এখন পাতি তে রুপান্তরিত হয়েছে । কার সার্থে?

৯| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

উড়োজাহাজ বলেছেন: আছে। কিন্তু আমরা সে উপায়কে গ্রহণ করছি না।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০

বাংলার হাসান বলেছেন: কি সেই উপায়? আর কেনই বা গ্রহন করছি না?

১০| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬

রায়ান ঋদ্ধ বলেছেন: আমি ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং প্রদেশীক ক্ষমতায়নের পক্ষপাতি।

অন্তজালে কত জনই বা সচেতন? যারা সচেতনসুলভ আচরণ করে তাদের কতজন সক্রিয়??

"তার কথা হচ্ছে সততা নয়, সাহসের অভাবেই তারা একাজ করেছে।"- উড়োজাহাজ-এর এই কথার সাথে সহমত।

আসলে আমাদের জোর করে কলুর বলদ করে রাখা হচ্ছে যেন আমরা আর কিছু ভাবার সময় না পাই। সাম্রাজ্যবাদে আমরা অভিজ্ঞ। আমরা যা চলছে তাকে মেনে নিতে অভ্যস্ত। কেউই চায় না আরাম আয়েশের জীবন ছেড়ে লোহার শিকের ময়লা ঘরে আটকা থাকতে!!! এর মধ্যে আবার যারা সাহস করে বলা শুরু করে তাদের জন্য হয়তো উপহার হিসেবে চাপাতি কিংবা বুলেট ছুটে আসে!! এ আর নতুন কি??

আমরা ঠিক পায়ের তলায় মাটি পাই না, কিংবা গলার জোর কম। তাই সেভাবে কিছু করতে পারছি না!!

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০১

বাংলার হাসান বলেছেন: দুঃখিত জবাব দিতে দেরি হয়েছে।

আমরা ঠিক পায়ের তলায় মাটি পাই না, কিংবা গলার জোর কম। তাই সেভাবে কিছু করতে পারছি না!!

মৌমাছি যদি বিন্দু বিন্দু করে মধু জমা করে বিশাল মধুর ভান্ডার গড়ে তুলতে পারে তবে আমরা কেন ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিকে এক করে জ্বলে উঠতে পারছি না?

১১| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪১

শ্যামল জাহির বলেছেন: কর্পোরেট প্রচার মাধ্যম গুলো খেটে খাওয়া মেহনতী মানুষের কথা প্রচার করে না। অন্তজালের এই যুগে ফেসবুক ও ব্লগের কল্যানে আধিপত্যব্যাদ ও সম্প্রসাওরনবাদের তাবেদার দালাল, লুটেরা জোট ও কর্পোরেট প্রচার মাধ্যম গুলোর মূখোশ যখন একটু একটু করে খুলতে শুরু করেছে ঠিক সেই মূহুর্তে সাম্রাজ্যবাদের পদলেহনকারী দুর্নীতিপরায়ন রাজনৈতিক চর্চা ও তার লালন-পালন কারীদের রক্ষা কবজ হিসেবে সৃষ্টি করা হলো তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারাটি।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০২

বাংলার হাসান বলেছেন: দুঃখিত জবাব দিতে দেরি হয়েছে।

ধন্যবাদ, মূল বিষয়টা ধরতে পেরেছন।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

রায়ান ঋদ্ধ বলেছেন: ব্লগার কাল্পনিক মন বলেছেনঃ আমার দেখামতে বামপন্থিরা এসব নিয়ে আন্দোলন করে।কিন্তু ওরা সংখ্যায় কম থাকায় আমরা ওদের সাথে যোগ দেই না। বামপন্থীরা আন্দোলন করে কিন্তু তাদের গণ সংযোগ এর কিছুটা দুর্বলতা আছে। আমি ব্যাক্তিগত ভাবে বামপন্থীদের সাথে মিশেছি এবং তাদের সাথে কাজও করেছি। তাদের কথা, পর্যালোচনা সবই ঠিক আছে। কিন্তু সংখায় কম হওয়ার কারণ তাদের দলবাদিতা। শুধু বামপন্থীরাই না আমদের দেশের সব চেতনাবাদিদের সব থেকে বড় সমস্যা দলবাদিতা!! আমরা যদি দল গঠনের পরিবর্তে চেতনা বৃদ্ধির দিকে মন দেই তাহলে দল এমনিতেই গঠিত হয়ে যাবে।

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

বাংলার হাসান বলেছেন: সহমত রায়হান।

কেমন আছো? পারলে সময় করে একটা মিস কল দিয়ো।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

রায়ান ঋদ্ধ বলেছেন: অবশ্যই দিবো ভাই।
একটা ছোটো অনুরোধ, "রায়হান" এর "হ" যদি বাদ দেওয়া যায়!! তবে অবশ্য "ঋদ্ধ" বলেও ডাকতে পারেন। :)

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

বাংলার হাসান বলেছেন: উখে ব্রো ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.