![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
সরকার ও বিরোধী দলের মধ্যে নির্বাচন প্রশ্নে কোনো সমঝোতা না হওয়াটা খেলা চোখে দেখলে মনে হবে দেশ আজ যে চরম রাজনৈতিক সঙ্কটের মুখোমুখি দাড়িয়ে আছে তার থেকে উত্তরনের একমাত্র পথ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করাই সঙ্কট সমাধানের মূল চাবি কাঠি। বিষয়টি কি আদৌ তা?
কিন্তু একটু গভীর ভাবে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষন করলে ফুটে উঠবে ভিন্ন চিত্র।
স্বৈরাচারী এরশাদের পতনের মধ্য দিয়ে আমাদের দেশে বিগত ২৩ বছর যাবত যে গনতন্ত্র চালু হয়েছে, ১/১১ এ তিন উদ্দিনের শাসনের ২ বছর ছাড়া বাকী সময় অর্থাৎ ২১ বছর ধরে দেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দলই দেশ শাসন করে আসছে। এবং দুই দলের শাসন আমলেই দেখা যায় তারা নিজ নিজ পছন্দের ব্যক্তিকে নির্দলীয় সরকারের প্রধান করে নির্বাচনের ব্যবস্থা তৈরী করে ক্ষমতা ত্যাগ করেছেন। এবং নিজেদের প্রয়োজনে সাংবিধানিক ভাবে উভয়েই সংবিধানকে কাঁটা-ছেড়া করে সুবিধা আদায়ের সর্বোচ্চ চেষ্টা করেছেন। তর্কের খাতিরে ধরে নেই শেখ হাসিনা বিরোধী দলের দাবী মেনে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষনা দিলেন। এবং সেই অনুযায়ী ব্যবস্থাও নিলেন। তাতে করে কি স্বৈরাচারের পতনের পর থেকে আজ পর্যন্ত নির্বাচনকালীন যে সমস্যা বারবার সৃষ্টি হচ্ছে তার চিরস্থায়ী সমাধান হবে?
আমাদের দেশের সংবিধান ও শাসন কাঠামো এমন ভাবে সাজানো যে, এক ব্যক্তির হাতে এত ক্ষমতা দেয়া আছে যা স্বৈর-শাসক এরশাদের ক্ষমতাকেও হারমানিয়েছে। “কিছু দিন আগেও আমাদের সংবিধানের প্রনয়নকারীদের অন্যতম ডাঃ কামাল হোসেন স্বীকার করেছেন। আমাদের সংবিধান স্বাধীন দেশের উপযোগী কোন সংবিধান নয়।“ ডাঃ কামাল হোসেনের বক্তব্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এ কথাই প্রমান করছে, গত ৪২ বছর যে সংবিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, তা কেবল অকার্যকরই নয়, অপ্রয়োজনীয়ও বটে।“
স্বাধীন দেশের উপযোগী নতুন সংবিধান ও শাসন কাঠামো তৈরী করে জনকল্যান মুলক রাষ্ট্রীয় ব্যবস্থা সৃষ্টি না করে চলমান রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও সংবিধান মেনে নির্দলীয় সরকার ও যদি দেশের শাসন ভার গ্রহন করে তবুও আমরা রাজনৈতিক সঙ্কটের কারনে নাগরিক জীবনে নেমে আসা নিরাপত্তাহীন অনিশ্চিতার হাত থেকে পরিত্রান পাবো না। এর উদাহরন ১/১১ তে তিন উদ্দিনের সরকার।
সমস্যার মূলে যাবেন নাকি শুধু মলম দিবেন?
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
বাংলার হাসান বলেছেন: সমস্যার মূলে যাবেন নাকি শুধু মলম দিবেন?
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬
তিক্তভাষী বলেছেন: আমিও কিছুদিন আগে বিষয়টি নিয়ে লিখেছিলাম। দেখতে পারেন- সংবিধান কি জনগণের অভিপ্রায়ের প্রতিফলন?
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
বাংলার হাসান বলেছেন: জ্বি পড়ে দেখছি। সুন্দর লিখেছেন। যে কোন সমস্যা সমাধান করতে হলে তা মূল থেকে করতে হয়। সেটা কি আমরা আদৌ মানি?
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
পৃথিবীর আলো বলেছেন: পছন্দের ব্যক্তিকে তত্বাবধায়ক সরকারের প্রধান করেও কেউই কিন্তু পরপর দুইবার ক্ষমতায় আসতে পারেন নাই। আর তর্কের খাতিরে কেন ? আজকে সারা দেশবাসী জানে কিভাবে দেশে শান্তি আসবে। গাঁ য়ে মানে না আপনি মোড়ল সেজে বসে আছেন, আর মুখে বাঁকা হাসি ?? সাধারণ মানুষ এই হাসির অর্থ জেনে গেছে। .....
ধরুন বিএনপি ক্ষমতায় এসে যদি মন মত সংবিধান পরিবর্তন করে নির্বাচন দিত তাহলে BAL কি করত....??
স্থায়ী সমাধান কোন রাজনৈতিক দল একা একা করলে সমস্যা থেকেই যাবে।......... তবে বাড়াবাড়ি সকলের জন্যই অমঙ্গল ডেকে আনবে।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
বাংলার হাসান বলেছেন: এ যাবত আমরা দেখে এসেছি যখন যে দল ক্ষমতায় যায় তারা নিজ নিজ সুবিধা মত সংবিধান পরিবর্তন করে নেয়। তবুও কেন আমরা বারবার মরিচিকার পিছনে ছুটছি?
কেন আমরা সমস্যা মূল শিকড়ে যাচ্ছি না?
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
আহলান বলেছেন: খমতা ভোগের চিন্তা বাদ দিতে হবে .....
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫
বাংলার হাসান বলেছেন: ক্ষমতার রাজনীতির বলি হতে আপনাকে আমাকেই। কিন্তু ক্ষমতা ভোগ করার যে টেডিশন গড়ে উঠেছে তা থেকে আমাদের নেতা-নেত্রীগন কি আদৌ বের হবেন?
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: অবস্থা এমন,জনগণ সকল ক্ষমতার উৎস তাই তার পাছায় মার লাথি।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
বাংলার হাসান বলেছেন: "জনগণ সকল ক্ষমতার উৎস" সংবিধানে লিপিবদ্ধ এই বাক্যটি যে কত বড় মিথ্যা ও প্রতারনা তা আজ দিনের আলোর মতই পরিস্কার।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
তার আগে গরু পুড়িয়ে হত্যাকারি অমানুষগুলোর নির্দেশদাতা লিডারদের ধরে পাছা পুড়িয়ে ঝলসে দিতে হবে যাতে আর কোন দিন সোফায় পা মেলে বসতে না পারে।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
বাংলার হাসান বলেছেন: আপনাকেই ঠিক করতে হবে কি চান? চিরস্থায়ী সমাধান নাকি নির্দলীয় সরকার?
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
বোধহীন স্বপ্ন বলেছেন: সহমত। সংবিধান নিয়ে একটা গণভোটের আয়োজন জরুরী বলে মনে করি।
@হাসান কালবৈশাখী, সরকারকে এ ব্যাপারে আন্ত্রিক বলে মনে হয় না। তারা বিম্পি খেদাতেই বেশি ব্যস্ত।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
বাংলার হাসান বলেছেন: সংবিধান নিয়ে একটা গণভোটের আয়োজন খুব বেশী জরুরী হয়ে পড়েছে।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মুশে হক বলেছেন: ”জনগণ সকল ক্ষমতার উৎস” এ জন্যই উৎসে কর্তন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ভ্যাট দিয়ে(অনির্বাচিত সরকার) ক্ষমতা দখলের প্রয়োজন হয়।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
বাংলার হাসান বলেছেন: আপনাকেই ঠিক করতে হবে কি চান? চিরস্থায়ী সমাধান নাকি নির্দলীয় সরকার?
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
মাজহারুল হুসাইন বলেছেন: সবচেয়ে বড় সমস্যা, ১৯৭২ সালে আমাদের সংবিধান সংসদ তৈরি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুখের দিকে তাকিয়ে, ভবিষ্যৎ চিন্তা করে নয় । সেটাই আমার মতে সবচেয়ে বড় ভুল । এখন এ সমস্যা সমাধানের উপায় সকল শ্রেণি-পেশা-জাত-বর্ণ সবার অংশ গ্রহণে একটি সংবিধান পরিষদ গঠন করা । তারা আমাদের নতুন সংবিধান তৈরি করবেন । সংবিধানের প্রতি অংশ আলাদা আলাদা করে গণভোট নিতে হবে । দেশের মোট ভোটারের ৫১ শতাংশ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে তা অনুমোদন দেবেন ।
এরপর নতুন সংবিধান মোতাবেক নির্বাচন হবে । নির্বাচিত সংসদ সংবিধান পরিবর্তন করতে চাইলে দুই-তৃতীয়াংশ সংসদের ভোট প্রয়োজন হবে । এরপর জনগণ একইভাবে গণভোট দিয়ে তা অনুমোদন দিলে রাষ্ট্রপতির সাক্ষরের মাধ্যমে সংবিধানে যোগ হবে ।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
বাংলার হাসান বলেছেন: একমত।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
জাহাঙ্গীর জান বলেছেন: অক্ষম জাতির পরিচয় অ পরিকল্পীত জীবন ব্যবস্থা আমাদের উপরে আগেই ঝুলিয়ে রাখা হয়েছে যেমনটা অধিকাংশ ক্ষেত্রে পুরনো রাস্তা ঘাটের দিকে লক্ষ দিলই সেটা সামনে এসে যায় পাঁচ দশ বছরের উপরে কোনো পরিকল্পনা আমাদের রাষ্টীয় প্রতিষ্ঠান গুলি নিয়েছে বলিয়া মনে হয় না লোক সংখ্যা অনুপাত দীর্ঘ মিয়াদী পরিকল্পনার অভাব ছিলো তাই সর্ব ক্ষেত্রে ঝামেলায় পড়তে হচ্ছে আমাদেরকে সংবিধান তারই অংশ ।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
বাংলার হাসান বলেছেন: আমাদের সংবিধান তারই অংশ । তাহলে কি আমাদের উচিত নয় এর বিরুদ্ধে সোচ্চার হওয়া?
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: মানসিকতার পরিবর্তন না হলে স্থায়ী সমাধান সম্ভব নয় হাসান ভাই !
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮
বাংলার হাসান বলেছেন: মানসিকতার পরিবর্ত কিভাবে করা যায় বলে তুমি মনে কর?
১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮
HHH বলেছেন: ্জাতি সংঘ কে বাংলাদেশের নির্বাচনের দায়িত্ব দেওয়া উচিৎ। আগামি ২০ বছর অন্ততঃ
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
বাংলার হাসান বলেছেন: তাহলে কি সমস্যার চিরস্থায়ী সমাধান হবে?
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪১
সাঈদ কারিম বলেছেন: ভাই, আমি অতি ক্ষূদ্র জ্ঞানের মানুষ।
আমকে বুঝিয়ে বলুন তো এই মইন ও ফখরুদ্দীনে আমাদের সমস্যাটা কোথায়?
যত উষ্ঠা খাইছে, তা শুধু অপরাজনীতিবিদ ও অবৈধ সম্পত্তির মালিকরা খাইছে, দেশের মানুষ কি ভাল ছিলনা?
আমরা কি ঘুরেফিরে এই অপরাজনীতিবিদদের মুখের বুলি আওড়াচ্ছিনা? তাদেরকেই কি আমরা এই দেশ লুটেপুটে খাওয়ার ব্যাবস্থ্যা করে দিচ্ছিনা?
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
বাংলার হাসান বলেছেন: ভাই, পেশাগত কারনেই মইন ও ফখরুদ্দীনের আমলের অনেক বিষয় জানার সুযোগ হয়েছে যা অপরাজনীতিবিদ ও অবৈধ সম্পত্তির মালিকদের মতই শুধুই দেশ লুটেপুটে খাওয়ার গল্প।
আর সে কারনেই প্রয়োজন এক ব্যক্তিকেন্দ্রীক নেতৃত্বের অবসান ঘটিয়ে যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠা, ক্ষমতার কার্যকর বিকেন্দ্রীকরণ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও স্বশাসিত স্থানীয় সরকার গঠনের লক্ষ্যে নতুন সংবিধানের, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা; সহ ইত্যাদি।
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৮
মিজানুর রহমান মিলন বলেছেন: ডাঃ কামাল হোসেনের বক্তব্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এ কথাই প্রমান করছে, গত ৪২ বছর যে সংবিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, তা কেবল অকার্যকরই নয়, অপ্রয়োজনীয়ও বটে।
সেই সংবিধানের প্রণেতা কিন্তু ড. কামাল সাহেবও একজন ! আজকে কামাল সাহেবের মত লোকেরা বড় বড় কথা বললেও তারা কিন্তু তৎকালীন দেবতাকে তুষ্ট করতে যেয়ে জাতিরও সর্বনাশ করেছেন !
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
বাংলার হাসান বলেছেন: আজকে কামাল সাহেবের মত লোকেরা বড় বড় কথা বললেও তারা কিন্তু তৎকালীন দেবতাকে তুষ্ট করতে যেয়ে জাতিরও সর্বনাশ করেছেন !
১০০% খাঁটি কথাই বলেছেন ব্রো।
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: সম্ভব না , সম্ভবত , কেননা নেতারা আমাদের আবাল মনে করে !
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
বাংলার হাসান বলেছেন: নেতারা আমাদের আবাল মনে করে বাস্তবেও কিন্তু আমরা আবাল।
যদি আবাল নাই হতাম তবে কি আর নেতা-নেত্রীদের কথায় নাচতাম?
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: যতদিন দূর্নীতি থাকবে ততদিন ক্ষমতা নিয়া কামড়াকামড়ি চলতেই থাকবে,ক্ষমতা পেলেই ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতাশীলদের নেতা-কর্মীরা লুটপাটে ব্যস্ত হয়ে যায়।নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার আসলে সেগুলো উন্মোচিত হয়।আগে দেশ থেকে সমূলে দূর্নীতি উৎপাটন না করলে কোনভাবেই কোন সমাধান সম্ভব না।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
বাংলার হাসান বলেছেন: চলমান সংবিধান ও শাসন কাঠামো ঠিক রেখে যদি ফেরেশতাকেও দেশের শাসন কর্তা বানানো হয় সে ও দূর্নীতিবাজ হয়ে যাবে।
১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩
মদন কািন্তর্ বলেছেন: এই দেশে কোনদিন চিরস্থায়ী কোন ব্যবস্থা আদৌ আসবে বলে তো মনে হয় না
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
বাংলার হাসান বলেছেন: চিরস্থায়ী কোন ব্যবস্থা আনতে আমরাই বা কতটুকু সোচ্চার?
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০
পথহারা সৈকত বলেছেন: BAL is the best solution... isn't it ?