![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
৪২ বছর আগে আজকের এই দিনে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের ওয়াদা ভঙ্গ হলো, ধূলিসাৎ হয়ে গেল মুক্তিযুদ্ধের সার্বজনীন সুদৃঢ় ঐক্য, ফিকে হতে থাকলো মুক্তির স্বপ্ন, সদ্য স্বাধীন বাংলাদেশ প্রবেশ করলো বৃটিশ-পাকিস্তানি ঔপনিবেশিক আইন কানুন, আমলা প্রশাসনের ব্লাকহোলে, স্বাধীন বাংলাদেশ প্রবেশ করলো অভ্যন্তরীণ উপনিবেশের অন্ধকার টানেলে।
বিয়াল্লিশ বছর আগে এই দিনে (১২ই জানুয়ারি ১৯৭২) বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।
আজ যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, তাদের অনেকই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে টগবগে যুবক হয়েও দেশ-মাতৃ ভূমির টানে অস্র হাতে যুদ্ধ করেন নি। আমাদের নতুন প্রজন্মের সামনে যারা আজ নিজেদের তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের চেতনার সব চেয়ে বড় আড়ৎদার হিসেবে তারা কয়জন মুক্তিযোদ্ধা?
যেই আশা-আকাংখা নিয়ে তৈরী হয়েছিল স্বাধীনতার ইশতেহার, লাল সবুজের বুকে সোনালি মানচিত্র আঁকা পতাকা। তা আজকের এই দিনে বিয়াল্লিশ বছর আগে পিছন থেকে ছুরি চালিয়ে করা হয়েছিল ক্ষত-বিক্ষত। আমরা কি সেই খবর বা সেই ইতিহাস তালাশ করি?
বিস্মিত হয়ে দেখতে হয় আমাদের মুক্তির ইতিহাসের পাতায় পাতায় ভরা বিভ্রান্তি, ব্যক্তি স্বার্থের কাছে বারবার পরাজিত হয়েছে এদেশের মানুষের মুক্তির আকাংখা। মীর জাফরের মসনদের লোভ পরাধীনতার শৃংখালা পরিয়ে দিয়েছিল এদেশের মানুষকে দীর্ঘ দুইশত বছর। বিয়াল্লিশ বছর আগে এই দিনে (১২ই জানুয়ারি ১৯৭২) ক্ষমতা লোভী ব্যক্তি স্বার্থের কাছে পরাভূত হয়েছিল লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগ, রক্তক্ষয়ী নয় মাসের হানাদার বিরোধী স্বাধীনতাকামী মানুষের বলিদান।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪
বাংলার হাসান বলেছেন: নিঃসন্দেহে বলা চলে।
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
অরুদ্ধ সকাল বলেছেন:
ভ্রাতা বেয়াল্লিশ বছরকার আগের জ্বালাটা মনে করাইয়া দিলেন
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪
বাংলার হাসান বলেছেন: কি আর করার বলেন। সত্য কখনো গোপন থাকে না।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
৪২ বছরে যেই বাল ফেলতে পারেন নাই,
সেই বাল প্রথম ৩ বছরে কেন ফেলিতে পারিলনা কেন? সে জন্য আক্ষেপ!
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২
বাংলার হাসান বলেছেন: একটু বেশি লেগেছে বুঝি?
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাইতো আজ আমাদের এসব দেখা লাগে!