![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
অনেকদিন ব্লগে আসা হয় না, সবাই কেমন আছেন? না কোন অজুহাতে নয়, কিছুটা ঝামেলা আর অলসতা ভর করেছে।
ঘটনা-১
তখনও ভোরের আবছা আলো, রহমান সাহেব প্রতিদিনকার অভ্যাস মত হাঁটতে বের হলেন। শীতের দিন, আজ অবশ্য কুয়াশা নেই। তবে ঠান্ডা বাতাস যে বইছে গরম কাপড় পরেও তা ভাল টের পাচ্ছেন। কিছুটা দূরে ফুটপাত ঘেঁসে কয়েকটা বাচ্চা আগুন জ্বালিয়ে শীতের হাত থেকে একটু উষ্ণতা নিতে চেষ্টা করছে। রহমান সাহেব বাচ্চা গুলোর দিকে এগিয়ে গেলেন। পকেটে থাকা দামী মোবাইল ফোনটা বের করে কয়েকটা ছবি তুলেলন।
ঘটনা-২
রহমান সাহেব প্রতিদনের নিয়ম মত অফিসে আসলেন। পিয়নকে কফি দিতে বলে রহমান সাহেব ফেসবুকে ঢুকলেন। গতকল রাতে ঘুমানোর আগে একটা ছোট্ট স্ট্যাটাস দিছেন। "বন্ধরা ঘুম আসছে"। স্ট্যাটাস স্ট্যাটাস
স্ট্যাটাসে লাইক ৭হাজার কমেন্ট ৭শ' শেয়ার হয়েছে ৯৩২বার।
ঘটনা-৩
রহমান সাহেব সকালে তুলে আনা আগুন পোহানো অসহায় শিশুদের ছবি থেকে বেছে যে ছবিটায় শিশুদের বেশি অসহায় দেখাচ্ছে সেটা ফেসবুকে দিয়ে একটা ছোট্ট স্ট্যাটাস দিলেন,
"কোথায় আজ মানবতা? একটু উষ্ণতার আশায় চেয়ে আছে নির্মল অসহায় কিছু চোখ"। তারপর
আসুন একটু উষ্ণতার হাত বাড়াই।
স্ট্যাটাসটা দেয়ার পর, রহমান সাহেব মনে মনে ভাবছেন। গতবার রানা প্লাজা ধসের পরে এমন হাত বাড়িয়ে দেয়ার একটা স্ট্যাটাস দেয়ার পর, দেশ-বিদেশ থেকে অনেক টাকা এসেছে তার ব্যাংক ও বিকাশে। সেই টাকার বড় একটা অংশ এখনো তার ব্যাংকেই আছে। এবারও এর ব্যতিক্রম হবে না।
ঘটনা-৪
রহমান সাহেব যে ফেসবুকে এত বড় সেলিব্রেটি তার পাড়ার কেউ জানে না। রহমান সাহেবের বাসায় ভাড়া থাকে করিম সাহেব। করিম সাহেবের বড় ছেলে ও তার কয়েকজন বন্ধু-বান্ধব এসেছে তার অফিসে। তারা পরশু উত্তরবঙ্গে শীতবস্র নিয়ে যাবে, উনার কাছে কিছু সহযোগিতা চাইতে এসেছে। রহমান সাহেব ছেলে গুলোকে খুব সমাদর করে কফি খাওয়ালেন। তারপর যতটা পারা যায় মুখে খুব গম্ভীর একটা ভাব ফুটিয়ে তুলে প্রচন্ড আন্তিরক গলায় বলেলন। বাবা তোমরা খুবই মহৎ কাজ করতেছ, তোমরাই পারবে আমাদের এই অভাগা দেশটাকে কিছু দিতে। আমাদের দেশের সবাই যদি তোমাদের মত করে দেশের মানুষদের নিয়ে একটু ভাবতো, দেশটা অনেক এগিয়ে যেত। বলতে খুব কষ্ট হচ্ছে, আর তোমরাতো সবাই জানো দেশের রাজনৈতিক পরিস্থিতির কারনে ব্যবসা-বানিজ্য নাই বলেলই চলে তারপরও আমি রাতে বাসায় গিয়ে তোমার চাচীর কাছ থেকে এ মাসের বাড়ী ভাড়া থেকে কিছু নিয়ে দিতে পারি কিনা।
ঘটনা-৫
করিম সাহেবের বড় ছেলে রাতে বাড়িওয়াল বিশিষ্ট ফেসবুক সেলিব্রেটি (পাড়ার কেউ জানে না উনি যে ফেসবুকের বিখ্যাত মিষ্টার ) রহমান সাহেবের কাছে গেল। রহমান সাহেব করুন কন্ঠে করিম সাহেবের বড় ছেলেকে বলেলন। বাবা বাড়ি ভাড়া যেটা তোমার চাচীর কাছে ছিল সে আমাকে না বলেই তিন মাসের বাড়ির কারেন্ট বিল দিয়ে দিছে। বাবা তোমরা কিছু মনে করো না, তবে আমি তোমাদের কথা দিচ্ছি আগামীবার আমি নিজে তোমাদের জন্য কিছু কম্বল কিনে দিব। আর হ্যাঁ তোমাদের জন্য "সেলুট"।
তোমরাই পারবে আমাদের একটি সোনার বাংলাদেশ উপহার দিতে
আমি সেলুট করি আমার সহ-ব্লগার ভাই-বোনদের। যখন যেটা দরকার সেখানে তারা সে ভাবেই হাজির হয়। যেমনটি রুশান,রানা প্লাজা, মেঘনা পাড়ের অসহায় ভূমিহীন জেলেদের ছেলে-মেয়ে, সহ এমন অসংখ্য উদাহরন তারা সৃষ্টি করেছেন যে তাদের প্রতি শ্রদ্ধায় বুক ভরে উঠে। তাদের সাথে থাকতে পেরে সত্যি গর্ব হয়।
বিঃদ্রঃ ইহা একটি কাল্পনিক লেখা। কোন ফেসবুক সেলিব্রেটির সাথে মিলে গেলে লেখক দায়ী নয়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ। ব্রো
তারপর কেমন আছেন?
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৬
ভোরের সূর্য বলেছেন: ফেসবুক সেলিব্রেটি সেটা আবার কি জিনিস? খায়? না মাখে? এটা আমি বাংলাদেশ ছাড়া আর কোথাও শুনিনি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭
বাংলার হাসান বলেছেন: <এটা আমি বাংলাদেশ ছাড়া আর কোথাও শুনিনি।> সহমত।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৩
আমিই মিসিরআলি বলেছেন: ভার্চুয়াল জগতে আসলে মানবতা ভিতর থেকে যেন উথলিয়ে পরে,
কিন্তু বাস্তব জীবনে কতটা মানবতা মন্ত্রে দীক্ষিত হতে পেরেছি সত্যিই জানিনা
গল্পে ভাল লাগা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩
বাংলার হাসান বলেছেন: এটাই বা কয়জন চিন্তা করে?
আপনার ভাল লেগেছে জেনে আমার ও ভাল লাগছে।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪২
দুঃখী__ বন্ধু বলেছেন: গতবার রানা প্লাজা ধসের পরে এমন হাত বাড়িয়ে দেয়ার একটা স্ট্যাটাস দেয়ার পর, দেশ-বিদেশ থেকে অনেক টাকা এসেছে তার ব্যাংক ও বিকাশে। সেই টাকার বড় একটা অংশ এখনো তার ব্যাংকেই আছে। এবারও এর ব্যতিক্রম হবে না।
করিম সাহেবের বড় ছেলে আবার টাকা গুলো নিয়ে কি করবে ? কিছু শীত বস্ত্র দিবে । একটা শিশু শীত বস্ত্র পেয়ে হাসছে সেই ছবি আপ্লোড দিবে । বাকি টাকা নিজের কাছে রেখে দেবে । মাঝখানে অনেক লাইক পেয়ে সেও সেলব্রেটি ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
বাংলার হাসান বলেছেন: হয়তো আপনার কথাই ঠিক। করিম সাহেবের ছেলেও কোন একদিন সেলিব্রেটি হবে। তবে ততদিনে হয়তো বন্ধ হয়ে যাবে সেলিব্রেটিদের এই ধান্ধা।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১২
বাঁশ আর বাঁশ বলেছেন: পিলাস নেন।।।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ নেন
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ঘটনা প্রবাহ !
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭
বাংলার হাসান বলেছেন: ঘটনা প্রাবহ চমৎকার। কিন্তু এর বাস্তব রূপ বড় বেশি অন্ধকার।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
নিরীহ বালক বলেছেন: হাহাহা....
ভার্চুয়াল দুনিয়ার ভার্চুয়াল ফিলিংস !!!
# নিজ দায়িত্বে মন থেকে নিজের কাছের মানুষগুলোকে আমাদের সাহায্য করা উচিত ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
বাংলার হাসান বলেছেন: নিজ দায়িত্বে মন থেকে নিজের কাছের মানুষগুলোকে আমাদের সাহায্য করা উচিত । সহমত
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২
মিজানুর রহমান মিলন বলেছেন: চমৎকার ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন !
আমি সেলুট করি আমার সহ-ব্লগার ভাই-বোনদের। যখন যেটা দরকার সেখানে তারা সে ভাবেই হাজির হয়। যেমনটি রুশান,রানা প্লাজা, মেঘনা পাড়ের অসহায় ভূমিহীন জেলেদের ছেলে-মেয়ে, সহ এমন অসংখ্য উদাহরন তারা সৃষ্টি করেছেন যে তাদের প্রতি শ্রদ্ধায় বুক ভরে উঠে। তাদের সাথে থাকতে পেরে সত্যি গর্ব হয়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ মিলন ভাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৩
খেয়া ঘাট বলেছেন: বলতে খুব কষ্ট হচ্ছে, আর তোমরাতো সবাই জানো দেশের রাজনৈতিক পরিস্থিতির কারনে ব্যবসা-বানিজ্য নাই বলেলই চলে তারপরও আমি রাতে বাসায় গিয়ে তোমার চাচীর কাছ থেকে এ মাসের বাড়ী ভাড়া থেকে কিছু নিয়ে দিতে পারি কিনা।
++++++++++++++++++++++