নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

আবরো ফিরে এলো নূর মসজিদ মীরপুরের কালশীতে!

১৭ ই জুন, ২০১৪ রাত ১০:৫৭



৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেই আমলের কথা। এখন যারা ফেসবুকে বড় বড় কথার ফুলঝুলি ফোটায় তখন সেই সময় অনেকের মুখে ফিডার ছিলো। ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্ষমতা থেকে বিতাড়িত হবার শেষের দিকে। মোঃপুরের এমপি মকবুল হোসেনের নজর পড়ে "নূর মসজিদ" এ। এই মসজিদের ছিলো বিশাল জায়গা। এবং জায়টাও ছিলো শিয়া মসজিদ মোড়ে। তখন এমপি মকবুল সাহেব চাইলেন নূর মসজিদের জায়গটা দখল করে সেখানে হাজী মকবুল মার্কেট তৈরী করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে। কিন্তু তার সেই দেশ দরদী কর্মে দেয়াল হয়ে দেখা দিলো সেই জায়গায় থাকা একটি মাদ্রাসা, যেটা পরিচালিত হতো মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহঃ) এর তত্ত্বাবধানে। সেই সময় নূর মসজিদে পুলিশের হামলা এবং পরে পুলিশ খুন,যার দায় দেয়া হয় ছাত্রদের উপর। সেই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছুই জানার সৌভাগ্য হয়েছিলো।



এবার আসি মূল কথায়,



মীরপুরে বিহারী ক্যাম্পে সাম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে অনেকেই অনেক লেখা লিখেছে। বেশ কিছু দিন যাবত শারীরিক অসুস্থতা ও কিছু ব্যক্তিগত সমস্যার কারনে এই বিষয়ে কিছু লিখতে পারি নাই। বেশ কয়েকজন কাছের মানুষ ফোন করে এই বিষয়ে কিছু লেখার অনুরোধ করেন।



যথারীতি কোন বিষয়ে পুরোপুরি না জেনে লেখার বা বলা স্বভাব সম্মত নয় বলে আজ দীর্ঘ সময় মীরপুরে কাটালাম। প্রায় ১০/১২ বছর পর গেলাম মীরপুরে রূপনগরে। কিছু পুরনো স্মৃতি আর প্রিয় কিছু মানুষের সাথে কি করে দিন পার হয়ে গেছে তা টেরই পেলাম না। রুপনগরের এক হিসেবে ত্রাসই বলা চলে ছোট ভাই রাজ্জাকের (ছদ্দ নাম) সাথে কথা হলো দীর্ঘ এক যুগ পর। সে এখন মোল্লা হাজীর খাস লোক। কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলাম, কিরে বিষয়টা কি? বিহারীরা তো বিয়ে,শাদী,সহ যে কোন অনুষ্ঠান হলেই আতশবাজি ফোটায় আর এটা সবাই জানে। কিন্তু এবারের ঘটনার পিছনে মনে হয় কিছু একটা আছে। রাজ্জাক প্রশ্নটা শুনে একটা মুচকি হাসি দিলো। অবশ্য এটা ওর পুরনো স্বভাব। কিছু লুকাতে চাইলে সে এই হাসিটা দেয়।



মুচকি হাসি দেখে বললাম, রাজ্জাক তুই সবাইকে তোর এই ট্রেডমার্ক হাসি দিয়ে ধোকা দিতে পারলেও আমাকে কিন্তু কোন দিনই পারিসনি ধোকা দিতে। একথা বলার পর রাজ্জাক কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলল, ভাই আপনার মনে আছে মোঃপুরে নূর মসজিদ দখলের কথা? স্মৃতি হাতড়ান মিলে যাবে সব সব কিছু।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:০৬

বাংলার নেতা বলেছেন: আওয়ামী শাসনের পতন মনে হয় সন্নিকটে!

১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৮

বাংলার হাসান বলেছেন: আওয়ামী শাসনের পতন নাকি স্বর্নযুগ সেটা নিয়ে মাথা ব্যাথা নাই।

কিন্তু মাথা ব্যাথার কারন হলো জাতীয়তাবাদীর চেতনায় উজ্জেবিত হয়ে আজ যে সকল তরুনরা এই হত্যাকান্ডে উল্লাস করছে সেটাই মথা ব্যাথার বিষয়।

হিটলার/মোসেলিনরাও কিন্তু জাতীয়তাবাদী চেতনায় উজ্জেবিত হয়ে মানুষ খুন করেছে। আমরাও কি সেই পথেই???????

২| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৬

একজন ঘূণপোকা বলেছেন:
++++++++

১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫৪

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫৮

নাইমুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। অজানা কিছু জানলাম।

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৪

বাংলার হাসান বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

৪| ১৮ ই জুন, ২০১৪ রাত ২:১৫

মাইরালা বলেছেন: নাইমুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। অজানা কিছু জানলাম।

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৫

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।

৫| ১৮ ই জুন, ২০১৪ রাত ২:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
মোঃপুরে নূর মসজিদ দখলের কথা? না জেনে ফালতু কথা বলেন কেন?
নুর মসজিদ দখলের কে করলো? নামাজ কি একদিনের জন্যও বন্ধ ছিল? পাকি লাল মসজিদ স্টাইলে পুলিশ হত্যার পর পুলিশ ভেতর থেকে খুনিদের গ্রেফতার করেছিল। মসজিদ দখল করেনি, নামাজও একদিনের জন্যেও বন্ধ হয়নি।

মিরপুরে সংঘর্ষ একপাক্ষিক ছিল না, বিহারিরাও পালটা ধাওয়ায় আবাসিক এলাকায় ঘরে ঢুকে মারপিট করেছিল (সুত্র - ঐ এলাকার একজন সামু ব্লগার)

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:২০

বাংলার হাসান বলেছেন: মোঃপুরে নূর মসজিদ দখলের কথা? না জেনে ফালতু কথা বলেন কেন? জনাব, সঠিক ভাবে কারো সম্পর্কে না জেনে মন্তব্য করা কি উচিত?

বিহারিরাও পালটা ধাওয়ায় আবাসিক এলাকায় ঘরে ঢুকে মারপিট করেছিল আপনার কথার মাঝেই আসল সত্য আছে।

পালটা ধাওয়ার মানে জানেন তো?

৬| ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

বাংলার নেতা বলেছেন: স্বর্ণ যুগ বলা যায়, কারণ শাহ আমানত ও শাহ জালাল এ যে পরিমান স্বর্ণ পাওয়া যাচ্ছে, তাতে বাংলাদেশের বর্তমান সময়কে স্বর্ণ যুগ বলা গলদ কিছু না!

জাতীয়তাবদীরা নাকি ভুমিদস্যুরা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখার দরকার!

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৮

বাংলার হাসান বলেছেন: এখানে আসলে জাতীয়তাবাদ বা মুক্তিযুদ্ধের চেতানা বলতে কিছুই নেই। ভুমিদস্যুরাই এ হত্যাকান্ড ঘটিয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.