![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
বিশ্বের অন্য কোন দেশে ফেসবুকের কল্যানে কেউ সেলিব্রেটি হয়েছেন কিনা সে বিষয়ে আমার জ্ঞানের পরিমান শূন্য। তবে আমাদের দেশে অর্থ্যাৎ বাংলাদেশে যে এমন অসংখ্য ফেসবুক সেলিব্রেটি ও ফেসবুক পীর আছেন তা ফেসবুকে আসলে অহর অহর দেখা যায়। কোন কোন ফেসবুক সেলিব্রেটিকে দেখা যায় মুক্তিযুদ্ধের মনগড়া ও সত্য-মিথ্যা মিশ্রিত ইতিহাসের টং দোকান খুলে বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতে। আবার সেই সব ইতিহাসের টং দোকানদের কাছে পাওনা টাকা ফেরৎ চেয়ে এই ফেসবুকে ইভেন্ট ও হয়। অবশ্য এসব টং দোকানদারদের দেবতা জ্ঞান করে কেউ কেউ তাদের নিয়ে নোট লিখে আখ্যা দেয় কিংবদন্তি। যাক সেই সব পুরনো কথা।
“সাপও মরবে লাঠিও ভাঙ্গবেনা”
দেশের বিভিন্ন জেলায় হাজার হাজার একর ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। মিডিয়া গুলো সযত্নে বন্যাপীড়িত মানুষের কথা সংবাদে প্রচার করা থেকে দীর্ঘদিন এড়িয়ে গেছে। সোস্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে এ নিয়ে দীর্ঘদিন সমালোচনা তীরে নাজেহাল হয়ে বলা যায় এক প্রকার বাধ্য হয়ে মিডিয়া গুলো এখন কিছু কিছু এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে নিউজ করা শুরু করেছে, তবে সরকারী ভাবে বন্যাপীড়িত মানুষের জন্য চোখে পড়ার মত কোন সাহায্যার্থ দেয়া হচ্ছে এমন সংবাদের ছবি এখনো মিডিয়াতে আসে নাই। আসবে কি করে? সাহায্য করলে তো আসবে। এদিকে বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে “রাইচ বাকেট চ্যালেঞ্জ” নামে একটি আইডিয়া বরাবরই মানুষের পাশে দাঁড়ানো কিছু নিঃস্বার্থ ছেলে/মেয়ের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আইডিয়াটা যার থেকে এসেছে বলে প্রচার করা হচ্ছে। তিনি আবার ফেসবুকে বিশাল সেলিব্রেটি সহজ বাংলায় যাকে বলে ফেসবুক পীর।
কিন্তু এ কি বন্ধু তালিকায় থাকা অনলাইন ও অফলাইন বন্ধু @বড়ভাই শান্তু ওরফে ব্লগার পাগল শান্তু তার ফেসবুক ওয়ালে #ডাঃ_শামীম_রেজা নামে এক ভদ্রলোকের একটি পোষ্ট শেয়ার থেকে জানতে পারলাম আইডিয়াটা ভারতের হায়দারাবাদের, ৩৮ বছর বয়স্ক মহিলা মাঞ্জু কালানিধির একটা অনবদ্য আইডিয়া। তার এই আইডিয়া, রীতিমত বড় বড় সব মিডিয়ায় আলোচিত। এই আইডিয়ার জন্য তিনি, Global Fellowship by iCONGO, an international confederation of NGOs, and the United Nations থেকে সম্মাননাও পেয়েছেন।
ভাল কাজে অন্যের আইডিয়া ফলো করা দোষের কিছু নয়। তবে তা নিজের আইডিয়া বলে চালিয়ে দেওয়াটাও নিশ্চয় সততার পরিচয় হতে পারে না।
( কারো মনে প্রশ্ন জাগতে পারে তিনি এটাকে নিজের আইডিয়া বলে কি দাবি করেছেন? তিনি নিজের আইডিয়া বলে দাবী করছেন কিনা তা আমার জানা নেই। ধরে নেই তিনি নিজের আইডিয়া বলে দাবী করেন নাই। কিন্তু তার মুরীদানগন যে এটাকে তার আইডিয়া বলে প্রচার করেছেন সেখানেও কিন্তু তিনি বলেন নাই যে, এটা তার আইডিয়া নয়। তিনি অন্য দেশের একজন মহিলার এই অসাধারন আইডিয়াটা ফলো করছেন বন্যাপীড়িত মানুষের সাহায্য করার উদ্দেশ্য নিয়ে।)
এবার আসুন কোন এই লেখার শিরোনাম ““সাপও মরবে লাঠিও ভাঙ্গবেনা”
১.যদ্দুর জানা যায় এই ফেসবুক পীর কিছু দিন আগে “একটায় ফরমালিন টেষ্ট” শিরোনামে একটি জমকালো অনুষ্ঠানের প্রচারক ছিলেন। পরে দেখা গেল যে, খাবারে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করার জন্য যে ফর্মূলা তৈরী করা হয়েছে তা আপনি এক টাকায় কিনতে পারবেন না। যেটা কিনতে হলো আপনাকে খরচ করতে হবে দুইশত টাকা। যেখানে অনেক গুলো টি-ব্যাগ থাকে একটি টি-ব্যাগ আলাদা আলাদা করে কেনার কোন সুযোগ নেই। অর্থ্যাৎ একশত পঞ্চাশ টাকা দিয়ে এক কেজি তেলাপিয়া মাছ কিনতে যে লোক হিমশিম খায় তিনি কি করে দুইশত টাকা দিয়ে ফরমালিন টেষ্টের এই ফর্মূলা ক্রয় করবেন? ফরমালিন মুক্ত থাকার অজুহাতে বহুজাতিক কোম্পানী গুলোকে নতুন একটি ব্যবসার সফল খাত তৈরীর কাজে সহযোগিতা করার পথ ছাড়া এটা ভিন্ন কিছু বলে মনে হয়নি। বহুজাতিক কোম্পানীর বানিজ্যের নতুন খাত খুলতে উদ্বুদ্ধ করতে যে প্রচারটি করেছেন। তা না করে তিনি এটাকে বন্ধ করার জন্য সামাজিক সচেতনা তৈরীতে যদি এই প্রচারটা করতেন তবে দেশের জন্য বেশী মঙ্গল হতো কিনা তা আপনারাই বিচার করবেন।
২.“রাইচ বাকেট চ্যালেঞ্জ” আইডিয়া নিঃসন্দেহে একটি চমৎকার আইডিয়া হোক সেটা অন্য দেশের অন্য কারো। এর সাথে সাথে যদি এমন কিছু যোগ করা হতো যার কারনে সরকার বাধ্য হতো বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়াতে তবে তা হতে পারতো কার্যকরী পদক্ষেপ। সরকারী সহযোগিতা ছাড়া যে কোন দূর্যোগ কবলিত এলাকার মানুষকে পুরোপুরি উদ্ধার করা সম্ভব নয় তা আমরা যারা “রানা প্লাজায়” সেচ্চায় সাহায্যের উদ্দেশ্য নিয়ে কাজ করেছি তারা সকলেই হাড়ে হাড়ে টের পেয়েছি। আর এই ফেসবুর পীর বরাবরই এমন সব কাজ করেন যাতে সরকার বা সরকার বিরোধী কেউ না চটে এবং তার মুরীদানগন তাকে মাথায় নিয়ে নাচে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
এইতো খুন,গুম,আর রাজনৈতিক হানাহানির মাঝে এখনো বেঁচে আছি এটাই বা কম কি বলেন।
আপনি কেমন আছেন?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০১
অপূর্ণ রায়হান বলেছেন: +++++
কেমন আছেন ভ্রাতা ?