![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
মাননীয় আওয়ামী লীগ সভানেত্রী, এই লেখাটি বিশেষ করে শুধু আপনার জন্য।
আপনাকে প্রধানমন্ত্রী উল্লেখ না করে কেন শুধু মাত্র আওয়ামী লীগ সভানেত্রী উল্লেখ করেছি তা জানতে চাইলে, তার উত্তর খুব সোজা-সাপটা ভাবে বলাটাই শ্রেয়। সোজা-সাপটা উত্তর হলো, বিগত নির্বাচন নিয়ে যথেষ্ট বিতর্ক থাকায় দেশের অনেক মানুষ মনে করে আপনি জোর করে প্রধানমন্ত্রীর গদি আঁকড়ে আছেন, কিন্তু আওয়ামী লীগ সভানেত্রীর গদি জোর করে আঁকড়ে আছেন এটা কেউ মনে করেন বলে জানা নেই। তাই দেশের বেশির ভাগ মানুষ আপনার যে পদটিকে সহজ ভাবে মেনে নিয়েছেন কোন প্রশ্ন ছাড়া সেই পদটি উল্লেখ করেছি।
মাননীয় নেত্রী,
আপনি অবগত আছেন যে, আমাদের দেশে ক্ষমতার পালা বদলের সাথে সাথে ইতিহাস ও বদল হয়। সাম্প্রতি আপনার কেবিনেটের সাবেক মন্ত্রী জনাব, এ.কে খন্দকার সাহেবের লেখা বইয়ের সূত্র ধরে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়, এবং এর উত্তাপ যে সংসদে লেগেছে তা আমরা দেখেছি।
মাননীয় নেত্রী,
খন্দকার সাহেবের বইয়ের আগে "তাজ কন্যার" বইটি নিয়েও যথেষ্ট শোর-গোল হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো মুক্তিযুদ্ধের চেতনার ঠিকাদার হিসেবে জাতিকে হর-হামেশা মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষা দেয়ার ভূমিকায় অগ্রনী ভূমিকা পালনকারী অমুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির,মুনতাসির মামুন,জাফর ইকবাল,অঞ্জন রায় সহ আরো যারা আছেন তারা যুক্তি-যুক্ত কোন লেখার মাধ্যমে এই লেখকদের বইয়ের কোন যুতসই জবাব দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধের চেতনার কোন ক্লাস এখনো চালু করেন নাই। যদি করেও থাকেন তা হয়তো আমাদের মত দূর্বলদের চোখ এড়িয়ে গেছে। অথবা চেতনার ক্লাস ফ্লপ করেছে।
মাননীয় নেত্রী,
উপরের বিষয় গুলো আলোচনায় টেনে আপনাকে মূল যে কথাটি বলতে চাই। বিলেতে বসবাসকারী এবং নিজেকে বঙ্গবন্ধুর কাছের মানুষ দাবী করে বিভিন্ন সময় কলাম লিখে আপনার সহানুভূতি কামনাকারী জনাব আব্দুল গাফফার চৌধূরী বেশ কিছু দিন যাবত কয়েকটি কলাম "দৈনিক জনকন্ঠে" প্রকাশ করেছেন। যে কলাম গুলোতে তিনি প্রকৃত পক্ষে বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও উপস্থিত জ্ঞানকে খাঁটো করেছেন। যা কোন ভাবেই গ্রহন যোগ্য নয়।
মাননীয় নেত্রী,
শুধু তাই নয়, তিনি তার লেখা সর্বশেষ দুই পর্বের যে কলামটি পত্রিকাটিতে লিখেছেন তা এত বেশি সেনসেটিভ বিষয় নিয়ে যা তার মত লোকের পক্ষে লেখার কোন যোগ্যতাই নেই। অথচ তার এই লেখাকে কেন্দ্র করে ইতিহাসের এমন কিছু পর্দা সরে যাবে যা আদৌ আপনি ও আপনার দলের জন্য মঙ্গল বয়ে আনবে না।
বিলেত বসে দেশের ভিতর একটি গোলযোগ সৃষ্টির পায়তারা করে তার বিনিময়ে আপনার করুনা পাবার উদ্দেশ্য নিয়ে লেখা কলাম দুটি পড়ে, আশা করি আপনি যথাযথ পদক্ষেপ নিবেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২
বাংলার হাসান বলেছেন: নষ্টরা এমন করতেই থাকে , আমরা পথভ্রষ্ট না হলেই হয় ।সহমত
আপনিও ভাল থাকবেন
২| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শেখ মুজিব আর জিয়াকে নিয়ে ব্যক্তিপূজাই আমাদের রাজনীতির মূল উপকরণ। বাকি সব অানুসঙ্গিক ।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৯
বাংলার হাসান বলেছেন: রেজওয়ানা আপনার সাথে একমত।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১২
রুদ্র জাহেদ বলেছেন: সহমত
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: বঙ্গবন্ধুকে নিয়ে ব্যাবসা অনেক পুরাতন কাহিনী ভ্রাতা । নষ্টরা এমন করতেই থাকে , আমরা পথভ্রষ্ট না হলেই হয় ।
ভালো থাকবেন ।