নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জানালা

কাশবনে একদিন

কাশবনে একদিন › বিস্তারিত পোস্টঃ

সুখে ও দুঃখে আল্লাহর স্বরণ করা

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

মানুষ খুব দুর্বল প্রানী। খুব সহজেই বিচলিত হয়ে পড়ে। বিশেষ করে যখন কোন দুঃখ কষ্ট তাকে স্পর্শ করে, তখন সে মনে করে যে, 'কী হবে আর এত সব করে!'। তখন তার জীবন বা কর্ম সম্পর্কে একটি নেতিবাচক অনুভুতি চলে আসে। কেউ কেউ এমন আছে যে বলে, 'আল্লাহ কি দুনিয়াতে আমাকেই পেল এই কষ্ট দেয়ার জন্য! (নাউযুবিল্লাহ)'। এক নিমিষেই সে ভুলে যায় আল্লাহ সুবহানা ওয়া তায়ালা তাকে আরও যে সব নেয়ামত দিয়েছেন।



আমার বস দক্ষিণ আমেরিকার একটি দেশে ব্যবসায়িক সফরের জন্য ভিসার আবেদন করেন। সে দেশের দূতাবাস সৌদী আরব সহ আরব অঞ্চলে কোথাও নেই। লন্ডনস্থ দূতাবাসে ভিসা সংক্রান্ত কর্ম সম্পাদিত হতে হতে নির্ধারিত অনুষ্ঠানের দিন এসে পড়ে। তাই তিনি আর যেতে পারেন নি। আমারও মনটা খারাপ হয়েছিল কারন এই সভা-অনুষ্ঠানের জন্য বেশ কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েছিলাম। এ বিষয়ে যখন তার সাথে আলাপ করছিলাম তখন তিনি বিচলিত হননি, আর নিম্নোক্ত হাদীসটি আরবীতে পেশ করে ব্যাখ্যা করেন যা আমার ও তার জন্য বড়ই সান্তনা বয়ে আনে-



"রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেন, 'মুমিনের ব্যাপার আশ্চর্যজনক, নিশ্চয় তার সমস্ত ব্যাপারই তার জন্য কল্যাণকর। মুমিন ব্যতিত এমন আর অন্য কারো জন্য নয়। যদি তার নিকট কোন আনন্দদায়ক কিছু পৌছে, আর তাতে সে ধৈর্যধারণ করে, তবে তার জন্য কল্যাণ রয়েছে। পক্ষান্তরে যদি তার নিকট দুঃখ-কষ্ট পৌছে আর সে তাতে ধৈর্যধারণ করে তবুও তার জন্য কল্যাণ রয়েছে"। (সহীহ মুসলিমঃ ২৯৯৯)।



আল্লাহ আমাদেরকে সুখের সময় আল্লাহর শুকরিয়া করার তাওফিক দিন এবং দুঃখে পতিত হলে ধৈর্যের মাধ্যমে আল্লাহর স্বরণ করার তাওফিক দিন। আমিন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

লাবনী আক্তার বলেছেন:

আল্লাহ আমাদের ধৈর্য ধারন করার তৌফিক দান করুন। আমিন।

২| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

কাশবনে একদিন বলেছেন: আমিন।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬

বেকার সব ০০৭ বলেছেন: আল্লাহ আমাদের ধৈর্য ধারন করার তৌফিক দান করুন। আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.