নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জানালা

কাশবনে একদিন

কাশবনে একদিন › বিস্তারিত পোস্টঃ

"আত্মীয়তার বন্ধন অটুট রাখার গুরুত্ব"

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

সময়ের আবর্তনে মানুষ ছোট থেকে বড় হয়। বড়রা বুড়ো হয়। কিন্তু কিছু কিছু কথা জীবনের এমন থেকে যায়, যা কখনো বড়ও হয়না, বুড়োও হয়না। থেকে যায় স্টুডিও থেকে তোলা ঝকঝকে ছবির মত। আবার মানুষই ভুলে যায় তার নিকট অতীত!



আপনি যখন বিছানা ভিজিয়ে ঘুমিয়ে থাকতেন, আপনার মা ঘুমের মধ্যেই হাত দিয়ে অনুভব করেছেন, নাড়ী ছেরা বুকের ধন আমার ভিজা কাঁথায় শুয়ে আছে! দুঃস্বপ্ন দেখে যখন এ্যা করে কেঁদে উঠতেন, তখন আপনার মা বুকে জড়িয়ে বলতেন, এইত বাবা, আমি আছিনা। সারা দুনিয়ার জন্য আমি একাই যথেষ্ট। আজ মা শুধু ঘ্যান ঘ্যান করে, বউ এর সাথে মিলে চলতে পারে না!



২০ বছর আগে যে বাবা ঘোড়া সেজে টাকটুক টাকটুক শব্দ করে আর হামাগুড়ি দিয়ে হেঁটে ছেলেকে ঘোড়সওয়ারীর আনন্দ দিয়েছিলেন, সেই বাবা আজ একা একা হাঁটতে পারেন না, অথচ তার পুরুষ হয়ে উঠা ছেলের হাতটি পান না একটু ধরে হাঁটবেন বলে।

যে বাবা রাতকে দিন করেছেন ছোট্র মেয়ের ফোকলা দাঁতের মিষ্টি হাসি দেখার জন্য, সে মেয়ে বলে বাবা তুমি আধুনিকতা বোঝ না!



যে ভাই আপনাকে কাঁধে নিয়ে বেড়িয়েছেন সারা পাড়া, টিফিনের ২ টাকা থেকে ১ টাকা বাঁচিয়ে ঈগলের ছবি দেয়া গেন্জি কিনে এনে পরিয়ে ভাবেন, আমার ভাই 'রাজকুমারের চেয়েও সুন্দর'। সেই ভাই আপনার কাছে কিছু টাকা চাইলে বলেন, 'ভাই খালি টাকা টাকা করে!'।



যে বোন আপনাকে না খাইয়ে দিলে আপনি অভুক্ত থাকতেন, সে বোন আজ আপনার কাছে এক মুর্তিমান আপদ! কেন? ঘর উঠে গেছে, দরজা লাগানোর জন্য কিছু টাকা চেয়েছেন গতরাতে। কত সহ্য করা যায়?



শুনুন ভাই আমার, বোন আমার; রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাদের কী বলেছেন, 'যে চায় তার রুজি বৃদ্ধি করা হোক, আর সে (দুনিয়াতে) স্বরণীয় হয়ে থাকুক; সে যেন আত্মীয়তার বন্ধন অটুট রাখে।' সহীহ মুসলিমঃ ২৫৭৭



আরো বলেছেন, 'নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর মায়ের অবাদ্ধতাকে হারাম করে দিয়েছেন'। সহীহ বুখারীঃ ৫৯৭৫



আরো বলেছেন, 'পিতার সন্তুষ্টিতে রবের সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে রবের অসন্তুষ্টি'। জামে তিরমিযিঃ ১৮৯৯



আসুন ভাই ও বন্ধুগণ, আমরা আমাদের অতীতকে ভুলে না যাই, দ্বীন ইসলামের শিক্ষাকে আমাদের জীবনে প্রতিফলিত করি, আর আত্মীয়তার বন্ধন দৃঢ় রাখি। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমিন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

টুনা বলেছেন: সুন্দর পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ। এই পোস্টে কমেন্ট করার জন্য লগ ইন করলাম। ইনশাল্লাহ্‌ ভাল থাকবেন সবাই। ধন্যবাদ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩

কাশবনে একদিন বলেছেন: টুনা, অনুভুতি প্রকাশের জন্য ধন্যবাদ। দোয়া করবেন, যেন ভাল ভাল আর উপকারী পোস্ট দিতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.