![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সমাজে বিচিত্র রকমের মানুষ রয়েছে, একেক জনের চরিত্র একেক রকম। তত্তাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি অনেক সম্পদশালীরা তাদের টাকা বস্তায় ভরে রাস্তায় বা পার্কের কোণে রাতের অন্ধকারে ফেলে চলে গেছেন। আবার দামী দামী গাড়ী রাস্তায় বেওয়ারিশ হিসেবে পড়ে থেকেছে। মালিক খুঁজে পাওয়া যায়নি। অথচ এদের ব্যাক্তি ও পারিবারিক জীবন পর্যালোচনা করলে দেখা যাবে যে তার মা-বাবা বা ভাই-বোনদের সাথে সম্পর্ক ভাল ছিল না।
একজন কুখ্যাত বনবিভাগের কর্মকর্তা যাকে সংবাদ মাধ্যমে বনখেকো বলে আখ্যায়িত করা হয়েছে, তার গ্রামের বাড়ীতে বৃদ্ধা মা ও দুটি প্রতিবন্ধি বোন অযত্ন অবহেলায় দিনাতিপাত করেছে। তাদের জন্য মাসিক বরাধ্য ছিল মাত্র ২,০০০ টাকা। অথচ ঐ বনখেকো টাকার বিছানায় ঘুমিয়েছে, টাকার বালিশে ঘুমিয়েছে। চালের বস্তায় টাকা পাওয়া গেছে; অন্যদিকে মা-বোনেরা অভুক্ত অবস্থায় রাত কাটিয়েছেন। হায় আফসোস!
অথচ পিতা-মাতার মর্যাদা অপরিসীম, আল্লাহপাক তাদেরকে অধিক মর্যাদা দিয়েছেন কুরআনুল কারীমে। আর রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম নিজেও পিতা-মাতার অধিক মর্যাদা দেয়ার উপদেশ/ নির্দেশ দিয়ে গেছেন।
হাদীসে এসেছে - এক ব্যাক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর নিকট এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! সদ্ব্যাবহারের সর্বাধিক হক্বদার কে? তিনি সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বললেন, তোমার মা, তার পর তোমার মা, তারপর তোমার মা। অতঃপর তোমার পিতা, অতঃপর যে যত নিকটতম। (আবু দাউদ)।
ইসলামিক সংস্কৃতিতে আমরা প্রত্যেকেই নিজেদের ঈমান, ইবাদাত ও অন্যান্য সৎ আমলের মাধ্যমে নিজেকে মু'মিন বলে প্রমান করতে সচেষ্ট হই। রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম আমাদেরকে মু'মিন হবার কিছু পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছেন। একটা উপদেশ নিম্নরুপ -
আবু হামযায আনাস বিন মালিক (রাদিয়াল্লাহু আনহু), রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম হতে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন: তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মু'মিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাই এর জন্য তা-ই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। (বুখারী ও মুসলিম)।
আল্লাহ আমাদের তাওফিক দিন, যেন আমরা আত্মীয়তার বন্ধন দৃঢ় রেখে একজন আরেক জনের পাশে দাড়াতে পারি। আমিন।
©somewhere in net ltd.