![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সময়.কম : ০২/০৪/২০১৬
যান চলাচল প্রায় বন্ধ করে রাজধানীর ব্যস্ততম ধানমন্ডির একটি প্রধান সড়কে উচ্চ শব্দে গান বাজিয়ে, ঘোড়ার গাড়িসহ র্যালির মাধ্যমে ‘র্যাগ ডে’ উদযাপন করল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী।
শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর প্রায় দেড়টা পর্যন্ত এই র্যালির স্থায়িত্ব ছিল। এর আয়োজক বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের ৫০তম ব্যাচ।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ১১টা থেকে ধানমন্ডি সাতমসজিদ রোডে, মোহাম্মদপুরমুখী লেনে অবস্থিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে দুটি ঘোড়ার গাড়ি ও পিকআপ ভ্যানে করে বড় বড় সাউন্ড বক্সসহ র্যালিটি বের হয়। পুরো লেন ব্লক করে র্যালিটি যায় ধানমন্ডি ২৭ নং পর্যন্ত। এরপর ঝিগাতলা লেনমুখী হয়ে চলতে শুরু করে র্যালিটি। এ লেনটিও ব্লক অবস্থায় চলতে দেখা গেছে র্যালিটিকে। এভাবে ঝিগাতলা বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে বিপরীত লেন ধরে র্যালিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে পৌঁঁছায় দুপুর প্রায় দেড়টার দিকে।
সরেজমিনে আরও দেখা গেছে, র্যালিটি দুই লেন অতিক্রম করার সময় বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে এর পেছনে। বিকট শব্দে হর্নসহ বাস হেল্পারদের চিৎকার দেয়া অনুরোধ কাজে আসেনি। আশপাশে ট্রাফিক পুলিশ, সার্জেন্ট দাঁড়ানো থাকলেও তারা ছিলেন দর্শক। যানবাহনে থাকা যাত্রীরা ছিলেন দুর্ভোগে। আটকা পড়তে দেখা গেছে, ধানমন্ডি থানার একটি গাড়ি ও কিছু অ্যাম্বুলেন্সকেও।
যানজটে পড়ে কেয়ারি প্লাজার এখানে নেমে যান একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের কর্মী আফজাল হোসেন। তিনি হাতঘড়ি বারবার দেখছিলেন আর এ প্রতিবেদককে বলছিলেন, এটা কোন ধরণের আনন্দ! আমরা সময় মত কাজে না যেতে পেরে মরছি, তারা এসবের কী বুঝবে। দেখেন, আশেপাশে ট্রাফিক দাঁড়িয়ে শুধু তামাশা দেখেই যাচ্ছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল মতিন দোষ দেন পুলিশের উপর। তিনি আমাদের সময় ডটকমকে বলেন, এই আয়োজন অফিসিয়ালি নয়। শিক্ষার্থীদের কারণে যদি পথে কোনো দুর্ভোগ হয়, সেটা দেখার দায়িত্ব বা সে সম্পর্কে আমাদের অবহিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
সড়ক এভাবে অবরুদ্ধ করে এ ধরণের কাজকে নিরুৎসাহিত করেন রেজিস্ট্রার আবদুল মতিন।
প্রশ্ন করা হলে পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) ট্রাফিক মো. হাসান মোস্তফা স্বপন আমাদের সময় ডটকমকে বলেন, আসলে সবকিছু সব সময় দেখা সম্ভব হয় না। যখন যেখানে কোনো সমস্যার খবর পাওয়া যায়, সেখানকার সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়।
তিনি সবার প্রতি আহ্বান জানান, এ ধরণের কোনো সমস্যা হলে যেন ঘটনাস্থলের কর্তব্যরত পুলিশকে জানাতে।
ভবিষ্যতে এমন বিষয়ে আরও সতর্ক থাকা হবে বলে উল্লেখ করেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা।
যান চলাচল বন্ধ করে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের র্যাগ ডে
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৬
আমির হোসেন রিকু বলেছেন: দেশে আইন প্রয়োগ না করা ও আইনের শাসন না থাকা, আইন না মানার প্রবণতার একটা খণ্ড চিত্র মাত্র
২| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬
আলী বলেছেন: জনাব
চুশীলসমাজের পরিতিনীধি এই র্যাগ ডের র্যালীটা যদি সরকারীদল/বিরোধীদল/সরকারীভার্সিটির পোলাপান করতো তখন তো কলাটা মুখেদিয়া সাইলেন্ট মুডে যাইতেন সো এখনো তাই করেন Either Fall In Line Neither ....
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
প্রামানিক বলেছেন: এর জন্য সরকারী দল আর বিরোধী দলেরা দায়ী।