![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৬ সালে এইচএসসি পাশ করা কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি যোগ্য কি-না।
রেজাল্ট এসএসসি ও ইন্টার মিলে ৬.০৬(ঐচ্ছিকসহ)।
আগ্রহের বিষয়- জার্নালিজম।
পরামর্শ খুব জরুরি, খুবই.........
১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৮
আমির হোসেন রিকু বলেছেন: আপনার মতো ধারণা আমার মধ্যেও কাজ করেছিল। ড্যাফোডিলে কথা হলো। তারা বলেছেন- ইউজিসির নিয়ম অনুযায়ী ২০০৬ সালে এইচএসসি পাশ করা কাউকে ভর্তিতে বিধিনিষেধ আছে
২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১
ইসমত বলেছেন: আসলে জার্নালিজম ডিগ্রী পেয়ে কী করবেন? নিজেকে আগে প্রশ্ন করুন। নিজের কাছে পরিস্কার হতে হবে। যদি সাংবাদিকতাই করতে চান তবে ১০ বছর বিরতি দিয়ে এই ডিগ্রী অর্জনের কোনো অর্থ নেই।
অনলাইনে বহু ম্যাটেরিয়ালস আছে, কোর্স আছে। দ্রুত শিখতে পারবেন। লেখালেখির চর্চা থাকলে ব্লগে লিখুন, পছন্দনীয় নির্দিষ্ট পত্রিকায় যোগাযোগ করুন, প্রদায়ক হিসেবে কাজ শুরু করতে পারেন।
আর ডিগ্রীর মাধ্যমে অন্য কোনো ফ্যাসিলিটি পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে ভিন্ন কথা। আমার জানা নেই আপনার প্রশ্নের জবাব।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯
প্রশ্নবোধক (?) বলেছেন: সম্ভবত যাবে? সহজ হয় আপনি যে কোন ভাল ইউনিভার্সিটীর সাথে যোগাযোগ করুন।
১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭
আমির হোসেন রিকু বলেছেন: ড্যাফোডিলে কথা হলো। তারা বলেছেন- ইউজিসির নিয়ম অনুযায়ী ২০০৬ সালে এইচএসসি পাশ করা কাউকে ভর্তিতে বিধিনিষেধ আছে
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২
কলম চোর বলেছেন: যোগাযোগ করুনঃ
University Grants Commission of Bangladesh
29/1, Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka-1207.
PABX: 88-02-8128172, 8128174, 8128175, 8128177, 8128178
Fax: 88-02-8181615, 8181617, 9114707
Email: [email protected]
১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩
আমির হোসেন রিকু বলেছেন: থ্যাংকস ভাই কলম চোর (সরি, নাম জানি না দেখে লিখছি)। আপনার কমেন্টটি ফলদায়ক হয়েছে। ড্যাফোডিল যে চাপাবাজি করছে, সেটা ধরতে পারছি, আপনার মন্তব্যের জন্য
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪
কালীদাস বলেছেন: ইউজিসিতে সরাসরি যোগাযোগ করে কনফার্ম হন।
কোন প্রাইভেট ইউনিতে ভর্তি হওয়া না গেলেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অপশন খোলা থাকবে।
১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪
আমির হোসেন রিকু বলেছেন: উন্মুক্ততে জার্নালিজমের কিছু নেই ভাই, এটাই সমস্যা
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:০৬
চাঁদগাজী বলেছেন:
১৯০৬ সালে পাশ করাদের জন্যও কারো আপত্তি থাকার কথা নয়, নিজে ইউনিভার্সিটিতে গিয়ে কথা বলুন এডমিশনের সাথে।