নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য বলার সময় বাইরের প্রভাবক দ্বারা দমে থাকা ভীতুদের কাজ

মুর্শিদ

স্পষ্টভাষী ও নির্ভীক

মুর্শিদ › বিস্তারিত পোস্টঃ

১৫-ই আগস্ট

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৬


১৫-ই আগস্ট ১৯৭৫!! বাংলার ইতিহাসের এক জঘণ্যতম রাত কারণ আজকের দিনেই বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে একদল পিচাশ।
আজকের এই দিনে আমি প্রথমেই বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
আসলে কি চেয়েছিলো তারা? তারা কি চেয়েছিলো দেশটাকে আবারো পাকিস্তান বানাতে? নাকি তারা চেয়েছিলো ক্ষমতা? নাকি তারা চেয়েছিল দুইটায়? আমি জানিনা তারা কি চেয়েছিল কিন্তু তারা যে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের করে গেছে সেটা সত্যিই ভোলার নয়।
বঙ্গবন্ধু যখন যুদ্ধবিদ্ধস্ত দেশটাকে গুছিয়ে তুলছিলো ঠিক তখনি তারা আমাদের জাতির সূর্য সন্তানের উপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পরে এবং তাদের পরিবারের উপস্থিত সকল সদস্যসহ হত্যা করে। আচ্ছাদ তারা কি পেরেছে তাদের লক্ষ্য অর্জন করতে?আমি জোর গলায় বলতে পারি তারা পারেনি কারণ এদেশের কোটি বাঙালীর হৃদয়ে বাস করে বঙ্গবন্ধু।
যে নেতার ডাকে বাংলার মানুষ এক হয়ে দেশের জন্য যুদ্ধ করতে পারে, সেই জাতি কি করে তাকে ভুলে থাকতে পারবে? তবে দুঃখজনক ব্যাপার হলেও সত্য আজকে আমরা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে, তার মৃত্যু নিয়ে এক মিথ্যা রাজনীতিতে মেতে থাকছি! কিন্তু কেন? আমরা কিভাবে তার অবদানকে ভুলে যাচ্ছি? বাঙালীতো স্বার্থপর জাতি নয় তাহলে কেন বঙ্গবন্ধুুর অবদানকে ভুলে গিয়ে আমরা তাকে নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠি।
আজকে দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে আমাদের দেশে একটা বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী আজকের এইদিনে তার জন্মদিন পালন করে।আমরা আর কত নিচে নামবো? আর কত নিচে নামলে আমরা ক্ষান্ত হবো? যে দিনটাতে দেশের মানুষ দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে জাতির সূর্য সন্তানে স্বরণ করে এমন একটা দিনে তার জন্মদিন উদযাপন আমাদের কি বাণী দেয়? সত্যিই আজকে নিজেকে খুব অসহায় মনে হয় আমাদের এই অকৃতজ্ঞতা দেখে। আমরা কি পারিনা সবাই মিলে জাতির সূর্যসন্তানকে স্বরণ করতে!! বঙ্গবন্ধুর ঋণ কি পারবো আমরা শোধ করতে? যদি উত্তরটা "না" হয় তাহলে কেন আমরা তাকে তার প্রাপ্য সম্মান দিতে চাইনা।
আসুন আমরা সবাই মিলে,সকল রাজনৈতিক দল মিলে তাকে শ্রদ্ধা করি কারণ তাকে শ্রদ্ধা করা মানেই তো জাতির সূর্য সন্তানকে শ্রদ্ধা করা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৬

রাকু হাসান বলেছেন: ভাল লিখেছেন । শুভকামনা থাকবে । ভাল থাকুন ।

২| ১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আসলে কি চেয়েছিলো তারা?
তারা কি চেয়েছিলো দেশটাকে আবারো পাকিস্তান বানাতে?
নাকি তারা চেয়েছিলো ক্ষমতা?
নাকি তারা চেয়েছিল দুইটায়?

.. রাজনৈতিক বক্তব্য বাদ দিয়ে, বই পড়ুন। অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন....;)

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০

মুর্শিদ বলেছেন: ভাই সাধ্যমত সময়-সুযোগ করে বই পড়ি। মানুষ ছোট তাই সামর্থ্যের পরিসীমা ছোট তবে আপনাদের দোয়ায় অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ

৩| ১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



নেত্রী এবার লালঘরে কাক খাবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.