নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

we are always with true

অন্যায় এর প্রতিবাদ

াংলার জনতা০০৭

বাংলাদেশ কে ভাল বাসি,আমি একজন সাধারন বাংলাদেশী আমার নাম আম জনতা। আমি বাংলাদেশের জনতা

াংলার জনতা০০৭ › বিস্তারিত পোস্টঃ

ভুল শব্দের পাসওয়ার্ড বেশি সুরক্ষিত!

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬





ঢাকা: কম্পিউটার সংশ্লিষ্ট প্রকৌশল কিংবা প্রাযুক্তিক কাজে অনেক লম্বা শব্দ বা বাক্যের পাসওয়ার্ড নেওয়া সাধারণ ব্যাপার। মনে করা হয়, লম্বা শব্দ বা বাক্যের পাসওয়ার্ড অনেক বেশি সংহত ও গোপন থাকে।



কিন্তু এক গবেষণা দল বলছে এ ধারণা ভুল। অর্থাৎ যত লম্বা পাসওয়ার্ড ব্যবহার করা হোক তা ভেঙে ফেলা হ্যাকারদের কাছে খুব বেশি অসম্ভব নয়!



প্রশ্ন আসতে পারে, লম্বা পাসওয়ার্ডও যদি গোপন তথ্যাদিকে সুরক্ষিত না রাখতে পারে তাহলে উপায়! উপায় বলেছেন সেই গবেষকরাই।



দুস্কৃতিকারীদের হাত থেকে গোপন তথ্যাদিকে সুরক্ষিত রাখতে এলোমেলো ভুল শব্দ বা বাক্যের পাসওয়ার্ডই কার্যকরি ভূমিকা রাখতে পারে!



যুক্তরাষ্ট্রের কার্নেগী ম্যালন ইউনিভার্সিটির এক গবেষণা দল সম্প্রতি প্রকৌশল ও প্রাযুক্তিক কাজে গোপন পাসওয়ার্ড নিয়ে পরিচালিত গবেষণা শেষে এ তথ্য জানিয়েছে।



গবেষণা দলটির অন্যতম সদস্য অশ্বিনী ‍রাও বলেন, “যত লম্বা পাসওয়ার্ড হোক, পরিচিত শব্দের মধ্যে হলে তা হ্যাকারদের জন্য ভাঙা কঠিন নয়। কিন্তু যদি একটি ভুল বানান বা ব্যাকরণের শব্দ পাসওয়ার্ড দেওয়া হয় তাহলে তা ভাঙতে দুস্কৃতিকারীদের ঘাম ঝরাতে হবে।”



গবেষণা প্রতিবেদন জানায়, “বর্তমান প্রজন্ম `abiggerbetterpassword` অথবা `thecommunistfairy` এর মতো অনেক লম্বা পাসওয়ার্ড গ্রহণ করে থাকে। কিন্তু পরিচিত শব্দ বা বাক্যের মধ্যে হওয়ায় সেগুলো অনুমান করা খুব সহজ হয়ে যায়।”



একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে আরও বলা হয়, “পরিচিত কোনো শব্দ, বাক্য, প্রবাদ, ঠিকানা, যেমন: ডাক ঠিকানা, ইমেইল অ্যাকাউন্ট এর শাব্দিক গঠনের পাসওয়ার্ডও কম গোপন থাকে! এগুলো অনেক লম্বা হলেও সুরক্ষিত বলা যাবে না!



গবেষকরা বলেন, “সঠিক শব্দ, বাক্যের পাসওয়ার্ড অনুমান করে হ্যাকাররা তা অনেক সময় ভেঙে ফেলতে পারে। এখানে কেবল ভুল বানান কিংবা ভুল ব্যাকরণের বাক্যই অনেক পার্থক্য গড়ে দিতে পারে। ভুল বানান ও ভুল ব্যাকরণের শব্দ হ্যাকারদে আক্রমণকে বোকা বানিয়ে দিতে পারে।“



গবেষণা প্রতিবেদনটি টেক্সাসের স্যান্ট অ্যান্টনিওতে ‘ডাটা ও অ্যাপ্লিকেশন সিকিউরিটি এন্ড প্রাইভেসি’ শীর্ষক একটি সম্মেলনে উপস্থাপিত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.