নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য, তথ্যবহুল, নির্ভরযোগ্য কিছু লেখালেখি করাই উদ্দেশ্য।।

মুবিন সালিহ

ব্লগার, ওয়েব ডিজাইনার, হিসাবরক্ষক

মুবিন সালিহ › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলার স্মৃতি কিন্তু বানায় কিভাবে! এলো কোথা থেকে!

০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৮



বাড়ির উঠানে আপন মনে ছোট্ট আপনি খেলায় ব্যস্ত এমন সময় কানে এলো ফেরিওয়ালার ডূগডুগি বাজানোর শব্দ। এক দৌড়ে রান্তা, কি নিয়ে যাচ্ছে লোকটি। ছোট কাচের বাক্সের মধ্যে কি যেন গোলাপি রঙের। জিজ্ঞাস করলেন আঙ্কেল এগুলো কি। উত্তর এলো হাউয়াই মিঠাই, খেতে দেরি হলে বাতাসে উড়ে যায়। কি এক আগ্রহ! কি ভাবে উড়ে যায় এই খাবার! এক দৌরে বাড়ি এসে আম্মুর কাছে টাকা চাইলেন। প্রথম ধাক্কাতেই না টাকা নাই। শুরু হলো কান্না কারণ খাবারটা তো খাওয়াই লাগবে এমন খাবার তো এর আগে দেখিনি। বাধ্য হয়ে আম্মু শাড়ির আচল খুলে ২ টাকা বের করে দিল। টাকা নিয়ে ফেরিওয়ালার কাছে দৌড়, বেচারা দাঁড়িয়েই আছে আপনার জন্য, বলে যে গেছেন না যেতে। কিনলেন হাওয়ার মিঠাই ২ টাকায় ৪ টুকরা, মুখে ছোট টুকরা দিতেই কিছু পরে নাই। আরে কই গেলো। কি যে মজার অনুভুতি। ২ টুকরা আপনি খেয়ে ১ টুকরা আম্মুকে দিয়ে শেষ টুকরা হাতে ধরে বসে আছেন কি ভাবে হাওয়ায় উড়ে যায় দেখার জন্য। শুরু হলো আম্মুর বকাবকি, খাইস না কেনো। একটু পরেই দেখলেন আরে মিষ্টিটা ছোট হয়ে গেছে আগের থেকে। আরো ছোট হউয়ার আগে মুখে ঢুকিয়ে খেয়ে নিলেন। আহা হাওয়াই মিঠাই।

কিন্তু কোথার থেকে এলো এই মিঠাই! কিভাবে বানায় এটি- ভিডিও দেখুন

চৌদ্দশতকে ইটালিতে চিনি দিয়ে তৈরি এই মজার খাবারটি প্রচলন শুরু হয়। সেই সময় ঘরোয়া ভাবেই সামান্য চিনির ঘন রস বিশেষ পদ্ধতিতে সুতোর মতো তৈরি করে বানানো হত হাওয়াই মিঠাই। আঠারো শতক পর্যন্ত এইভাবে তৈরি হয়েছে। ১৮৯৭ সালে মার্কিন উইলিয়ম মরিসন ও জন সি. ওয়ারটন হাওয়াই মিঠাই তৈরির জন্য প্রথম মেশিন আবিষ্কার করেন। এই মেশিনের সাহায্যে চিনির যে সুতো তৈরি হতে লাগল সেগুলো আরও সূক্ষ্ম আর বাতাস লাগার সঙ্গে সঙ্গেই শক্ত হয়ে যাওয়ার ফলে তাড়াতাড়ি খাবারটা তৈরি হয়ে যেতে লাগল। তবে মেশিনে তৈরি হাওয়াই মিঠাই তখন তেমন জনপ্রিয়তা পায়নি। ব্যাপকভাবে এর প্রসার বাড়ে ১৯০৪ সালে। সে বছর মরিসন এবং ওয়ারটন তাদের মেশিনে তৈরি হাওয়াই মিঠাই নিয়ে হাজির হলেন সেন্ট লুইসের বিশ্ব মেলায়। অবাক হওয়ার বিষয়, মেলার প্রথম দিনই ২৫ সেন্ট করে ৬৮ হাজার ৬৫৫ বাক্স হাওয়াই মিঠাই বিক্রি হয়েছিল, যা ছিল সে সময়ের হিসাবে অনেক বড় একটা অঙ্ক! ক্রমেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় খাবারটি।


মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



আংকেল বড় স্মৃতির বড় ব্যবসায়ী; কিন্তু আংকেলের অবস্হা তো ভালো নয়।

২| ০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২৯

অপ্‌সরা বলেছেন: অনেক প্রিয় মজার স্মৃতি।

হাওয়াই মিঠাই, শন পাপড়ি বায়োস্কোপ

৩| ০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: পুরোনো আঁকড়ে ধরে থাকতে নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.