![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসিয়াছি ফিরে, সাইকোপ্যাথদের ভীড়ে, এই সামুতে।আমার ব্লগটা মূলত একটা আজাইরা ব্লগ। নানা বিষয়ে এইখানে যেইসব কথা আমি আমি বলি তাতে আমার নিজেরই খুব একটা আস্থা নাই। কারন আমার বুদ্ধিমত্তা নিয়া আমার নিজেরই অনেক সন্দেহ আছে। তাই আমার কথাবার্তা সঠিক বলে মনে না করলেই ভাল করবেন। আর আমি যা লিখি তা একবসায় লিখি। কোন দীর্ঘ চিন্তাভাবনা বা বিশ্লেষন করে আমি লিখি না। আমার প্রবৃত্তি বিভিন্ন ঘটনায় যেভাবে সাড়া দেয় তাই আমার লেখার ভিত্তি। আমি একটা প্রাণী। মানুষ গোত্রের অন্তর্ভুক্ত। অন্যান্য গোত্রের প্রাণীর থেকে আমার পার্থক্য কেবল কিছুটা বেশী গাণিতিক দক্ষতা। এইটুকু বাদে আমি অন্যান্য গরু ছাগলের মতই খাই, ঘুমাই, প্রাকৃতিক কাজ সম্পাদন করি। আমি একটা গরু বা হরিণ বা কুমীর বা সামুদ্রিক অক্টোপাসকে যে পরিমান সম্মান করি, নিজেকেও ঠিক একই পরিমান সম্মান করি। কেউ বুদ্ধিমত্তায়, কেউ শারিরীক দক্ষতায়, কেউ টিকে থাকার ক্ষমতায় এগিয়ে। মানুষ, মানুষ বলে গর্ব করার কিছু নাই। সকলেই প্রবৃত্তির দ্বারা তাড়িত।আমার ব্লগটা মূলত একটা আজাইরা ব্লগ। নানা বিষয়ে এইখানে যেইসব কথা আমি আমি বলি তাতে আমার নিজেরই খুব একটা আস্থা নাই। কারন আমার বুদ্ধিমত্তা নিয়া আমার নিজেরই অনেক সন্দেহ আছে। তাই আমার কথাবার্তা সঠিক বলে মনে না করলেই ভাল করবেন। আর আমি যা লিখি তা একবসায় লিখি। কোন দীর্ঘ চিন্তাভাবনা বা বিশ্লেষন করে আমি লিখি না। আমার প্রবৃত্তি বিভিন্ন ঘটনায় যেভাবে সাড়া দেয় তাই আমার লেখার ভিত্তি। আমি একটা প্রাণী। মানুষ গোত্রের অন্তর্ভুক্ত। অন্যান্য গোত্রের প্রাণীর থেকে আমার পার্থক্য কেবল কিছুটা বেশী গাণিতিক দক্ষতা। এইটুকু বাদে আমি অন্যান্য গরু ছাগলের মতই খাই, ঘুমাই, প্রাকৃতিক কাজ সম্পাদন করি। আমি একটা গরু বা হরিণ বা কুমীর বা সামুদ্রিক অক্টোপাসকে যে পরিমান সম্মান করি, নিজেকেও ঠিক একই পরিমান সম্মান করি। কেউ বুদ্ধিমত্তায়, কেউ শারিরীক দক্ষতায়, কেউ টিকে থাকার ক্ষমতায় এগিয়ে। মানুষ, মানুষ বলে গর্ব করার কিছু নাই। সকলেই প্রবৃত্তির দ্বারা তাড়িত।
ইহা একটি পাপ স্বীকার পোষ্ট।
আমার প্রথম কাউকে ভাল লেগেছিল ক্লাস টুতে থাকতে। তার নাম ছিল দিলরুবা। মেয়েটা সবসময় প্রথম বেঞ্চে বসত। ভালো ছাত্রী ছিল। আমার কেন জানি ভাল ছাত্রীদের প্রতি একটা দূর্বলতা থাকে সবসময়। আমি স্কুল ছুটির পর বাসায় এসে খাবার পেলে খেয়ে খাবার না পেলে না খেয়ে ঘুরতে বের হতাম। আমার কাহীনি আমার "জীবনের লক্ষ্য" পোষ্টগুলোতে অনেকেই পড়েছেন। তা আমি প্রায়ই দিলরুবাদের বাসার সামনে চলে যেতাম।তাদের বাসার সামনের রাস্তা দিয়ে ঘুরাঘুরি করতাম। যদি তারে দেখিতে পারি এক নজর। কিন্তু দেখা আমি পেতাম না। যদি বা পেতাম তবে মনে হত আজকের দিনটা ভাল গেল। সে ছিল অনিন্দ্য সুন্দরী। দিলে সে সহজেই জায়গা করে নিয়েছিল। কিন্তু আমি কোনদিন তাকে বলতে পারি নাই আমার মনের কথা।
ক্লাস থ্রীতে দিলরুবা অন্য স্কুলে চলে যায়। তারা সেই বাসা ছেড়ে অন্য বাসায় চলে গিয়েছিল কিনা জানতে পারিনি। তারপরেও আমি বহুদিন সেই বাসার সামনের রাস্তা দিয়ে ঘুরেছি। যদি তাকে একবার দেখতে পাই। কিন্তু দেখা আমি পাইনি। বুঝতে পেরেছিলাম হয়ত তারা বাসা বদল করেছে। কিন্তু তবুও আমি প্রায়ই সেই বাসার সামনের রাস্তায় চলে যেতাম। উকি মারতাম খোলা গেট দিয়ে। একটি বার যদি দর্শন মেলে তার। আরো একজনকে ভাল লেগেছিল কিন্তু প্রেমবোধ করিনি।
এরপর যখন ক্লাস ফাইভে প্রাইমারীতে ভর্তি হলাম তখন আমার মন কেন যেন ক্লাসের " " এবং " " রোল নাম্বারের মেয়েদুটোর প্রতি আকৃষ্ট হল। কেন হল জানি না। এর মধ্যে আমার এক বন্ধু " " কে প্রপোজ করে বসল। তাই আমার জন্য বাকী রইল " "। আমি তাকে নিয়ে ভাবতাম। মনে হত আমি সালমান শাহ আর সে শাবনূর হলে মন্দ হত না। রাতে শুয়ে শুয়ে তার কথা ভাবতাম। তাকেও আমার মনের কথা আজও বলতে পারিনি। আমি যে একটা কাবালক তা বলার অপেক্ষা রাখে না। আমার বন্ধুরা আমার তুলনায় অনেক সুবালক। তাদের উদ্ভট প্রপোজ কাহিনী আর বিড়ম্বনার কথা আরেকদিন বলব।
ভর্তি হলাম হাই স্কুলে। এক বছর আমি ক্লাস ফাইভের " " কে ভেবে কাটালাম। সে আমাদের স্কুলে ভর্তি হয় নি। অন্য আরেকটা স্কুলে ভর্তি হয়েছে। ক্লাস সিক্সের রেজাল্টের দিন মেয়েদের মধ্যে সেকেন্ড হওয়া বালিকাটি দেখলাম কাদছে। এই রেজাল্ট তার পছন্দ হয় নি। ১ম হওয়া বালিকাটিও কাদছে। মনে হয় নাম্বার পছন্দ হয় নি। যত্তসব আদ্যিখেতা এইসব ভাল ছাত্রীদের। মেজাজ খারাপ করা জিনিস। কিন্তু একি! দ্বিতীয় হওয়া বালিকাটির কান্না দেখতে আমার এত কষ্ট হচ্ছে কেন। মনে চাচ্ছে আমি কাছে গিয়ে তার চোখের জল মুছে দিই। হায় আমার একি হল! রাতে আমি ঘুমাতে পারলাম না। ক্লাস সেভেনে আমরা দুজনেই ক-শাখায়। আমি আবার সেই রাস্তার প্রেমিক হয়ে গেলাম। প্রতিদিন তার বাসার সামনে দিয়ে ঘুরোঘুরি করি। তাদের বাসা কোনটা জানি না। চিপা গলির ভেতর দিয়ে অনেক ভেতরে গিয়ে তাদের বাসায় সে যায়। তাই অনুসরন করার সাহস পাই নি। যদি দেখে ফেলে। আমি তার বাসার কাছাকাছি রাস্তা দিয়ে ঘুরোঘুরি করি। একদিন সন্ধ্যার সময় বিসিকের রাস্তা দিয়ে ঘুরছি। এমন সময় দেখি সে সপরিবারে সেজেগুজে কোথাও বেড়াতে যাচ্ছে। আমি সন্ধ্যাহত হলাম। পৃথিবীর সকল সৌন্দর্য কেন্দ্রীভূত হয়ে আমার সামনে দিয়ে হেটে যেতে লাগল। মনে বেজে উঠল সেই অমর সংগীত। "এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালেগো বন্ধু"। তাকে দেখে মনে হল এই পৃথিবীতে সে সবচেয়ে সুন্দরী। তার ধারে কাছেও কেউ নেই। আমার প্রেমগুলো বড়ই অদ্ভুত। বেছে বেছে ভাল ছাত্রীদের প্রেমে পড়ি আমি। যাদের অবস্থান আকাশের চাদের মতই। আমি বামন মাটিতে শুয়ে শুধু তাদের দেখি আর ভাবি "সে কত সুন্দর"। আমি অনেক রাত তার কথা ভেবেছি। এই মেয়ে আসলেই আমাকে নাড়া দিয়েছিল যেমন দিয়েছিল দিলরুবা। এই মেয়েকেও আমি বলতে পারিনি আমার কথা। এখন সে অন্যের ঘরে। মঙ্গলময় হোক তার জীবন। সুখে, শান্তিতে, পরিবার পরিজনের ভালবাসায় উদ্ভাসিত হোক তার প্রতিটি দিন। এই আমার আমার ক্ষুদ্র শুভকামনা দূর থেকে তার জন্য।
এরপর আর কাউকে ভাল লাগেনি। আজ পর্যন্ত কাউকে বলিনি যে আমি তাকে ভালবাসি। আমি আসলেই একটা কাপুরুষ। শুধু দূর থেকে ভালবেসে যাই।
সবার জীবনে প্রেম আসে গানটির লিংকঃ
http://drop.io/sobarjibone#
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২২
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আসেন ছালা নিয়া কানতে বহি।
২| ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
কেল্টূ দা বলেছেন: আম্নেরে দিয়া হইব না
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আসলেই হইব না। হইলে ঐ ক্লাস টুতে থাকতেই হইত।
৩| ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২২
চানাচুর বলেছেন: আমি নায়ক/গায়কদেরই প্রেমে পড়েছি জীবনে।
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ভালো করেছেন। এইবার বসে বসে উনাদের পোষ্টার দিয়ে ঘরের দেয়াল ভরে বাকী জীবন উনাদের স্মৃতি নিয়ে কাটিয়ে দেন।
৪| ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
প্রশান্ত শিমুল বলেছেন: ইহা অতিশয় ইচড়েপাকা জাতীয় পোস্ট তাই ভ্রান্তি রয়েই গেল ...
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমার নিজেরি ভ্রান্তি এখনো কাটে নাই। আপনার কাটব কই থিকা।
৫| ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
একজন সৈকত বলেছেন: আপনার লেখার যেই ব্যাপারটি সবচেয়ে ঈর্ষনীয়- সাধারন ঘটনাবলীর সাবলীল বর্ননা আর সাথে পরিমিত সাহিত্য-রস যোগ।
নীচের লাইনটির কথাই ধরুন-
"আমি সন্ধ্যাহত হলাম। পৃথিবীর সকল সৌন্দর্য কেন্দ্রীভূত হয়ে আমার সামনে দিয়ে হেটে যেতে লাগল। "
দারূন লাগলো।
আরো শোনার অপেক্ষায়-
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমি খুবই ক্ষুদ্র মানুষ ভাই। কেউ প্রশংসা করলে খুবই লজ্জা লাগে।
৬| ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
শয়তান বলেছেন: খিকজ ।
সাহসের অভাবে সৎ ।
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: এইখানে সততার কিছু নাই। সবই কাপুরুষতা।
৭| ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
বড় বিলাই বলেছেন: ব্যাপার না, সকল সফল প্রেমের পিছনে ব্যর্থ প্রেমের কাহিনী থাকে।
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: প্রেম টেম এখন আর আমার মধ্যে নাই। তাই কিছু হওয়ার সম্ভাবনাও নাই। এখন নিজে বাচলে বাপের নাম অবস্থায় আছি।
৮| ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
চানাচুর বলেছেন: দরজায় একটা পোস্টার ছিল ফাইভের। ২মাসের মত ছিল কিন্তু তারপর আম্মু সেটাকে টান মেরে ছিঁড়ে দিয়েছিল। আজও সেই দুঃখ বুকে নিয়ে বয়ে চলেছি।
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ছালা নিয়া কানতে বহেন নাই এখনো। ছালা না পাইলে ঘর মোছার ন্যাকড়া নিয়া বহেন।
৯| ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
এস মাহবুব বলেছেন: অভিজ্ঞতার শেষ নেই !!!
আগামীতে কাজে লাগবে।
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমার মতন রাস্তার প্রেমিক হইয়েন না ভাই আবার। তাইলে কপালে কিছুই জুটব না।
১০| ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
ফ্রুলিংক্স বলেছেন: প্রেম নিয়ে চিন্তা করলেই ঘাপলা। ছাইড়া দেন উইড়া আইবো
(নিজের কথা নাই বল্লাম)
০৮ ই জুন, ২০০৯ রাত ৮:০৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: বলেন না একটু নিজের কথা। শুনতে মনে চায়।
১১| ০৮ ই জুন, ২০০৯ রাত ৯:১৯
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
সবাইতো ভালবাসা চায়য়য়য়য়য়য়য়য়...
কেউ পায়য়য়য়য়য়য়য়য়....
কেউ বা হারায়য়য়য়য়য়য়য়য়....
তাতে প্রেমিকের কী আসে যাআআআআআআয়য়য়য়য়য়য়য়য়য়য়....?????
০৯ ই জুন, ২০০৯ রাত ২:০৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: গানডা শুনলে মনডা বড় উদাস হইয়া যায়। ভাব আসে। মনে হয় কি আছে এই এক জীবনে।
১২| ০৮ ই জুন, ২০০৯ রাত ৯:২৭
জটিল বলেছেন: আমি ছোট বয়স থেকেই ইচড়ে পাকা ছিলাম ,
বান্ধবীরা বাসার আশেপাশেই থাকত বিধায় নিজেরা গোপনে খেলার সময় নিজেদের প্যান্ট খুলে দেখতাম আর ...
যাই হোক
লেখা ভাল্লাগসে
০৯ ই জুন, ২০০৯ রাত ২:০৮
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হে হে। আপনি কি জানেন এই কাজটা শতকরা ৮০ ভাগ বাচ্চারাই করে? বাচ্চাদের আমরা যতটা অজ্ঞ ভাবি তারা ততটা নয়। তাদের মধ্যে যৌনানুভুতি নাই কিন্তু তারা একটা স্বাভাবিক ধারনা রাখে যৌনতা কি জিনিস। এটা সম্ভবত জন্মগত।
লেখা ভাল লাগার জন্য ধন্যবাদ আমার প্রাপ্য নয়। প্রাপ্য আমার প্রেরণাদাত্রীদের।
১৩| ০৮ ই জুন, ২০০৯ রাত ৯:৪৭
শয়তান বলেছেন: this is just 4 u
০৯ ই জুন, ২০০৯ রাত ২:১০
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
পৃথিবীর পবিত্রতম ভালবাসা মনে হয় বাচ্চারাই বহন করতে পারে। যেখানে কোন যুক্তি নাই, আছে কেবল অনুভূতি।
১৪| ০৮ ই জুন, ২০০৯ রাত ১১:৩১
উদাসী স্বপ্ন বলেছেন: ভাইজান, জোড়া জোড়া কুটি দাগ গুলানের মাঝখানের লেখা গুলান মন জানবার চায়!
আপ্নে তো দেখি পয়দাসই প্রেমিক পুরুষ
০৯ ই জুন, ২০০৯ রাত ২:১২
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: নারে ভাই তারা শান্তিতে ঘর সংসার করুক। আমি বাগড়া দিবার চাই না।
প্রেম যে কি জিনিস এহন আর তা মনে নাই। ভুইলা গেছি। এহন খালি অতীতের জাবর কাটি যে প্রেমে আমিও পড়ছিলাম একদিন।
১৫| ০৯ ই জুন, ২০০৯ রাত ১২:১৫
হাসান মাহবুব বলেছেন: বহুদিন কারো প্রেমে পড়িনা
০৯ ই জুন, ২০০৯ রাত ২:১৩
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: দরকারও নাই। পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। সব হরমোনের খেলা। এইসব ফালতু কাজে সময় নষ্ট কইরা লাভ নাই।
১৬| ০৯ ই জুন, ২০০৯ রাত ১২:২১
সৌম্য বলেছেন: ভাইজান তো শৈশব থিকা এক্সপার্ট। আমারে এট্টু দোয়া কইরা দিয়েন।
০৯ ই জুন, ২০০৯ রাত ২:১৬
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আরে ধুর প্রেম আবার কি? সব ঐ এক হরমোনের প্রতিক্রিয়া। তাও যান দোয়া যহন চাইছেন না করি কেমনে। দোয়া কইরা দিলাম এমন একজনকে পান যারে নিয়া এক জীবন কাটায় দিতে পারেন নিশ্চিন্তে। সে অধিকার কইরা থাকুক আপনার সারা জীবন।
১৭| ০৯ ই জুন, ২০০৯ রাত ১২:২১
আট আনা বলেছেন: হালায় কি একটা মানুষ আমি, বুইড়া হৈয়া গেলাম, এখন পর্যন্ত কারোর প্রেমে পড়তে পারলাম না।
০৯ ই জুন, ২০০৯ রাত ২:১৮
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: এইতো একটা খাটি মানুষ পাইছি। পুলাপান যে কি। খালি প্রেম প্রেম করে।
অ,টঃ আমি আবার জ্যাকরে নিয়া খেলি সব সময়। আর বিগ বসরে মারার সময় মিসরে নেই।
১৮| ০৯ ই জুন, ২০০৯ রাত ২:০০
আহছানউল্লাহ বলেছেন: বস আগে আপনার জীবনের গল্প পড়ে বলেছিলাম আমার সাথে.......ওমা আজকের লেখাতে আর ও মিল।বস তবে আমি আর দ্বিতীয় জনের জন্য অপেক্ষা করি নাই।মুরুব্বীরা বুঝতে পেরে ধরাই দিছে...........
০৯ ই জুন, ২০০৯ রাত ২:২১
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আসেন ভাই কুলাকুলি করি। মুরুব্বীরা বিচক্ষন ব্যাক্তি। তারা আপনাকে আর মন ভাঙ্গার কষ্টে পড়তে দেয় নাই। তার আগেই এন্টিভ্যাক্সিন পুশ কইরা দিছে। এখন নিশ্চিন্তে থাকতে পারেন।
১৯| ০৯ ই জুন, ২০০৯ রাত ২:৪৮
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
লেখক বলেছেন:
এন্টিভ্যাক্সিন পুশ কইরা দিছে। এখন নিশ্চিন্তে থাকতে পারেন।
===============
চ্যালেন্জ দিয়া কই, অভিগ্গতা থাইক্যা বলতাছি, যত্তোবড় সুন্দরী এন্টিভ্যাক্সিন লন না কেন, যে মনে গাথছে তারে সরাইতে শাকিরা-জেসিকারাও পারবো না|
মরনের শেষে যদি হয়...।
০৯ ই জুন, ২০০৯ রাত ৩:২২
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: মানলাম ভাই।খুশী হইছেন।
২০| ০৯ ই জুন, ২০০৯ রাত ২:৫৩
আট আনা বলেছেন: কি কন!!! মোস্তফার সেই কোনাইচ্চা মাইর ওরা দিতে পারব ?
০৯ ই জুন, ২০০৯ রাত ৩:২৬
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: জ্যাকের পাওরার বেশী। তাই দৌড়াদৌড়ি কম করতে হয়। তা ছাড়া মাটিতে পিছলাইয়া জ্যাক যে মাইরডা দেয় আমার খুব ভাল লাগে। আর মিসের পাওয়ারের কথা তো বালাই বাহুল্য। সবাই অবশ্য মোস্তফা নিয়া খেলে। কারন স্পীড বেশী। মোস্তফা যে সেরা খেলোয়াড় তাতে কোন বিতর্ক নাই।
২১| ০৯ ই জুন, ২০০৯ রাত ৩:৩৭
আট আনা বলেছেন: যে কমিকস থিকা এই গেমের থিম নিসে সেইটাতে অবশ্য জ্যাক নায়ক, হান্নাহ নায়িকা ( ) আর মোস্তফা হৈল জ্যাকের বন্ধু, পেশায় ইন্জিনিয়ার। বিশাল হিসটুরি।
০৯ ই জুন, ২০০৯ রাত ৩:৪৩
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: তাই নাকিরে ভাই! জানতাম না। তবে এককালে বহুত খেলছি এই গেম। ভিডিও গেমের দোকানে যাইতাম। কিছুদিন নেশা ছিল। বাপে গিয়া নিয়া আইত দোকান থিকা। পরে নেশা কাটছে পাড়ার সব অভিববকের চাপের মুখে দোকান বন্ধ হওয়ার পর।
২২| ০৯ ই জুন, ২০০৯ রাত ৩:৫০
আট আনা বলেছেন: হ রে ভাই ঐটাতো 'কাহানি ঘার ঘার কি'। গেমের টেকা যে কেমনে জোগাইতাম রে ভাই! টিফিনের পয়সা বাচাইয়া, প্রাইভেট পড়তে যাওয়ার রিক্সাভাড়া বাচাইয়া। কত টেকনিক
০৯ ই জুন, ২০০৯ ভোর ৪:০৩
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
২৩| ০৯ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৮
জীবিত বলেছেন: এরপর আর কাউকে ভাল লাগেনি। বলেনকি!?
আর আমার অবস্থা:
মন কি যে চায় বল? যারে দেখি লাগে ভাল!। :!>
০৯ ই জুন, ২০০৯ বিকাল ৪:২৬
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: যাক এখনো আপনার হরমোন ঠিক আছে। আমারটা নষ্ট হয়ে গেছে।
২৪| ২৪ শে জুন, ২০০৯ বিকাল ৪:৪৭
রাতেরপথিক বলেছেন: ভাই আপনার মনতো মাশআল্লাহ অনেক বড়। অনেককে ভালবাসছেন । ভাই আমি মাইয়া মানুষ পছন্দ করি না। মাইয়া মানুষ জীবনে কোন ভাল কাম করে না। মাইয়া মানুষ ছেলেদের জীবন নষ্ট করে কিন্তু ছেলেরা খুব কম ক্ষেত্রেই মেয়েদের জীবন নিয়া খেলা করে।
যাই হোক ভাইজান এর পরে কাউকে ভাল লাগলে আওয়াজ দিয়েন আপনার পক্ষ হয়ে না হয় আমিই প্রপোজ করে দিব।
লেখায়++++++++
২৪ শে জুন, ২০০৯ রাত ৯:১৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আর কাউরে ভালা লাগলে অবশ্যই আপনাকে ডাকা হবে এবং আপনাকে জবাই মানে তার সাথে বিবাহ দেওয়া হবে। অতএব বাচতে চাইলে দূরে থাকুন। ৪৪০ ভোল্ট।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
ঈশান৭২৮৫ বলেছেন: আমারও ভাই একি অবস্থা ছিল। তবে ভাল ছাত্রী না যারে দেখতাম তারেই ভালো লাগত।