![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১/বড্ড বাড় বেড়েছে বন্য চাঁদের,
ফাগুনছোয়া বাতাসগুলোও গান বেধেছে চঞ্চলা তিমিরের!
২/পরজীবীর হা-হুতাশ
আদিখ্যেতা তুলে নাভিশ্বাস
মূর্খতার ইতিহাস।
৩/সময়ের সমবর্তনে পরিবর্তন থাকে পদক তালিকায়
কর্মেরা ফেটে পড়ে উল্লাসে
আর মিথ্যেরা পেছনে বসে মাথা চাপকায়।
৪/আজ দিনটি হয়ে উঠতে পারে অনন্য
অথবা হয়ে রবে নিতান্ত আটপৌরে।
অভূতপূর্ব একটা দিনের অপেক্ষায় প্রহর গুনছে প্রহেলিকা।
৫/তেজ নিয়ে জেগেছে ভোর
আড়মোড়া দিয়ে সরছে কুয়াশার চাদর
উদ্দীপ্ত আহবানে চঞ্চলা শহর।
৬/আমি পৌড়া প্রাগৈতিহাস, আমাকে বাঁচাতে কর সবুজের আরাধনা!
৭/বিচলিত ক্ষণের ঝড়া পাতারা পড়ে রইল অযত্নে
আর কিছু নাম না জানা পাখি উড়ে চলে গেলো বসন্তের গান গাইতে গাইতে।
৮/চাঁদ-সূরুজ তার নিজের অক্ষ বদলায়না জানি
কিন্তু মানুষ তার অক্ষ বদলাচ্ছে, বদলাতে বাধ্য হচ্ছে প্রতিনিয়ত
অথচ জ্যোতিষ শাস্ত্র বলে মানুষের জীবনে নাকি গ্রহাণুপুঞ্জের প্রভাব রয়েছে।
৯/বিক্রিত আর বিকৃত এর মাঝে ফারাক খুজছি!
১০/প্রাগৈতিহাসিক পলেস্তারা খসে পড়েছে ভেবে নিঃশ্বাস নিতে চেয়েছিলাম উত্তরাধুনিক সুর্বণ চরাচরে।
কংক্রিটের খাবিখাওয়া দেখে মূরছা গেলে
জল ছিটিয়ে জাগিয়ে সাহস যোগাতে কেউ রইলো না।
১১/বেলা শেষের সময়
ব্যাস্ততায় শ্রান্ত
হেলে পড়ে পশ্চিমাকাশে!
১২/ওষ্ঠাগত প্রাণ নিয়ে সংশয়ে হাসি
বিগলিত জড় হয়ে নরকে বাঁচি!
১৩/হে শহর তোমার জঞ্জালে ভরা বাহুল্য সরাও আমি রোদ পোহাবো!
১৪/রক্তের ঋণ শোধ করার আগেই তুমি ভুলে গেলে তাদের অবদানের কথা।
যাদের প্রানের বিনিময়ে তুমি পেয়েছ একটি স্বাধীন দেশ আর একটি পাতাকা।
১৫/পৌষের ভোর কুয়াশা ঢাকা, ললাটে পড়েছে লাল টিপ
রজকিনীর আশে আজো ফেলে রেখেছি নদীতে ছিপ।
১৬/মানুষের দলে নেই আমি আজ
আমিই হবো পশু।
মানুষ কেন পোড়াবে মানুষ
ভাব খানা করে যীশু।
১৭/গনতন্ত্র? গনতন্ত্র? মুখেই হয় খৈ সৃষ্ট
ফলাফলটা যা হয় তা স্বৈরাচারীক উচ্ছিষ্ট।
১৮/ নিত্য চলা সংগ্রাম
মুক্তি বুঝবেনা
করবে সন্ন্যাস সাধনা।
১৯/সাম্রাজ্যবাদ নামক বিষধর সাপও জানে বশীকরণ ব্যাকরণ
সাবধানে থাকিস প্রানের জন্মভূমি প্রিয় বাংলাদেশ।
২০/স্বাধীনতা তুমি শ্বেত কপোতের মুক্ত ডানায় বিশাল আকাশ,
স্বাধীনতা তুমি এই ফাগুনে কৃষ্ণচূড়ার রঙ্গে রাঙ্গিয়ে যাওয়া বাউলি বাতাস।।
১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫২
বারিদ কান্তার বলেছেন: অনেক শুভেচ্ছা!
২| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
তোমার জন্য মিনতি বলেছেন: খুব সুন্দর পোষ্ট, ভালো লাগলো
৩| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪০
বারিদ কান্তার বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৬
স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: সব গুলোই অসাধারণ।