![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝড়ের বেগ বেড়েই চলেছে
স্পিত হয়ে আসছে জীবনের মানে।
খরতাপ, রৌদ্র উপেক্ষা করেও একসময়
প্রচণ্ড বেগে এগিয়ে চলতে ভালবাসতাম।
আর এখন সামান্য বাতাসেই নেতিয়ে পড়া
লতা-পাতাদের মতো অবস্থা।
ডাল-পালারাও সঙ্গ ছেড়েছে সেই কবেই।
পাখি-কিংবা ছোট কীট সেও বুঝে গেছে
আমার আবেদন কতটুকু।
তকদিরের সাথে বোঝাপড়ার দিন
বোধয় চলেই এসেছে।
আগন্তকের মতো আচরন পেয়েছি
সবার কাছ থেকে।
বিব্রত হচ্ছি যত্রতত্র আর বয়ে চলছি
ক্ষুরাধার তীক্ষ্ণ কথার বান নিয়ে।
বিবেকের সাথে যুদ্ধ করেও বুঝি
আর পার পাওয়া গেলো না।
১৯-০৯-২০১৪
©somewhere in net ltd.