![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবুল করসে চাষ
আবুল দিসে খাই।
বাবুল মরে হতাশায়
আবুল বগল বাজায়।
বাবুল খায় ভাতের ফেন
আবুল চিকেন চাবায়।
বাবুলের হাতে হ্যারিকেন ধরিয়ে
আবুল আলো সাজায়।
বাবুলের কাপড় ছেঁড়া
আবুল পরে ভিনদেশী।
বাবুলের গায়ে গন্ধ পেয়ে
আবুল মাখে সুগন্ধি।
বাবুলরা বাঁচে সংগ্রামে
আর আবুলরা খায় লিকার।
বাবুলের পথ বন্ধুর হলেও
আবুলের নেই বিকার।
১৯ই জ্যৈষ্ঠ ১৪২৪
২| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:১৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৭ দুপুর ২:৫৯
কানিজ রিনা বলেছেন: সত্য কথা গুল তুলে ধরেছেন। আবুলরা
যতই গায় সগন্ধি মাখুক দিন শেষে মৃত্যুর
বিছানায় শরীরে পচনের গন্ধে মানুষ নাক
ধরে পালায়। ধন্যবাদ।