![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জাহাজ্ঞীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশবিজ্ঞান বিভাগে পড়াশুনা করছি।
আমার এই শিরোনামে লিখিত লেখাটি আমার কল্পনার বা চিন্তার সাহিত্যময় ফল বা প্রয়াস নয়। আমার জীবনের অনেক কিছুর সাথেই অব্যক্ত কথাটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি চরম বা প্রচন্ড রকমের একজন অভিমানী ও আবেগপ্রবণ। আমি আংশিক বা কখনো কখনো পুরোটাই বদরাগী বা বদমেজাজী। আমি কিছুটা অগোছালো ধরনের কিন্তু সেই অগোছালো ভাবটা চোখে পড়লেই নিজেকে গুছিয়ে নিতে চেষ্টা করি। আমি যদিও রাগী কিন্তু হাস্যুজ্জল- এছাড়াও আমি বেশিক্ষণ আমার রাগ ধরে রাখতে পারি না। আমি অনেক ক্ষেত্রেই নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারি না। জানি না এসব আমার হয়ত সীমাবদ্ধতা । মানুষ সীমাবদ্ধতার উধে্ধ নয় , তাই হয়ত আমি ও নই । অনেকসময় এমন হয় যে, আমি কাউকে বোঝাতে চেয়েছি যা সে বুঝেছে অন্য কিছু । আমি মানুষটা স্বপ্নবিলাসী – প্রতিনিয়িতই আমি আমার কল্পনার পৃথিবীকে স্বপ্নময় করে তুলি নানা অকল্পনাতিত ও অসম্ভব কল্পনায় । আমি প্রতিনিয়িতই আমার স্বপ্নগুলোকে ভেঙ্গে যেতে দেখি; হয়ত আমার স্বপ্নগুলোর জন্মই হয় ভাঙ্গার তরে। এভাবে আপন ধারায় ভাঙ্গা ও গড়ার মধ্যেই চলছে আমার জীবন। আমি কিন্তু আমার কাছে নিঃস্ব নই। আমি ও আমার স্বপ্ন ছাড়াও আমি ও আমার অব্যক্ত চিন্তা ও চেতনাগুলি হরহামেশাই ভালোবাসা এবং ঝগড়ার আলিঙ্গনে লিপ্ত হই। এজন্যই তো বলি যে, আমি ও আমার সাথে অব্যক্ত কথাটি ছিল, আছে ও থাকবে। যাহোক নিজেকে নিয়ে আমার বলার শেষ নেই তারপরও নিজ এবং নিজস্ব ধারার ইতি একদিন না একদিন আসবে – সেদিন হয়ত অব্যক্ত কথাটির পরিসমাপ্তি ঘটবে .............
©somewhere in net ltd.