![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জাহাজ্ঞীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশবিজ্ঞান বিভাগে পড়াশুনা করছি।
স্বপ্নের কোন রঙ নেই। স্বপ্ন অনেকটাই বহুরূপী ও ঢঙ্গী প্রকৃতির। নিজের মনের মতো করে স্বপ্নের গড়ন তৈরি করে নেওয়া যায়। স্বপ্নকে মাঝে মাঝে স্বপ্ন ভাবতে ইচ্ছে হয় না- মনে হয় যেন তা বাস্তবতার প্লাটফর্মে দাঁড়িয়ে আছে। নিজের স্বত্তাকে বাঁচিয়ে রাখার খোরাক যেন স্বপ্ন থেকেই আসে। স্বপ্নহীন পৃথিবী ভাবাই যায় না। প্রত্যেক মানুষেই স্বপ্নে বিভোর হয়। কিন্তু কজনই বা স্বপ্নের গভীরতাকে ধরতে পারে? কজনই স্বপ্নের স্বর্ণ কাঠি হাতে পায়? আমিও প্রতিনিয়ত আমার স্বপ্নবিলাসী রাজ্যের কর্তা হয়ে উঠি এবং স্বপ্নসুখে বিভোর হই ও বিমোহিত হয়ে উঠি।
©somewhere in net ltd.