নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাটির ময়না

আমি সাধারণ, আমি সরলতা পছন্দ করি...

শ্বাশত আমি

আমি জাহাজ্ঞীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশবিজ্ঞান বিভাগে পড়াশুনা করছি।

শ্বাশত আমি › বিস্তারিত পোস্টঃ

স্বত্তাহীন স্বপ্

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

স্বপ্নের কোন রঙ নেই। স্বপ্ন অনেকটাই বহুরূপী ও ঢঙ্গী প্রকৃতির। নিজের মনের মতো করে স্বপ্নের গড়ন তৈরি করে নেওয়া যায়। স্বপ্নকে মাঝে মাঝে স্বপ্ন ভাবতে ইচ্ছে হয় না- মনে হয় যেন তা বাস্তবতার প্লাটফর্মে দাঁড়িয়ে আছে। নিজের স্বত্তাকে বাঁচিয়ে রাখার খোরাক যেন স্বপ্ন থেকেই আসে। স্বপ্নহীন পৃথিবী ভাবাই যায় না। প্রত্যেক মানুষেই স্বপ্নে বিভোর হয়। কিন্তু কজনই বা স্বপ্নের গভীরতাকে ধরতে পারে? কজনই স্বপ্নের স্বর্ণ কাঠি হাতে পায়? আমিও প্রতিনিয়ত আমার স্বপ্নবিলাসী রাজ্যের কর্তা হয়ে উঠি এবং স্বপ্নসুখে বিভোর হই ও বিমোহিত হয়ে উঠি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.