নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল ভাষায় বিজ্ঞান চাই

বাসার

ব্যাপক অলস তবে আড্ডা দিতে আর ঘুরাঘুরি করতে পছন্দ করি। ডাটা মাইনিং নিয়ে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পিএইচডি করছি। থাকি অস্ট্রেলিয়ার ব্রিজবেনে। মাঝে মাঝে লেখালেখি করতে ইচ্ছে করে কিন্তু অলসতার জন্য হয়ে উঠে না। [sb]এই ব্লগে আমার নিজের লেখা যেসব পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। [/sb]

বাসার › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বাংলাদেশ, একটি আইডিয়া

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০

দৃশ্য ১: মাহীন ছাত্র। তার বাসা ক্যাম্পাস থেকে অনেক দূরে, যার কারনে সে দুপুরে লাঞ্চ করতে বাসায় যেতে পারে না। সে ক্যাফেটেরিয়া বা ক্যাম্পাসের আশেপাশের হোটেলগুলোতে দুপুরে লাঞ্চ করতে যায়। ক্যাপেটেরিয়া বা আশেপাশের হোটেলগুলোতে খাবারের দাম অনেক বেশি। সে যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে এই বাড়তি খরচ তার জন্য একটা সমস্যা।

দৃশ্য ২: জরিনার মা দরিদ্র মহিলা, থাকেন মাহীনের ক্যাম্পাসের পাশের গ্রামে। ৩টা ছেলেমেয়ে নিয়ে তাঁর সংসারে টানাটানি। মোটামুটি মানের কোন রোজগার তাঁর জন্য অনেক বড় উপকার হতে পারে। তিনি রান্নায় বেশ ভাল এবং রান্না করতে পছন্দ করেন। কিন্তু সামাজিক পারিপার্শিকতা এবং নিজের স্বাধীনচেতা মনভাবের কারনে তিনি বুয়ার কাজ করতে রাজি নন।

উপরে বর্ণীত এই দুটি দৃশ্য কারো কারো পরিচিত। এই দুটি দৃশ্যকে এক করে একটা ফ্যান্টাস্টিক সমাধান নিয়ে আসতে পারে সিম্পল একটি মোবাইল অ্যাপ। যেমনঃ-

জরিনার মা আজকে একটু বাড়তি রান্না করেছেন। দুইজন অতিরিক্ত মানুষ চাইলে অনায়াসে সে খাবার খেতে পারবে। তিনি এই বাড়তি খাবার দু'টি বক্সে ঢুকিয়ে, তাঁর সল্পমূল্যের মোবাইল থেকে ২ লিখে ১০১০১ নম্বরে একটা এসএমএস পাঠিয়ে দিলেন। এসএমএস পৌঁচে গেল একটা নির্দিষ্ট সার্ভারে।
মাহীনের মোবাইলে একটি মোবাইল অ্যাপ ইন্সটল করা আছে সেখান থেকে সে খুঁজে পেল পাশের গ্রামের জরিনার মা আজকে দুইজনের খাবার বেশি রান্না করেছেন। মাহীন সল্পমূল্যে আজকের দুপুরের লাঞ্চটা কিনে নিল জরিনার মা'র কাছ থেকে।

এই একই আইডিয়া জেনারালাইজ করা যাবে অন্যান্য ক্ষেত্রেও। ঢাকা শহরে কিছু কিছু জায়গায় চুক্তি ভিত্তিক বক্সে করে খাবার দিয়ে যায় অনেক মেসে। সেখান এই অ্যাপ কাজে লাগানো যাবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

বিজন শররমা বলেছেন: মানুষের সময় নষ্ট করা আকথা লেখা ।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

বাসার বলেছেন: ধন্যবাদ। আপনার কাছে "সময় নষ্ট করা আকথা লেখা " কেন মনে হল একটু বুঝিয়ে বলবেন কি?

২| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

এহসান সাবির বলেছেন: ১ম পোস্টে শুভেচ্ছা।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

বাসার বলেছেন: ধন্যবাদ। আপনাকেও এত্তগুলা শুভেচ্ছা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.