নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল ভাষায় বিজ্ঞান চাই

বাসার

ব্যাপক অলস তবে আড্ডা দিতে আর ঘুরাঘুরি করতে পছন্দ করি। ডাটা মাইনিং নিয়ে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পিএইচডি করছি। থাকি অস্ট্রেলিয়ার ব্রিজবেনে। মাঝে মাঝে লেখালেখি করতে ইচ্ছে করে কিন্তু অলসতার জন্য হয়ে উঠে না। [sb]এই ব্লগে আমার নিজের লেখা যেসব পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। [/sb]

বাসার › বিস্তারিত পোস্টঃ

গুগল সার্চ (সার্চ ইঞ্জিন) কেমনে কাজ করে?

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩





কয়দিন আগে বাড়িতে গেছিলাম ছুটিতে। এলাকার এক ছোট ভাইয়ের পড়াশুনার খোজ খবর নিচ্ছিলাম। পড়ে ক্লাস নাইনে। কথায় কথায় এক সময় জিজ্ঞেস করল, ভাই গুগল সার্চ (সার্চ ইঞ্জিন) কেমনে কাজ করে?

পড়লাম ঝামেলার মধ্যে। সার্চ ইঞ্জিনের ডিটেইল ব্যাপারটা মোটামুটি ভালই কমপ্লেক্স। সেটা বলতে গেলে হয়তো বুঝবে না। মনে মনে বলবে--দূর ভাই কিছুই জানে না, আমারে নয় ছয় একটা বুঝ দিছে। চিন্তা করলাম একটা উদাহরণ দিয়ে বুঝানো যায় কিনা। বললাম-

- দাঁড়াও বুঝাইতেছি। আগে বল, বইয়ের ইন্ডেক্স কি জিনিস সেটা জানো?

- জ্বী ভাই জানি। বইয়ের পিছনে থাকে।

- গুড।

আরো ক্লিয়ার হওয়ার জন্য, খুইজা আমার একটা পুরান বই বের করে তারে দিয়ে বললাম--এইটার ইন্ডেক্সটা বের করো। বের করে দেখাল। (অনেকটা দ্বিতীয় ছবিটার মত।)

- আচ্ছা ধরো, তুমি ‘plum’ কি জিনিস সেটা জানতে চাও এই বই থেকে। তাহলে কেমনে বের করবা ‘plum’ কোথায় আছে?

- এইতো ভাই, ইন্ডেক্স থেকে দেখে নিয়ে বের করব।

- বের করোতো।

- ‘plum’ আছে গিয়া আপনার ৬৮, ৯৭, ৯৮ আর ১০৮ নম্বর পেজে।

- খোলো সে পেজ।

- এইতো দেখেন।

- গুড। এইতো তুমি গুগল সার্চ (সার্চ ইঞ্জিন) কি জিনিস বুঝে গেছ।

- কেমনে?

গুগলোও (সার্চ ইঞ্জিন) অনেকটা এই ভাবেই কাজ করে। ধর, দুনিয়ার যত ওয়েভপেজ আছে সেগুলা একেকটা তোমার এই বইয়ের পেজ। আর প্রতিটা ওয়েবপেজের ওয়েবএড্রেস (ইউআরএল) হচ্ছে বইয়ের পেজ নম্বর।

গুগলের (সার্চ ইঞ্জিন) একটা সফটওয়ার থাকে যাকে বলে স্পাইডার বা ক্রলার। এই স্পাইডার এর কাজ হচ্ছে দুনিয়ার যত ওয়েবপেজ আছে সেগুলা খুজে বের করা এবং তাদের ওয়েবএড্রেস (ইউআরএল) সংগ্রহ করা।

আরেকটা সফটওয়ার থাকে নাম ইন্ডেক্সার। সে এসব ওয়েবপেজে যেসব শব্দ আছে সেগুলা এবং ওয়েবএড্রেস দিয়ে, এই বইয়ের পিছনে যে ইন্ডেক্স আছে তার মত করে একটা ইন্ডেক্স তৈরি করে। অর্থাৎ, প্রতিটা ওয়েবপেজের শব্দ হচ্ছে এই বইয়ের পিছনের ইন্ডেক্সের এক একটা শব্দ এবং ঐ শব্দ যে ওয়েবপেজে আছে তার ওয়েবএড্রেস হচ্ছে বইয়ের পেজ নম্বর।

তুমি যখন কোন কিছু গুগলকে খুজতে বল, সে আসলে তার ঐ ইন্ডেক্সে থেকে শব্দটা খুজে বের করে এবং ঐ শব্দ যে যে ওয়েবপেজে আছে তার ওয়েবএড্রেস তোমাকে দেয়। তারপর তুমি ক্লিক করে সেই ওয়েবএড্রেসে চলে যাও। যেমন করে তুমি বইয়ের ইন্ডেক্স থেকে পেজ নম্বর দেখে ঐ পেজে চলে গিয়েছিলে। এখন বুঝচো?

- হ ভাই। মনে হয় কিছুটা বুঝছি।

- গুড।


কেউ আরেকটু ভাল করে বুঝতে চাইলে, নিচের ভিডিওটা দেখা যেতে পারে—
https://www.youtube.com/watch?v=BNHR6IQJGZs

[চলবে...]

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

গেম চেঞ্জার বলেছেন: হতাশ হলাম। এইটা কে জানে না। আমি ভাবছিলুম এলগরিদম কিছু একটা থাকবো। |-)

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০

বাসার বলেছেন: ভাই এটাতো ক্লাস নাইনের পোলাপানের জনিনিস। আপনি বড় মানুষ তাই হতাস হয়ে গেলেন। :)

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

বাসার বলেছেন: আপনি চাইলে এটা পড়ে দেখতে পারেন।

http://www.langtoninfo.co.uk/web_content/9780521865715_frontmatter.pdf

২| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: যা বুঝাইছেন তাও কম না। ধন্যবাদ

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

বাসার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

রক্তিম দিগন্ত বলেছেন: সহজ ভাষায় বুঝানোর জন্য আপনার ব্যাখ্যাটা খুবই ভাল ছিল। তবে যদি নাইনের ঐ ছাত্র ইনডেক্স বুঝে থাকে আর কী!
এমন অনেকেই আছে যারা ভার্সিটি পাশ করার পরও ইনডেক্স কী সেটা বুঝে না। সেইক্ষেত্রে তাদের বুঝানোটাও কঠিনই হবে।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৪

বাসার বলেছেন: ধন্যবাদ। আপনার সাথে পুরোপুরি একমত "এমন অনেকেই আছে যারা ভার্সিটি পাশ করার পরও ইনডেক্স কী সেটা বুঝে না।"

ওকে আমার একটা পুরান বই বের করে দিয়ে বলেছিলাম--এইটার ইন্ডেক্সটা বের করো। দেখলাম বের করতে পারলো।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

টেক সমাধান বলেছেন: দারুণ তো!

০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

বাসার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.