![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাপক অলস তবে আড্ডা দিতে আর ঘুরাঘুরি করতে পছন্দ করি। ডাটা মাইনিং নিয়ে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পিএইচডি করছি। থাকি অস্ট্রেলিয়ার ব্রিজবেনে। মাঝে মাঝে লেখালেখি করতে ইচ্ছে করে কিন্তু অলসতার জন্য হয়ে উঠে না। [sb]এই ব্লগে আমার নিজের লেখা যেসব পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। [/sb]
একটি দেশের সামাজিক অবস্থা অনেকটা গিবস স্যামপ্লিং (Gibbs sampling) এর মত। প্রতিটা ভেরিয়েবল পরবর্তীতে কি মান গ্রহণ করবে বা কোন অবস্থায় যাবে তা নীর্ভর করে অন্যান্য ভেরিয়েবল এর বর্তমান মানের বা অবস্থার উপর। আবার এই ভেরিয়েবল নতুন যে মান বা অবস্থা গ্রহণ করবে তা অন্যান্য ভেরিয়েবলের পরবর্তী মান বা অবাস্থা গ্রহণকে প্রভাবিত করবে। দীর্ঘ সময় চলার পর পুরো সিস্টেম একটা স্টিডি অবস্থায় পৌঁচে। আমরা প্রথম ব্যাপারটা বুঝি, সব দোষ অন্যের। কিন্তু আমার দোষও যে সমাজকে আজকের অবস্থায় নিয়ে এসেছে সেটা বুঝি না। সব রাজনীতিবিদদের দোষ। কিন্তু আমার ভোটটা যে ১০০ টাকায় বিক্রি করে দেই, সে দোষ আমাদের চোখে পড়ে না।
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০১
বাসার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫২
কবি আকাশ বলেছেন: ধন্যবাদ । সুন্দর লেখা