নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল ভাষায় বিজ্ঞান চাই

বাসার

ব্যাপক অলস তবে আড্ডা দিতে আর ঘুরাঘুরি করতে পছন্দ করি। ডাটা মাইনিং নিয়ে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পিএইচডি করছি। থাকি অস্ট্রেলিয়ার ব্রিজবেনে। মাঝে মাঝে লেখালেখি করতে ইচ্ছে করে কিন্তু অলসতার জন্য হয়ে উঠে না। [sb]এই ব্লগে আমার নিজের লেখা যেসব পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। [/sb]

বাসার › বিস্তারিত পোস্টঃ

মুকুল ভাইয়ের জন্ম দিন

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

[শানে নজুলঃ মুকুল ভাইয়ের জন্ম দিন উপলক্ষে আমরা তাকে সারপ্রাইজ দিতে অনেক রাতে তার বাসায় হানা দিয়েছিলাম। উনার যে জন্ম দিন ছিলা সেটা উনি ভুলে গিয়েছিলেন। অনেক রাতে উনার ঘরের দরজা নাড়ানোতে ভয় পেয়েছিলেন। ঘটনা ক্রমে আগের দিন উনি আমাদেরকে নিয়ে মাছ ধরেছিলেন। সে মাছ রাজ আমাদেরকে না বলে রান্না করে খেয়ে ফেলছিল।]

রাতের বেলা, বাহিরে যেন কারা ডাকে
শুনেছিলাম, এখানে নাকি ভুতও থাকে।

একা নয়, অনেক আছে
ঘাড় না মটকায়, পাইলে কাছে।

রাজের বুদ্ধি, না জানিয়ে মাছ খেয়েছে
সেটাই কি তবে কাল হয়েছে?

শুনেছি তারা, কত সব ফন্দি করে
রাতের বেলায়, আস্ত মানুষ বন্ধি করে।
তারপর নাকি শ্বসানে যায়
হাত পা বেঁধে চিবিয়ে খায়।

চার দিকে কত ভয়, তবুও ভাবি
এবার আমি করব জয়।

সাহস করে দরজা খুলে, যেইনা আমি দিলাম উঁকি
হায় হায় একি দেখি-
এতো ভুত নয়, সবাই জ্বীন
বলে কিনা শুভ হোক জন্ম দিন!

সে যাই হোক
কেকটা খেতে লেগেছে বেশ।
দেখেই বুঝেন, মুখে এখনো হাঁসির রেশ।

[ছবি তুলেছেন ফিদা ভাই]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.