নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল ভাষায় বিজ্ঞান চাই

বাসার

ব্যাপক অলস তবে আড্ডা দিতে আর ঘুরাঘুরি করতে পছন্দ করি। ডাটা মাইনিং নিয়ে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পিএইচডি করছি। থাকি অস্ট্রেলিয়ার ব্রিজবেনে। মাঝে মাঝে লেখালেখি করতে ইচ্ছে করে কিন্তু অলসতার জন্য হয়ে উঠে না। [sb]এই ব্লগে আমার নিজের লেখা যেসব পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। [/sb]

বাসার › বিস্তারিত পোস্টঃ

অন্টলজিঃ খায় না মাথায় দেয়

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১১



ওয়ার্ড ওয়াইড ওয়েভ (WWW), এই সময়ে সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যবহৃত তথ্য ভান্ডার। সমস্যা হচ্ছে, ওয়েবের অধিকাংশ ডকুমেন্ট শুধু মানুষ (পড়ে) বুঝতে পারে কিন্তু মেশিন বুঝতে পারে না। ভবিষ্যতের ওয়েব হবে এমন যা মানুষের পাশাপাশি মেশিনও বুঝতে পারবে। এতে করে, আমরা যেসব কাজ নিজে করি, যেমন-ওয়েব থেকে কোন তথ্য খুজে বের করা, প্রয়োজনীয় তথ্য একসাথ করা, বিভিন্ন তথ্যের মধ্যে তুলনা করা, সিদ্ধান্ত গ্রহণ করা, ইত্যাদি-মেশিন আমাদের হয়ে নিজে করে দিবে। এই উদ্দেশ্যে, ওয়েবে তথ্যকে (web content) অন্টলজি দিয়ে উপস্থাপন করার জন্য ওয়ার্ড ওয়াইড ওয়েভ কন্সর্টিয়াম (WWW consortium) সুপারিশ করেছে।

অন্টলজি প্রথম ফিলোসফিতে আলোচিত হলেও, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং নলেজ ইঞ্জিনিয়ারিং তা অভিযোজন করা হয়েছে এবং ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে। এই ক্ষেত্রে, অন্টলজি হচ্ছে কোন ডোমেইন নলেজ উপস্থাপন করার একটি ফরমাল মডল যা ঐ ডোমেইনের অনুসঙ্গিক শব্দতালিকা, শব্দার্থের বিবরণী, ও ডোমেইনের একটি বিমূর্ত ধারণা প্রকাশ করে। বাস্তব জীবনে, ই-সায়েন্স, ই-কমার্স, মেডিকেল ইনফরমেটিক্স, বায়ো-ইনফরমেটিক্স এবং সেমান্টিক ওয়েবে অন্টলজি ব্যবহৃত হয়। বিশেষ করে, ওয়েব সার্স, ইন্টিলিজেন্ট সফটওয়ার এজেন্ট, নলেজ ম্যানেজমেন্টে অন্টলজি ব্যবহৃত হয়।

যত বেশি ওন্টলোজি তৈরি হবে, সেসব ওন্টলোজি যত বেশি বড় হবে, এবং তাদের যত বেশি বোধগম্য হিসেবে উপস্থাপন করা হবে, তত বেশি স্বয়ংক্রিয় ওন্টলোজি তৈরি ও ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োজন হবে। আমাদের ল্যাবে, ডাটা মাইনিং ব্যবহার করে ডকুমেন্ট থেকে স্বয়ংক্রিয় অন্টলজি তৈরি ও ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে আমরা কাজ করছি।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


ভালো, মাথায় দেয়া যাবে

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০

বাসার বলেছেন: :D

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

গেম চেঞ্জার বলেছেন: শিরোনামের সাথে বৈপরিত্য তবে ভাল হৈছে! +

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

বাসার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

অগ্নি সারথি বলেছেন: খাওন যাইব না মনে কয় তয় মাথায় দেওন যাইব।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১

বাসার বলেছেন: খাওন যাইব না মনে কয় তয় মাথায় দেওন যাইব। :D

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

এহসান সাবির বলেছেন: ভবিষ্যতের ওয়েব হবে এমন যা মানুষের পাশাপাশি মেশিনও বুঝতে পারবে। এতে করে, আমরা যেসব কাজ নিজে করি, যেমন-ওয়েব থেকে কোন তথ্য খুজে বের করা, প্রয়োজনীয় তথ্য একসাথ করা, বিভিন্ন তথ্যের মধ্যে তুলনা করা, সিদ্ধান্ত গ্রহণ করা, ইত্যাদি-মেশিন আমাদের হয়ে নিজে করে দিবে।

ভালো........

০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৫৭

বাসার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.