নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল ভাষায় বিজ্ঞান চাই

বাসার

ব্যাপক অলস তবে আড্ডা দিতে আর ঘুরাঘুরি করতে পছন্দ করি। ডাটা মাইনিং নিয়ে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পিএইচডি করছি। থাকি অস্ট্রেলিয়ার ব্রিজবেনে। মাঝে মাঝে লেখালেখি করতে ইচ্ছে করে কিন্তু অলসতার জন্য হয়ে উঠে না। [sb]এই ব্লগে আমার নিজের লেখা যেসব পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। [/sb]

বাসার › বিস্তারিত পোস্টঃ

সুখী হওয়ার তিন তরীকা

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৮




১. সীমাবদ্ধতাকে সহজে গ্রহণ করুনঃ নির্দিষ্ট কোন সীমাবদ্ধতার কারনে আমরা যা করতে পারি না, তার চেয়ে অনেক বেশি জিনিস আছে যা আমরা করতে পারি। আপনি হয়তো গণিতে ভাল নয়। অল্প কিছু কাজ বাদ দিলে, অধিকাংশ কাজে গণিতে জাহাজ না হয়েও আপনি সফলতার স্বর্ণশীখরে আরোহণ করতে পারবেন। আপনি হয়তো ইংরেজিতে ভাল নয়, কোন সমস্যা নাই। সফল হতে হলে ইংরেজির পন্ডিত হতে হবে এমন কোন কথা নাই। চাইনীজদের দেখুন, অধিংশ চাইনীজ ইয়েস, নো এবং ভেরিগুডের চেয়ে বেশি কিছু জানে না। তাই বলে কি তারা থেমে আছে? আমি বলছি না এসব জানলে কোন লাভ নেই। আমি বলছি, না জানার কারনে হতাস হওয়ার কোন কারণ নেই। সীমাবদ্ধতার কারণে আপনার কোন সমস্যা হবে না, এমন দাবিও আমি করছি না। আমি শুধু বলছি, সীমাবদ্ধতা আমনাকে দমিয়ে রাখতে পারবে না।

২. যাদের সংগ আপনার ভাল লাগে তাদের সাথে থাকুনঃ আপনার ‘পরিবার, কাছের বন্ধু, নিকট আত্নীয়’ এরা আপনার সুখী হওয়ার সম্পদ। জীবন যেহেতু কিছু মুহুর্তের সমন্বয়, এদের সাথে কাটানো সুখী মুহুর্তগুলি আপনাকে সুখী করে তুলবে। ‘পরিবার, বন্ধুবান্দব, আত্নীয়’ এরা আমাদের অপূর্ণতাকে পূর্ণ করে তোলে। মানুষের ভালবাসার মত গুরুত্বপূর্ণ আর কিছু নেই। ‘আপনার পরিবার, বন্ধুবান্দব, আত্নীয়, মেন্টর, কমিউনিটি’কে ভালবাসুন। এরা আপনার প্রতিদিনের জীবনজাপনের গুরুত্বপূর্ণ উপাদান। এরা আপনার জীবনে সত্যিকারভাবেই অর্থবহ করে তোলে।

৩. সামনে এগিয়ে চলুনঃ চেষ্টা করুন পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে চলার। চেষ্টা করুন নতুন কিছু করার। বড় কিছু করতে হবে এমন কথা নেই। ছোট কিছুই করুন---বই পড়ুন, ভাল মুভি দেখুন, কোথাও ঘুরতে যান, বন্ধুদের সাথে আড্ডা দিন কিংবা খেলাদুলা করুন। এসব কিছু আপনাকে সম্মুখে এগিয়ে নিয়ে যাবে, বেঁচে থাকার সাধ জাগাবে এবং বেদনা লাগব করবে। আপনার জীবন এবং সময় অনেক গুরুত্বপূর্ণ। জীবনে কি হয়নি তা চিন্তা করে একে নষ্ট করবেন না। যাতনা নিয়ে “যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয়ের ভার”। না পাওয়ার বেদনা আপনার জীবকে দুঃস্ব করে তুলবে। জীবনে দূঃখ, কষ্ট, হতাসা থাকবেই, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এসবকে গ্রহন করেই সামনে এগিয়ে যেতে হবে।

-মটিভেটেট বাই ‘স্যাম’স ফিলোসফি অব এ হ্যাপি লাইফ’

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৫

গোফরান চ.বি বলেছেন: ভালো লাগলো।
সুখী হতে বেশী কিছু লাগেনা।
একটা সাইকেল , একটা ঘুড়ি । একটা কিউট জি এফ।

একটা হ্যাড ফোন। একটা স্মার্ট ফোন।

টং এ আড্ডা দেওয়ার জন্য পকেটে কিছু টাকা । আর এফ চালানোর জন্য পর্যাপ্ত এম বি !:#P

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

বাসার বলেছেন: একটা কিউট জি এফ এর কথা বলেতো বিপদে ফালাই দিলেন। কিউট জি এফ পাওনতো কপালের ব্যাপার। :p
আপনার ভাল লাগাতে এত্তোগুলা ধন্যবাদ। :)

২| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৫

বিজন রয় বলেছেন: উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

বাসার বলেছেন: আপনাকেও এত্তোগুলা ধন্যবাদ। :)

৩| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

গোফরান চ.বি বলেছেন: আর এফ ( ফেসবুক) চালানোর জন্য পর্যাপ্ত এম বি। ফেসবুকে প্রচুর মেয়ে । খোঁজে নিন :)

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৮

বাসার বলেছেন: ফেজবুকে নাকি সব ফেইক জি.এফ. :(

৪| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন:


হুম।


৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৯

বাসার বলেছেন: হুম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.