নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল ভাষায় বিজ্ঞান চাই

বাসার

ব্যাপক অলস তবে আড্ডা দিতে আর ঘুরাঘুরি করতে পছন্দ করি। ডাটা মাইনিং নিয়ে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পিএইচডি করছি। থাকি অস্ট্রেলিয়ার ব্রিজবেনে। মাঝে মাঝে লেখালেখি করতে ইচ্ছে করে কিন্তু অলসতার জন্য হয়ে উঠে না। [sb]এই ব্লগে আমার নিজের লেখা যেসব পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। [/sb]

বাসার › বিস্তারিত পোস্টঃ

বনপথিক

১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৮:১৬



আমি বনপথিক, হাজার বছর ধরে খুঁজিয়া বেড়াই তারে।
সাজাইয়া রঙ্গীন ডালি, বিকশিত সৌরভে,
এই বনের মালতি, কাঞ্চন, দোপাটি তাহারি প্রতীক্ষায় প্রহর গোনে।

সূর্য ঢালিছে কিরণ, দেখাইতে পথখানী তারে।
মেঘমালা উড়িয়া চলিছে, ছায়া হইতে তপ্ত দুপরে।
পাখপাখালীর সভা চলে, শোনাইতে তারে ছন্দ।
দক্ষিণা সমীরণ ব্যস্ত ছোটে, বিলাইতে তারে গন্ধ।

পথ চলিতে চলিতে হঠাৎ দেখি তারে, বালিকা হরিণী।
কি মায়াবী দুটি চোখ, কি গভীর তাহার চাহনী।
স্বপনে শুধু দেখি তারে, এ জীবনে কেন পাই না!
এমন চোখে চোখ রেখে, চোখ সরানো যায় না।

শীতের মিষ্টি রোদের ন্যায় তাহার হাঁসি
উষ্ণতা জাগায়, আরো পেতে ভালবাসি।
মুখখানী তাহার, আঁকা ছবি যেন
মাঝে মাঝে দেখি তারে, চিরদিন নয় কেন!

কত সহজে আপন করে নেয়, কেমন করে পারে!
কি জাদু জানে সে, কি মায়া তার মাঝে?
কি ঘোর লাগলো আমার, দেখিতে চাই তারে,
সরাক্ষন, সারাদিন, সকাল-দুপুর-সাঁজে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৮

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন, ভালো লাগলো।
শুভেচ্ছা।

১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬

বাসার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.