নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসকপাতা

বাসকপাতা › বিস্তারিত পোস্টঃ

জাবির আই আই টির একজন ছাত্র বলছি

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

প্রথমে ই বলি, আমি জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ই এর আই আই টির ৪র্থ বর্ষের একজন ছাত্র ।

গতকাল জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয় এর আই আই টির রাগিং সম্পর্কে একটি পোস্ট দেখলাম, লেখক যেভাবে মনের কল্পনা দিয়ে পোস্টটি লিখেছেন তাতে জাবি সম্পর্কে যেকোনো সুস্থ মানুষের জঘন্য ধারনার জন্ম নিবে । লেখক ঘটনার সত্যতা যাচাই না করে এমন সব উতভট কথার জন্ম দিয়েছেন যা জাবির জন্য সত্যিই অসম্মানের ।

লেখাটা প্রথমে আমার এক বন্ধুর চোখে পড়ে , রাগিং এর ব্যাপারে বর্তমান প্রশাসন অনেক কঠোর , রাগিং প্রমানিত হলে যেকোনো শাস্তিই হতে পারে এমনকি ছাত্রত্ব ও বাতিল হতে পারে । আর লেখক যেভাবে লেখাটা লিখেছেন তাতে আমাদের মনে হচ্ছিল ঘটনাটা সত্য, so আমরা আমাদের জুনিয়রদের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলি । রাতেই আমরা জানতে পারি এধরনের কোন ঘটনা ঘটেনি । কারন জাহানারা ইমাম হলে আই আই টির মাত্র দুই জন মেয়ে উঠসে এবং তাদের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করা হয় নায় । তারা আজকে Central Auditoriam এর নবিন বরন অনুষ্ঠানএ ও গেছে । তারপর ও ব্যাপারটা নিয়ে আমাদের চেয়ারম্যান স্যার প্লাস আরও কয়েকজন স্যারসহ আমরা সবাই মোস্ট জুনিয়র ব্যাচের সাথে বসি । চেয়ারম্যান স্যার নিজে সব মেয়েদের সাথে কথা বলেছেন, কিন্তু একটা মেয়েও বলেনি যে তার সাথে খারাপ ব্যবহার করা হয়সে এবং এ সময় কয়েকজন গারজিয়ান ও সেখানে উপস্তিত ছিলেন

সবচেয়ে বড় কথা জাবির আই আই টি একটি পরিবার , এখানকার শিক্ষকগণ আমাদেরকে সন্তানের মত আর সকল ছাত্র-ছাত্রী সবাই সবাইকে ভাই-বোনের চোখে দেখে, আর প্রতি বছর যখন এই পরিবার এ নতুন নতুন মুখ আসে তাদেরকে সাদরে গ্রহন করা হয় ।

Mahbub Hasan

ভাই আপনার প্রতি আমাদের রিকুয়েস্ট আপনি যে লেখাটা সামু তে পোস্ট করেছেন তার সত্যতা যাচাই করুন । একটা ভার্সিটির মান সম্মান নিয়ে খেলা করার অধিকার আপনার নাই । আপনি আমাদের আই আই টি পরিবার এর বিপক্ষে যে অভিযোগ এনেছেন সেটা যদি প্রমান করতে পারেন তাহলে, দোষীদেরকে শাস্তি দেয়ার জন্য যেকোনো পরিস্থিতিতে আমরা আপনার পাশে থাকব । কিন্তু আপনি আপনার অভিযোগ প্রমান না করতে পারলে Please

সবাইকে সরি বলেন । আর এই বিষয়ে আপনি একতা পোস্ট দিন ।

মন্তব্য ৬২ টি রেটিং +২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

তিমিরবিদারী বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) ঘটনা তাহলে কি সবই মিথ্যা।এটা কি ভাবে সম্ভব?

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

বাসকপাতা বলেছেন: আমি আপনাকে অনুরোধ করবো দয়া করে মনোযোগ দিয়ে নিচের লিঙ্ক টার লেখা টা পড়ুন। আশা করি আপনার সব ভুল ভেঙ্গে যাবে।
Click This Link

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

শুকনোপাতা০০৭ বলেছেন: আপনি যেভাবে বলছেন কিছুই হয়নি,তো মাহবুব সাহেব কি ফান করার জন্য পোষ্টটা দিয়েছিলেন?!!!!নাকি এখন আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন?!পুরো ব্যাপারটা মিথ্যা...!!হায়রে...!

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

বাসকপাতা বলেছেন: মাহবুব সাহেব ফান করেছেন নাকি অন্য কোন উদ্দেশ্যে ব্যাপার টা শেয়ার করেছেন তা আমাদের জানা নেই। কিন্তু যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে এর পিছনের দোষীরা অবশ্যই শাস্তি পাবে। আমরা মাহবুব সাহেব এর সাথে সরাসরি যোগাযোগ এর চেষ্টা করে চলেছি। কিন্তু পারছি না। কিন্তু ব্যাপারটা মিথ্যে হলে এর দায়ভার মাহবুব সাহেবকে অবশ্যই নিতে হবে। আপনি আর জানতে চাইলে নিচের লিঙ্ক টি পড়ুন।
Click This Link

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

তোমোদাচি বলেছেন: জাবিতে আমাদের সময় র‍্যাগিং মাত্রা ছাড়িয়ে গেছিল!
এখন কি অবস্থা সেটা অবশ্য জানিনা।
তবে অনেকেই আছেন অন্যের কাছ থেকে গল্প শুনে ব্লগ লিখতে বসে!!

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

বাসকপাতা বলেছেন: ভাইয়া বর্তমান প্রশাসন র‍্যাগিং এর বিরুদ্ধে খুবই সচেতন এবং দৃঢ় অবস্থান নিয়েছে। ডেইরি এবং প্রান্তিক গেট এ বড় বড় দুটি ব্যানার ঝুলছে। দুটি ব্যানার এই বলে দেয়া আছে র‍্যাগিং এর শিকার হলে প্রোক্টর এর সাথে যোগাযোগ করার জন্য, সাথে নাম্বার দেয়া আছে। কেও যদি র‍্যাগিং এর শিকার হয়ে প্রশাসন এর সাথে যোগাযোগ না করে ফেসবুক এ পোস্ট দেয় তাহলে তার সত্যতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

ভিটামিন এ বলেছেন: জাবিতে কি হয়, তা যাদের বন্ধু বান্ধব জাবিতে আছে তারা খুব ভাল করেই জানে। সত্য মিথ্যা যাই হোক শুধু এরকম কেন, বরং এরচেয়ে খারাপ ঘটনাও জাবিতে ঘটে। এসব না এড়িয়ে চলুন এই সুযোগে জাবিটাকে ভদ্র বানানোর চেষ্টা করি।

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

বাসকপাতা বলেছেন: ভাই আপনি ঠিক এ বলেছেন এসব না এড়িয়ে চলুন এই সুযোগে জাবিটাকে ভদ্র বানানোর চেষ্টা করি। জাবির মেয়েরা সবসময়ই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। তারাই এই দেশের শিক্ষা ক্ষেত্রে নারী নিপীড়ন বিরোধী আন্দোলনে পুরোধা। কিন্তু এই মিথ্যা প্রোপাগান্ডায় যে মেয়েটির বিয়ে ভেঙ্গে গেল তার কাছে আমরা কি জবাব দেব।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

তাসজিদ বলেছেন: ঘটনা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে তো ভালই।

আর যদি সত্য অস্বীকার করে থাকেন, তাহলে তা অন্যায় না ঃ মহাপাপ


৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

াহো বলেছেন: ফেইসবুক অনেক তথ্য মিথ্যা.

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

শূন্য পথিক বলেছেন: আপনার কথা সত্যি হলে ভালো।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

ডাস্টবিনের ময়লা বলেছেন: আমার কয়েকজন বন্ধু জাবিতে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে হলে গিয়েছিলো ঘুরতে ।
তখন তারা রেগিং এর শিকার হয় । তাদের কে প্যান্ট খুলতে বলা হয়েছিলো কিন্তু পরে ছেড়ে দেয়া হয়েছে ।
তাহলে কিভাবে বিশ্বাস করবো যে আপনার কথাই সত্যি ?

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

বাসকপাতা বলেছেন: ভাই সব সমাজেই ভালো খারাপ থাকবে। আপনার কয়েকজন বন্ধু র‍্যাগের শিকার হয়েছেন, এটা প্রমাণ করে না যে গতকালকের ঘটনা সত্যি। আর আপনি কয় বছর আগের ঘটনা বলছেন তা আমার জানা নেই। বর্তমান কাম্পাস এ এসে আপনি ঘুরে দেখে যান র‍্যাগ এখন একটি জঘন্য অপরাধ হিসেবে স্বীকৃত।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

হিরো বলেছেন: দয়া করে শাধু সাজার চেষ্টা করবেন্না।আমি নিজ কানে আমার এক ভাইের মুখ থেকে শুনেছি আরো অনেক কিছু ঘটেছে যা এখানে আসেনি।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

হিরো বলেছেন: ঘটনা গুলো এমন ওনেক ছেলেরাও কেদেছে।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

ঠোঁটকাটা বলেছেন: আপনাদের আইআইটি নিয়ে অভিযোগ ওঠেনি, উঠেছে হল নিয়ে।
রাগিং এর ব্যাপারে বর্তমান প্রশাসন অনেক কঠোর!! হাসালেন ভাই। এই প্রশাসন তো সন্ত্রাস-টেন্ডারবাজি নিয়েও অনেক কঠোর। ছালীগ ইউনিয়নের ছেলে মেয়েদের সেদিন যেভাবে পেটাল, প্রশাসন কই ছিল?

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

হিরো বলেছেন: ব্লগার (বাসকপাতা) আমি আপনাকে অনুরধ করছি আপনারা তাদের বড় ভাই দয়াকরে তাদের সাথে এমন আচরন করবেন্না।আই টির অনেকে জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয় ছেড়ে জাবার ইচ্ছা পোশন করেছে।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

বাসকপাতা বলেছেন: চরম হাসালেন ভাই , আমরা আই আই টির সব গুলো ব্যাচ এর সব ছাত্র ছাত্রী এখন একসাথে এই গুজব নিয়েই কথা বলতেসি , কই কেওতো আই আই টি ছেড়ে জেতে চাই না ।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

হিরো বলেছেন: ব্লগার (ঠোঁটকাটা) ভাই গতকাল ক্লাশেও কম হয়নি।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

বাসকপাতা বলেছেন: ভাইয়া কাম্পাস এ ঢুকলেই একটি সাইনবোর্ড দেখা যাই , যেখানে প্রোক্টর এবং ভিসির মোবাইল নাম্বার দেয়া আছে, যদি রাগিং এর শিকার হও দয়া করে কন্টাক্ট কর ।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

জাতির বিবেক বলেছেন: জাবি'র ইমেজ ফিরতে সময় লাগবে। আমি এখনো রেগগিং বিষয়ে ঐ ভাইয়ের লিখাটা বিশ্বাস করি। বর্তমান ছাত্ররাই পারে জাবি'র ইমেজ ফিরাতে। আপনারা চেষ্টা চালিয়ে যান, একদিন ছাত্র নামে পশুগুলোর নোংরামি বন্দ হবে, আশা রাখি।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

বাসকপাতা বলেছেন: বিশ্বাস নিজের কাছে, আপনি কাকে বিশ্বাস করবেন সেটা আপনার বেপার ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

বাসকপাতা বলেছেন: বিশ্বাস নিজের কাছে, আপনি কাকে বিশ্বাস করবেন সেটা আপনার বেপার ।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

স্বাধীকার বলেছেন:
জাবি-র একজন প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আমি ৯৫-২০০২ সাল পর্যন্ত আবাসিক হিসাবে কামাল উদ্দিন হলে ছিলাম। আমার ঐ সময়ে র‌্যাগিং নামক কোনো নোংরামী ছিলোনা। কবে জানি একদিন শুনে ছিলাম দুজনের বিরোদ্ধে র‌্যাগিং করার অভিযোগ-তাদের বিরোদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হয়েছিলো। পরে র‌্যাগিং এর মতো অশ্লীল সংস্কৃতি জাবিকে গ্রাস করেছিলো সন্দেহ নেই। তবে বর্তমানে অবস্থা অনেক ভালো প্রশাসনও অনেক সচেতন।

গতকাল ব্লগার স্বর্ণমৃগ(জাহিদ হাসান) ভাই সাহায্য চেয়ে একটি পোস্ট দেন সামুতে। আমাদের যাদের নজরে এসেছে-সাথে সাথেই সেটাকে বিশ্বাস করে তাৎক্ষনিক আমরা খোঁজখবর নিতে থাকি। আমার দুজন বন্ধুকে রাত ১২টার পর জাহানারা ইমাম হলে খোঁজ নিতে বাধ্য করি। যদি তারা এটাকে প্রথমে বিশ্বাস করেনি-তবুও আমি তাদের সেখানে খবর নিতে বাধ্য করি। জাবির নিরাপত্তাকর্মকর্তার সাথে রাতেই আমি কথা বলি। প্রক্টর, সহপ্রক্টরদের রাতেই ঘটনাটি জানাই। এমনকি জাকসুর সাবেক নেতা আমাদের বড় ভাই সামুর ব্লগার ও। জামান ভাই ক্যাম্পাসেই অবস্থান করেছেন কাল-তাকেও এ বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়। ছাত্রলীগের বর্তমান সভাপতিকেও জানানো হয়। কিন্তু শেষ পর্যন্ত সবাই হতাশার সাথে এ ধরণের খবরকে মুখরোচক হিসাবে অভিহিত করে। ব্যাপক গুরুত্ব দেওয়ার দেওয়ার কারণে অনেকেই আমার উপর বিরক্তও হয়েছে-এটা বুঝতে পারি। সামু ব্লগের আপনিসহ আরো অনেকেই এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করার দাবী জানায়। যদিও জাহিদ ভাই ব্যক্তিগত ফোন ও রুম নাম্বার বলতে সমীচিন মনে করেন নি। আমার ধারণা ব্লগার স্বর্ণমৃগ মিস গাইডেড হয়েছেন-তাকে ভুলভাবে বিষয়টি জানানো হয়েছে, কিংবা তিনি ভুল ভেবেছেন। আজও আমি খবর নিয়েছি-সেখানে এরকম কাউকেই পাওয়া যায়নি যিনি নোংরামীর স্বীকার হয়েছেন।
সত্যিই জাবি নিয়ে বহু ধরণের নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়, আমরা কষ্ট পাই, জীবনের সোনালী সময় গুলোতে যে ক্যাম্পাসে কেটেছে-এখনো সময় পেলে সবাই আগে যেখানে যাওয়ার কথা ভাবি-সেখানের কালকের র‌্যাগিংয়ের খবরটিতে সত্যিই হতাশ হয়েছিলাম এবং পণ করেছিলাম ঘটনা এমন ঘটলে এর শেষ দেখার ছিলো। যাই হোক, তবুও ইতিমধ্যেই অনেকের কাছে ভুল সিগনাল গিয়েছে-আপনারা যারা ক্যাম্পাসে আছে, একটু চোখ কান খোলা রাখবেন, এ ধরণের যাবতীয় নোংরামীকে উচ্ছেদ করতে যেকোনো সময়, যেকোনো সহযোগিতা করতে আমরা রাজি আছি। জীবনে প্রয়োজনে ব্যস্ত থাকি ঠিকই-তাই বলে প্রিয় ক্যাম্পাসের ছোটদের কোনো প্রয়োজনে আসতে পারবোনা-এমন নয়। শুধু জানাবেন আমরা জাবির সাথে আছি থাকবো। অনেকেই হয়তো নেতিবাচক মন্তব্য করেছে-তারা দোষ দিইনা, তাদের কাছে সেভাবেই বিষয়টি এসেছে, তাই তারা এমন মন্তব্য করছেন। তারা নিশ্চয় একদিন জানবেন জাবির প্রতিটি শিক্ষার্থী সাবেক কিংবা বর্তমান বা ভবিষ্যতের-সবাই আমাদের আত্মার সাথে সম্পর্কিত সব সময় সব খানে।

ভালো থাকবেন।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

বাসকপাতা বলেছেন: সহমত, ধন্যবাদ ভাইয়া ।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

কষ্টসখা বলেছেন: কারো বিশ্বাস অবিশ্বাসে জাবির কিছু যায় আসে না।তবে ঘটনা মিথ্যা হলে মাহবুব হোসেন সহ যেসকল ব্লগার এই মিথ্যার পিছনে জড়িত তাদের উপযুক্ত শাস্তি কামনা করছি। এব্যাপারে জাবির যেসকল সিনিয়র ভাইয়া আপুরা দেশের প্রশাসন পুলিশসহ অন্যান্য বিভাগে কাজ করছেন তাদের সহযোগিতা কামনা করছি।আশা করি বিষয়টি অতি তাড়াতাড়ি আইনি আওতায় আসবে

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

কষ্টসখা বলেছেন: @স্বাধীকার ,ভাই আমি জাবির ছাত্র হিসেবে স্বর্ণমৃগ(জাহিদ হাসান) এর বিচার চাই। আমার ক্যাম্পাস কারো কারনে গালির পাত্র হবে এটা আমি মেনে নিতে পারছি না।স্বর্ণমৃগ,মাহবুব হোসেন সহ কুৎসাা রটনাকারী ব্লগার দেের বিচার চাই।ভাই কিছু একটা করেন, ওরা আমার ক্যাম্পাসকে কি মন করে!

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

নির্বাকের আস্ফালন বলেছেন: যে ক্যাম্পাস সেঞ্চুরী মানিক সহ অসঙ্খ্য মনোবিকল সামাজিক অপরাধীর জন্ম দেয়, তার জন্য সাফাই গাওয়ার দরকার নেই। আজকালতো আমাদের হিরক রাজার দেশে চলছে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর অসুরীয় প্রকল্প বাস্তবায়ন। সুন্দরের চর্চা করুন। মিথ্যা হলে আপনাতেই ধুয়ে যাবে এসব অভিযোগ.........

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

স্বাধীকার বলেছেন:
কষ্টসখাঃ

বুঝতে পারছি আপনাদের কষ্টটা। এটা আমাদের নিয়তি। সমাজের অশিক্ষিত সুযোগ বঞ্চিত মানুষ গুজব রটায়, কিন্তু শিক্ষিত জনগোষ্ঠিও যদি সেই গুজবের পেছনে শ্রম দিতে থাকে-তাহলে আমাদের আর যাওয়ার জায়গা থাকেনা। ব্লগার স্বর্গমৃগ(জাহিদা হাসান) ভাইকে ভালো দায়িত্বশীল ব্লগার হিসাবেই জানি। তিনি কোনো গুজব রটাবেন-এতটা দায়িত্বহীন তিনি হতে পারেন-এটা বিশ্বাস করা যায়না। আমার ধারনা তিনি সম্পূর্ণ মিসগাইডেড হয়েছেন, তাকে দিয়ে গুজবটিকে বিশ্বাসযোগ্য করানো হয়েছিলো। আমরা দায়িত্বশীলদের কাছে দায়িত্বশীলতা আমা করি। কোনো অসহায় শিক্ষার্থী এভাবে আবেদন জানালে কিংবা তার পরিবার এভাবে সাহায্যের জন্য আবেদন জানালে সঙ্গত কারণেই সচেতন ব্লগাররা এগিয়ে আসবেন। কিন্তু বিষয়টি যে এতটা গুজব নির্ভর ছিলো সেটা বুঝা যায়-অনেক পড়ে, ততক্ষনে জাবিকে অনেকেই আক্রমন করে নোংরামীর দায়ে দোষী সাব্যস্ত করে ফেলে-হয়তো তারা এখন বিষয়টি বুঝবেন। কিন্তু তাতে আমাদের কষ্টটা দূর হবেনা হয়তো, তবুও শেষ পর্যন্ত আমরা প্রমান করতে পারলাম এরকম কিছু হয়নি। এটাও আপনাদের মতো সচেতন দায়িত্বশীল ছোট ভাইবোন আছে বলেই সম্ভব হলো।

জাবিতে যারা পড়ে, তারাই জানে-জাবি কেমন, এটা বুঝানো সত্যিই কঠিন। সবাই অন্ধদের হাতি দেখানোর মতো গল্প বলে যার আংশিক সত্যের কাছাকাছি থাকে কিন্তু সত্য নয়। জাবিই একমাত্র ক্যাম্পাস যেখানে সকল মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ, জাবিই বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় যার প্রতিটি শিক্ষার্থী একে অপরকে চিনে, বা চেনার সুযোগ পায়। জানিনা এখন আপনারা কেমন আছেন। জানি কষ্ট পেয়েছেন, আমি স্বর্ণমৃগ ভাইয়ের সাথে নিশ্চয় কথা বলবো। যারা ক্যাম্পাসে আছেন সচেতন থাকবেন এমন কিছু যেন আমাদের কানে না আসে-যা আমাদের কষ্ট দেয়, ছোট করে দেয়। শুভ কামনা । যদি কখনো আমাদের প্রয়োজন হয়, যেকোনো সময় একটা মেইল করবেন প্লিজ।
সময়ের উপর, সচেতন ব্লগারদের উপর ছেড়ে দিলাম বিচারের ভার-তারা নিশ্চয় সঠিক বিচার করার ক্ষমতা রাখেন। জাবি নিয়ে কারো অশ্লীল মন্তব্যের জন্য কাউকে দোষী করছিনা, কখনো কখনো নিজেদের ভুলেই আমরা নিজেদের জন্য দুভার্গ্য বা বদনাম নিয়ে এসেছি। প্রিয় ক্যাম্পাস ভালো রাখুন, আপনারাও ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। শুভ কামনা আপনার জন্য।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

বাসকপাতা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

বিডি আইডল বলেছেন: তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০ এর বেশী ছাত্রী ধর্ষিতা এবং ৩০০ এর বেশীর শ্লীলতাহানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০ এর বেশী ছাত্রী ধর্ষিতা হয়েছেন এবং ৩০০ এর বেশী শ্লীলতাহানীর শিকার হয়েছেন একটি বিশেষ রাজনৈতিক দলের অস্ত্রধারী গুন্ডাদের দ্বারা । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে । ধর্ষণের ঘটনা ও বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ২০ আগস্ট তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয় । উপাচার্য অধ্যাপক আলাউদ্দিন আহমেদের কাছে ২১ সেপ্টেম্বর কমিটি প্রতিবেদন জমা দেয় ।

গতকাল ডেইলি স্টার প্রতিবেদনটির একটি কপি পেয়েছে । যাতে বিস্তারিতভাবে বলা হয়েছে, নির্যাতিতারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের "অবহেলা" এবং ক্যাম্পাসের সশস্ত্র গুন্ডাদের অত্যাচারের শিকার । কমিটির প্রতিবেদন মতে,"কিছু ছাত্রী বহুবার ধর্ষিতা হয়েছেন, কিছু ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন এবং কিছু ছাত্রী ঘটনার পর ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন " । এ প্রতিবেদনের তথ্য ," এমনকি ছাত্রীদের অনেকেই তাদের আবাসিক হলের সামনে বন্দুকের মুখে দিনের আলোতেই সম্ভ্রম হারিয়েছেন " । এসব দুর্ঘটনা হুমকি, বলপ্রয়োগের মাধ্যমে ও প্রতিকূল সামাজিক প্রতিক্রিয়া হওয়ার ভয় দেখিয়ে ধামা – চাপা দেওয়া হয়েছিল । "এই ঘটনা কিছু বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নজরে আনা হয়েছিল কিন্তু তারা নির্যাতিতাদের জন্য কোনো পদক্ষেপ ও সুবিচার নিশ্চিত করেননি " প্রতিবেদনে তা উল্লেখ করা হয়েছে । "হাস্যকর ভাবে, ক্যাম্পাস একটি অপরাধমূলক কর্মকান্ডের উর্বর ক্ষেত্র হয়ে উঠেছিল যেখানে রাজনৈতিক আশ্রয় প্রশয়ে ছাত্রদের একটি অংশ শুধুমাত্র ধর্ষণ কর্মতেই জড়িত হয়ে পরেনি, তারা চাঁদাবাজি, বাস ডাকাতি, আবাসিক হলে বেশ্যা আনা, মাদকদ্রব্য অপব্যবহার ও ব্লাক মেইলিয়েও জড়িত হয়ে পড়েছিলো " প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণ কর্মের জন্য অভিযুক্তদের তালিকায় শীর্ষ সাত ছাত্রের মধ্যে শীর্ষে ছিল নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জমিম উদ্দীন মানিক । "জমিম উদ্দীন মানিক ১০০তম ধর্ষণ শেষ করে বন্ধুদের মাঝে মিষ্টি বিতরন করেছিল এবং একটি ককটেল পার্টি দিয়ে উৎসব পালন করেছিল," প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ।

জসিম উদ্দীন মানিক বাংলাদেশ ছাত্র লীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন । তাকে ১ সেপ্টেম্বর ১৯৯৮ বহিস্কার করা হয় । ধর্ষণ কর্মের জন্য অভিযুক্ত অন্য ছয় ছাত্রদের মধ্যে আছেন বাংলা বিভাগের হাসিবুর রহমান, ভূতত্ত্ব বিভাগের বরকত, ইতিহাসের মোহাম্মদ আলী ডালাস, সরকার ও রাজনীতির নবীউল হক রনি,ইতিহাসের আতিকুর রহমান নাইম এবং ইংরেজি বিভাগের আনিসুর রহমান ।তারা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র লীগের প্রভাবশালী ছয় নেতা । প্রতিবেদনে পাওয়া গেছে, শীর্ষ নেতৃবৃন্দ এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং বহিরাগত কিছু সশস্ত্র গুন্ডা ধর্ষণ কর্মে জড়িত ছিল । বহিরাগতদের মধ্যে ছিল সোহেল, মুকুল এবং রাজ ।টিটু, ফেরদৌস, রফিক, রুহুল, সোহাগ এবং কাজল অপরাধের সাহায্যকারী হিসেবে চিহ্নিত হয়েছে । তারা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বাংলাদেশ ছাত্র লীগ নেতা ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২০ টি স্হান যেগুলোতে ধর্ষণ কর্ম সংগঠিত হয়েছিল সেগুলো যথারীতি চিহ্নিত করা হয়েছে । স্হানগুলোর মধ্য রয়েছে শহীদ মিনার, গ্রন্হাগার চত্তর, মীর মোশাররফ হোসেন হল ও এর ব্যায়ামাগার এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের গ্রীণ রুম । যখন ধর্ষণ কর্মের দ্বারা ক্ষতিগ্রস্হারা হলের প্রভোস্টদের এবং সাবেক পোক্টর আফসার আহমেদের কাছে গিয়েছিল, তখন তারা প্রতিকুল সামাজিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র প্রতিকার পায়নি । ২১৩ পৃষ্ঠার প্রতিবেদন এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে আলোচিত হচ্ছে । তথ্য অনুসন্ধান কমিটি ছাত্র-ছাত্রী ও অন্য লোকদেরসহ ১৮ অপরাধী ও ৩০ প্রত্যক্ষদর্শীর ২৫০ গোপন চিঠি ও সাক্ষাৎকারতন্ন তন্ন করে যাচাই করছেন । কমিটি অভিযুক্ত স্হানগুলোও পরিদর্শন করেছেন । প্রতিবেদনে উল্লেখে করা হয়েছে । সাত সদস্য বিশিষ্ট্য তথ্য অনুসন্ধান কমিটির প্রধান অধ্যাপক আনোয়ার হক শরীফ সহ অন্য সদস্যরা হলেন ড. এ মান্নান চৌধুরী,প্রোক্টর: অধ্যাপক আবুল হোসেন, আলবেরুনী হলের প্রোভোস্ট; কাঞ্চণ চৌধুরী, প্রীতি লতা হলের প্রোভোস্ট;অধ্যাপক নাসিমা আক্তার হোসেন, নবাব ফয়জুন্নেসা হলের প্রোভোস্ট;এ এন রাসেদা, সিন্ডিকেট সদস্য এবং সাউদা আক্তার, বাংলা বিভাগের শিক্ষীকা ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

বাসকপাতা বলেছেন: দেখুন , আপনার কথাতে যুক্তি আছে । কিন্তু একটা ভার্সিটির ৪০ বছরের ইতিহাসে এরকম কিছু বিছিন্ন ঘটনা থাকতে পারে, তবে এগুলো বেশির ভাগই অনেক আগের ঘটনা । সবচেয়ে বড় কথা হল অন্যান্য কিছু ভার্সিটিতে এর হার আরও অনেক বেশি , আর আমরা চাই এগুলো সম্পূর্ণরপে বন্ধ হোক । দয়া করে আমদের কে সাপোর্ট করুন ।

২১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ছোট নদী বলেছেন: Ahsan Adil Arnob
আজকে একটা জিনিস চরম ভালো লাগলো।গতকাল আমাদের JU এর IIT তে ঘটে যাওয়া ঘটনাটাকে কেন্দ্র করে অনেক তোলপাড় হয়ে গেল।আজকেও আমাদের IIT তে যেতে বলছিলেন বড় ভাইয়ারা।আজকেও গতকালের মত চরম ভয়ে ছিলাম।কিন্তু আজ আর তেমন হয়নি।IIT এর প্রথম এবং দ্বিতীয় ব্যাচের ভাইয়া আপুরা আমাদের সাথে অনেক ভালো ব্যাবহার করেছেন।এবং গতকালের বিষয়টিকে নিয়ে অনেক আলোচনাও করলেন।তারা আগের দিনের মত তৃতীয় ব্যাচের ভাইয়া আপুদের মত আমাদের সাথে মিসবিহেব(যদিও আমাদের ভালোর জন্যে) করেনি।বরং তারা আরো বেশী বন্ধুসুলভ আচরন করেছেন এবং কেয়ার নিয়েছেন আমাদের প্রতি।

গতকালের ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের IIT ল্যাবে আমাদের ইন্সটিটিউটের হ্যাড এবং অন্যেরা প্রফেসর এবং আগের তিন ব্যাচের ভাইয়া আপুরা মিলে এ নিয়ে অনেক আলোচনা হল।গতকাল জাহানারা ইমাম হলে মাত্র দুজন মেয়ে ছিলো।যাদের সাথে এমন কোন প্রকার অশুভ আচরন করা হয় নি।তারা নিজেরাও এ স্বীকার করেছেন।ইন্সটিটিউটের হ্যাড আমাদের আশ্বাস দিয়েছেন যে এমন আর হবে না আর যদি হয় তাহলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।এবং তিনি দু একজন আপুকে ডেকে জিজ্ঞেস করেছেন।তারা হলেন IIT এর তৃতীয় ব্যাচের উর্মি এবং মুনমুন আপু।তারাও এমন কিছু করছে তা বলে নি।অতএব এটাকে মিথ্যা ও বানোয়াট বলে আখ্যায়িত করেছেন ইন্সটিটিউটের হ্যাড।এ নিয়ে Arif R Hossain ভাই একটা স্টেটাসও দিয়েছেন যে এটি মিথ্যা।এ হলো ভিতরের কাহিনী।

কিন্তু ক্লাস শেষ হয়ে যাবার সময় যখন সিড়ি দিয়ে নামতেছি তখন একটি মেয়েকে বলতে শুনলাম যে আমার সব খুলে বলা উচিত ছিলো।কিন্তু ভয়ে বলিনি।যখন স্যার বলছিলো যে আমরা নির্ভয়ে বলতে তখনো বলতে পারিনি যদি আপুরা আবার কিছু বলে এই ভেবে।বাট মেয়েটার নাম মনে নেই ইভেন বোখরা থাকায় খেয়াল করে চিনতে পারি নাই।এটা হল বাহিরের খবর।

এ হল আসল ঘটনা।এখন এটা সত্যি কি মিথ্যা এ নিয়ে আসলেই কনফিউজড্!



২২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

অরিন্দম007 বলেছেন: আর কোন বিশ্ববিদ্যালয়ে কি ছেলে-মেয়েরা পড়ে না ? আপনার কথাই প্রমাণ করে এখানে রাগিং মহামারি রূপ ধারণ করেছে । কারণ আপনি লিখেছেন : ডেইরি এবং প্রান্তিক গেট এ বড় বড় দুটি ব্যানার ঝুলছে। দুটি ব্যানার এই বলে দেয়া আছে র‍্যাগিং এর শিকার হলে প্রোক্টর এর সাথে যোগাযোগ করার জন্য, সাথে নাম্বার দেয়া আছে। কেও যদি র‍্যাগিং এর শিকার হয়ে প্রশাসন এর সাথে যোগাযোগ না করে ফেসবুক এ পোস্ট দেয় তাহলে তার সত্যতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে।


আমরা ভাল করেই জানি অন্যসব বিশ্ববিদ্যালয়ের চেয়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে লিভ টুগেদার মারাত্মকভাবে বেশী । তাদের নোংড়ামীর ব্যাপারগুলো অভিভাবকরা ভাল করে জানে । এবছর আমার এক বন্ধু বোনের মেয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলো ।তারপরও তাকে ব্রাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে ।


হাসালেন, এক জন নবীন ছাত্র-ছাত্রীর কি সেই সাহস আছে , এসব গুন্ডা-পান্ডাদের বিরোদ্ধে অভিযোগ করার ? কারণ এসব গুন্ডা-পান্ডাদের ভিসি আর পোক্টররা লালন-পালন করেন । এদের জন্ম দিনে কেক কেটে আনন্দ করেন ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

বাসকপাতা বলেছেন: ভাইয়া আমদের ভার্সিটিটা ১০০% আবাসিক । এখানে কেও লিভ টুগেদার কিভাবে করবে বুজলাম না ।

২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

নাজমুল৪৩৩ বলেছেন: বুঝলাম, অনেক শুনলাম। কিন্তু একি দেখলাম ?????????


বাংলা নিউজ কি মিথ্যা কথা ছাপাইলো??????????? লিঙ্কঃ Click This Link

যদি বাংলানিউজ এর এই খবরকে মিথ্যা প্রমানিত করতে না পারেন, তাহলে দিনের আলোতে ক্ষমা চাওয়ার অনুরোধ করছি।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

বাসকপাতা বলেছেন: এইটা কোন সংবাদ নয় , এতা একটা ব্লগার এর মুক্ত মত । Please read carefully.

Click This Link

২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

মোর জ্বালা বলেছেন: Click This Link

২৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

ধানের চাষী বলেছেন: ঘটনা সম্পূর্ণ বানানো, এ ধরণের কোন ঘটনা ক্যাম্পাসে ঘটে নি, মিডিয়াতে নিজে নোংরামি না প্রকাশ করলেও চলে, আজাইরা পাবলিক গুলারে পিডানোর কাম

২৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

হাচিকো বলেছেন: এহ পাগলায় আইছে জাবির মান ইজ্জ্বত বাচাইতে। এরপরে কি কইবা? সেঞ্চুরী মানিক নির্দোষ? সব অপপ্রচার?

জাবি যে দুর্নাম কামাইছে, ঠেকায় না পরলে পরিবারের কোন মেয়ে সদস্যরে ঐ ইউনিতে কেউ পড়তে পাঠাইবো না।

মানুষ ভয় পায়। জাবির নাম শুনলেই মানুষ ভয় পায়। নিজের বোন বা কন্যাকে ঐখানে পাঠাতে মানুষ ভয় পায়।

সন্ত্রাসী কর্মকান্ড ঢাবিতেও আছে। কিন্তু ওখানে মানুষ তাদের মেয়েদের পাঠাতে ভয় পায় না। কিন্তু জাবিতে মানুষ তাদের মেয়েদের পাঠাতে ভয় পায়।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

বাসকপাতা বলেছেন: তারপর ও প্রতি বছর হাজার হাজার মেয়ে ভর্তি ফর্ম উঠাই , পরীক্ষা দেয় এবং ভর্তি ও হয় । কারন তারা জানে এগুলা মিথ্যা, এবং বিছিচন্ন ঘটনা । যা পৃথিবীর সব জাইগাই এ কিছু পশু রুপ মানুশেরা ঘটাই ।

Exception cann't be example

২৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০

আমি মেসি বলছি বলেছেন: মানুষ আমাদের অতীত দেখে মূল্যায়ন করে, এটা দেখে খুবই অবাক হই ভাইয়া।

২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

কিছুই পারিনা বলেছেন: আপনি বলছেন কেউ র‍্যাগিং এর ব্যাপারে অভিযোগ করেনি। আমার কথা কিভাবে করবে? সাধারণ মানুষের যেখানে কোনো নিরাপত্তা নেই সেখানে জাবির মত জায়গায় আবার নিরাপত্তা? অভিযোগ করলেই তো পরে হয়তো ছাত্রীটি ধর্ষনের মত অপরাধের শিকার হতে পারে এবং পরে মেরে ফেলা পর্যন্ত হতে পারে। কিন্তু অপরাধীরা পার পেয়ে যাবে। কারণ তারা প্রশাসনের লালিত-পালিত পশু। যেমনিভাবে পার পেয়ে গিয়েছিলো সেঞ্চুরী মানিকেরা।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

বাসকপাতা বলেছেন: ভাইয়া অভিযোগ না করলে তো স্টেপ নেয়া যাই না তাইনা? আর আমি কথা বলসি আই আই টির হয়ে , এখানে কোন পলিটিকাল নেতা নাই । আছে কিছু শিক্ষক ।

২৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

কিছুই পারিনা বলেছেন: একটা কথা। আপনি বলেছেন, ডেইরি এবং প্রান্তিক গেট এ বড় বড় দুটি ব্যানার ঝুলছে। দুটি ব্যানার এই বলে দেয়া আছে র‍্যাগিং এর শিকার হলে প্রোক্টর এর সাথে যোগাযোগ করার জন্য, সাথে নাম্বার দেয়া আছে।
আমার কথা র‍্যাগিং যদি জাবিতে নাই থাকে তাহলে ব্যানার ঝুলাইছে ক্যান? র‍্যাগিং আছে বলেইতো ব্যানার ঝুলাইছে। ;)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

বাসকপাতা বলেছেন: জাবিতে রাগিং ছিল , এখন নাই । কারন এখন রাগিং করলে ছাত্রত্ব বাতিল হয় ।

৩০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

নষ্ট ছেলে বলেছেন: বার বার কেন জাবির বিরুদ্ধেই র‍্যাগিং এর অভিযোগ আসে?
বাংলাদেশে কি আর কোন বিশ্ববিদ্যালয় নেই?
যারা র‍্যাগিং এর সাথে জড়িত তারা স্বাভাবিক ভাবেই অস্বীকার করবে।
যা রটে তার কিছুটা হলেও ঘটে!

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

বাসকপাতা বলেছেন: জাবিতে রাগিং ছিল , এখন নাই । কারন এখন রাগিং করলে ছাত্রত্ব বাতিল হয় ।

৩১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: মাহাবুব হাসান সাহেব কে আমি ইনবক্স করেছি কিন্তু তিনি কোন রেসপন্স করেনি ! অবাক হলাম ! তবে একসময় জ:বি: রেগিং এর জন্য সুপার প্লেস ছিলো।

রেগিং হচ্ছে এমন একটি শব্দ যেটা অছাত্ররা করলে হয় সন্ত্রাস এবং ছাত্র কতৃক আরেকজন ছাত্রর প্রতি এই আচরন করলে আমরা তাকে রেগিং শব্দে অভিহিত করে থাকে ।

আসল রেগিং এর বিষয় বস্তু হচ্ছে নতুনদের সাথে মজা করে তাদের সংকোচ ও ভয় কে দুর করা । এবং তাদের স্বাগতম জানানো ।

কালকের ঘটনা নিয়ে আমি নিজেও কনফিউজ্ড ! আমিও রেগিং এর শিকার হইছি । মুটামুটি প্যান্ট আছিলো না পরনে এমন অবস্থা । তাই রেগিং নামের প্যাকেটের ভরা সন্ত্রাসের বস্তুটিকে ঘৃনা করি ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

বাসকপাতা বলেছেন: ভাইয়া আমরাও ঘৃনা করি ।

৩২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

নষ্ট ছেলে বলেছেন: বলতে পারতেন কমে গেছে কিন্তু আপনি যেভাবে সরাসরি নাই বলে অস্বীকার করলেন তাতেই প্রমাণ হয় র‍্যাগিং আছে। র‍্যাগিং করলে ছাত্রত্ব বাতিল তাই নাই! বাহ কি সুন্দর যুক্তি দিলেন। আচ্ছা র‍্যাগিং করার কারণে কয়জনের ছাত্রত্ব বাতিল হইছে? কঠোর আইন করার কারণেই সবাই ভদ্র হয়ে গেছে ওয়াও!
অবস্থা কতটুকু ভয়াবহ না হলে গেইটের সামনে ব্যানার ঝুলায়?

৩৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

কিছুই পারিনা বলেছেন: @নষ্ট ছেলে, একমত

৩৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

ঝটিকা বলেছেন: এই পোষ্ট আর কিছু মন্তব্য দেখে খুবই বিরক্ত হলাম। আপনার ক্যাম্পাস, আপনার অনেক আবেগ থাকবে সেটা ঠিক। তাই বলে ধোয়া তুলসি পাতা প্রমান করে কি লাভ? রেগ জাহাঙ্গির নগরে অনেক আগে থেকেই ছিল, যে কোন সময় তা মাত্রা ছাড়িয়ে যেতেই পারে। মাত্রা ছাড়ালে তা কোন পর্যায়ে যায় তা আমি জানি। আর বুঝলাম না, যে রেগ দিছে সে কোন দুঃখে আপনার কাছে স্বিকার করতে যাবে? যত্তসব X( X((

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

বাসকপাতা বলেছেন: আপনি কি করে সিওর হলেন যে মেয়েটাকে র‍্যাগ দেয়া হয়েছে?? মেয়েটা টিচারদের কাছে নালিশ দিতে ভয় পায় অথচ সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে ভয় পায় না। যত্তসব । আপনার যদি জাবি সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা থাকে সেটা একান্তই ব্যাক্তিগত । অন্যান্য ছাত্র-ছাত্রী কোনভাবেই তার জন্য দায়ী না । সব পোস্টে আপনার এক ই কমেন্ট । পোস্ট পড়েছেন বলে তো মনে হয় না।

৩৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

নাজমুল৪৩৩ বলেছেন: ঝটিকা বলেছেন: এই পোষ্ট আর কিছু মন্তব্য দেখে খুবই বিরক্ত হলাম। আপনার ক্যাম্পাস, আপনার অনেক আবেগ থাকবে সেটা ঠিক। তাই বলে ধোয়া তুলসি পাতা প্রমান করে কি লাভ? রেগ জাহাঙ্গির নগরে অনেক আগে থেকেই ছিল, যে কোন সময় তা মাত্রা ছাড়িয়ে যেতেই পারে। মাত্রা ছাড়ালে তা কোন পর্যায়ে যায় তা আমি জানি। আর বুঝলাম না, যে রেগ দিছে সে কোন দুঃখে আপনার কাছে স্বিকার করতে যাবে? যত্তসব X( X((

৩৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

হাচিকো বলেছেন: ১। ছাত্রলীগের মিছিলেও হাজার হাজার ছাত্র দেখা যায়।

২। ঠেকায় পরে অনেকে অনেক কিছুই করে। পেটের দায়ে অনেক বোন পতিতাবৃত্তিতেও নামে। কিন্তু তাই বলে সমাজ ভাল হয়ে যায় না।

৩৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

গ্রেটার রোড বলেছেন: ভাই, আপনার কথা যদি মেনেও নেই, ধরে নিলাম ঘটনাটি ঘটেনি। কিন্তু আপনি যেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বললেন সেটা কি ঠিক হল?আমরাও তো বিশ্ববিদ্যালয়ে পড়ি, জাবির মত এত "বিচ্ছিন্ন ঘটনা" আর কোথাও দেখিনি। তারপরও কি আপনি বলবেন জাবিতে র‍্যাগ নেই?

৩৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

স্বর্ণমৃগ বলেছেন: একজন দ্বায়িত্বশীল মানুষ হিসাবে আরেকজন মানুষের মানবিক আবেদনে সাড়া দিয়েছিলাম। আমি হিরো হতে চাইনি কিংবা জাবি'র ভাবমূর্তিকে নষ্ট করতে চাইনি কারন এতে আমার কোন ব্যক্তিস্বার্থ বা অন্য কোন স্বার্থ জড়িত ছিলনা, এখনো নেই।
আমার অবস্থানে আপনি থাকলে হয়ত মাথা ঠান্ডা রাখতে পারতেন কিন্তু একটা মানুষ আমার কাছে সহযোগীতার জন্য অসহায়ভাবে কাঁদছে এটা দেখার পরে আমি আর অপেক্ষা করতে পারিনি,
কারন ছেলেটার ভাষ্য অনুযায়ী খোজ নেবার সময় ও ছিলনা।
তাই যতদ্রুত সম্ভব আমি কিছু একটা করতে চেয়েছিলাম ফ্রেন্ডলিস্টের বন্ধুদের মাধ্যমে, কিন্তু পরে ঘটনা সম্পুর্ন অন্যদিকে মোড় নিল।
এখন আপনারা যদি মনে করেন একজন মানুষের মানবিক আবেদনে সাড়া দিয়ে আমি শাস্তিযোগ্য অন্যায় করেছি, তবে আমাকে শাস্তিই দিন।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

বাসকপাতা বলেছেন: না জেনে শুনে এরকম একটা পোস্ট করার কোন অধিকার আপনার নাই। এতগুলি মেয়ের অভিযোগ আপনি কি করে এড়াবেন? মাহবুব সাহেব, আপনি একটা কাল্পনিক ঘটনাকে কেন্দ্র করে সমস্ত ছাত্রীদের নামে যে সকল কথা শুনিয়েছেন সেটা আপনি মোটেও ঠিক করেন নি । আগে ভাবেন । আপনিই বলেন আপনার শাস্তি কি হওয়া উচিত। ঘটনার দায় মুক্তির জন্য এখন ইডেনের দিকে নেক নজর দিছেন। হিট লিস্ট এ আর কারা কারা আছে?

৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

ঝটিকা বলেছেন: পোস্ট পড়িনাই আপনাকে কে বলল? আপনারাও তো সব পোস্ট এ জাবি কে পুত-পবিত্র বানিয়ে ছাড়ছেন। আমার বক্তব্যও তাই একই হবে এটাই স্বাভাবিক।

জাবির প্রতি আমার ব্যক্তিগত কোন আক্রশ নেই, প্রশ্নই আসে না। আমার ভার্সিটিতেও (নাম বলতে চাচ্ছি না) র‌্যাগ প্রথমে কয়েক বছর সহনীয় পর্যায়ে স্বল্প বিস্তরে ছিল। আমাদের সময়ই হটাৎ করেই তা খুব ভয়ংকর রুপ ধারন করে। যদিও পুরোটা শুধু ছেলেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। টিচাররা সাথে সাথে পদক্ষেপ নিয়ে নিয়ন্ত্রন করেন, এখন পুরোপুরি র‌্যাগ মুক্ত। আমাদের ক্যাম্পাস রাজনীতির প্রভাব মুক্ত ছিল বলে টিচার রা সহজে নিয়ন্ত্রন করতে পেরেছেন।জাবি কি সে রকম? ওখানে রাজনৈতিক কারনে যেখানে ছাত্র খুন হচ্ছে, অস্ত্রের মহড়া হয় কতৃপক্ষের ক্ষমতা সীমিত, সেখানে র‌্যাগ তো মামুলি ব্যাপার। তারপরও আপনারা গায়ের জোরে খারাপ কে ভালো প্রমাণ করতে চাচ্ছেন কোন নীতিতে? যদিও পক্ষে-বিপক্ষে কোন প্রমান নেই, এটা তো ঠিক যা রটে তা কিছুটা বটে। কোন কিছু প্রকাশ্যে রাস্তা-ঘাটে না ঘটা পর্যন্ত কি আপনাদের বিশ্বাস যোগ্য হবে না? আমারো ফ্যামিলির এবং পরিচিত অনেকেই জাবির স্টুডেন ছিল এবং আছে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

বাসকপাতা বলেছেন: দেখুন আমাদের জাবিতে রাগিং ছিল , এখন নাই । কারন এখন রাগিং করলে ছাত্রত্ব বাতিল হয় । আপনি ঘটনার বিশ্লেষণ না করেই তালগাছ আমার টাইপ নীতিতে কথা বলতেছেন । যেখানে একটি ঘটনা ঘটেনি , সেখানে আমরা কি ভাবে গায়ের জোরে খারাপকে ভালো করতে চাচ্ছি ? আপনি বলতেছেন এর পক্ষে- বিপক্ষে কোন প্রমাণ নাই । আমি বলব যে এর বিপক্ষের প্রমাণ আপনি চান না । জাবি এর এই ঘটনা নিয়ে সামু তে যতগুলো পোস্ট আছে তার সবগুল পোষ্টেই আমরা প্রমাণ দিয়েছি । আপনি যদি আসলেই সত্য উন্মোচনের পক্ষে থাকেন তাহলে আসা করবো প্রমাণ গুলো পরবেন । যাকে নিয়ে এত ঘটনা সেই ছোট আপুটিও আজ ক্লাস করেছে ।

৪০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

আমার অন্তর বলেছেন: সুন্দর পোস্ট। সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.