নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসকপাতা

বাসকপাতা › বিস্তারিত পোস্টঃ

একটা মিষ্টি মেয়ের গল্প।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০০

"গল্প বলি, একটা মিষ্টি মেয়ের গল্প। মেয়ের নাম জিনিয়া।
জিনিয়ার শেষে একটা 'স' বসালেই জিনিয়াস। আমাদের গল্পের
জিনিয়াও জিনিয়াস। পড়াশুনা ওর কাছে কেমন, আপনার আমার
কাছে ক্যান্ডিক্রাশ যেমন। ক্যান্ডিক্রাশে আমরা একটার
পরে একটা স্টেইজ পার হই চরম অানন্দ নিয়ে। জিনিয়াও
পড়াশুনার স্টেইজগুলো একটার পর একটা পার সেইম আনন্দ নিয়ে।
ফলাফল
৫ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি
৮ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি
এস এস সি তে গোল্ডেন এ প্লাস
এইচ এস সি তে গোল্ডেন এ প্লাস
তারপর?
তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন
টেকনোলজি ইন্সটিটিউটে চান্স পেয়ে গেল জিনিয়া।
তারপর?
৪ বছর শেষে ৪.০০ স্কেলের গ্রেডে ৩.৯০ পেয়ে স্নাতক
পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান।
তারপর?
স্নাতকোত্তরেও ১ম সেমিস্টারে ৪.০০ পেয়ে আবারো প্রথম হন
স্থান।
বলে রাখা ভালো, গল্পের জিনিয়ার বাবা নেই। বাবা নেই তবুও
তার এই দুরন্ত পথচলা। খুব সহজভাবে জিনিয়াস জিনিয়া তার
স্বপ্ন পুরনের প্রত্যেকটা ধাপ উতরে যাচ্ছে সফলভাবে।
আমি নিশ্চিত সামনে বড় কোন আইটি বিশেষজ্ঞ হয়ে যাবে সে।
কিন্তু ঠিক এই মুহুর্তে জিনিয়া নামের এই মিষ্টি জিনিয়াস
মেয়েটার ব্লাড ক্যান্সার ধরা পড়ল। তার এই ক্যান্সার
নিরাময়ের জন্য বিদেশে নিয়ে যেতে হবে। প্রয়োজন ৭৫ লক্ষ
টাকা।
কী ভেবেছেন? এটা বাংলা সিনেমার গল্প? স্ক্রিপ্ট রাইটার
ইচ্ছেমত নায়িকাকে ফেভার দিয়ে যাচ্ছেন! বাবা নেই
বলে সিমপ্যাথি নিচ্ছেন! তারপর নায়িকার একটা অসুখ
বাঁধিয়ে গল্পে সস্তা টুইস্ট দিয়ে দিচ্ছেন!
নাহ। এটা বাংলা সিনেমার স্ক্রিপ্ট না। এটা অামাদের
জিনিয়াস জিনিয়ার গল্প। আমাদের মিষ্টি মেয়ে জিনিয়ার
গল্প। পুরোটাই সত্যি গল্প।
জিনিয়া সম্পর্কে অামার ছোট বোন। ও জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি ইন্সটিটিউটে পড়ে। ওর
দুরন্ত পথচলা থেমে গেছে এক মরণব্যাধি ক্যান্সারে। প্রয়োজন
৭৫ লক্ষ টাকা।
অামি কোন এনোনিমাস আইডি না। আমার পরিচয়, নাম,
ঠিকানা সব আছে। আপনাদের কাছে প্রতিদিন সাহায্য
চেয়ে পোস্ট দেইনা। জিনিয়া অামার ছোটবোন, আমার
ভার্সিটির আদুরে ছোট বোন। নিজের
বোনটাকে বাঁচাতে আপনাদের আপনাদের দারস্থ্য হয়েছি। ওর
বাবা বেঁচে থাকলে হয়তো এটাও করতে হতোনা। আমরা ভাই,
বন্ধুরাই ওর একমাত্র ভরসা। আপনারা অনেকেই
সহযোগিতা করতে চান কিন্তু অনেক ভুয়া কিছুর
খপ্পরে পড়ে পড়ে আপনারা সেই আগ্রহ হারিয়ে ফেলেছেন।
অামি আবারো বলছি আমি এনোনিমাস আইডি না। জিনিয়ার
জন্য সহযোগিতা করলে আপনার একটা টাকাও এদিক ওদিক
হবেনা আমি কথা দিচ্ছি।
প্রয়োজনে আমাকে এসে ধরে গলা ধাক্কা দিয়ে নিজের
টাকা উসুল করে নিয়েন। তবু প্লিজ
ছোটবোনটাকে বাঁচাতে এগিয়ে আসুন। যে যা পারেন, প্লিজ।
জিনিয়াকে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য
জিনিয়ার আম্মুর বিকাশ নং – 01923112269
জিনিয়ার বড় ভাই মো: জসিম উদ্দীন-এর বিকাশ নং(1) – 01738275127
জিনিয়ার বড় ভাই মো: জসিম উদ্দীন-এর বিকাশ নং(2) – 01714361789
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। টাকা, ডলার অথবা যেকোন বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে
Account Name: Md Jashim Uddin (Zenia's Brother)
Account No-18117105901
Standard Chartered Bank
Gulshan North Branch
Branch Routing No- 215261900
SWIFT Codes for Bangladesh: SCBLBDDX
জিনিয়ার বড় ভাই মো: জসিম উদ্দীন-এর DBBL account:
Account Name: Md Jashim Uddin (Zenia's Brother)
Account No-1821010081213
Dutch Bangla Bank Limited
জিনিয়ার বড় ভাই মো: জসিম উদ্দীন-এর DBBL Mobile Banking account :
017143617897
ইভেন্ট: Let's Save Humanity ,Save a smile, Save Zenia
ক্যান্ডিক্রাশ খেলতে খেলতে লাইফ প্রয়োজন হয়।
আপনি লাইফের জন্য বন্ধুকে রিকোয়েস্ট পাঠান। জিনিয়ারও
আজকে একটা লাইফ দরকার। খুব দরকার। ওকে একটা লাইফ দিন
প্লিজ।"
( Courtesy: Apel Mahmud ।
এভাবে সাজিয়ে আমি লিখতে পারতাম না , তাই আপেল
ভাইয়ের দেওয়া স্ট্যাটাস থেকে কপি করলাম )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.