নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়তে এলাম দেখতে এলাম।

যত মত, তত পথ

বাতিল প্রতিভা

শুধু সময়ের প্রয়োজনেছুটছি ......

বাতিল প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

সরকার ৪৫ MLM কোম্পানির নিবন্ধন বাতিল করেছে । ডেসটিনিও সেই তালিকায় ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৫

ডেসটিনির গরু-ছাগলের আতঙ্কে যারা ফোন ধরতে ভয় পান, তাদের এবার আপনিই ফোন করুন । আপনাদের জন্য ডেইলি সান থেকে পড়ে সরাসরি বাংলায় অনুবাদ করে দিলাম ।



বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত জয়েন্ট স্টক কোম্পানির নিবìধকের কার্যালয় (RJSC) থেকে ভুয়া ঠিকানা ব্যবহার করায় ডেসটিনি-2000 লিমিটেড সহ ৪৫ টি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির (MLM) নিবন্ধন বাতিল করা হয়েছে ।



স্বরাষ্ট্র মন্ত্রীর কাছ থেকে নিশ্চিত হয়ে বাণিজ্য মন্ত্রী ফারুক খান সোমবার প্রস্তাবটি অনুমোদন দেন । বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান , বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই RJSC থেকে নিবন্ধিত ৪৫ MLM কোম্পানির বিরুদ্ধে নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছে ।



কর্মকর্তা আরও বলেন, MLM কোম্পানীগুলো সাধারণতঃ ভবিষ্যতে বিভিন্ন কৌশলে গ্রাহকদের প্রতারণার উদ্দেশ্যে ভুয়া ঠিকানা ব্যবহার করে আসছিল । সরকারী গোয়েন্দা সংস্থা বিষয়টি RJSC কে নিশ্চিত করেছে ।



পুলিশের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ভুয়া ঠিকানা ব্যবহারকারী এমএলএম কোম্পানির মধ্যে রয়েছে­ ভিশন (প্রাইভেট) লিমিটেড (রেজি-সি২২২৩) ঠিকানা ৫, সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা। ইন্টারন্যাশনাল টং চেং প্রোডাক্টস (বিডি) লিমিটেড, ৩৭০ এলিফ্যান্ট রোড, ধানমন্ডি। ডেসটিনি-২০০০ লিমিটেড (রেজি-সি-৪২০৭৫), ঠিকানা-ইস্টার্ন হাউজিং লিমিটেড, সিদ্ধেশ্বরী রোড, এমডির (ব্যবস্খাপনা পরিচালক) নাম হোসনেয়ারা ইসলাম। ওশান মার্কেটিং কোম্পানি লিমিটেড (সি-৪৩৮৩৯), ঠিকানা প্লট নম্বর ২, মেইন রোড ১, মিরপুর ১৩। সোয়াবস ইন্টারন্যাশনাল (সি-৬৯৫৫৩), হাউজ নম্বর ০১, রোড নম্বর ১৩, সেক্টর নম্বর ৬, ফ্ল্যাট নম্বর-৪/এ, উত্তরা। মাল্টিভিশন-২০১০ লিমিটেড (সি-৮২২০১) এমডি মো: আখতার হোসেন ভূঁইয়া, টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স, রুম নম্বর ৪২০, পঞ্চম তলা, কাকরাইল। হারবা লাইফ ইন্টারন্যাশনাল (সি-৭১৯৯৪) ১০২, কাকরাইল পঞ্চমতলা। ফর লাইফ কনসোর্টিয়াম লিমিটেড (সি-৭৩৮০৬), হাউজ নম্বর ২/এ উপমা প্লাজা ষষ্ঠ তলা, ব্লক এ, রোড নম্বর ৪, সেকশন ৬, মিরপুর। ব্রেভো আইটি ইন্টারন্যাশনাল লিমিটেড। এমডি মো: মোখলেসুর রহমান পাটোয়ারী। ঠিকানা লেভেল নম্বর ৫, ব্লক নম্বর এ অফিস নম্বর ০৯-১২, বসুìধরা সিটি, পান্থপথ। ভিলেজ ওয়ার্ল্ড নেটওয়ার্ক (সি-৭৫৮১৮) ৩৮, ইনার সার্কুলার রোড, এমডি খায়রুজ্জামান পাটোয়ারী। স্কেচ লিমিটেড (সি-৭৯০৪১) এমডি গাজী সালাহউদ্দিন মাহমুদ, হাউজ নম্বর ৫১৭/৫, রোড নম্বর ১০, বারিধারা। রয়েল ড্রিম লিমিটেড (সি-৭৯৫০১) এমডি মো: নূরুল হুদা, ঠিকানা ৫৫/১ পুরানা পল্টন, পঞ্চম তলা। উত্তরা গ্রীন সিটি লিমিটেড (সি-৭৯৭৩১) এমডি মো: তাসলিম হাসান, হাউজ নম্বর ২৪৮, রোড নম্বর ০৭ ডিওএইচএস, বারিধারা। মাল্টিফোকাস বিজনেস সিস্টেম লিমিটেড (সি-৭৯৭৭০) এমডি এইচ এম হাসান আল মামুন। ঠিকানা ৫০৪ ওয়ারলেস রেলগেট, মগবাজার। গৃহনির্মাণ মার্কেটিং লিমিটেড (সি-৮০২৫৮), হাউজ নম্বর-৪৭, রোড নম্বর-০৭, সেক্টর -৯ উত্তরা। এসএমএন গ্লোবাল, এমডি লিম মেং ফিউ, ফিরোজ টাওয়ার, অষ্টমতম তলা, ১৮৫২/৩-বি বীর উত্তম কাজী নুরুজ্জামান রোড, পান্থপথ। সিজ-এইম করপোরেশন লিমিটেড (সি-৮১০৪৫) এমডি মো: সাইফুল ইসলাম রাশেদ, ঠিকানা হাউজ নম্বর ১০, রোড নম্বর ১৪, সেক্টর ৯, উত্তরা। মাস্ক মার্কেটিং প্রাইভেট লিমিটেড (সি-৮১৫৯৪) ঠিকানা সি/১০৯ লালকুঠি তৃতীয় কলোনি, মিরপুর। গ্যানো ‘ই’ ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড (সি-৮১৮৯৫) এমডি এস এম শাহরিয়ার, হাউজ নম্বর ১১৫/এ ব্লক এফ, রোড নম্বর ০৩, বনানী। এসবিশন ড্রিম মার্কেটিং কোম্পানি লিমিটেড (সি-৮১৯৪৮) এমডি শান্তনু বিশ্বাস, ২০-২১ সিটি ভবন, সপ্তমতম তলা বঙ্গবìধু এভিনিউ, গুলিস্তান। বìধন অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেড (সি-৮১৯৯৬) এমডি মো: শরিফ উদ্দিন, ৯/এ ১০তম তলা শতাব্দী সেন্টার, ফকিরাপুল, ঢাকা। টোন অ্যান্ড টিউন নেটওয়ার্ক লিমিটেড (সি-৮৩৫০৪) এমডি রুবাইয়াত জাহান, ২২৬, বড়মগবাজার, ঢাকা। প্লাস গেইন কোম্পানি লিমিটেড (সি-৮৫৩১৮) এমডি অপূর্ব ওঝা, ১৪/ডি বাঁশবাড়ি, মোহাম্মদপুর। ইভা টেলিকমিউনিকেশন লিমিটেড (সি-৮৭০০১), এমডি মনিরুল ইসলাম খান, ১৩/৫ ব্লক এ আরোঙ্গজেব রোড, মোহাম্মদপুর। জি ই-কম লিমিটেড (সি-৯২০১৫) এমডি মো: রশিদুজ্জামান, ৬/এ-৩, ৬/এ-৪ ব্লক সি মেইন রোড, নবোদয় হাউজিং, আদাবর। নাফ ইন্টারন্যাশনাল (সি-৭৮৯২২) এমডি মো: আব্দুল শাহ আল-মামুন, ক-১৯৬-৪, তেঁতুলতলা, খিলক্ষেত। ফেইথ মার্কেটিং সিস্টেম লিমিটেড (সি-৪৩৯০৬) ৪২৮, শাহীনবাগ, পুরাতন বিমানবন্দর সড়ক, তেজগাঁও। গার্ডন নেটওয়ার্ক লিমিটেড (সি-৪০৬৭৮) বাড়ি নম্বর ৪৮৯, রোড নম্বর ৩২, ডিওএইচএস, ঢাকা। গ্লাসিয়ার (বিডি) লিমিটেড ৭১ এয়ারপোর্ট রোড। গেনোডেরমা স্টোকিস্ট বাংলাদেশ লিমিটেড (সি-৪৫১০৩) বাড়ি নম্বর ৩৬৪, রোড ২৭, নিউ ডিওএইচএস, মহাখালী। ভিয়ানশী বাংলাদেশ কোম্পানি লিমিটেড (সি-৫৪৬৬৫), হাউজ নম্বর ১০, রোড ১০, সেক্টর ১, উত্তরা। লয়েড ভিশন প্রাইভেট লিমিটেড (সি-৬৯৫৯৮), হাউজ নম্বর ১৩, রোড নম্বর ১৭, ব্লক ডি, বনানী। সুখসারী বাংলাদেশ লিমিটেড (সি-৭৬৭৯১) এমডি মো: ফজর আলী দীপ চৌধুরী, ৪৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল। গ্রীন অ্যাকটিভ বিজনেস সিস্টেম লিমিটেড (সি-৭৭২৭১) এমডি মো: জসিমউদ্দিন, স্যুট ১১-ডি, ৩৩ তোপখানা রোড। লিবার্টি (বিডি) নেটওয়ার্ক মার্কেটিং লিমিটেড (সি-৭৯৮৮২) এমডি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, ৭৫/এ নর্থ সাউথ রোড, কোতোয়ালি রোড, ঢাকা। রয়েল ভিশন প্রাইভেট লিমিটেড (সি-৮০৫৪৩) এমডি আবুল কালাম আজাদ, হাউজ নম্বর ০৬, রোড নম্বর ০৫, ব্লক-সি, রামপুরা। রয়েল ড্রিম ইন্টারন্যাশনাল (সি-৮২৯১৮) এমডি শাহজাহান সেলিম বুলবুল, ৩০, পুরানা পল্টন। ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড (সি-৮৩০৬৬) এমডি মি.রেক্স জেনি মগান, ১২২-১২৪ মতিঝিল বি/এ, ঢাকা। ওয়ান মিলিয়ন প্রাইভেট লিমিটেড (সি-৩৩২২৫) এমডি মো: সাজেদুল ইসলাম, ১১৫, মুরাদপুর মাদরাসা রোড, জিরো পয়েন্ট, কদমতলী। মেগা পলিস লিমিটেড (সি-৮৭০৯০) এমডি সালেহীন কামাল, ১ আব্বাস গার্ডেন, মহাখালী। জিওনেট লিমিটেড (সি-৮৯৪৩৫) এমডি আবু সাদাত মো: মাসুম বিল্লা, শাহ আলী টাওয়ার (৯ তলা), ৩৩ কাওরানবাজার, তেজগাঁও। গোল্ডেন ফিদা লিমিটেড (সি-৮৪৬৭০) এমডি কৌশিক আহমেদ, সান টাওয়ার, ২৪/১ চামেলীবাগ, শান্তিনগর। ন্যাচারাল হার্বস লিমিটেড (সি-৮৪৩৫৬) এমডি শেখ মোহাম্মদ মনসুর এবং দি এইম সলিউশন প্রাইভেট লিমিটেড (সি-৮৩৪৪৪) এমডি অমর চন্দ্র মিস্ত্রি, লালবাগ রোড।

Destiny-2000 Ltd, Ocean Marketing Company Limited, Sohabos International Ltd, Herbal Life International, For Life Consortium Ltd, Bravo IT International Ltd, Village World Network Company Ltd, Sketch Ltd, Royal Dream Ltd, Uttara Green City Ltd, Griho Nirman Ltd, SMN Global Ltd, Siege Aim Corporation Ltd, Musk Marketing Private Ltd , Gano E World Wide Ltd, Exhibition Dream Market Company Ltd, Bondhan Associates Pvt Ltd, Multivision -2010, Tone and Tune Network Ltd, Plus Gain Company Ltd, Eva Telecommunication Ltd, G- E- Com Ltd, Naf International Ltd, Faith Marketing System Ltd , Gadone Network Ltd, Glaciar (BD) Ltd, Ganoderema Stokist Bangladesh Company Ltd, Bhianchi Bangladesh Company Ltd, Loyal Vision Ptd Ltd , Shuk Sari Bangladesh Limited, Green Active Business System Ltd, Liberty (BD) Network Market Private Ltd, Royal Vision Pvt Ltd, Royal Dream International Ltd, For Ever Living Products Bangladesh Limited, One Million Ptd Ltd, Mega Polish Ltd, Gonet Ltd, Golden Fida Ltd, Natural Herbal Ltd, and the Aim Solution Private Ltd. >









কর্মকর্তা জানিয়েছেন, রেজিস্ট্রেশন নেয়ার সময় কোম্পানিগুলো উল্লিখিত ঠিকানা ব্যবহার করেছে। কিন্তু পুলিশি তদন্তে এই ঠিকানাগুলো সঠিক পাওয়া যায়নি। তাই শিগগিরই এই কোম্পানিগুলোর নিবìধন বাতিল করা হবে। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্খাও নেয়া হবে।





মুল লেখা ( ইংরেজি)



ডেসটিনির গরু-ছাগলের আতঙ্কে যারা ফোন ধরতে ভয় পান, তাদের এবার আপনিই ফোন করুন ।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৮

১১স্টার বলেছেন: ভাই সত্যি সত্যি যদি ডেস্টিনি বাদ হয় তাহলে আপনার ঠিকানা দিয়েন মিষ্টি পাঠাইয়া দিবো।কোটি পতি হবার যন্ত্র দেখুন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৫

বাতিল প্রতিভা বলেছেন: [email protected] আমার ইমেইল । ডেসটিনি বাদ হলে আওয়াজ দিয়েন । একসাথে মিষ্টি খাওয়া যাবে । আপনার লেখাটি পড়লাম । ভালো লাগল ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৪

মমি বলেছেন: হায় ! হায়! টাই পরা হকারদের কী হবে ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১১

বাতিল প্রতিভা বলেছেন: ডেস্টিনির এক পাগল এই খবর দেখে তার তো রীতিমত কান্নার অবস্থা । তার ডাউনলাইনে ৬০০০০ টাকার মামলা । পূজার ছুটিতে বাড়ি যেতে ভয় পাচ্ছে ।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৭

শিপু ভাই বলেছেন: এতে ডেস্টিনিরই লাভ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৮

বাতিল প্রতিভা বলেছেন: এইডা আমিও ভাবতেছি, দেখা যাবে ডেসটিনিরে বাদে সবগুলারে ভাগায়ে দিছে ।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৮

মানব সন্তান বলেছেন: আলহামদুল্লিলাহ্‌ B-)) B-))

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩০

বাতিল প্রতিভা বলেছেন: হাসতে থাকেন । দেখেন শেষ পর্যন্ত কি হয় ।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩২

সুপান্থ সুরাহী বলেছেন:
খবরটা খুশির হলেও কারও কারও জন্য একটা নয়া ভুমিকম্প...

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৪

বাতিল প্রতিভা বলেছেন: ডেস্টিনির এক পাগল এই খবর দেখে তার তো রীতিমত কান্নার অবস্থা । তার ডাউনলাইনে ৬০০০০ টাকার মামলা । পূজার ছুটিতে বাড়ি যেতে ভয় পাচ্ছে ।

বোঝেন অবস্থা ।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৯

জহির উদদীন বলেছেন: ডেস্টিনির ডেন্টিস্ট সরাসরি সরকার...কিছ্ছু হবে না।

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৩

বাতিল প্রতিভা বলেছেন: দেখি শেষ পর্যন্ত কি হয় ??

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৯

শিশেন সাগর বলেছেন: Bhaire pagol houk chagol houk tk ke nia jay dekhen.. Ar amago desher sorkar bebosta.. Nibondhon hoise kundin ar tikana vul dise eita bair ko tk o kundin .. Hayre desh ar guyendha songsta..

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৬

বাতিল প্রতিভা বলেছেন: আমরা নীরব দর্শক ।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৭

লুকার বলেছেন:
১।তথ্য/ঠিকানা ভূয়া কিনা, পরিচালকদের পূর্ব ইতিহাস কী, এসব তো নিবন্ধন দেয়ার আগেই খোঁজ নেয়ার কথা।
২। এম এল এম ব্যবসাটাই অবৈধ, সেখানে অবৈধ ব্যবসার নিবন্ধন হয়েছে কিভাবে? বাংলাদেশ ব্যাংক এদের আর্থিক লেন-দেনের অনুমতি দিল কিভাবে?
৩। ডেসটিনির সাথে অনেক রাঘব-বোয়াল জড়িত। এটাকে বন্ধ করা কঠিন হবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৮

বাতিল প্রতিভা বলেছেন: ১ আর ২ নং প্রশ্ন আমারও । ৩ নং এর সাথে সহমত ।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৯

সাকিন উল আলম ইভান বলেছেন: সুপান্থ সুরাহী বলেছেন: খবরটা খুশির হলেও কারও কারও জন্য একটা নয়া ভুমিকম্প... মাশাল্লাহ

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০১

বাতিল প্রতিভা বলেছেন: শেষ পর্যন্ত কি হয় কে জানে ?

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০০

মাহবু১৫৪ বলেছেন: চরম। !:#P !:#P !:#P


তবে কেন জানি মনে হয় ডেসটিনি টিকে যাবে। :( :( :(


তাদের গরু ছাগল গুলো তো অনেক বেশি /:) /:) /:)

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০২

বাতিল প্রতিভা বলেছেন: আমারও একই আশংকা ।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৪

নিকটে বলেছেন: অনেক রাঘব বোয়াল বুঝে না বুঝে ডেস্টিনিতে জড়িয়ে গেছেন। তারা ই এখন পথ খুঁজতে প্রয়োজনে সরকারকে প্রভাবিত করবেন, এতে সন্দেহ নাই।

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১৩

বাতিল প্রতিভা বলেছেন: আমারও সন্দেহ নাই ।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৯

কালমেঘ বলেছেন: মাহবু১৫৪ বলেছেন: চরম। তবে কেন জানি মনে হয় ডেসটিনি টিকে যাবে। তাদের গরু ছাগল গুলো তো অনেক বেশি

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০৯

বাতিল প্রতিভা বলেছেন: শেষ পর্যন্ত কি হয় কে জানে ?

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৩

দর্পন বলেছেন: সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ডেস্টিনির এই প্রতারণার কর্ণদ্বার একজন বীর মুক্তিযুদ্ধা লে জে হারুনুর রশিদ যিনি ডেস্টিনির মাধ্যমে টাকা সংগ্রহ করলেন আর ব্যবসা প্রতিষ্ট্রান করলেন নিজের নামে ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১৪

বাতিল প্রতিভা বলেছেন: ঘটনাটা জানিনা ।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৪

নরাধম বলেছেন: শুনেছিলাম ডেসটিনির সাথে অনেক হোমড়াচোমড়া জড়িত, এত সহজে বাতিল হওয়ার কথা না।

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৩

বাতিল প্রতিভা বলেছেন: নিকটে বলেছেন: অনেক রাঘব বোয়াল বুঝে না বুঝে ডেস্টিনিতে জড়িয়ে গেছেন। তারা ই এখন পথ খুঁজতে প্রয়োজনে সরকারকে প্রভাবিত করবেন, এতে সন্দেহ নাই।

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০২

মাইন রানা বলেছেন: ঘটনা যদি সত্যি হয় তাহলে দেশের খুব লাভ হবে।

তবে ডেসটিনি সাধারন ছাত্র যুবকদের যে পরিমান টাকা চুসে খেয়েছ তাদের তো ঘুস দিতে কোন সমস্যা নাই

আমার মনে হয় এই মাফিয়াদের ঠেকানো মুশকিল !!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৬

বাতিল প্রতিভা বলেছেন: সহমত ।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩৯

আর.হক বলেছেন: এই জন্যই তো ডেসটিনির অফিসের সামনে এতো ভীর চেখে পড়ছে কয়েকদিন ধরে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৮

বাতিল প্রতিভা বলেছেন: এখনো অনেকে নাকি এই খবরই জানেনা । এমনিতেও ওখানে গরু ছাগলের হাট সব- সময় লেগেই থাকে ।

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১২

বিপ্লব৯৮৪২ বলেছেন:

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪৬

বাতিল প্রতিভা বলেছেন: আমারও প্রশ্ন ৪০ লাখের উপরে গ্রাহক । এদের টাকার কি হবে ??

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২৭

মিজভী বাপ্পা বলেছেন: যদি সরকার এটা করতে সক্ষম হয় তাহলে দেশের জনগণের উপর থেকে বড় এক বিপদ কেটে যাবে।

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:০০

সেতু আশরাফুল হক বলেছেন:

এখন থেকে প্রতারিত জনগণের সামনে শুধুই সরকার থাকবে, কোম্পানি নয়। এক ইউনিপে নিয়া যা হইতেছে, এখন যদি ৪৫ কোম্পানি নিয়া শুরু হয় তাইলে তো বিরোধী দল আরও শখানেক এমএলএম কোম্পানি খুলে ফেলবে সরকার পতনের জন্য। এর দুটি সুবিধা জনগনের পকেটের পয়সা নিজের পকেটে ঢুকানো যাবে আবার তাদের দাবীকে জাতীয় দাবীর আকারে সরকার বিরোধী আন্দোলনের শক্তিকে বেগবান করা যাবে। এই বিষয় থেকে বিরোধী দল শিক্ষা নিতে পারে। কৌশলটি যুগান্তকারি বটে।

অবশ্য বিএনপির জন্য বিষয়টি গৌরবের; কারণ সাবেক ও মরহুম অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান নিজে ডেসটিনি লি: -এর বর্ষপূর্তী উৎসবে যোগ দিয়েছিলেন।

''ভাই আসেন সরকারের কাছ থেকে টাকা উদ্ধারের আন্দোলন গড়ে তুলি''

এমএলএম কোম্পানি বন্ধ কেন? স্বরাষ্ট্রমন্ত্রি জবাব চাই।।
আমাদের টাকা ফেরত দাও, অর্থমন্ত্রি জবাব চাই।।


তবে, এমএলএম কোম্পানির দালালদের কানে কানে বলি, সময় থাকতে পালান গো।


মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতির নামে প্রতারণা ।। পর্ব-এক

মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতির নামে প্রতারণা ।। পর্ব-দুই


২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:০০

বাতিল প্রতিভা বলেছেন: সহমত ।
এমএলএম কোম্পানির দালালদের কানে কানে বলি, সময় থাকতে পালান গো।

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:১০

রাষ্ট্রপ্রধান বলেছেন: :-B :-B :-B :-B :-B

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৩

alifaruk বলেছেন: জহির উদদীন বলেছেন: ডেস্টিনির ডেন্টিস্ট সরাসরি সরকার...কিছ্ছু হবে না।

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৩

দূরবীনের ধ্রুব বলেছেন: জয়ের ইউনিপের নাম নাই দেখি!!!!!!!!!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৯

বাতিল প্রতিভা বলেছেন: ঐ **গুলা শহীদ মীনারে অনশন করতেছে । ওখানে মুরব্বী মত কয়েকজনকে দেখে খুব কষ্ট লাগল ।

২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪১

মিঠাপুর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

ভাই আমি যদিও ডেস্টিনি ফেস্টিনি করি না---
তবে আপনার কথা সমর্থন করি না--

এটা এখন আর সম্ভব না।
ওরা আমি যতদূর জানি বছরে প্রায় ৭০০ কোটি টাকা সরকার কে ভ্যাট ও ট্যাক্স দেয়।

সরকার কি করে অবৈধ কোম্পানী থেকে ভ্যাট ও ট্যাক্স নেয়।

আর অফিস পাওয়া যায় নাই---- এইটা তো আবুল মার্কা কথা হল না।

আমার ভায়ের কোম্পানী ছিল একটা বাসার ঠিকানায়। এখন সেটা উত্তরাতে নিছে---সে তো ভ্যাট ও ট্যাক্স দিচ্ছে নিয়মিত।
তার অফিস বন্ধে তো কোন নোটিশ দেয়া হয়নি।


উপরে যারা কমেন্ট করে ---তারা কি অবুঝ নাকি?

আমাকে অনেক অনেক করে বোঝানো হয়েছে --ডেস্টিনি ভাল ,এই ,সেই--হ্যান ত্যান---
আমিও মেনে নিয়েছি ভাল।কিন্তু সেটা আমার জন্য ভাল না।আমি আমার বন্ধুকে সেটা সুন্দর করে বুঝিয়ে বলেছি--তার পর সে আর আমাকে বলেনি।
ছোট চাকরি নিয়েই আমি হ্যাপী।


আমি ও ওদের কোন ভুল খুজে পাই নি--

তাই বলে ওদের বিরোধীতার কোন কারণ খুজে পাই নি--ঐ খানে তো কিছু পোলাপান কমবেশি যাই হোক কিছু না কিছু তো ইনকাম করছে---নইলে বছরের পর বছর কেন ওর পিছনে দৌড়ায়।


আমি হয়ত ভুল করতে পারি

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০৭

বাতিল প্রতিভা বলেছেন: "ভাই আমি যদিও ডেস্টিনি ফেস্টিনি করি না---
তবে আপনার কথা সমর্থন করি না--"

আমার পোস্টটা ভালোভাবে পড়ে দেখুন । আমি শুধু একটি ইংরেজি খবরের বাংলা করেছি মাত্র । নিচে মুল খবরের লিংক দেওয়া আছে ।

'উপরে যারা কমেন্ট করে ---তারা কি অবুঝ নাকি?'

হুম, তারা অবুঝ । কেননা তারা ডেসটিনি পাগলদের মত বলার সাথে সাথে ডেসটিনিতে যোগ দেয়নি । আপনি ডেসটিনির সবগুলো প্যাকেজ জানেন কিনা জানিনা । একটা প্যাকেজ আছে বাচ্চাদের সিডি । সাড়ে ছয় হাজার টাকায় ৫০ টি সিডি । দেখুন কি পরিমাণে লাভ করতেছে । এম.এল.এম. ভালো হইতে পারত, যদি তারা মার্কেটিং এর পাশাপাশি পণ্যের দাম ঠিক রাখতে পারত । তাদের বই অনুযায়ী ৫০০ পয়েন্টের একটা পণ্যে তারা মোট কমিশন রাখে ২৭৭৫/= । এর ৮০% নাকি কর্মীদের মাঝে ভাগাভাগি করে দেওয়া হয়। বাচ্চাদের সিডির সাড়ে ছয় হাজার টাকার বাকি থাকে ৩৩২৫ টাকা । এখন আপনিই বলেন ৫০ টি কার্টুন সিডির দাম কি এত হয় ?? এতে ভোক্তার লাভ কি হল । বড় কথা ডেস্টিনিতে ভোক্তার লাভ বলে কিছু নেই । এখানে শুধু একটিভ বিক্রেতারাই লাভ করে । আর ফাকে ডেস্টিনির মাথারা হয় লালে লাল ।


"আমি হয়ত ভুল করতে পারি"
আপনি ভুল কিনা আরেকটু চিন্তা করলেও বের করতে পারবেন ।

২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪৯

মাটির পিঞ্জিরা বলেছেন: ভাই মিঠাপুর আপনার মাথা গরম হয়ে গেছে ... মাথায় নাইজেলার তেল লাগান ..... জয় বাবা ডেসটিনি ...।

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫০

বাতিল প্রতিভা বলেছেন: :D:D:D:D:D চরম ।

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৫৬

ইকরাম উল্যাহ বলেছেন: মাটির পিঞ্জিরা বলেছেন: ভাই মিঠাপুর আপনার মাথা গরম হয়ে গেছে ... মাথায় নাইজেলার তেল লাগান ..... জয় বাবা ডেসটিনি ...। =p~ =p~ =p~

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫০

বাতিল প্রতিভা বলেছেন: :D:D:D:D:D :)

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৫

কুল_কুয়াইট বলেছেন: Click This Link

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১৯

বাতিল প্রতিভা বলেছেন: কার মধ্যে কি ??

২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৪

মীর মোঃ রোকনুজ্জামান (রনি) বলেছেন: ভাই বড়ই দুঃখের কথা......আমরা দালাল দালাল করে অন্যকে যখন বলি তখন কতই না ভাল লাগে.....এখন প্রশ্ন হলো কে দালালী করে না? কেউ এমএলএম কোম্পানীর দালাল, কেউ শেয়ার মার্কেটের দালাল, কেউ ফরেক্স ট্রেড এর দালাল, কেউ বীমা কোম্পানীর দালাল আবার এখন ব্যাংক গুলোতেও দালালী দেখা যায় আবার দেখেন আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানেও কিন্ত দালালী চলে।।।।। যাই হোক আপনার আমার অনেক ভাইয়েরা আজ হতাশায় ভুগছে তাদের দালাল বলবেন না, প্লিজ। এটা একটা সাধারণ মানুষের বুকে পুলিশের লাথির সমান (২৪-০৯-১১ প্রথম আলো পত্রিকায় ছবি দেখলাম)। এই নিউজটার ফলে যারা লক্ষ লক্ষ এম্এলএম ব্যবসার সাথে জড়িত ভাই ও বোনেরা রয়েছে তারা অবশ্যই "ডেইলী সান" যেখান খেকে এটা অনুবাদিত হয়েছে সেই পত্রিকাটা পড়ার জন্য একবার অন্তত ক্রয় করবে। এতে দেখা গেল লক্ষ লক্ষ পিস পত্রিকা বিক্রয় হচ্ছে।.............এবার একটু ভাবুন তো কে কার দালালী করলো?........আর কারা লাভবান হলো...............যাই হোক কারও কিছুই হবে না, সরকার যখন বলেছে আবার সরকারই এর সমাধন দিবে...চোখ রাখুন।

আর নিরাশ করবেন না কাউকে যারা নিজে থেকে কিছু করার চেষ্টা করে।।।।। কত দেখলাম, নতুন টিভি চ্যানেল আইলো আর প্রতিহিংসায় বন্ধ হইলো, এখন এগুলো টিভি চ্যানেলের মতো লাগে স্বার্থ না থাকলেই বন্ধ নোটিশ.............................. :P :P :P :P :P :P :P :P

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪২

বাতিল প্রতিভা বলেছেন: রনি ভাই আপনার মাথাও গরম হয়ে গেছে ... মাথায় নাইজেলার তেল লাগান............

দালালি ব্যাপারটা সবক্ষেত্রে কিন্তু খারাপ না । যারা দালালি করে অন্যের ক্ষতি করে তারাই কিন্তু প্রশ্নবিদ্ধ । "ডেইলী সান" এর দালালি কইরা আমার দুই পয়সা লাভ হবে না । বড়ং আপনার ডেস্টিনির ভাইবোনেরা উপকৃতই হবেন ।

লোভ আপনাদের এতটাই পেয়ে বসেছে যে, ভাল-মন্দ বোধ হারিয়ে ফেলেছেন । ভাই নিজ চেষ্টায় আরো অনেক কিছু করা যায় ।

ডেসটিনি বন্ধ হোক আর নাই হোক - সময় থাকতে অন্য কিছু করার চেষ্টা করুন । দ্বিমত থাকলে বা আরো কথা বলতে চাইলে ব্লগে আলোচনায় আসুন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৫

বাতিল প্রতিভা বলেছেন: :P:P:P:P:P:P:P:P:P

২৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৩৭

১১স্টার বলেছেন: ইকরাম উল্যাহ বলেছেন: মাটির পিঞ্জিরা বলেছেন: ভাই মিঠাপুর আপনার মাথা গরম হয়ে গেছে ... মাথায় নাইজেলার তেল লাগান ..... জয় বাবা ডেসটিনি ...।

১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:১০

বাতিল প্রতিভা বলেছেন: :D:D:D:D:D

২৯| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:২২

আমি অতি সাধারণ বলেছেন: ১১স্টার বলেছেন: ইকরাম উল্যাহ বলেছেন: মাটির পিঞ্জিরা বলেছেন: ভাই মিঠাপুর আপনার মাথা গরম হয়ে গেছে ... মাথায় নাইজেলার তেল লাগান ..... জয় বাবা ডেসটিনি ...।

হা হা হা ! হিট কমেন্ট ।

০৪ ঠা মে, ২০১২ রাত ৩:৫০

বাতিল প্রতিভা বলেছেন: ডেস্টিনি পোলাপাইনের মাথা এখন এমনিতেই ঠান্ডা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.