![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারে আমি খুজিঁয়া বেড়াই
.
.
ভয়াবহ এক মানসিক ব্যাধির নাম নেকরোফিলিয়া । এ রোগে আক্রান্ত ব্যাক্তি মৃতদেহের প্রতি প্রচন্ডভাবে যৌন আকর্ষন অনুভব করে। হতে পারে এটা ফ্যান্টাসি কিংবা বাস্তবে।
নেকরোফিলিয়া রোগের ইতিহাস বেশ পুরোনো যদিও শব্দটি তত পুরোনো নয়। ইতিহাসের জনক হিরোডোটাসের ইতিবৃত্ত গ্রন্থে মৃতদেহের সাথে যৌন সঙ্গমের উল্লেখ রয়েছে। প্রাচীন মিশরে সুন্দরী কিংবা প্রখ্যাত মহিলা মারা গেলে তাদের মমি করার পূর্বে তিন/চার দিন রেখে দেওয়া হতো যাতে উক্ত মৃতদেহ যৌন সঙ্গমের উদ্দেশ্যে কেউ ব্যবহার করতে না পারে। তাছাড়া পেরুতে মনে করা হতো এর মাধ্যমে মৃতদেহের সাথে জীবিতের যোগাযোগ স্থাপিত হয়।
নেকরোফিলিয়ায় আক্রান্ত রোগী যে শুধু মৃতের সাথে যৌন সহবাস করে তা নয় অনেক সময় সে সহবাসের উদ্দেশ্যে ভিকটিমকে হত্যা করে। পরিসংখ্যানে দেখা যায় নেকরোফিলিয়ায় আক্রান্ত সবরোগীই পুরুষ যাদের বয়স ২০ বছর হতে ৫০ বছর পর্যন্ত। ডাঃ জোনাথন রসম্যান ও ডাঃ ফিলিপ রেসনিক তিন প্রকারের নেকরোফিলিয়া রোগীর উল্লেখ করেছেন :
ক. নেকরোফিলিয়া হোমিসাইড : যারা ভিকটিমের মৃতদেহের সাথে সহবাসের উদ্দেশ্যে ভিকটিমকে হত্যা করে।
খ. রেগুলার নেকরোফিলিয়া : যারা যৌণ আনন্দের জন্য মৃতদেহকে ব্যবহার করে।
গ. নেকরোফিলিক ফ্যান্টাসি : যারা মৃতদেহের সাথে কল্পনায় সহবাস করে যৌণ আনন্দ লাভ করে কিন্তু বাস্তবে করে না।
পরিসংখ্যানে দেখা যায় ক এবং গ এর চেয়ে খ ক্যাটাগরির নেকরোফিলিয়া রোগীর সংখ্যাই অধিক। নেকরোফিলিয়া রোগে আক্রান্ত ব্যাক্তির ৫০%- ই মর্গে চাকুরী করত, কিছু সংখ্যক রোগী গোর খোদক কিংবা সমাধিক্ষেত্রের পহারাদার। বেশকিছু সংখ্যক ত কুখ্যাত সিরিয়াল কিলারও নেকরোফিলিয়া রোগে আক্রান্ত ছিল।
কিং হ্যারড
নেকরোফিলিয়া আক্রান্ত ব্যাক্তির ইতিহাস বেশ পুরোনো। খ্রিষ্টপূর্ব ৩৭ সালে রোমান সম্রাট কিং হ্যারড এ রোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়। তিনি ছিলেন স্বেচ্ছাচারী ও নিষ্ঠুর প্রকৃতির শাসক। ঈর্ষাবশত যে কাউকে খুন করতে তিনি দ্বিধা করতেন না। তার স্ত্রী হ্যাসমোনিয়েনকে হত্যার পর বিশেষ প্রক্রিয়ায় তার মৃতদেহ সংরক্ষণ করে সাত বছর ধরে তার সাথে যৌনক্রিয়া চালিয়ে যান।
আরেকজন কুখ্যাত নেকরোফিলিয়া রোগী স্যার প্রাইস। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্রুতই দ্বিতীয় বিয়ে করেন কিন্তু ১ম স্ত্রীকে মমি করে দ্বিতীয় স্ত্রীকে সাথে নিয়ে একই বিছনায় ঘুমাতেন। দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পরও তাকে একইভাবে মমি করে বিছনায় রেখে দেন। তৃতীয় স্ত্রী দুটো মৃতদেহ নিয়ে একই বিছনায় ঘুমাতে অস্বীকার করলে এ নিয়ে বিরোধ বাঁধে। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত তার এ অস্বাভাবিক আচরন অব্যাহত রাখেন।
যুক্তরাষ্ট্রে হ্যারি ব্যালট নামে এক গোর খাদককে গ্রেপ্তার করা হয় অসংখ্য মৃতদেহের সাথে সহবাস করার কারনে। গ্রেপ্তারেরর পর তার সহজ স্বীকারোক্তি - " আমার পক্ষে জীবিত কোন মেয়ের সাথে সম্পর্ক করা সম্ভব নয় তাই আমি মৃতদেহের সাথে সহবাস করি। এতে কারো কোন ক্ষতি হয়না কিন্তু আমি পুলক লাভ করি"।
নেকরোফিলিয়ার আর এক আলোচিত ব্যাক্তি হলেন ডাঃ কার্ল ভ্যান ক্যাসল। ১৯৩০ সালে ফ্লোরিডায় তিনি ডাক্তারী পেশায় থাকাবস্থায় মারিয়া এলেনা উজ নামীয় এক সুন্দরী টিবি রোগীর চিকিৎসা করেন। চিকিৎসা করতে করতে গভীরভাবে ঐ মেয়ের প্রেমে পড়ে যান ডাঃ ক্যাসল। ডাঃ ক্যাসল মেয়েটিকে বাচাঁনোর জন্য আপ্রাণ চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। মারিয়ার মৃত্যুর পর তাকে জাকজমকপূর্ণভাবে সমাহিত করা হয়। মারিয়ার সমাধির পর তার দেহে যেন পচন না ধরে সেজন্য ডাঃ ক্যাসল তার সারা গায়ে মোম দিয়ে দেন এবং পারফিউম ছড়িয়ে দেন। প্রতিদিনই ডাঃ ক্যাসল মারিয়ার সমাধিতে যেতেন এবং সমাধির উপরের অংশ সরিয়ে মৃত মারিয়ার সাথে মিলিত হতেন। এভাবে প্রতিদিন ডাঃ ক্যাসলের মারিয়ার সমাধি পাশে যাওয়া নিয়ে প্রতিবেশীরা সমালোচনা শুরু করলে ডাঃ ক্যাসল একদিন সবার অলক্ষ্যে মারিয়াকে নিজ গৃহে নিয়ে আসেন।
মারিয়ার দেহে মোম ও পারফিউম দিয়ে নববধুর গাউন পরিয়ে মৃত মারিয়ার সাথে নিয়মিত মিলিত হতে থাকেন ডাঃ ক্যাসল। প্রকৃতপক্ষে মারিয়ার শরীরে তখন মাংস অবশিষ্ট ছিল না কেবল হাঁড় ছাড়া। ডাঃ ক্যাসল মারিয়ার শরীরের বিশেষ অঙ্গে একটি টিউব বসিয়ে নিয়মিত যৌন কার্য করতেন। প্রতিনিয়ত মোম ও পারফিউম দেয়ার পরও মারিয়ার পচন এবং দুর্গন্ধ ঠেকানো যাচ্ছিল না। প্রতিবেশীরা এ নিয়ে আপত্তি জানায় এবং পুলিশকে অবহিত করলে পুলিশ এসে ডাঃ ক্যাসলের রুম থেকে মারিয়ার মৃতদেহ উদ্ধার করে এবং মারিয়ার পরিবারের আবেদন মতেরিয়াকে পুনরায় সমাধিস্থ করে। পরবর্তীতে ডাঃ ক্যাসল একটি পুতুলকে মারিয়ার মুখোশ পরিয়ে তার সাথে বসবাস করতে থাকেন। এভাবে আমৃত্যু মারিয়ার প্রতি তার ভালবাসা অব্যাহত ছিল। এরকম বৈসাদৃশ্য ও অস্বাভাবিক আচরণ করলেও ব্যাক্তি জীবনে ডাঃ ক্যাসল ছিলেন নিপাট ভদ্রলোক।
এই ঘটনার উপর ভিত্তি করে একটি মুভিও নির্মিত হয়। নাম ভুলে গেছি।
পরের পর্ব হওয়ার ক্ষীণ সম্ভাবনা আছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৭
পল্লী বাউল বলেছেন:
অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪২
মাহমুদহাসান বলেছেন: পরের পর্ব হওয়ার সম্ভাবনা ক্ষীণ কেন?
প্রয়োজনে এই পোস্টের নিচে কমেন্ট আকারে দিবেন, তবু চাই।
নতুন জিনিস জানতে সবসময়ই ভালো লাগে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৬
পল্লী বাউল বলেছেন:
আবারো ধন্যবাদ।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৩
ভাঙ্গন বলেছেন: বাব্বাহ! দূর্দান্ত!! হোয়াট আ কামব্যাক!!!
যতক্ষণ পড়েছি ততক্ষন মনে হয়েছে কোন হরর মুভি দেখছি!
এমন একটা বিষয় নিয়ে দারুন পোস্টের জন্য আপনার যাবতীয় অপরাধ নিজগুনে ক্ষমা(?) করে দেয়া হইলো!
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৯
পল্লী বাউল বলেছেন:
ক্ষমা করায় প্রীত হলাম।
পোস্টটা অনেক আগেই ড্রাফট করেছিলমা কিন্তু ব্লগে দিতে ভয় পাচ্ছিলাম। আজ আপনাকে লগইন দেখে সাহস করলাম।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৪
ভাঙ্গন বলেছেন: পরের পর্ব অবশ্যই পোস্টানোর দাবী জানাচ্ছি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৪
পল্লী বাউল বলেছেন:
পরের পর্ব ছোট ভাইকে উৎসর্গকৃত।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৪
শিমুল আহমেদ বলেছেন: মাথা গুলাইয়া উঠার মত পোস্ট। প্রথম কয়েক লাইন পইড়াই কেমন জানি লাগতাছে ভাগি তাড়া তাড়ি ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২২
পল্লী বাউল বলেছেন:
বাদ দেন, পড়ার দরকার নাই।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৬
স্বদেশ হাসনাইন বলেছেন: নতুন তথ্য জানলাম। পরের পর্বের অপেক্ষায় থাকলাম। যেহেতু ইতিহাস এসেছে, কিছু তথ্য সূত্র দিলে ভাল হতো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৮
পল্লী বাউল বলেছেন:
জ্বী, আমিও ভাবছিলাম। পরের পর্বে অবশ্যই দেয়া হবে।
অনেক অনেক কৃতজ্ঞতা।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৭
এস বাসার বলেছেন: মাথা ঘুরতাছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৫
পল্লী বাউল বলেছেন:
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৭
বাতাসের রূপকথা বলেছেন: Wife এর প্রতি ভালবাসা থাকার পরও রাতের অন্ধকারে serial killer Ted Bundy ব্লন্ড মেয়েদের হত্যা করে মৃত শরীরের সাথে সেক্স করতো। আইনী ভাষায় Serial killer শব্দটা এসেছে Ted Bundy এর আইনী প্রক্রিয়ার সময়।
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০০
পল্লী বাউল বলেছেন:
পরের পর্বে কয়েকজন সিরিয়াল কিলার যারা নেকরোফিলিয়ায় আক্রান্ত তাদের নিয়ে লিখার ইচ্ছে আছে। টেড বান্ডিও তাদের একজন। সিরিয়াল কিলারদের নিয়ে আমার এই পোস্টটা পড়ে দেখতে পারেন।
Click This Link
এটাও দেখতে পারেন
Click This Link
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৭
কােয়স বলেছেন: সচেতনতা মুলক পোষ্ট। ধন্যবাদ
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০১
পল্লী বাউল বলেছেন:
শুভ কামনা।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৯
আরাহান বলেছেন: ভালো লাগলো লেখাটা পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৪
পল্লী বাউল বলেছেন:
কৃতজ্ঞতা।
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৯
নীল_পদ্ম বলেছেন: উফস.....এত দেখি রীতিমত মানসিক বিকৃতি।
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৫
পল্লী বাউল বলেছেন:
ভয়াবহ মানসিক রোগ।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫১
মুনতা বলেছেন: ভাল পোস্ট
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৮
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ।
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫২
আরাহান বলেছেন: ভালো লাগলো লেখাটা পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১২
পল্লী বাউল বলেছেন:
কৃতজ্ঞতা।
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫২
দ্বীপ রয় বলেছেন: তথ্যবহুল পোষ্ট, অসংখ্য ধন্যবাদের সাথে প্লাস.....................।
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৪
পল্লী বাউল বলেছেন:
শুভেচ্ছা।
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৩
স্পেলবাইন্ডার বলেছেন: ভয়ঙ্কর!!!! বিভৎস!!! বিকৃত!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৬
পল্লী বাউল বলেছেন:
ভয়ানক এক মানসিক রোগ।
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৪
দ্বীপ রয় বলেছেন: তথ্যবহুল পোষ্ট, অসংখ্য ধন্যবাদের সাথে প্লাস.....................।
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৫
নীল_পদ্ম বলেছেন: উফস.....এত দেখি রীতিমত মানসিক বিকৃতি।
১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৬
শূণ্য উপত্যকা বলেছেন: কত কিছু যে জানার থাকে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৭
পল্লী বাউল বলেছেন:
জানার কোন শেষ নাই
জানার চেষ্টা করছি তাই।
১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৬
রাজসোহান বলেছেন: ভয় পাইসি ব্যপক
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৮
পল্লী বাউল বলেছেন:
ছোট ভাইতো ভয়তো পাবেই
কেমন আছেন ভাইডি?
২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৭
কােয়স বলেছেন: সচেতনতা মুলক পোষ্ট। ধন্যবাদ
২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৮
শেরজা তপন বলেছেন: অল্প বিস্তর জানা ছিল আগেই কিন্তু পরিস্কারভাবে জানলাম আপনার লেখা পড়ে। ধন্যবাদ আপনাকে
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৯
পল্লী বাউল বলেছেন:
শুভেচ্ছা।
২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৯
নিশাচর নাইম বলেছেন: :O
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২৩
পল্লী বাউল বলেছেন:
???
২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০০
মাহবু১৫৪ বলেছেন: +++++++++++++++++++++++++
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৬
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ।
২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৪
নতুনছেলে বলেছেন:
ডরাইছি, মাথা পুরদমেই ঘুরাইতেছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪০
পল্লী বাউল বলেছেন:
আপাতত বিশ্রাম নেন, মাথা ঘুরানো বন্ধ হলে আবার পড়বেন।
২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৬
মানুষ হীন কেউ বলেছেন: খুবই ভালো হইছে ভাই। একটা নতুন জিনিষ জানলাম। আমার মানুষের ভয়ংকর মানোসিক দিক গুলোর সম্পরকে জানতে খুব ভালো লাগে।এজন্যই আমার প্রিয় সিনামা প্যারা নরমাল একটিভিটি। আমার কি কোন মানোসিক সমস্যা আছে নাকি?
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৩
পল্লী বাউল বলেছেন:
জানার আনন্দ অনেক।
টেনশন নিয়েন না, বি হ্যাপি।
২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৭
ভাঙ্গন বলেছেন: পোস্ট শো কেসড!
এবং এই মর্মে হুমকি দিয়ে যাচ্ছি যে, সম্বোধনজনিত সমস্যা কাটিয়ে পরে আমার সাথে বাতচিত করবেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৫
পল্লী বাউল বলেছেন:
ভুল করে মিসটেক হয়ে গেছে।
২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আল্লাহ যেন এরকম রোগ কাউকে না দেন, আমিন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১০
পল্লী বাউল বলেছেন:
আল্লাহ যেন কোন রোগই কাউকে না দেন, আমিন।
২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৯
হাসান মাহবুব বলেছেন: নেকরোফিলিয়া নিয়া একটা কুখ্যাত জার্মান মুভি আছে। ওয়ান অফ দি সিকেস্ট মুভি এভার মেড। পোস্টে অনেক তথ্য জানতে পারলাম। ফাটাফাটি হৈছে। +++++
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২১
পল্লী বাউল বলেছেন:
ফাটাফাটি ধন্যবাদ।
ভ্রাতা মুভিটার নাম মনে আছে? ডা: কার্ল ভ্যান ক্যাসলের ঘটনা নিয়ে একটা হলিউডি মুভি আছে (নাম ভুলে গেছি)। এ ঘটনা নিয়ে এইচবিও একটা সিরিয়ালও প্রচার করেছিল।
২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৯
হামাহুদ রোমেল বলেছেন: হুমমমমম্....!
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৯
পল্লী বাউল বলেছেন:
হুমম.....।
৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১২
পজিটিভ২৯ বলেছেন: নতুন কিছু জানলাম। ভয়ানক।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪২
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ।
৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১২
শ।মসীর বলেছেন: আগে জানলাম, আজকে ডিটেইলস আরও জানলাম--ধইন্যা দাদা, বিচিত্র এই মানব মন।
অট: ঈদের মেসেজ পাইছিলেন নাকি আপনার নং চেন্জ হইছে। সবাই মিলে আছেন কেমন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৮
পল্লী বাউল বলেছেন:
পাইছি বদ্দা
আমরা ভাল, আপনার খবর কি? দাওয়াত কি শীঘ্রই পাওয়ার সম্ভাবনা আছে?
৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৩
তানিয়া বসুরহাট বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫০
পল্লী বাউল বলেছেন:
বসুরহাটের তানিয়াকে শুভেচ্ছা।
৩৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৩
জিকসেস বলেছেন: মাগো।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩
পল্লী বাউল বলেছেন:
৩৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৫
একাকী বালক বলেছেন: ব্যাপারটা জানা ছিল না। জানলাম। ধন্যবাদ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৭
পল্লী বাউল বলেছেন:
শুভেচ্ছা।
৩৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৮
শেষের_কবিতা বলেছেন: শিমুল আহমেদ বলেছেন: মাথা গুলাইয়া উঠার মত পোস্ট। প্রথম কয়েক লাইন পইড়াই কেমন জানি লাগতাছে ভাগি তাড়া তাড়ি
.......................................
সব পড়িনি। ।অবিশ্বাস্য ?????????? জানিনা.............
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০১
পল্লী বাউল বলেছেন:
ভাগেন .......
৩৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৮
প্রণব আচার্য্য বলেছেন: ভয়াবহ ব্যাপার
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৫
পল্লী বাউল বলেছেন:
সত্যিই ভয়াবহ!
৩৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৪
শোভন এক্স বলেছেন: মরেও দেখি অনেকের শান্তি নেই। আমারও জানা ছিলোনা। কি বিভৎস্য কাজকারবার মানুষের!
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৮
পল্লী বাউল বলেছেন:
মানুষের মন যে কত জটিল!!!
ধন্যবাদ পড়ার জন্য।
৩৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: নতুন কিছু জানলাম। ধন্যবাদ ভাইডি।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৩
পল্লী বাউল বলেছেন:
থ্যান্কু ভ্রাতা।
৩৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৬
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: চমৎকার পোস্ট। অনেক কিছু জানতে পারলাম।+++++
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৭
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ আদনান।
৪০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৮
রাতুল রেজা বলেছেন: ্নতুন জিনিস জানলাম, ধন্যবাদ, মানুষ ই যে এই জগতের সবচেয়ে ভয়ংকর এবং বিকারগ্রস্থ সেটাই প্রমান হচ্ছে
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৩
পল্লী বাউল বলেছেন:
শুভেচ্ছা।
৪১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৮
নিশম বলেছেন: পুরা উরাধুরা !!! ধরা ছোয়ার বাইরে !!!!
ভাইয়া , বেশী মারাত্মক !!! হঠাত হঠাত কোত্থেকে উদয় হন আর কেম্নে কেম্নে যে এত্তো বস পোস্ট দিয়ে ফেলেন !!
অনেক সুন্দর লিখেছেন। এই জিনিষ সম্পর্কে তো কোনো ধারণাই ছিলোনা !!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩২
পল্লী বাউল বলেছেন:
এত সুন্দর মন্তব্য লিখতে জানলে আমি কোন পোস্টই লিখতাম না।
অনেক অনেক কৃতজ্ঞতা।
৪২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪০
বিশেষনহীন বলেছেন: চমৎকার পোষ্ট। অনেক কিছু জানা গেলো।
পরের পর্ব তাড়াতাড়ি চাই কিন্তু।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৪
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ।
৪৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪২
রিজভী বলেছেন: এরকম একটি ঘটনা শুনেছিলাম বেশ আগে। তবে এটি যে একটি রোগ তা জানা ছিলো না। ভেবেছিলাম, তা বিচ্ছিন্ন কোন ঘটনা মাত্র।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৬
পল্লী বাউল বলেছেন:
ভয়াবহ এক মানসিক রোগ।
৪৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪২
আমিনুল ইসলাম বলেছেন: এই ব্যাপারগুলো বরাবরই আমার কাছে ইন্টারেস্টিং লাগে। বিশেষ করে যেগুলো unusual. কিছুদিন আগে বিশ্বের কুখ্যাত সব সিরিয়াল কিলারদের সিরিয়াল কিলার হয়ে ওঠার ঘটনা পড়ছিলাম। মনে হচ্ছিল যেন অন্য কোনো দুনিয়ায় ঢুকে গিয়েছিলাম। নেকরোফিলিয়া সম্পর্কে প্রথম সেদিনই ধারণা পাই। পরে আর এটা নিয়ে পড়তে মনে ছিল না।
পোস্টের জন্য ধন্যবাদ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৭
পল্লী বাউল বলেছেন:
কৃতজ্ঞতা।
৪৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৪
কবির চৌধুরী বলেছেন: খাইছে..
এই ভিডুটা দেখেন, আমর পছন্দের গান, কিছুটা মিল আছে
Tom Petty And The Heartbreakers - Mary Jane's Last Dance
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩১
পল্লী বাউল বলেছেন:
দারুণ !!!
৪৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৫
নুরুন নেসা বেগম বলেছেন: জানতাম না। ভাল লেখা। অনেক ধন্যবাদ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪২
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ আপু।
৪৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৫
বাউন্ডুলে রুবেল বলেছেন: ঈমানে কইলাম ভাই...
ভয় পাইছি...
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৯
পল্লী বাউল বলেছেন:
সাহস রাখেন
৪৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৮
জসিম বলেছেন: জানার আছে অনেক কিছু। +
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫১
পল্লী বাউল বলেছেন:
জানার আনন্দ অপরিসীম।
৪৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫১
নির্বাসিত পথিক বলেছেন: আপনি এটা নিয়া কেমনে এত আগ্রহী হলেন! আমি তো বিভৎসতার জন্য পুরোটা পড়তেও পারলাম না!!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৪
পল্লী বাউল বলেছেন:
৫০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০১
টেকিবাবা বলেছেন: এই বিষয়ে কিছুই জানতাম না, জানলাম এবং অবাক হলাম!!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৫
পল্লী বাউল বলেছেন:
অবাক হবার মতই। ধন্যবাদ।
৫১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৬
মেঘ বালকের কথা বলেছেন: হরর... তবে এটা জানা ছিলোনা। আল্লাহ যেন এ রোগ থেকে সবাই কে রক্ষা করেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৮
পল্লী বাউল বলেছেন:
আমিন।
৫২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৭
শান্তির দেবদূত বলেছেন: ভয়াবহ!! অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০১
পল্লী বাউল বলেছেন:
শুভেচ্ছা ।
৫৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২১
শান্তির দেবদূত বলেছেন: ভয়াবহ!! অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
৫৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৯
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
সামুতে এই টপিক নিয়া কেউ লেখা দিবে তা ভুলেও ভাবি নাই! সেইরকম ডিটেইল্ড! অনেক কিছু জানলাম। এই টপিকের সাথে প্রথম পরিচয় একটা হেভী মেটাল ট্র্যাক শুনতে যায়ে, নামটা মনে আসতেছে না...
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৪
পল্লী বাউল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
৫৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪১
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: +
পোষ্টের লেখা থেকে শুরুর ছবিটাই মনে হয় বেশী প্রভাবিত করেছে। কুন ব্যাটা এই ছবিখান বানাইছে জানতে ইচ্ছা করতাছে। বেটা নিজেই এই রোগের রোগী কিনা সন্দেহ হৈতাছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৫
পল্লী বাউল বলেছেন:
হৈতারে।
৫৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৬
লুথা বলেছেন:
রাত বিরাতে ভাই ডর দেখান কেন...
পোস্ট পডে অনেক কিছুই জানতে পারলাম... ধন্যবাদ
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৬
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ লুথা।
৫৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৪
অমিত চক্রবর্তী বলেছেন: পনার এই পোস্ট পড়তে পড়তে আলমোদোভারের একটা সিনেমার নাম মনে পড়ল।"দ্য ম্যাটাডোর"। ঐটাতে মূল চরিত্র দুইটা ভায়োলেন্সের প্রতি যৌনাসক্ত থাকে।প্রথম দৃশ্যেই দেখা যায় নায়ক টিভিতে ভায়োলেন্ট একটি মুভিতে গোরিং দেখে স্বমেহন করতেছে।কোয়াইট এ হরর শো! ঐটা দেখতে দেখতে ভাবতেছিলাম কতোরকম অসুখই না থাকে মানুষের।
নেক্রোফিলিয়া সম্পর্কে জানাশোনা হয় ক্রেডল ওফ ফিলথ এর একটা লিরিক নিয়া বসতে গিয়া।আবারো ভাবতেছি কতোরকম অসুখই না থাকে মানুষের।
ভালো লাগলো আপনার পোস্ট!
ধন্যবাদ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৯
পল্লী বাউল বলেছেন:
সত্যি মানুষের মন যে কত বিচিত্র।
শুভেচ্ছা অমিত।
৫৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৮
খালেদ মো: সাইফুল ইসলাম বলেছেন: তথ্য সমৃদ্ধ লেখা ...আগে এসময়ে কিছুটা জানতাম ...এখন আরো জানলাম...প্লাস
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৬
পল্লী বাউল বলেছেন:
শুভেচ্ছা।
৫৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১২
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
@অমিত,
আপনি কি "লর্ড এবোর্শন"- ট্র্যাকটার কথা বলতেছেন?
৬০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৫
অমিত চক্রবর্তী বলেছেন: হ! @রিজ
৬১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০১
প্রভাষক বলেছেন: আগে সামান্য কিছু জানা-ছিলো... এবং... আমি শুধু জানতাম... সিরিয়াল কিলার-রা-ই এর দ্বারা আক্রান্ত... এখন দেখছি ব্যাপার-টা আরো বিস্তৃত!!!...
ধন্যবাদ ভাই... ভালো লাগলো...
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৮
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ স্যার।
৬২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:২৯
লাবিব ইত্তিহাদুল বলেছেন: শোকেসে রাখি দিছি
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২০
পল্লী বাউল বলেছেন:
কৃতজ্ঞতা।
৬৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:১৬
মে ঘ দূ ত বলেছেন: নতুন বিষয় জানা হল।
ধন্যবাদ আপনাকে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৯
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ মেঘদূত।
৬৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৪২
সোহরাব সুমন বলেছেন: অতি ভয়ঙ্কর এক রোগ !
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৫
পল্লী বাউল বলেছেন:
অতি ভয়ন্কর।
৬৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৪৫
রাগ ইমন বলেছেন: আগেই জানতাম । এখন একটা প্রশ্ন জাগলো, যারা নেকরোফিলিয়ার কথা এই ১ম শুনলেন, তারা সমকামীতাকে কতটা অস্বাভাবিক মনে করছেন?
আমরা প্রকৃতিকে যতটা খেয়ালী মনে করি, প্রকৃতি তার চেয়েও অনেক বেশি খেয়ালী, বৈচিত্রময়।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৬
পল্লী বাউল বলেছেন:
প্রকৃতি সত্যি চরম বৈচিত্রময়।
৬৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:২৩
মোসাব্বির বলেছেন: কি শুনাইলেন, মানুষের মানসিকতা যে এত বিকৃত হতে পারে জানা ছিল না। নতুন অনেক কিছু জানলাম। ধন্যবাদ
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৭
পল্লী বাউল বলেছেন:
শুভেচ্ছা।
৬৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৫৪
হিরম্ময় কারিগর বলেছেন: মানুষের মন যে কত বিচিত্র !
দারুণ একটা জিনিস জানা হলো, অনেক ধন্যবাদ পোস্টের জন্য।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৯
পল্লী বাউল বলেছেন:
শুভেচ্ছা।
৬৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৫
বাতাসের রূপকথা বলেছেন: রাগ ইমন বলেছেন: আগেই জানতাম । এখন একটা প্রশ্ন জাগলো, যারা নেকরোফিলিয়ার কথা এই ১ম শুনলেন, তারা সমকামীতাকে কতটা অস্বাভাবিক মনে করছেন?
আমরা প্রকৃতিকে যতটা খেয়ালী মনে করি, প্রকৃতি তার চেয়েও অনেক বেশি খেয়ালী, বৈচিত্রময়।
ড্রাগ স্বাভাবিক জীবনের বিপরিতে থাকা অন্ধকার গলি । সমকামীতাও প্রাকৃতিক নিয়মের বিপরিতে থাকা আরেকটা অন্ধকার গলি । একটিতে জীবনের করুন পরিনতি থাকলেও অন্যটাতে সেটা নাই। আমার জানামতে অনেক সমকামী পরবর্তীতে স্বাভাবিক ওরিয়েন্টেশানে ফিরে এসেছে । এটা ছোটবেলার অভ্যাস এবং চিন্তার মনন এমনটা বলেছে অনেক স্বপক্ষ ত্যাগী। ড্রাগসেবীদের মত তারাও স্বাভাবিক মানুষ যারা বৈপরীত্ব/ধ্বংসাত্বক কিছুর মাঝে তৃপ্তি খোজে এবং পরবর্তীতে তা স্থায়ীত্ব পায় তাদের মনে। এসব ক্ষেত্রে পরিবেশ, পরিস্থিতি এবং আগ্রহ সবগুলো নিয়ামক হিসেবে কাজ করে।
৬৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৮
জুবায়ের হাসান বলেছেন: + এবং ধন্যবাদ। আগে কোথায় যেন পড়েছিলাম মনে নেই।
নূতন করে আবার জানা হলো। পরের পোষ্টের অপেক্ষায় থাকলাম
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪০
পল্লী বাউল বলেছেন:
কৃতজ্ঞতা।
৭০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৪
পারভেজ আলম বলেছেন: পোস্টটা পড়তে পড়তে মনে হইতাছিল ক্রিপ্টোপ্সির গান শুনতাছি।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪১
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ পারভেজ ভাই।
৭১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৮
রাজসোহান বলেছেন: ভালো আছি বাউল ভাই আপনিও ভালো আছনে আশা করি
৭২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০২
সৌম্য বলেছেন: সব ব্যাটা নোংড়া সাইকো।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৭
পল্লী বাউল বলেছেন:
সব ব্যাটা মানে ? সৌম্য ভাই আপনি কি আমাদের সবাইকে সাইকো মনে করছেন নাকি ?
আছেন কেমন ভ্রাতা?
৭৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৬
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কত কি জানার আছে বাকি... কত কি শেখার আছে বাকি...
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৯
পল্লী বাউল বলেছেন:
এটাইতো আপসুস, এক জীবনে কত কিছু অজানা রয়ে গেল।
ভাল থাকুন মেঘু।
৭৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১১
রেজোওয়ানা বলেছেন: কি ভয়ংকর মানসিক রোগ............
পরের পর্ব পড়তে চাই!
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫০
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ রেজোওয়ানা।
৭৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩১
মদন বলেছেন: নতুন জিনিস জানলাম
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৫
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
৭৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৬
আরিফ থেকে আনা বলেছেন: মুভির নামটা মনে করার চেষ্টা করেন তাড়াতাড়ি
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৪
পল্লী বাউল বলেছেন:
পাইছি
Kissed
http://www.imdb.com/title/tt0116783/
মিষ্টি খাওয়ান।
৭৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৯
পাপতাড়ুয়া বলেছেন: ডোম আর কবরপ্রহরী দের এরকম সমস্যা আছে শুনেছি।
কিন্তু এটা যে এত মারাত্মক,জানতাম না।
মানসিক সমস্যা সিরিজ চলুক।
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৮
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ । চলবে .........
৭৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩০
আরিফ থেকে আনা বলেছেন: মেনি মেনি থ্যাংকুস।
নিচের লিংকে যান যত খুশি মিষ্টি খান।
Click This Link
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৩
পল্লী বাউল বলেছেন:
আমি কিন্তু আপনার প্রতিবেশী, ঠিকানা দিলে বাসায় গিয়ে খেয়ে আসবো।
৭৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৫
আরিফ থেকে আনা বলেছেন: উপরের লিংকটা ঠিকমত আসতেছেনা, নিচের লিংকে যান
Click This Link
৮০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৬
আরিফ থেকে আনা বলেছেন: কনকি, আপনার বাসা কৈ?
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৫
পল্লী বাউল বলেছেন:
চাঁটগা, তবে আপাতত একটু দূরে আছি।
৮১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৪৪
পুরাতন বলেছেন: পোষ্ট পড়তে পড়তে গা কেঁপে উঠল
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৮
পল্লী বাউল বলেছেন:
কেমন আছেন পুরাতন ?
৮২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৭
চতুষ্কোণ বলেছেন: অনেকদিন পর জটিল এক্টা বিষয় নিয়ে লিখেছেন। পড়তে পড়তে সত্যিই কেমন জানি লাগছিল। ভাল থাকবেন বাউল ভাই।
+++++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৭
পল্লী বাউল বলেছেন:
অনেক ধন্যবাদ চতুষ্কোণ।
৮৩| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ৩:১৬
ছায়াপাখির অরণ্য বলেছেন:
গড!
সাইক্যোলোজিক্যাল ব্যপার-স্যাপার নিয়ে আমার দূর্দান্ত আগ্রহ। পোষ্ট ভালো লাগলো।
(রাত সাড়ে তিনটায় না পড়লে আরো ভালো লাগত।)
শুভেচ্ছা অনেক।
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৮:২৭
পল্লী বাউল বলেছেন:
শুভেচ্ছা।
পোস্ট দিনের বেলায় আবার পড়ুন।
৮৪| ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১২:০২
মুভি পাগল বলেছেন: প্রাপ্তবয়স্ক শুনেছি কিন্তু প্রাপ্তমনস্ক শুনিনাই। তাই কমেন্টাইলাম
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৩৪
পল্লী বাউল বলেছেন:
ভাল করেছেন।
৮৫| ০৯ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
মেঘেরদেশ বলেছেন: প্লাস
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৩৫
পল্লী বাউল বলেছেন:
ধইন্যা।
৮৬| ০৯ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
রিফাত হোসেন বলেছেন: ++
১১ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৩৪
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ।
৮৭| ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৩৮
ম্যাভেরিক বলেছেন: necro- = মৃত্যু/মৃত + -phil = ভালোবাসা।
সব ভালোবাসা ভালো না।
১১ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৩৫
পল্লী বাউল বলেছেন:
কিছু কিছু ভালবাসা সত্যিই ভয়ংকর।
৮৮| ১৪ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:১৮
এস এম সাজ্জাদ হোসেন বলেছেন: দারুন একটা পোষ্ট, মৃতদেহের প্রতি যৌনাকাংখার মত অসুস্থতার বিষয়টা আগেই পড়েছি, কিন্তু নামটা জানা হয়নি, এখন জানলাম । পল্লী বাউল ভাই কে ধন্যবাদ, এমন একটা বিষয় নিয়ে বিস্তারিত বলার জন্যে।
পৃথিবীর সবচেয়ে বিচিত্র প্রাণীর নামই মানুষ।
১৭ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১১
পল্লী বাউল বলেছেন:
এবং পৃথিবীর সবচেয়ে জটিল জিনিস মানুষের মন।
শুভ কামনা।
৮৯| ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৪৫
রাফাত সাদাত বলেছেন:
১৭ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১৬
পল্লী বাউল বলেছেন:
কার উপর ???
৯০| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫২
অন্ধ দাঁড়কাক বলেছেন: ভীতিকর! সাইকো লোকজনে দুনিয়া ভর্তি!
বদ্দা আরেকটা লিখে ফেলেন চট করে এই ধরনের আর কাউকে নিয়ে
১৭ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২০
পল্লী বাউল বলেছেন:
বদ্দা, বহুত দিন পর, কেমন আছেন?
৯১| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৯
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: অদ্ভুত একটা জিনিস জানলাম !!! আজব দুনিয়া ; আজব এর মানুষগুলা !!!
৯২| ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ১২:০২
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: অট- লালনকে নিয়ে আপনার পোস্টটা কই গেল?
১৭ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২৬
পল্লী বাউল বলেছেন:
আর বলবেন না, পোস্টটা দেয়ার কিছুক্ষণ পর দেখি পোস্ট গায়েব। পরবর্তীতে আবার পোস্ট দিলাম দেখি প্রথম পাতায় আসে না শেষে রাগ করে মুছে দিয়েছি।
৯৩| ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২২
ফরচুন বলেছেন: Great job, I enjoyed..........
thanks a lot.
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৬
পল্লী বাউল বলেছেন:
কৃতজ্ঞতা ।
৯৪| ২৯ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৯
চতুষ্কোণ বলেছেন: কাল রাইতে আমার এক বন্ধু এই লেখাটা পৈড়া ভীষন ডর খাইছে। কয় এইটা ক্যামনে সম্ভব।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৭
পল্লী বাউল বলেছেন:
বন্ধু ভয় পেলে পাক আপনি না পেলেই হলো।
কেমন আছেন ভ্রাতা?
৯৫| ০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৯
জুল ভার্ন বলেছেন: হায়রে জীবন-কত কিছুই অজানা রয়েগেল! এমন সুন্দর একটি পোস্টে ৮১ তম প্লাস এবং প্রিয়তে।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৯
পল্লী বাউল বলেছেন:
কোন পোস্ট যখন প্রিয় মানুষের প্রিয়তে যায় এরচেয়ে ভাল আর কি হতে পারে
৯৬| ১৪ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:০৪
লালসালু বলেছেন: অনেক কিছু জানলাম
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫০
পল্লী বাউল বলেছেন:
কেমন আছেন কবি?
৯৭| ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪৮
অর্ণব আর্ক বলেছেন: চমৎকার একটা পুস্টের জন্য অসংখ্য ধন্যবাদ...আমি প্রত্নতত্ত্বের শিক্ষার্থী হিসেবে রাজাদের কুকর্মের নিদর্শনের একটি হিসেবে এটা পড়েছিলাম । যা ছিল রোমান সম্রাট নিরোর । এবং স্পেনের শাসক ফাদিনাণ্ডের ।.দেখি কয়টা পেলাচ দেয়া যায়...
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫১
পল্লী বাউল বলেছেন:
আপাতত একটাতেই খুশী।
৯৮| ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১০:১১
অর্ণব আর্ক বলেছেন: সেবা প্রকাশনীর না কোন প্রকাশনীর একটা অনুবাদ বই পড়েছিলাম । বইটার নাম ছিল উর্বশীর মৃত্যু । এই বইটা পড়লে এই ধরনের কাহিনি পাবেন । ...
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫২
পল্লী বাউল বলেছেন:
চেষ্টা করবো।
৯৯| ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৪
সুবিদ্ বলেছেন: শব্দটাই কেমন ভয়ানক শোনায়...
থ্যাংকস শেয়ারের জন্য।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৩
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ পড়ার জন্য।
১০০| ২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৬
অনার্য তাপস বলেছেন: মানুষ বড়ই আজব প্রাণী।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৫
পল্লী বাউল বলেছেন:
আজব মানুষের মন।
১০১| ০৫ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
দু-পেয়ে গাধ বলেছেন: গেয়ানী পুস্ট, পিলাচ সহ ধইন্যাপাতা নেন। তয় একখান কতা কেউ জানতে চান্নাই দেক্তাসি, এই রুগের চিকিৎসা কেমুন?
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৭
পল্লী বাউল বলেছেন:
আপনারেও ধইন্যা পাতা। তবে চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হোন।
১০২| ০৫ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
ডট কম ০০৯ বলেছেন: কস কিরে মমিন?
মাথা তো আউলাইয়া গেল গা।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৭
পল্লী বাউল বলেছেন:
এখন আউলা মাথা ঠিক করেন।
১০৩| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৫
শব্দ-সওয়ারী বলেছেন: ধন্যবাদ।
আমি অনেকদিন ধরে নেটে psycho sexual disorder (বিশেষতঃ Caprolagnia ; Quoad hanc ; Voyeurism ; Unidism ) এর উপর তথ্য সম্বলিত পোস্ট খুঁজছিলাম। মানে গবেষণামূলক সাইট, যেখানে মনোবিকলনের Pathophysiology বা course of disease process সংক্রান্ত বিস্তারিত বিবরণ আছে। আপনার যদি এমন সাইটের সন্ধান যানা থাকে, দয়া করে জানাবেন।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪০
পল্লী বাউল বলেছেন:
ঠিক আছে জানাব।
১০৪| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৮
ওঙ্কার বলেছেন: পরের পর্বের ব্যপারে আপত্তি জানাইলাম। কিছু জ্ঞান ধামাচাপা দেয়াই ভালো মনে হয়্
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪২
পল্লী বাউল বলেছেন:
চিন্তার বিষয়।
১০৫| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৭
শব্দ-সওয়ারী বলেছেন: ওঙ্কার ভাই, দ্বিমত পোষণ করিলাম।
এই জ্ঞান (Psycho sexual disorder বিষয়ক) ধামাচাপা দেয়ার ফসল নিয়া একটা ধারাবাহিক লিখছি। পড়লেই বুঝবেন, ধামাচাপা দিয়া রাখার রেজাল্টটা কত মারাত্নক !
১০৬| ১৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৩৩
মেকানিক্স বলেছেন:
১০৭| ৩০ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯
ঊর্মি খান বলেছেন:
১০৮| ০৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৭
ভাঙ্গন বলেছেন:
........
আসসালামু আলাইকুম।
শুভ ইংরেজি নববর্ষ
................
ঐ,নেক্রোফিলিয়ার নেক্সট পর্ব কই কই ?
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৯
পল্লী বাউল বলেছেন:
নববর্ষের লেইটিত শুভেচ্ছা ভাইডি।
ব্যস্ততা আমাকে দেয়না অবসর।
১০৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৮
জারনো বলেছেন: বিকৃত রুচির মানুষ। হা সেলুকাস কি বিচিত্র এই ধরণী। কত অজানা আছে যে পৃথিবীতে। ধন্যবাদ আপনাকে পোস্টটি দেবার জন্য। অনেক অজানা তথ্য জানলাম।
১১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৫২
যীশুমন বলেছেন: মানুষ বড়ই আজব প্রাণী।
১১১| ০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:১৫
তূর্য হাসান বলেছেন: অনেক আগে ঢাকা মেডিকেলের মর্গে এক ডোম এই ঘটনা ঘটিয়েছিল। তখন ভেবেছিলাম এটা একটা কুরুচিপূর্ণ লোকের কাজ। আজ জানলাম এটা একটা মানসিক সমস্যা।
আপনাকে ধন্যবাদ।
পৃথিবীটা আসলেই একটা আজব জায়গা!!!!
১১২| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৩:১০
অবাঞ্চিত বলেছেন: বোরখা পরলে এই জিনিসগুলা হইত না। আসলে সবই মেয়েদের বেপর্দা চলাফেরার কারনে হয়
১১৩| ২৪ শে মার্চ, ২০১১ সকাল ৯:২৭
শায়েরী বলেছেন: আমি জান্তাম্না
১১৪| ২৪ শে মার্চ, ২০১১ রাত ১০:২১
াহবুব বাবুই বলেছেন: খুব বিদঘুটে মানসিক রোগ
১১৫| ১৭ ই মে, ২০১১ রাত ৮:২৮
জয়িতা বলেছেন: কি আজব.....
১১৬| ০৪ ঠা জুন, ২০১১ রাত ১২:৪৯
হাম্বা বলেছেন:
১১৭| ০৪ ঠা জুন, ২০১১ রাত ১:০২
অচিনপাখি বলেছেন: ব্যাপারটা জানলেও নেকরোফিলিয়া শব্দটা জানা ছিল না।
১১৮| ১৩ ই জুন, ২০১১ রাত ১১:৫৪
ফারহান আহমেদ বলেছেন: ভয়াবহ!! অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
১১৯| ২৫ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৪৬
chai বলেছেন: খুব খারাপ । আল্লাহ যেন এরকম রোগ কাউকে না দেন, আমিন।
১২০| ২৭ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২২
শয়তান বলেছেন: অনেকেই দেখলাম এই রোগটারে বিকৃত বলতেছেন
কিন্তু খোদ মিশরেই যে এবার আইন করে মরা বউ এর সাথে মারা যাওয়ার ৬ ঘণ্টা পর্যন্ত সেক্স করার আইন করতেছে সেইটারে কি বলবেন ?
সুত্র > Outrage as Egypt plans 'farewell intercourse law' so husbands can have sex with DEAD wives up to six hours after their death Click This Link
১২১| ২৭ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
অনিক আহসান বলেছেন:
মিশরে এই আইন এর কথা উঠলো কেম্নে ? একজন আলেম এর কথায় এই আইন কিভাবে হয়? এর অতীত কোন ইতিহাস আছে কি?
১২২| ২৯ শে এপ্রিল, ২০১২ রাত ৩:১০
শয়তান বলেছেন: অনিক আহসান @ এই লিংক টা পড়েন >>
Egypt’s women urge MPs not to pass early marriage, sex-after-death laws
পুরা খবর এইখানে। শুধু মাত্র মৃত স্ত্রীর সাথে সেক্স ই না, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৪ তে নামিয়ে আনা, মেয়েদের শিক্ষা এবং চাকরির অধিকার কে নাকচ করা এসবই নাকি নেয়া হচ্ছে।
আরব মুসলিম বিপ্লব স্বার্থক হোক।
১২৩| ১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৩
মহামহোপাধ্যায় বলেছেন: ডরাইছি
১২৪| ৩০ শে জুন, ২০১২ বিকাল ৪:১৭
ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু বলেছেন: priyo te nebar option ta dekha jacchena.pore nebo.amar blog visitorder jonno.poster nonno dhonnobaad.
১২৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩
দুরন্ত ছোকড়া বলেছেন: ohhhhhhhhhhhhh ki ajob!!!!!!!!!!!!!!!!!!!
১২৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫
সপন সআথই বলেছেন: koto ojanare janaile tumi.
++++
১২৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮
ড. জেকিল বলেছেন: এ আবার কি পাগল রে বাবা !!!!!!!!!!!
১২৮| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২
তাসজিদ বলেছেন: কত পাগল যে আছে এ দুনিয়াতে
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪১
মাহমুদহাসান বলেছেন: ব্যাপারটা জানলেও নেকরোফিলিয়া শব্দটা জানা ছিল না।
সুন্দর পোস্টে অসংখ্য প্লাস। (কাউন্ট হৈসে একটা মাত্র)