নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

ইসরাইলী সেটেলারদের ইসরাইল ত্যাগ করে পুর্বের আবাসে ফেরার চেষ্টা অব্যাহত।

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৫


মুসলিম অধ্যুষিত রাশিয়ার দাগেস্তান অঞ্চলের প্রধান বিমানবন্দরে ইহুদি বিরোধী স্লোগান দিয়ে ইসরায়েল থেকে আসা একটি ফ্লাইটের ইহুদি এবং ইসরায়েলি যাত্রীদের খোঁজে রানওয়েতে ঢুকে পড়ে শত শত বিক্ষুদ্ধ জনতা।
গতকাল (২৯ অক্টোবর) তেল আবিব থেকে আসা রাশিয়ান রেড উইংসের ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় দাগেস্তান বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করলে উত্তেজিত জনতা বিমানটিকে ঘিরে ধরে।
এটি ছিল একটি ট্রানজিট ফ্লাইট যা দুই ঘণ্টা পর মস্কোর জন্য আবার উড্ডয়নের কথা ছিল।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি-ইহুদিদের খোঁজে দাগেস্তান বিমান বন্দরের রানওয়েতে ঢুকে পড়া ১৫০ জনের মত আন্দোলনকারীদের মধ্য থেকে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনার পর কর্তৃপক্ষ বিমানবন্দরটি বন্ধ করে দেয় এবং পুলিশ ওই বিমানবন্দর ঘিরে রেখেছে। দাগেস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছে, যাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছে।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা রোসাভিয়েটসিয়া জানিয়েছে, রানওয়ে পরিষ্কার করা হয়েছে তবে, ৬ নভেম্বর পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের হাতে ছিল ‘দাগেস্তানে শিশু হত্যাকারীদের কোনো স্থান নেই’ লেখা ব্যানার। ভিড়ের মধ্যে কয়েকজন বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছে, একদল আবার একটি পুলিশের গাড়ি উল্টে দেওয়ার চেষ্টা করছে। এ সময় অনেককে ইহুদি বিদ্বেষী স্লোগান দিতে শোনা যায়। ভিড়ের মধ্যে কেউ কেউ আগত যাত্রীদের পাসপোর্ট পরীক্ষা করে ইসরায়েলিদের শনাক্ত করার চেষ্টা করছিল। অন্য এক ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বিমানবন্দরের টার্মিনালের ভিতরের দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাশিয়ায় অবস্থানরত ইসরায়েলি নাগরিক এবং ইহুদিদের সকল দাঙ্গা-হাংগামা থেকে রক্ষার জন্য রুশ কর্তৃপক্ষকে আহ্ববান জানিয়েছন।
দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিকভ নাগরিকদের শান্ত থাকার আহ্ববান জানিয়ে বলেছেন এই বিক্ষোভে জড়িতদের শাস্তি পেতে হবে। তিনি বলেন, গাজায় যুদ্ধ বিরতি বাস্তবায়নে রাশিয়ার কেন্দ্রীয় সরকার তার সকল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দাগেস্তানের সর্বোচ্চ মুফতি শেখ আখমাদ আফান্দি বিমানবন্দরে অস্থিরতা বন্ধ করতে বাসিন্দাদের আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা ভুল করছেন, এই সমস্যার সমাধান এভাবে করা যাবে না। আমরা আপনাদের ক্ষোভ উপলব্ধি করতে পারি যা খুব বেদনাদায়ক। এই ভাবে বিক্ষোভ করে নয়, আমরা এই সমস্যাটি ভিন্নভাবে সমাধান করব।
দাগেস্তান এবং চেচনিয়া উভয়ই মূলত রাশিয়ায় মুসলিম প্রজাতন্ত্র হিসেবে পরিচিত। ইউক্রেনের আক্রমণে এরা সক্রিয়ভাবে অংশ নিয়েছে যা আনুপাতিক হারে জাতিগতভাবে রাশিয়ান অঞ্চলের তুলনায় অনেক বেশি।
এর আগে রবিবার, উত্তর ককেশাসের আরেকটি প্রজাতন্ত্র কাবার্ডিনো-বালকারিয়ার লচিক শহরের জুইশ সেন্টারে আগুন দেওয়া হয়।
আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কিছু ইহুদী হয়তো ইজরাইল ছেড়ে যাবে; অনেকেরই মোহ কেটে গেছে।

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৫

বাউন্ডেলে বলেছেন: ইউরোপ-আমেরিকা যে আবর্জনা পবিত্র জেরুজালেম এলাকায় ফেলে দুর্গন্ধ ছড়িয়েছে এর পরিনতি তাদেরও ভোগ করতে হবে। কারনঃ হামাস-ফিলিস্তিনি থাকুক বা না থাকুক ইসরাইল যে নিশ্চিহ্ন হবে এটা নিশ্চিত। ক্ষমার অযোগ্য অপরাধ এবার করে ফেলেছে।

২| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৮

শাহ আজিজ বলেছেন: সবাই নিরাপদ জীবন চায় । নিরাপত্তা চায় ।

৩| ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: এভাবেই মানূষে মানুষে লড়াই করে একদিন পুরো পৃথিবী মানুষ শূণ্য হয়ে যাবে।

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৬

বাউন্ডেলে বলেছেন: সেটাতো হবেই । তবে সেটা হবে আল্লাহর এই প্রজেক্টের কয়েক হাজার বছর ব্যাপি শান্তির সু-বাতাস বহিত এক বিশ্ব-ব্যবস্থাধীন আল্লাহ নির্দেশিত পথে শাষনের পর।

৪| ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৮

শেরজা তপন বলেছেন: ছবিটা কোথাকার?

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৮

বাউন্ডেলে বলেছেন: বাংলানিউজের তথ্যানুযায়ী- দাগেস্থান বিমান বন্দরের।

৫| ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৮

অরণি বলেছেন: অনেকেই ইসরাইল ছাড়বে।

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫২

বাউন্ডেলে বলেছেন: ইসরাইল ছাড়ার চেষ্টা করছে বহু ইহুদি। তাদের সম্ভাব্য গন্তব্যর দেশগুলির বাসিন্দারাও সতর্কাবস্থায় আছে। মার্কিন-পশ্চিমা সরকারগুলি ইসরাইলীদের সাহস যোগাতে গিয়ে যুদ্ধাপরীদের উৎসাহিত করছে এবং মানবাধিকার লংঘন করছে।

৬| ৩১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

কালো যাদুকর বলেছেন: কয়েকদিন আগে আমি একটি নিউজ দেখেছিলাম যেখানে বলেছিল পশ্চিমা ইহুদীরা নাম পরিবর্তন, নিজেদের লুকাচ্ছে। আপনি যে খবরটি দিয়েছেন, সম্ভবত এই সব কারণেই ইহুদীরা এগুলো করছে। যদিও এইধরনের হামলা আমরা কেউ সমর্থন করি না, কিন্তু এগুলোএখন হবেই, এগুলো মব সাইকোলজি। রাজনৈতিক সমঝোতা ছাড়া এইসমস্যার সমাধান নেই।
আগে সমস্যা ছিল গাজায়,এখন ছড়িয়ে পরেছে বিশ্বে।

০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫০

বাউন্ডেলে বলেছেন: মার্কিন-ইসরাইলীদের অব্যাহত মানবাধীকার লংঘনের কারনে এটা আরো বৃদ্ধি পেতে পারে । যা আমাদের কাম্য নয়।কোন কিছুই লাগামহীন হওয়াটা হতাশার সৃষ্টি করে।

৭| ৩১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

শিশির খান ১৪ বলেছেন: এটাই নিয়ম এটাই তো হওয়ার কথা ,যখন আল কায়েদা আমেরিকার টুইন টাওয়ারে হামলা করলো তখন পশ্চিমা দেশগুলো এয়ারপোর্ট চেকিং এর সময় পাসপোর্টে মুসলমান নাম দেখলে ডাবল এলার্ট হওয়া যাইতো ওদের কাছে তখন মুসলমান মানেই জঙ্গি। পারলে মুসলমান যাত্রীকে নেংটা কইরা চেক কোরাইতো।

০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫১

বাউন্ডেলে বলেছেন: পশ্চিমা শাষকদের একচোখা নীতি অনেক খারাপ উদাহরন তৈরী করেছে।

৮| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১১

কামাল১৮ বলেছেন: ইহুদিদের একটা বিরাট অংশ নাস্তিক।তারা এই সব ধর্মীয় হানাহানি পছন্দ করে না।তারাই হয়তো দেশ ছেড়ে চলে যায়।আবার কট্রর ইহুদিরা গাজায় বসবাস শুরু করবে।ধার্মীকদের এইতো কারবার।

০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪

বাউন্ডেলে বলেছেন: এখানে নাস্তিক-আস্তিক কোন ব্যাপার নয়। সেটেলাররা বৈধ পথে সেটেলড হলে এই সমস্যা তৈরী হত না। অনৈতিকতাই সকল অপরাধের সুতিকাগার।

৯| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৩:১৪

রেজওয়ানুল ইসলাম বলেছেন: যেসব ইহুদিরা শান্তি প্রিয় এবং নাস্তিক তারাই দেশ ছাড়ছে। উগ্র ইহুদিরা তাদের দখলদারিত্ব বাড়িয়েই যাবে। তাই যুদ্ধ চলবে, চলুক।

০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭

বাউন্ডেলে বলেছেন: আমেরিকা, অষ্ট্রেলিয়ার আদিবাসীদের মতো আরবরা নয় । নির্মুল অসম্ভব ব্যাপার । সুতরাং যুদ্ধ বড় পরিসরে দীর্ঘমেয়াদী হতে পারে।

১০| ০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৭:২৭

কামাল১৮ বলেছেন: বিশয়টি পুতিন খুব সিরিয়াস নিয়েছেন।এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।উগ্র মুসলিমরা এই কাজ করেছে।আমি খবরটি বিস্তারিত পড়েছি।

০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৮

বাউন্ডেলে বলেছেন: সেই সাথে ইসরাইলীদের বিরুদ্ধেও তার ব্যবস্থা আছে।

১১| ০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৭:৩১

কামাল১৮ বলেছেন: বিশয়টি পুতিন খুব সিরিয়াস নিয়েছেন।এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।উগ্র মুসলিমরা এই কাজ করেছে।আমি খবরটি বিস্তারিত পড়েছি। Scott Ritter: Putin ‘Was Quick to Lay Down the Law’ on Russia’s Response to Dagestan Airport Riots

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.