নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

গনহত্যা ও যুদ্ধাপরাধ। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। ইসরায়েল থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে কলম্বিয়া এবং চিলিও।

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৮:৫১


গাজা উপত্যকায় নির্বিচার হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। অন্যদিকে তাদের প্রতিবেশী কলম্বিয়া এবং চিলিও ইসরায়েল থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে।
দক্ষিণ আমেরিকার এই তিনটি দেশ গাজায় ইসরায়েলের হামলা এবং ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর নিন্দা জানিয়েছে।
এর আগে দেশ তিনটি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। বলিভিয়া এবং চিলি গাজায় মানবিক সহায়তার পাঠানোর জন্য চাপ দিয়ে আসছিল। মেক্সিকো এবং ব্রাজিলের মতো লাতিন আমেরিকার অন্যান্য দেশ গুলোও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
বলিভিয়া ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজা উপত্যকায় সংঘটিত আগ্রাসী এবং নির্বিচার সামরিক হামলার নিন্দা ও প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বলিভিয়া।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে গাজায় হামলাকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে 'গণহত্যা' বলে অভিহিত করেছেন।
শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, এখন আমরা যা দেখছি তা হল ইসরায়েলের প্রধানমন্ত্রীর পাগলামি, যিনি গাজা উপত্যকাকে নিশ্চিহ্ন করতে চান।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এসব বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি তারা।
হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ৩১ অক্টোবর পর্যন্ত গাজায় টানা ২৫ দিনের হামলায় এখন পর্যন্ত ৮ হাজার ৫২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৩ হাজার ৫৪২ শিশু ও ২ হাজার ১৮৭ জন নারী। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩০ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুখবর

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৯

বাউন্ডেলে বলেছেন: সু-খবর আরো আছে। আন্তর্জাতিক আদালতে মামলাও হচ্ছে।

২| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৫

আমি নই বলেছেন: এই কাজ মধ্যপ্রাচ্যের দেশ, যেগুলার সাথে হানাদারদের সম্পর্ক আছে সেগুলার আগে করা উচিৎ ছিল।

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:১৪

বাউন্ডেলে বলেছেন: যতক্ষন ওদের বুকে এসরাইলী গুলি ঢুকবেনা, ততক্ষন ওদের হুশ হবে না।

৩| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:০৪

শাহ আজিজ বলেছেন: যাক আমাগো কিছুই নাই ইজ্রায়েলে তাই ছিন্ন করার ব্যাপারটা আসতেছে না ।

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:১৬

বাউন্ডেলে বলেছেন: কিছু মোসাদের এজেন্ট বাংলাদেশে আছে । গুজবও হতে পারে।

৪| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ইসরাইল এর সাথে কৃটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেই হবে না। ফিলিস্তিন স্বাধীন হওয়ার সময়ের দাবি।

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:২০

বাউন্ডেলে বলেছেন: ফিলিস্তিনিদের স্বাধীন হতে দেবে না ইসরাইল। কারন জেরুজালেম ছাড়া ফিলিস্তিনিরা রাষ্ট্র নেবে না। আর জেরুজালেম ভিত্তিক ইহুদি রাষ্ট্র, জায়নোবাদিদের হাজার হাজার বছরের স্বপ্ন।

৫| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৯

শেরজা তপন বলেছেন: খবরটা শুনে ভালো লাগলেও যে নিরীহ মানুষগুলো এরকম নির্মমভাবে জীবন হারালো তাদের প্রতি কষ্টবোধ একটুও কমেনি।

০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৬

বাউন্ডেলে বলেছেন: খুব আশন্কার কথা হলো- ইসরাইলের এই বর্বরতা একটা উদাহরন হয়ে গেলো।

৬| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১১:০১

শিশির খান ১৪ বলেছেন: বোলিভিয়া ,কলম্বিয়া প্রতিবাদ জানায় অথচ আরব দেশ একটাও আগায় আসলো না। শেষ পর্যন্ত ওই ইরান আর টার্কি শেষ ভরষা

০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:২১

বাউন্ডেলে বলেছেন: জর্ডান গতরাতে কুটনীতিবিদ প্রত্যাহার করেছে। তুর্কিরা তাদের সরকারের উপড় প্রচন্ড চাপ প্রয়োগ করেছে। সৌদি রাজতন্ত্রের ভিত নড়বড়ে হয়ে গেছে। আগামী দিনে অনেক মুসলিম দেশে অনেক ঘটনা ঘটার কারন তৈরী হয়েছে।

৭| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১১:০৪

কামাল১৮ বলেছেন: খুশির খবর! আমরাও ছিন্ন করবো।

০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

বাউন্ডেলে বলেছেন: ওদের সাথে আমাদের কুটনৈতিক সম্পর্ক নাই।

৮| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১১:০৭

কামাল১৮ বলেছেন: গুজব না ভাই।নুরু নিজে স্বিকার করেছে।

০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:২১

বাউন্ডেলে বলেছেন: আমিও ফেজবুকে দেখেছি।

৯| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:


কোন কোন মুসলিম দেশ তা করেছে?

০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

বাউন্ডেলে বলেছেন: বেশীরভাগ দেশের সাথে কুটনৈতিক সম্পর্ক নাই ইসরাইলের। দু-চারটি অবৈধ মুসলিম প্রধান দেশের সরকার গদি টিকিয়ে রাখার জন্য আমেরিকার সমর্থন অব্যাহত রাখতে ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক করেছে। এটাও থাকবে না অদুর ভবিষ্যতে।

১০| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ১২:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: গাজাবাসী বিশ্বের সহানুভূতি পাচ্ছে। ইসরায়েলকে ভালো চোখে দেখছে না।

০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

বাউন্ডেলে বলেছেন: মার্কিন-ইসরাইলিরা এখন দুনিয়ায় সর্বাধিক ঘৃনিত এবং ধিকৃত।

১১| ০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা মানবতার পথে সাহসী পদক্ষেপ নিতে পেরেছে কিন্তু মুসলিমরা তা পারেনি।

০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩০

বাউন্ডেলে বলেছেন: বেশীরভাগ দেশের সাথে কুটনৈতিক সম্পর্ক নাই ইসরাইলের। দু-চারটি অবৈধ মুসলিম প্রধান দেশের সরকার গদি টিকিয়ে রাখার জন্য আমেরিকার সমর্থন অব্যাহত রাখতে ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক করেছে। এটাও থাকবে না অদুর ভবিষ্যতে।

১২| ০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কপি পেস্ট করতাছেন ক্যারে। নিজে কিছু লিখুন।

০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

বাউন্ডেলে বলেছেন: হুম । উপায় কি ? যেহেতু খবর বা তথ্য বানাতে পারি না।

১৩| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভাল করেছে দেশগুলো। যুদ্ধ বন্ধ হোক।

০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৫

বাউন্ডেলে বলেছেন: জাতিসংঘের একজন কর্মকর্তাও ইসরাইলের গনহত্যার প্রতিবাদে পদত্যাগ করেছেন।

১৪| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫১

দি এমপেরর বলেছেন: ভালো খবর। যুদ্ধ চাই না। ইসরায়েলকে চাপ দিয়ে নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ করার ব্যবস্থা করা হোক।

০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭

বাউন্ডেলে বলেছেন: জাতিসংঘের একজন কর্মকর্তাও ফিলিস্তিনে ইসরাইলের গনহত্যার প্রতিবাদে পদত্যাগ করেছেন। জর্ডান গতরাতে কুটনীতিবিদ প্রত্যাহার করেছে। তুর্কিরা তাদের সরকারের উপড় প্রচন্ড চাপ প্রয়োগ করেছে। সৌদি রাজতন্ত্রের ভিত নড়বড়ে হয়ে গেছে। আগামী দিনে অনেক মুসলিম দেশে অনেক ঘটনা ঘটার কারন তৈরী হয়েছে।

১৫| ০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: সব নষ্টের মুল হামাস।
হামাস না থাকলে ইজরাইল ফিলিস্তিন সমস্যা হতো না।
সভ্য মানূষেরা এখন আমেরিকার দিকে তাকিয়ে আছে। আমেরিকাই পারবে হামাসকে নিশ্চিহ্ন করে দিতে।

০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪০

বাউন্ডেলে বলেছেন: হাসালেন। ফিলিস্তিনিরা কি ৭ই অক্টোবর ২০২৩ শে সেটেলারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে ?

১৬| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৮

ধুলো মেঘ বলেছেন: একতরফা ইসরাইলের দোষ কেন দেয়া হচ্ছে? হামাস যখন ইসরাইলের নিরীহ উৎসব কারীদের উপর নির্বিচারে গুলি করল - তখন মানবাধিকার কোথায় ছিল? ওদের কি প্রতিশোধ নেবার অধিকার নেই?

কেউ যদি আমার বউকে মারে, আমি কি তার বউকে ছেড়ে দেব?

০৩ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

বাউন্ডেলে বলেছেন: ইসরাইল বহু আগে থেকেই ফিলিস্তিনি নারী - শিশু মেরে আসছে। হামাসের সেটেলার নারী-শিশু হত্যা নতুন ঘটনা। ইসরাইল প্রতিশোধ নিতে গিয়ে যে , মহা উদাহরন সৃষ্টি করলো - সে থেকে তাদের আর পরিত্রানের কোন সুযোগ থাকলো না। আমেরিকাও দাদাগিরি করতে এসে ফেঁসে গেছে। ইসরাইলের সাথে সাথে আমেরিকাও শান্তিপ্রিয় মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে। এবং এটা খুব দ্রুতই ঘটবে। অবশিষ্ট বিশ্ববাসীর মানসিকতা তাই জানান দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.