নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাত্রলীগ নাকি এখন ফিরে এসেছে আনসার হয়ে।
ক্ষমতায় থেকেও এরা ঘুমের মধ্যে ছাত্রলীগ দেখে..
আসুন একটি দেশপ্রেমিক বাহিনীর প্রতি একটু ভালোবাসা দেখাই-
সক্রিয় ১৯৪৮–বর্তমান
দেশ পাকিস্তান (১৯৪৮–১৯৭১)
বাংলাদেশ (১৯৭১–বর্তমান)
আনুগত্য বাংলাদেশ
শাখা অঙ্গীভূত আনসার
আনসার ব্যাটালিয়ন
ভিডিপি
ধরন আধাসামরিক
আকার অঙ্গীভূত আনসার: ৯৫ হাজার
ব্যাটালিয়ন আনসার: ১৮ হাজার
ভিডিপি: ৫৮ লক্ষ ৮৭ হাজার
প্রায় ৬১ লক্ষ[১]
গ্যারিসন/সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ
ডাকনাম বাংলাদেশ আনসার,
গ্রাম প্রতিরক্ষা বাহিনী
পৃষ্ঠপোষক রাষ্ট্রপতি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নীতিবাক্য শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা
রং লাল
সবুজ
কুচকাত্তয়াজ জাতীয় সমাবেশ
(১২ই ফেব্রুয়ারি)
বার্ষিকী ১২ ফেব্রুয়ারি
(বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী)
সরঞ্জামাদি টাইপ-৫৬ এসল্ট রাইফেল,
টাইপ-৫৬ এস এম জি,
টাইপ-৫৬ লাইট মেশিনগান,
এম-২ ভারি মেশিনগান,
৬০মিঃ মর্টার,
৮০মিঃ মর্টার,
টাইপ-৫৬ কার্বাইন,
মিলস বোম্ব গ্রেনেড,
পাম্প-অ্যাকশন শটগান,
এম-৪ শটগান,
টাইপ-৫৪ পিস্তল,
লি এনফিল্ড রাইফেল (রিটায়ার্ড),
থ্রী নট থ্রী (রিটায়ার্ড)
যুদ্ধসমূহ পার্বত্য চট্টগ্রাম সংঘাত
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
ভারত–পাকিস্তান যুদ্ধ ১৯৬৫
বাংলা ভাষা আন্দোলন
সজ্জা
১. বীর শ্রেষ্ঠ
২. বীর উত্তম
৩. বীর বিক্রম
৪. বীর প্রতীক
ওয়েবসাইট https://ansarvdp.gov.bd
কমান্ডার
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি[২]
অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন
বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি[২]
রেজিমেন্টের কর্নেল মোঃ নূরুল হাসান ফরিদী[২]
উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান
পি এস সি[২]
মোঃ নূরুল হাসান ফরিদী[২]
রেলপথ ও রেলরক্ষা
অপারেশন রেলরক্ষা ২০১৩/১৪ কার্যক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরিক্ষা বাহিনীর প্রায় ৮,৩২৮ জন সদস্য ৩৬টি জেলার ১,০৪১টি ঝুঁকিপূর্ন পয়েন্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থেকে সকলের আস্থা অর্জন করেছে।২০১৫ সালেও সরকারের নির্দেশে এ বাহিনীর ৮,৮৯৬ জন সদস্য ৩৭টি জেলার ১,১১২টি পয়েন্টে রেল নিরাপত্তা রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে। গত বছর বিভিন্ন দুর্ঘটনায় ০৭ জন সদস্য নিহত হয়। সড়ক ও মহাসড়ক
সড়ক ও মহাসড়ক
রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের লক্ষ্যে ২০১৩ হতে ২০১৫ সাল পর্যন্ত সারাদেশের সড়ক ও মহাসড়কের ৯৯৩টি ঝুঁকিপূর্ন পয়েন্টে ১২ জন করে ১১,৯১৬ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে। গত বছর দায়িত্বপালনরত অবস্থায় ১১ জন গুরুতরসহ ২৮ জন সদস্য আহত হয়। বিমান ও স্থল বন্দর
বিমান ও স্থল বন্দর
দেশের জাতীয় ও আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল বন্দরগুলোতে সাধারন ও ব্যাটালিয়ন আনসার সদস্য-সদস্যারা জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বপালনকালে অসীম সাহসিকতার সাথে সন্ত্রাসী মোকাবেলা করতে গিয়ে সাধারন আনসার সদস্য সোহাগ আলী নিহত হন। অতি সম্প্রতি বেনাপোল স্থল বন্দরে চোরাকারবারীর ছুরিকাঘাতে সাধারন আনসার সদস্য ফিরোজ হোসেন নিহত হন।
উইকি প্রকাশনাঃ
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৬
বাউন্ডেলে বলেছেন: এটা পুনর্গঠন ও বর্ধিতকরন করেন বঙ্গবন্ধু সরকার। এদের মহাসমাবেশের দিনেই জাতির জনক ভারতীয় বাহিনীকে ১ মাসের মধ্যে বাংলাদেশ ত্যাগের আল্টিমেটাম দেন। এদের জাতীয়করন এর আশ্সাষ তিনি দিলেও-পারেননি। জিয়া সরকার এটাকে জাতীয় মর্যাদা দিয়ে সুবিধা বর্ধিত করলেও পরের সরকারগুলি তাদের শুধু খাটিয়ে নিয়েছে।
২| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৫
রানার ব্লগ বলেছেন: মূল ঘটনা কি হয়েছিলো ?? কেনো আনসারেরা অবরোধ করলো কেনো ছাত্ররা আক্রমন করলো ?
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩০
বাউন্ডেলে বলেছেন: চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে ফের রাজপথে নেমেছে আনসার বাহিনী। ২৫ আগস্ট সকালে হাইকোর্ট প্রাঙ্গন থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন আনসার সদস্যরা। সমাবেশ থেকে চাকরি জাতীয়করণের এক দফা দাবি জানান বিক্ষুব্ধ আনসার সদস্যরা। দাবি আদায় না হওয়া অব্দি রাজপথে থাকার ঘোষণা দেন তারা।
৩| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩১
নতুন বলেছেন: মহান আয়ামীলীগ সরকার এতো এদের জাতীয়করন করলো না?
এই সরকার কেবল ২ সপ্তাহ হয়েছে এখন বন্যার সমস্যা চলছে এখনোই কেন তাদের দাবী আদায় করতে হবে?
উপদেস্টা বলেছেন তাদের দাবীর বিষয় নিয়ে আলোচনা করে সমাধানে সুপারিস করবে।
আফসোসলীগ চাইবেই বর্তমানের সরকারকে চাপে রাখতে তাই এরা মাঠে
আনসার সহ সকল সংস্থার মানুষের বেতন ভাতা এমন করা উচিত যাতে তারা পরিবার নিয়ে ভালো থাকতে পারে। তাদের ট্রেনিং দিতে হবে যাতে তারা আরো বেশি জনগনের জন্য কাজে লাগে।
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৪
বাউন্ডেলে বলেছেন: আপনার মন্তব্যর সাথে একমত। টানা ১৬ বছর ক্ষমতায় থাকা একমাত্র হাসিনা সরকারের আমলেই রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিলো । সে সময় এদের জাতীয়করন না করে ভারী অস্ত্র ক্রয়ের দিকে সরকার এর মনোযোগ চরে যায় নিয়মিত বাহিনীর চাপে। সিদ্ধান্ত হয়তো ভুল ছিলো। অস্ত্র সংগ্রহে দুনীতি কমিয়ে কাট-ছাট বা ধীরগতি করে আনসারদের জাতীয়করন করা উচিত ছিলো। বর্ত মান সরকারও পারবে, যদি মেধাহীন অপরিপক্কদের বদলে ইউনুসের (যদিও তিনি সাঙগঠনিক দক্ষতা ও শোষন মেধা সম্পন্ন খারাপ অসৎ নির্লজ্জ লোক) নিজস্ব পছন্দের লোক দিয়ে সরকার ঢেলে সাজানো যায়। ছাত্র নামধারী/ছাত্রদের নিজ নিজ অবস্থানে ফিরে যাওয়া উচিৎ’। তাদের পুলিশি বা গুন্ডামী ভুমিকা জনগন ভালো চোখে দেখছে না।
৪| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৩
রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে ফের রাজপথে নেমেছে আনসার বাহিনী। ২৫ আগস্ট সকালে হাইকোর্ট প্রাঙ্গন থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন আনসার সদস্যরা। সমাবেশ থেকে চাকরি জাতীয়করণের এক দফা দাবি জানান বিক্ষুব্ধ আনসার সদস্যরা। দাবি আদায় না হওয়া অব্দি রাজপথে থাকার ঘোষণা দেন তারা।
এর সাথে ছাত্রদের কি সমস্যা ? তারা কেনো আক্রমন করলো ?
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৭
বাউন্ডেলে বলেছেন: ছাত্র নামধারী/ছাত্রদের নিজ নিজ অবস্থানে ফিরে যাওয়া উচিৎ’। তাদের পুলিশি বা গুন্ডামী ভুমিকা জনগন ভালো চোখে দেখছে না।
৫| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গত ১৫ বছরে কি করেছেন ?
আনসার নিয়ে কয়টা পোস্ট দিয়েছেন ?
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১১
বাউন্ডেলে বলেছেন: আপনি একটা দিয়েছিলেন ? লিন্ক দেন। পড়িয়া জ্ঞান লাভ করি।
৬| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৪
নতুন বলেছেন: আন্দোলনকারী অনেকেই আনসার নয়, বহিরাগত: মহাপরিচালক
আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রোববার (২৫ আগস্ট) রাতে একথা জানিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই। তিনি বলেন, আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয়, তারা বহিরাগত। তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে।
https://www.channelionline.com/battalion-ansars-not-related-to-agitating-ansars-director-general/
আপনি তো দেখতেছি আনসারের ডিজি থেকেও বেশি জানেন।
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৬
বাউন্ডেলে বলেছেন: আমি কি বলেছি আনসার আন্দোলন/ছাত্র আন্দোলন/রিকসা আন্দোলন এবং আণ্দোলন বহিরাগত জনতা ছাড়া হয় ? হাঃ হাঃ
৭| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০২
নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার মন্তব্যর সাথে একমত। টানা ১৬ বছর ক্ষমতায় থাকা একমাত্র হাসিনা সরকারের আমলেই রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিলো । সে সময় এদের জাতীয়করন না করে ভারী অস্ত্র ক্রয়ের দিকে সরকার এর মনোযোগ চরে যায় নিয়মিত বাহিনীর চাপে। সিদ্ধান্ত হয়তো ভুল ছিলো। অস্ত্র সংগ্রহে দুনীতি কমিয়ে কাট-ছাট বা ধীরগতি করে আনসারদের জাতীয়করন করা উচিত ছিলো। বর্ত মান সরকারও পারবে, যদি মেধাহীন অপরিপক্কদের বদলে ইউনুসের (যদিও তিনি সাঙগঠনিক দক্ষতা ও শোষন মেধা সম্পন্ন খারাপ অসৎ নির্লজ্জ লোক) নিজস্ব পছন্দের লোক দিয়ে সরকার ঢেলে সাজানো যায়। ছাত্র নামধারী/ছাত্রদের নিজ নিজ অবস্থানে ফিরে যাওয়া উচিৎ’। তাদের পুলিশি বা গুন্ডামী ভুমিকা জনগন ভালো চোখে দেখছে না।
* রিজার্ভ শেষ করে এনেছিলেন হাসিনা সরকার।
As of August 2024, Bangladesh's foreign currency reserves are reported to be around $20.57 billion according to the Bangladesh Bank, based on the International Monetary Fund's (IMF) accounting standards. However, some sources indicate that the actual net reserves might be lower, potentially closer to $17 billion, due to various factors including ongoing payments and adjustments
( The Daily Star, Dhaka Tribune ).
ড: ইউনুস জানেন কিভাবে প্রতিস্ঠান চালাতে হয়। ভরশা রাখুন।
ছাত্ররা চলে যাবে, যদি আফসোসলীগ বারবার সমস্যা তৌরি করতে না আসে।
ছাত্রদের উপরে জনগনের ভরশা বাড়ছে। বন্যায় জনগনের এগিয়ে আসার ঘটনাগুলি সম্ভবত আপনার চোখে পরছেনা।
জনগন গত ৫৩ বছরের সরকারী ছাত্রসংঘটনকে এতোটা বিশ্বাস করেনাই, যেটা এখন জনগন করছে।
৮| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১২
রাসেল বলেছেন: যতটুকু বুঝলাম, আনসার বাহিনী দায়িত্বরত অবস্থায় ছিল না, এমতাবস্থায় তারা কিভাবে অস্ত্র চালনা করতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার আনসারদের দাবির ব্যাপারে কোনো ভূমিকা না পালন করাই স্বাভাবিক । তবে কেন আনসার বাহিনী দাবি নিয়ে গেল ?
২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৩
বাউন্ডেলে বলেছেন: তাদের হাতে কোন অস্ত্র ছিলো না । গুলি যদি হয়ে থাকে, ছাত্রনামধারীরাই করেছে। আমার জানামতে কোন গুলি হয়নি।
৯| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২১
বাউন্ডেলে বলেছেন: বাউন্ডেলে বলেছেন:
নতুন বলেছেন:
ড: ইউনুস জানেন কিভাবে প্রতিস্ঠান চালাতে হয়। ভরশা রাখুন।
উত্তর- সেটা জনগনের সিদ্ধান্তের ব্যাপার। সব পেশাজীবিরা ক্ষেপে আছে - ট্রান্স রাজাকারদের সন্ত্রাসের ঠেলায়।
ছাত্ররা চলে যাবে, যদি আফসোসলীগ বারবার সমস্যা তৌরি করতে না আসে।
তারা দিন-রাত রাস্তায় থাকুক । তারা মানসিকভাবে এখন ছাত্র নয়। এদের “মনো-কনফারেন্স” ইমার্জেন্সি হয়ে পড়েছে।
ছাত্রদের উপরে জনগনের ভরশা বাড়ছে। বন্যায় জনগনের এগিয়ে আসার ঘটনাগুলি সম্ভবত আপনার চোখে পরছেনা।
উত্তর- মোটেও না। পার্সেন্টেজ লো ।
জনগন গত ৫৩ বছরের সরকারী ছাত্রসংঘটনকে এতোটা বিশ্বাস করেনাই, যেটা এখন জনগন করছে।
উত্তর- বাস্তবতা নাই। পার্সেন্টেজ লো ।
১০| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন: আপনি একটা দিয়েছিলেন ? লিন্ক দেন। পড়িয়া জ্ঞান লাভ করি।
না। আমি তেমন পোষ্ট দেয়নি।
দেয়ার কথা আপনার। আপনার বিগত পোষ্ট দেখে সেটাই মনে হয়।
১১| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই , আপনার বাড়ি থেকে ঘুরে এলাম এবং অভিভুত হলাম , আপনার মহানুভবতা ও দল প্রেম দেখে।
আপনার নিকট কিছু প্রশ্ন -
মাত্র ১৮ দিন আগে সারা দেশ দখলে ছিল লীগের অধীনে তথা বাটপার লীগ,ঘুষ লীগ-দখল লীগ-চাঁদাবাজ লীগ-ওলামালীগ-বুড়া লীগ-পুলিশ লীগ-আনসার লীগ-যুব লীগ ও ছাত্র নামধারী লীগের । এরা সবাই কি সমাজ-দেশ থেকে হারিয়ে যাদুঘরে আশ্রয় নিয়েছে না এ সমাজেই বসবাস করছে? এরা যদি এ সমাজে বসবাস করে থাকে তাহলে ঘুমে কেন, জাগরনেই তারা দৃশ্যমান হবার কথা, তাই নয় কি?
আর বিগত ২১ বছরে যারা এত এত সুবিধা ভোগ করেছে, তারা কি এত সহজে পরাজয় মেনে নিবে?
যার যার জায়গায় দেশের জন্য প্রত্যেকেরই অবডান আছে,রাখছে। আর আনসাররা আইন রক্ষা বাহিনী হিসাবে তাদের প্রতি অর্পিত কর্তব্য পালন করেছে এবং করতে বাধ্য। পাশাপাশি দেশের প্রশাসন-প্রচলিত আইনের প্রতি সম্মান রাখাও জরুরী। তারা কি দেশের প্রশাসন-প্রচলিত আইনের প্রতি সম্মান রেখেছে না গায়ের জোরে কিছু করে ফেলতে চেয়েছে?
দেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন-সরকার যেখানে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এবং আনসারদের দাবি বিবেচনায় নিয়ে তাৎক্ষনিক কিছু দিকনির্দেশনাও দিয়েছে,তারপর তারা যা করেছে তা কি আপনার মতে স্বাভাবিক ব্যাপার ছিল?
ছাত্ররা নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য কিছু করার চেষ্টা করছে নিজ নিজ অবস্থানে, যা আওয়ামী সুবিধাভোগী তথা লীগের প্রেতাত্মাদের ভাল না লাগারই কথা। যতদিন লীগের প্রেতাত্মা সহ দল-মত নির্বিশেষে সকল সুবিধাভোগীরা সমাজ থেকে নির্মুল না হয় এবং দূর্নীতি,শোষনমুক্ত বৈষম্যহীন সমাজ কায়েম না হয় ততদিন ছাত্ররা সতর্ক থাকাই দেশ-জাতির জন্য মংগল বলে মনে হয়।
এ বিষয়ে আপনার কি অভিমত ?
২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৭
বাউন্ডেলে বলেছেন: আপনার মন্তব্য আপনার আরেকটি চোখের দৃষ্টি ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে। সাজানো গোছানো দেশ দু মাস আগেও দেখেছি।
১২| ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০০
নতুন বলেছেন: ছাত্রদের উপরে জনগনের ভরশা বাড়ছে। বন্যায় জনগনের এগিয়ে আসার ঘটনাগুলি সম্ভবত আপনার চোখে পরছেনা।
উত্তর- মোটেও না। পার্সেন্টেজ লো ।
জনগন গত ৫৩ বছরের সরকারী ছাত্রসংঘটনকে এতোটা বিশ্বাস করেনাই, যেটা এখন জনগন করছে।
উত্তর- বাস্তবতা নাই। পার্সেন্টেজ লো ।
এই ভাবনা আপসোসলিগের সিম্পটম । কিছুটা সময় রেস্ট নিন ঠিক হয়ে যাবে।
তথ্যবাবা জয় প্রতিদিন টুইটারে ভিন্ন ভিন্ন পোস্ট করতেন, এখন কমিয়ে দিয়েছেন।
১৩| ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩২
আঁধারের যুবরাজ বলেছেন: " এক দিনও শান্তিতে থাকতে দেব না " , আপনার নেত্রীর বিখ্যাত ডায়ালগ ! নেত্রীর প্রতি সন্মান রক্ষার্থে , আপনারা নানারকম অপকর্ম করে বেড়াচ্ছেন।
২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৫
বাউন্ডেলে বলেছেন: কে কি বলেছে না বলেছে এবং সেই মাফিক হচ্ছে - এসব শয্যাশায়ী রোগীর প্রলাপ। বৃষ্টিতে ভিজে যাবো- এ জন্য ছাতা নেয়া। নদীর পানি ঘর ভাসাতে পারে এ জন্য বাঁ দেয়া, চোর - ডাকাত যাতে ক্ষতি করতে না পারে এজন্য দারোয়ান রাখা ।
তেমনি রাষ্ট্র ক্ষমতা এবং রাজনীতি।
সামলাতে না পারলে - হাসিনার মতো চলে যান।
১৪| ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪০
করুণাধারা বলেছেন: আচ্ছা, আপনি এমন পাগলের মতো আচরণ করছেন কেন?
মনে হচ্ছে আপনার মুখের গ্রাস কেড়ে নিয়েছে এই ছাত্র জনতা আর ডঃ মুহাম্মদ ইউনুস!
২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০০
বাউন্ডেলে বলেছেন: ছাত্রনামধারী ও ই্উনুস এই ক’ দিনেই জনজীবন বিষাক্ত করে ফেলেছে। আপনার দুটো চোখই খোলা রাখা অসংলগ্ন মন্তব্য থেকে বিরত থাকার অন্যতম শর্ত।
১৫| ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪১
এক্সম্যান বলেছেন: আনসার ব্যাটালিয়ন আর এরা এক নয়। এরা সম্ভবত চুক্তিভিত্তিক।
তবে এই আনসাররা আসলেই মানবেতর জীবন-যাপন করে। বিশেষ করে তাদের যখন তাদের কোনো কাজ থাকেনা।
তাদের প্রথম এবং সবচাইতে বড় ভুল ছিল দেশের এই ক্রান্তিলগ্নে আন্দোলন করা। যেখানে পুরো দেশ বন্যার্তদের জন্য যা পসিবল করতেসে সেখানে তাদের আন্দোলন করাটা সম্পুর্ন অযৌক্তিক। এই সরকারের অন্তত বছর খানিক যাওয়ার পর যদি তারা আলোচনা করত তাহলে তাও যুক্তিযুক্ত হত।
তাদের প্রতিনিধিরা স্বরাষ্ট্র উপদেষ্টা, আনসার ব্যাটালিয়নের ডিজির সাথে আলোচনা করে এবং সরকার তাৎক্ষনিকভাবে রেস্ট প্রথা বাতিল করে অন্য দাবী গুলোর জন্য একটা কমিটির ঘোষনা দেয় যারা আনসার প্রতিনিধিদের সাথে আলোচনা করে দাবীর ব্যাপারে সুপারিস করবে। এর পরে আনসার প্রতিনিধিরাও সংবাদ মাধ্যমের সাথে কথা বলে তারা জানায় তারা একমত।
তাৎক্ষনিকভাবে এর চাইতে আর ভাল সমাধান হওয়া সম্ভব ছিলনা। কিন্তু তাদের দাবী মেনে নেয়ার পরেও তারা অবরোধ না সরিয়ে উল্টা গাড়ী ভাংচুর, উপস্থিত ছাত্রদের মারধর শুরু করে। তারপর হাসনাতের ফেসবুক লাইভে ডাক, ফলাফল পোশাক খুলে দৌড়।
প্রশ্ন হল কোনো অঘটন ঘটার আগেইতো সরকার আনসার প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন, তার পরেও এত উগ্র আচরন কেন?
আমরাও চাই ছাত্ররা লেখাপড়ায় ফিরে যাক, আর্মি ব্যারাকে ফিরে যাক। কিন্তু কালকের ঘটনার পর আর মনে হয় না এই চাওয়াটা থাকবে। যেই দেশের জনগন পেটোয়া বাহিনীর ভয়ে ১ মাস আগেও দাবী আদায়ের জন্য রাস্তায় মানব বন্ধনের মত প্রতিবাদ করার সাহস পেত না, তারাই এখন সুযোগ বুঝে সম্পুর্ন নতুন একটা সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে? নাকি অন্য কেও পেছন থেকে কলকাঠি নারছে?
২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১১
বাউন্ডেলে বলেছেন: আপনি পোষ্ট ভালো করে পড়ুন - মন্তব্য/ জবাব সহ ।
১৬| ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৮
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: সামলাতে না পারলে - হাসিনার মতো চলে যান।
হাসিনার মতো ১৬ বছর যেতে দিন , তার পরে না হয় বললে মানায় !
২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৯
বাউন্ডেলে বলেছেন: হাজার বছর থাকতে পারলে থাকেন।
১৭| ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৯
আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: হাজার বছর থাকতে পারলে থাকেন।
আপনার কষ্টটা বুঝতেছি ,আমার ঘনিষ্টদের অনেকেই আপনার মতো অন্ধ আওয়ামীলীগের সমর্থক বা কর্মী। এদের অনেকেই খাওয়া দাওয়াও বন্ধ করেছে ,কেউ কান্না কাটি করতেছে বিশ্বাস করুন। কোনো ভাবেই মানতে পারছে না যে ,আওয়ামীলীগ জন বিচ্ছিন্ন্য হয়ে পড়েছিল। শেখ হাসিনা সবার সর্বনাশ করে পালিয়েছে। কোথাও থেকে ঘুরে আসুন ,না হলে অসুস্থ হয়ে পড়বেন।
১৮| ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪০
নতুন বলেছেন: দেখুন নিজের প্রিয় দল হারলে ভক্তদের কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে। - চ্যাটজিপিটির মতে।
আর বোঝের আয়ামীলীগের মতন দলের নেতা কমীদের কি হতে পারে।
Experiencing a political loss, especially when a favored political party or candidate is defeated, can lead to significant emotional and psychological stress. This mental shock is often due to the strong identification individuals may have with their political beliefs and the emotional investment in the campaign or election. Here are some common reactions and psychological impacts:
1. **Feelings of Loss and Grief**: Just like with any significant loss, individuals may go through stages of grief, including denial, anger, bargaining, depression, and acceptance. The intensity of these feelings can vary depending on how deeply one is connected to the political cause.
2. **Identity Crisis**: Politics can be a big part of one’s identity. When a political party loses, it can feel like a personal rejection or an invalidation of one's values and beliefs. This can lead to an identity crisis, where individuals struggle with self-worth and their place in the world.
3. **Anxiety and Fear**: The future can seem uncertain after a political defeat, especially if the winning party holds opposing views. This fear of the unknown can manifest as anxiety, worrying about potential changes in policies, rights, or personal circumstances.
4. **Anger and Resentment**: Anger towards the opposition, the political system, or even towards the supporters of the winning party can occur. This resentment can sometimes lead to social conflicts and a deepened divide between different political groups.
5. **Social Isolation**: People may feel isolated if they perceive themselves to be in the minority. They might withdraw from social activities or avoid discussions about politics to escape further distress.
6. **Physical Symptoms**: The stress and anxiety from political loss can also manifest physically, leading to symptoms such as headaches, sleep disturbances, fatigue, and other stress-related health issues.
7. **Cognitive Dissonance**: Some people may struggle to reconcile the reality of the loss with their previous beliefs and expectations. This cognitive dissonance can lead to confusion, denial, or rationalization of the defeat.
**Coping Strategies:**
- **Acknowledging Emotions**: It's important to recognize and accept the feelings of loss and disappointment. Suppressing these emotions can lead to long-term mental health issues.
- **Social Support**: Talking to friends, family, or like-minded individuals can help in processing the emotions and finding a sense of community.
- **Self-Care**: Engaging in activities that reduce stress, such as exercise, hobbies, or mindfulness practices, can help in coping with the shock.
- **Staying Informed**: Understanding the reasons behind the political outcome can sometimes offer a sense of closure and help in moving forward.
- **Long-Term Perspective**: Remembering that political landscapes can change and that today's loss might pave the way for future successes can be a comforting thought.
Experiencing mental shock after a political loss is a normal reaction, but if these feelings persist or worsen, seeking professional help from a therapist or counselor may be beneficial.
১৯| ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৮
ইমরান৯২ বলেছেন: কর কেজি শুকনা পাতা খাইছেন এটা কপি পেস্ট করার সময় ? কি লিখছেন সেটা নিজে একবার পড়ে দেখছেন ?
আপনার কষ্টটা বুঝতেছি ,আমার ঘনিষ্টদের অনেকেই আপনার মতো অন্ধ আওয়ামীলীগের সমর্থক বা কর্মী
২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০১
বাউন্ডেলে বলেছেন: তুই কি করিস একানে । যা সচিবালয়, দালালী কর। সুবর্ন সময় নষ্ট করিস না।
২০| ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৯
বাউন্ডেলে বলেছেন: সম্ভবতঃ গরীব এই আনসারকে রিমান্ডে নিয়ে পিটিয়ে শহীদ করেছে নরপশু সমন্বয়করা।
২১| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৬
২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৫
বাউন্ডেলে বলেছেন: একপেশে লিখে দেয়া সংবাদ দিচ্ছে পত্রিকাগুলো। দু-জন আনসার সদস্যর মৃত্যুর খবর মিডিয়ায় নেই। নরপিশাচ সমন্বয়করা মানুষকে বিচার ছাড়াই নির্যাতন করে হত্যা, গুম করছে।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৮
শাহিন-৯৯ বলেছেন: এত চমৎকার একটি বাহিনীকে কেন লীগ সতের বছরেও সরকারীকরণ করলো না? এই সরকার একে তো অন্তবর্তকালীন সরকার তার উপর সবে যাত্রা তার মধ্যে এত দাবি দাবি কেন? গত সতের বছর ধরে কি বাল ফালাইছিল?