নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টেকনাফ থেকে তেঁতুলিয়া! ঢাকেশ্বরী থেকে নাগেশ্বরী! পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ! বঙ্গভূমি থেকে বঙ্গভাষা! সবার প্রিয় বাংলা ভাষা

বাংলা বানান

একটি লাইন লিখতে গিয়ে দুটি বানান ভুল, পাঁচ-পঞ্চাশ গুলিয়ে দিয়ে নাকে পড়েছে দুল!

বাংলা বানান › বিস্তারিত পোস্টঃ

ম-ফলা, ব-ফলার ও য-ফলার উচ্চারণ : বাংলা বানান

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

ম-ফলার উচ্চারণ:
▓ পদের প্রথমে ম-ফলা থাকলে সে বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্যস্বর হয়। যেমন— শ্মশান (শঁশান্), স্মরণ (শঁরোন্)। কখনো কখনো ‘ম’ অনুচ্চারিত থাকতেও পারে। বিশেষ করে যেমন— স্মৃতি (সৃতি বা সৃঁতি)।
▓ পদের মধ্যে বা শেষে ম-ফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দ্বিত্ব হয় এবং সামান্য নাসিক্যস্বর হয়। যেমন— আত্মীয় (আত্‌তিঁয়), পদ্ম (পদ্‌দোঁ), বিস্ময় (বিশ্‌শঁয়), ভস্মস্তূপ (ভশ্‌শোঁস্‌তুপ্‌), ভস্ম (ভশ্‌শোঁ), রশ্মি (রোশ্‌শিঁ)।
▓ গ, ঙ, ট, ণ, ন, বা ল বর্ণের সঙ্গে ম-ফলা যুক্ত হলে, ম-এর উচ্চারণ বজায় থাকে। যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণের স্বর লুপ্ত হয়। যেমন— বাগ্মী (বাগ্‌মি), যুগ্ম (যুগ্‌মো), মৃন্ময় (মৃন্‌ময়), জন্ম (জন্‌মো), গুল্ম (গুল্‌মো)।

ব-ফলার উচ্চারণ:
▓ শব্দের প্রথমে ব-ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে। যেমন— ক্বচিৎ (কোচিৎ), দ্বিত্ব (দিত্‌তো), শ্বাস (শাশ্), স্বজন (শজোন), দ্বন্দ্ব (দন্‌দো)।
▓ শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন— বিশ্বাস (বিশ্‌শাশ্), পক্ব (পক্‌কো), অশ্ব (অশ্‌শো)।
▓ সন্ধিজাত শব্দে যুক্ত ব-ফলায় ব-এর উচ্চারণ বজায় থাকে। যেমন— দিগ্বিজয় (দিগ্‌বিজয়), দিগ্বলয় (দিগ্‌বলয়)।
▓ শব্দের মধ্যে বা শেষে ‘ব’ বা ‘ম’-এর সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বজায় থাকে। যেমন— তিব্বত (তিব্‌বত), লম্ব (লম্‌বো)।
▓ উৎ উপসর্গের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বহাল থাকে। যেমন— উদ্বাস্তু (উদ্‌বাস্‌তু), উদ্বেল (উদ্‌বেল্‌)।

য-ফলার উচ্চারণ:
▓ য-ফলার পর ব্যঞ্জনধ্বনি বা অ, আ, ও ধ্বনি থাকলে য-ফলা ‘অ্যা’ উচ্চারিত হয়। যেমন— ব্যবহার (ব্যাবোহার্‌), ব্যস্ত (ব্যাস্‌তো) ইত্যাদি।
▓ য-ফলার পরে ‘ই’ ধ্বনি থাকলে য-ফলা ‘এ’ উচ্চারিত হয়। যেমন— ব্যক্তি (বেক্‌তি), ব্যতীত (বেতিতো) ইত্যাদি।
▓ য-ফলা শব্দের মাঝে বা শেষে থাকলে ‘দ্বিত্ব’ উচ্চারিত হয়। যেমন— বিদ্যুৎ (বিদ্‌দুত্‌), বিদ্যা (বিদ্‌দা) ইত্যাদি।
▓ শব্দের প্রথমে য-ফলার সাথে উ-কার, ঊ-কার, ও-কার থাকলে য-ফলার উচ্চারণ হয় না। যেমন— দ্যুতি (দুতি), জ্যোতি (জোতি) ইত্যাদি।
▓ ▓ ‘হ’-এর পর য-ফলা থাকলে য-ফলা ‘জ্‌ঝ’ উচ্চারিত হয়। যেমন— সহ্য (শোজ্‌ঝো), গ্রাহ্য (গ্রাজ্‌ঝো) ইত্যাদি।
▓ ▓ উদ্যোগ শব্দটির উচ্চারণ বাংলায় দুটি পাওয়া যায়— উদ্‌দোগ ও উদ্‌জোগ। তবে জনমনে বেশি প্রচলিত উদ্‌দোগ। অনেকের মতে উদ্যোগকে যদি সংস্কৃত ভেঙে উদ্‌যোগ রূপে লেখা হয়—তবে এর উচ্চারণ উদ্‌জোগ হবে।
▓ ▓ য বা য-ফলার আদি বা সংস্কৃত উচ্চারণ ‘ইঅ (ইয়)’। যেমন— যামিনী (ইয়ামিনি), শ্যাম (শিয়াম) ইত্যাদি।

বিস্তারিত : সহজ বাংলা বানান নিয়ম

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার পোস্ট|
দ্বিত্ব বানানটায় দ এর উপর ঝোঁক দেয়া হল না?

২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

বাংলা বানান বলেছেন: হুঁ

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

মহা সমন্বয় বলেছেন: উপকারী পোষ্ট -
সাথে অডিও ফাইল থাকলে আরও ভাল হত।
ধন্যবাদ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

আবু শাকিল বলেছেন: ভাল পোষ্ট।
তবে জাতি চমৎকার এবং সুন্দর হয়েছে এসব বলেই বিদায় নিবে।আমি ছাত্র হিসেবে মেধাহীন এবং ফাঁকিবাজ।
সামুতে পড়ালেখার আগ্রহ কম।
সম্ভবত বাংলা বানান নিয়ে ২০১৩ তে একটা পোষ্ট দিছিলেন তারপর আর কোন পোষ্ট নাই।
শুভেচ্ছা জানবেন।বানান শিক্ষা অব্যাহত থাকুক।
ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

বাংলা বানান বলেছেন: সবকিছুই ঠিক বলেছেন আপনি! ধন্যবাদ আপনাকেও

৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট।

আপনার আগের পোস্ট তো সেরা একটি পোস্ট।

শুভেচ্ছা।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

বাংলা বানান বলেছেন: ধন্যবাদ

৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

ধমনী বলেছেন: ভালো পোস্ট।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

বাংলা বানান বলেছেন: ধন্যবাদ

৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৫

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

বাংলা বানান বলেছেন: ধন্যবাদ

৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩

শুভ্র বিকেল বলেছেন: চমৎকার পোস্ট। অনেক কিছু জানা হল।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

বাংলা বানান বলেছেন: ধন্যবাদ

৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

আমি তুমি আমরা বলেছেন: বাগ্মী শব্দের উচ্চারণ বাগগী বলেই জানতাম।

৯| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

Hasan Al Mamun বলেছেন: জ্যেষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.