নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি - prothomalo.com
আমাদের উপমহাদেশে বৃষ্টির সাথে রোমান্টিকতা ওতপ্রোতভাবে জড়িত । বৃষ্টি মুহূর্তেই যেমন প্রকৃতিকে সতেজ করে তোলে, ঠিক তেমনি বৃষ্টির সময়ের শীতল বাতাস ও বৃষ্টির ফলে মাটির সোদা গন্ধ আমাদেরকে সবাইকে ভেতর থেকে করে তোলে সজীব-সতেজ। বৃষ্টির দিনে মানুষের মনটা হয়ে উঠে বৃষ্টিস্নাত প্রকৃতির মত নরম-কোমল । মানুষ আবেগাক্রান্ত হয়ে পড়ে বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সম্পর্কে ও সাথে।
আর তাইতো কবি বলেছেন,
"বৃষ্টি মানে অনুভুতি, সাথে আছে কেউ।
বৃষ্টি মানে নতুন করে,ভালবাসার ঢেউ।
বৃষ্টি মানে মনের মাঝে লুকিয়ে,থাকা আশা।
বৃষ্টি মানে বন্ধুর দেওয়া, একটু ভালোবাসা"।
এমন একটি বৃষ্টির দিন, মানুষের জন্য শীতল বাতাস ও মাটির সুগন্ধর সাথে মনোরম আবহাওয়া নিয়ে আসে। বৃষ্টি ছোট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ও সব ধরনের মানুষের কাছেই একটি স্পেশাল আবহাওয়া। বৃষ্টির দিন যেমন প্রেমিক প্রেমিকার কাছে একটি রোমান্টিক ও ভালোবাসার দিন ঠিক তেমনি এটি নিঃসঙ্গ এবং দুঃখিত ব্যক্তিদের জন্য হৃদয়ে কষ্ট ও বেদনার দিন । বৃষ্টি নিয়ে আসে রোমান্টিকতা এবং স্বামী- স্ত্রী'দের জন্য তা সম্পর্ক ঝালাইয়ের দিন ও মাধ্যমও বটে। ভালোবাসা এবং দুঃখ-কষ্টের মধ্যদিয়ে যাওয়া মানুষগুলোর জন্য বৃষ্টির ঠান্ডা বাতাস সবাইকে যেমন গরম এবং আর্দ্র জলবায়ু থেকে একটু স্বস্তি দেয় ঠিক তেমনি এই বৃষ্টির দিনে অনেকেই তার ভালোবাসার মানুষকে নতুন করে আবিষ্কার করে ভালবাসার সাগরে অবগাহণ করে।
আর তখনি মন গেয়ে উঠে "এই বৃষ্টির নেশা তে, চায় মন হারাতে। সব সীমা ছাড়িয়ে, মন চায় শুধু তোমাকে"।
ছবি - shahriar1.com
একসময় মাঠের পর মাঠ ও পুরো এলাকা ঝাপসা হয়ে আসত বৃষ্টিতে। দূর থেকে আসা বৃষ্টি বয়ে নিয়ে আসত ফুলের গন্ধ। মুহূর্তে বন্ধ হয়ে যেত খেলা-জীবনের সব ব্যস্ততা। মাঠজুড়ে যারা দাপিয়ে ফুটবল খেলত জলকাদায়, তারা ছাড়া বাকি সবাই বৃষ্টি এড়াতে দৌড়াত নিরাপদ আশ্রয়ের সন্ধানে। আকাশভাঙা বৃষ্টিতে মাঠজুড়ে দৌড় কখনো পিছলে পড়ে কাদায় মাখামাখি, একজনের ওপর আরেকজন, ভয় ছিল না কোনো চোট–আঘাতের, পা থেকে মাথা পর্যন্ত মাটি মেখে বাড়ি ফেরা। জ্বর, সর্দি, কাশি, ভাইরাল ফিভার, ইনফেকশান, সব জলে ধুয়ে চলে যেত। এসবের প্রকোপের চেয়ে বৃষ্টির প্রভাব মনে পড়ত বেশি। যে মেয়েটির চোখে হিরো হতে হবে, তাকে দেখে যেন আরও বেশি করে ভেজা। রাস্তা সুনসান। একলা চালক রিকশা নিয়ে যায় গান গাইতে গাইতে বাড়ি ফিরছে আপনজনের সাথে মিলনের আগ্রহে । বাজার ফেরত লোকজন সাইকেলে কিংবা হেটে ঘরে ফেরে ভিজতে ভিজতে।এই ছিল আমাদের দেশের একসময়ের বৃষ্টিকালীন ছবি ।
যদিও সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং জীবনের জটিলতায় বৃষ্টির প্রভাব ও আবেগ দুটাই কমে গেছে তারপরও আমাদের জীবনে এখনো বৃষ্টি কিছুটা হলেও ভূমিকা পালন করে । কখনো কখনো তা থামিয়ে দেয় আমাদের প্রাত্যহিক জীবনযাত্রা, বিরাম টানে ব্যস্ততায় এবং করে তোলে আমাদের মনকে উদাসী।
ছবি - ittefaq.com
আধুনিক কালে জীবনের জটিলতায় আমাদের জীবনের কোন সম্পর্কই এখন ঠিক নেই বা ঠিকমত চলেনা। সকল সম্পর্কের মাঝেই চলে এসেছে টানাপোড়ন। বিশেষ করে আমাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়ন চলে সারা বছরই । দাম্পত্যে যদি টানাপোড়েন চলে তাহলে এই বৃষ্টির দিনগুলো কিছুটা হলেও যেন আর্শীবাদ হয়ে আসতে পারে আমাদের মাঝে। চাইলেই যে কেউ বৃষ্টির দিনে দাম্পত্য টানাপোড়নের সম্পর্ককে করে তুলতে পারি আরও বেশি ভালোবাসাময়, আরও বেশি রোমান্টিক।
জীবনের এই টানাপোড়ন দূর করতে মন খুলে কথা বলুন এই বৃষ্টির দিনে হঠাৎ পাওয়া অবসর সময়ে। উভয়ে - উভয়ের প্রতি হয়ে উঠুন কিছুটা আবেগময় সেই প্রথম দিককার দিগুলোর মত । বলুন না তাকে মন থেকে ," আবার যদি বৃষ্টি নামে, আমিই তোমার প্রথম হবো।লেপ্টে যাওয়া শাড়ির মতো ,অঙ্গে তোমার জড়িয়ে রবো "।
জীবনের ব্যস্ততার জন্য এখন স্বামী-স্ত্রী একে অপরকে হয়তো ঠিকঠাক সময় দিতে পারেন না। বৃষ্টির দিনটাতে যেহেতু খানিকটা আগেই বাড়ি ফিরেছেন তাহলে দুজন পরস্পরকে না হয় একটু বেশি সময় দিলেন। আজ পারলে দু'মগ চা বা কফি বানিয়ে স্ত্রী/স্বামীর সামনে উপস্থিত হোন, দেখবেন সে কতটা বিস্মিত হয়। তারপর গরম-গরম চায়ে চুমুক দিতে দিতে মন খুলে গল্প করুন। দেখবেন সম্পর্ক আরও রোমান্টিক হচ্ছে।
ছবি - ittefaq.com
এই অসময়ে পাওয়া সময়টাতে পাশে বসে, হাতে-হাত রেখে হোকনা অর্থহীন তবুও নতুন কিছু কথা । মন ভারী শুধু যে আকাশের হয় তা কিন্তু নয়, মানুষেরও মন ভারী হয়। সম্পর্কে চিড় ধরে। দাম্পত্যে সম্পর্কটা যদি কিছুটা টালমাটাল হচ্ছে বলে মনে করেন তাহলে কিন্তু আজ এই বৃষ্টির দিনে সেটিকে রোমান্টিক করার বড় সুযোগ আমাদের সামনে-কাছে। গাড়ি থাকলে বেড়িয়ে পড়ুন লং ড্রাইভে। পথে যেতে যেতে কথা শুরু করুন নতুন করে । চাইলে রাস্তার পাশের কোনো টং দোকানে পান করতে পারেন উভয়ে মিলে চা বা দিতে পারেন কিছুটা আডডা। আর তখন ফিরে যাবার চেষ্টা করুন পিছনে - মনে করে দেখুন, এভাবেই একদিন কতটা রোমান্টিক ছিলেন দুজনে। আজ ব্যস্তত ঠেলে দিচ্ছে নিজেদের দুর থেকে দূরে। তাই বৃষ্টির দিনে দুরের সেই সম্পর্কটাকে রোমান্টিক করে নিন। আর এমন দিনে সম্ভব হলে উভয়ে-উভয়কে ছোট-খাট চমক-উপহার দিতে পারেন বৃষ্টির এমন রোমান্টিক দিনে সম্পর্কটাকে আরো রোমান্টিক করতে।
ছবি - ittefaq.com
বৃষ্টির এমন দিনে দিনে চেষ্টা করুন একটু আগেই বাড়ি ফিরতে। এর ফলে যে সময়টা পাওয়া যাবে সে সময়টাতে চাইলেই নতুন করে সম্পর্ককে ঢেলে সাজাতে পারেন। বৃষ্টির সঙ্গে রোমান্স তো বটেই, আরও যে ব্যাপারটা জুড়ে রয়েছে, তা হলো খাওয়া-দাওয়া। রান্নার সাথে সাথে হোক উভয়ের বৃষ্টি উপভোগ সাথে রাতের রান্নাটা জমিয়ে করুন উভয়ে মিলে। পারলে আজ স্ত্রী/স্বামী কে ছুটি দিয়ে নিজেই রান্না করুন মুখরোচক বা আপনার সংগীর মনপছন্দ কোনো আইটেম-রেসিপি। খাওয়ার সময় দারুণ একটা মিউজিক চালিয়ে দিন, মৃদু করে দিন আলো। সঙ্গীর সঙ্গে মুহূর্তগুলো করে তুলুন রোমান্টিক, যেন এই প্রথমবার দুজনে দুজনের কাছে এসেছেন। কি বলেন, এমন বৃষ্টির দিনে হয়ে যাক না একটা ক্যান্ডেল লাইট ডিনার!
ছবি - shahriar1.com
তো গত দু দিন যাবত হচছে বৃষ্টি । তা হয়তো চলতে পারে আরও কিছুটা সময় । আসুন সবাই অসময়ের এই বৃষ্টিকে কাজে লাগিয়ে নিজেদের ঘুণে ধরা সম্পর্কটাকে তাজা-ঝরঝরে করে তুলি সেই প্রথম দিনের মত ও অবগাহন করি ভালবাসার সমুদ্রে আপনজনের সাথে রিমঝিম এই বৃষ্টিতে।
====================================================================
জবাবদিহীতা - দেশে (ঢাকায়) বৃষ্টি আসলে হচছে কিনা তা জানিনা, তবে অর্ধাংগিণী বলেছে দু দিন ধরে বৃষ্টি হচছে । আর বৃষ্টির কথা শুনে প্রচন্ডভাবে তাকে মিস করছি, মিস করছি বৃষ্টিকেও । সেও মিস করে আমাকে বিশেষ করে এই বৃষ্টির সময়ে। কারন , এই বৃষ্টিই আমাদেরকে মিলিয়েছিল কিনা একসময়ে তাই । সেই ব্যাপারে বিস্তারিত পোস্ট - Click This Link । আর তাই, তার ফোন পেয়েই এবং বৃষ্টির কথা শুনেই তাৎক্ষণিক এই পোস্ট লেখার ধারনা ও লেখা।
০৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪১
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ ভাই, পোস্ট পড়া এবং চমতকার একটি বৃষ্টির কবিতা শেয়ার করার জন্য।
২| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: আপনি তো দারুন রোমান্টিক মানুষ।
০৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই,আপনার মন্তব্যের জন্য।
রোমান্টিক কিনা জানিনা ভাই তবে এরকম ভাবে চিন্তা করতে ভাল লাগে , এই যা।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
মরুভুমির দেশে আছেন? ভালো; আপনার বেদুইন সংস্কৃতির প্রতি ভালোবাসার কারণ এখন পরিস্কার।
০৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২২
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই,আপনার মন্তব্যের জন্য।
একটি কথা ভাই , মন্তব্য সবসময়েই বিষয়বস্তুর সাথে প্রাসংগিক হওয়া উচিত বলে আমি মনে করি।
তাপরেও , মরুর দেশে সব বেদুইন থাকে এমন এমন নয় আর আমেরিকায় সবাই ডোনাল্ড ট্রাম্প এমনও কিন্তু নয়।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪১
নুরুলইসলা০৬০৪ বলেছেন:
এমন দিনে তারে বলা যায়,
এমন ঘনঘোর বরিষায়!
এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়।
সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি গভীর দুখে দুখী,
আকাশে জল ঝরে অনিবার।
জগতে কেহ যেন নাহি আর!
সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব!
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব—
আঁধারে মিশে গেছে আর-সব।
বলিতে বাজিবে না নিজ কানে,
চমক লাগিবে না নিজ প্রাণে।
সে কথা আঁখিনীরে মিশিয়া যাবে ধীরে
এ ভরা বাদলের মাঝখানে।
সে কথা মিশে যাবে দুটি প্রাণে।
তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার?
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার!
আছে তো তার পরে বারো মাস—
উঠিবে কত কথা কত হাস।
আসিবে কত লোক কত-না দুখশোক,
সে কথা কোন্খানে পাবে নাশ।
জগৎ চলে যাবে বারো মাস।
ব্যাকুল বেগে অজি বহে বায়,
বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়
এমন ঘনঘোর বরিষায়
এমন দিনে তারে বলা যায়,
এমন ঘনঘোর বরিষায়!
এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়।
সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি গভীর দুখে দুখী,
আকাশে জল ঝরে অনিবার।
জগতে কেহ যেন নাহি আর!
সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব!
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব—
আঁধারে মিশে গেছে আর-সব।
বলিতে বাজিবে না নিজ কানে,
চমক লাগিবে না নিজ প্রাণে।
সে কথা আঁখিনীরে মিশিয়া যাবে ধীরে
এ ভরা বাদলের মাঝখানে।
সে কথা মিশে যাবে দুটি প্রাণে।
তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার?
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার!
আছে তো তার পরে বারো মাস—
উঠিবে কত কথা কত হাস।
আসিবে কত লোক কত-না দুখশোক,
সে কথা কোন্খানে পাবে নাশ।
জগৎ চলে যাবে বারো মাস।
ব্যাকুল বেগে অজি বহে বায়,
বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।
রবি কবি কতো সুন্দর করে বলেছেন সকলের মনের কথা।
০৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ নুরুলইসলাম০৬০৪ ভাই, পোস্ট পড়া এবং চমতকার একটি বৃষ্টির কবিতা শেয়ার করার জন্য।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০২
চাঙ্কু বলেছেন: এত পেম?
০৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: জী ভাই , খালি পেম আর পেম।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৫২
অধীতি বলেছেন: বৃষ্টি ও নান্দনিক প্রণয়।
০৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ অধীতি , পোস্ট পড়া এবং চমতকার দুটি শব্দের জন্য।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: রোমান্টিক পোস্ট ব্যস্ততার জন্য সম্পর্ক দূরে যায় গা ভাই
আর ফিরে আসে সময়
০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ বোন কাজী ফাতেমা ছবি , আপনার পোস্ট পড়া এবং আপনার মন্তব্যের জন্য।
আসলেই বোন , জীবনের জটিলতা ও ব্যস্ততায় সব রোমান্টিকতাই হারিয়ে যাচছে । যখন হয়ত এই জটিলতা ও ব্যস্ততা থেকে অবসর মিলবে তখন আর হয় রোম্যান্স করার সুযোগ থাকবেনা। জীবনের রূপ-রস-গন্ধ শুকিয়ে ত্যানা ত্যানা হয়ে যাবে।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "তাপরেও , মরুর দেশে সব বেদুইন থাকে এমন এমন নয় আর আমেরিকায় সবাই ডোনাল্ড ট্রাম্প এমনও কিন্তু নয়। "
-আমেরিকার বেশীরভাগ মানুষ ট্রাম্প থেকে হাজার গুণে ভালো। আপনার লেখায় আমি বেদুইন ও আফগানদের দেখছি।
০৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই,আপনার প্রতি-মন্তব্যের জন্য।
ভাইজান, ভাল-মন্দ মিলিয়েই দুনিয়ার সৃষ্টি । ভাল মন্দ আছে বলেই ভালর এত কদর। ভাল আমেরিকায় যেমন আছে তেমনি আফগান কিংবা বেদুইনদের মাঝেও আছে।
ট্রাম্পের মত মানুষ আছে বলেই ওবামার অভাব আমেরিকাবাসী বুঝতে পেরেছে।এটাই জীবন ।
বেদুইন এবং আফগানরা মংগলগ্রহ থেকে আসেনি । তারা এ পৃথিবী নামক গ্রহেরই বাসিন্দা এবং মানুষ ও বটে। আবার এমন না যে তারা মানুষ নয় এবং তাদের নিয়ে কিছু বলা বা লেখা যাবেনা। কাজেই আমি যদি বেদুইন ও আফগানদের নিয়ে লিখেও থাকি তাতে সভ্যতা বিরোধী কোন কাজ করেছি বা ব্লগে প্রচলিত কোন নিয়ম-কানুনের বিরুদ্ধে কিছু করেছি - এমন ও নয়।
আপনাকে দয়া করে আজকের ইত্তেফাক ও বিবিসি র রিপোর্ট টি দেখতে বলব। বিবিসি র রিপোর্ট, " বিবিসি-র ১০০ প্রভাবশালী নারীর মধ্যে অর্ধেকের বেশি আফগান ও মুসলিম"। - সেখানে তাদের (মুসলিম-তালেবান) ব্যাপারে আপনার যে ধারনা তা মনে হয় বিবিসির সাথে মিলেনা বা মিলবেনা।
প্রতি বছরের মতো এবছরও বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। এ তালিকায় অর্ধেক জায়গা জুড়ে রয়েছেন আফগান মুসলিম নারীরা।
খোলা মন নিয়ে পথ চলেন । জানবেন-বুঝবেন অনেক কিছু । বন্ধ মন ও একপেশে চিন্তা-ভাবনা (চরমপন্থী ) দুনিয়ার বেশীরভাগ সমস্যার কারন।যত তারাতাড়ি তা আমরা বুঝব ততই এ দুনিয়ার জন্য মংগল।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:০০
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "প্রতি বছরের মতো এবছরও বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। এ তালিকায় অর্ধেক জায়গা জুড়ে রয়েছেন আফগান মুসলিম নারীরা। "
-আফগান পুরুষেরা নেই কেন? আপনি নিশ্চয়ই আফগান বা মুসলিম নারী নন।
০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০২
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, তালিকাটা বানাইছে নারীদের তাই পুরুষরা নেই।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৩৬
নেওয়াজ আলি বলেছেন: আমারটা ঘুণে ধরা নয় । ঝালাই মালাই দরকার নেই। মেয়ে দুইটা নিয়ে স্বর্গে আছি
০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই,আপনার মন্তব্যের জন্য।
ভাল লাগলো জেনে , আপনার দাম্পত্য সম্পর্কটা চমতকার চলছে। সেটাই হওয়া উচিত এবং আমরা সবাই সেটাই চাই । তারপরও পরিবেশে ও পরিস্থিতির কারনে অনেক সময়ই তাতে শীতলতা চলে আসে। আর সেই শীতলতা দূর করে দাম্পত্য সম্পর্কে একটু
উষ্ণতা এনে দিতে বৃষ্টি সবসমই পারে ব্যাপোক ভূমিকা পারতে।
সবশেষে, আরো ভালো লাগল আপনার দুই কন্যা আছে জেনে। মহান আল্লাহপাক তাদেরকে ভাল মানুষ হিসাবে কবুল করুণ এবং তাদের ভবিষ্যত সুখ-সাফল্যের জন্য রইলো দোয়া।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবে না সাথে কোনো ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি, জামা, মাথা
থাকবে না রাস্তায় গাড়িঘোড়া
দোকানপাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ
একদিন বৃষ্টিতে বিকেলে
মনে পড়ে যাবে সব কথা
কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যথা
অদূরে কোথাও কোনো রেডিওতে
এই পথ যদি না শেষ হয়
আর বৃষ্টির রং হয়ে যাবে নীল
আর আকাশের রংটা ছাই
একদিন বৃষ্টিতে
একদিন বৃষ্টিতে বিকেলে
ভাঙা দেয়ালের গায়ে সাত পাকে বাঁধা কবে
কার noon show-তে কোথাও
আর বৃষ্টির ছাঁটে যাবে না দেখা
দু'জনের চোখের জল
ছমছম, ছমছম চোখের জল
একদিন বৃষ্টিতে বিকেলে
আমরা ধরা পড়ে যাবো দেখো ঠিক
ধুয়ে যাবে যত আছে অভিমান
ধুয়ে যাবে সিঁদুরের টিপ
আর চটিটাও ছিঁড়ে যাবে তক্ষুনি
তাই পালানো যাবে না যে কোথাও
রাস্তা যেমন তেমনই
শুধু লোকজন সব উধাও
একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবে না সাথে কোনো ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি, জামা, মাথা
থাকবে না রাস্তায় গাড়িঘোড়া
দোকানপাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ
একদিন বৃষ্টিতে
একদিন বৃষ্টিতে বিকেলে
----- অঞ্জন দত্ত -----