নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুবই সাধারন একজন মানুষ । পড়া যার নেশা । পড়ার এবং জানার আশায় ----

মোহামমদ কামরুজজামান

মোহামমদ কামরুজজামান › বিস্তারিত পোস্টঃ

সামাজিক রীতি-নীতি-শিষ্ঠাচার এখন যাদুঘরে চলে যাচছে - আপনি কি একমত ?(আমজনতার সমসাময়িক ভাবনা -৩)

০৯ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

সামাজিক রীতি-নীতি-শিষ্ঠাচার এখন যাদুঘরে আধুনিক দল প্রেমী ও মুক্তমনাদের ভীরে।

রাজনৈতিক শিষ্ঠাচার এখন বিতাড়িত রাজনৈতিক দূর্বিত্তায়নের কারনে । এখন সেই বড় রাজনৈতিক নেতা যে যত বেশী গালাগালি করতে পারবে মৃত-মৃতপ্রায় বিরোধীদেরকে।

এখন বিরোধী নেতাকে পাশে বসিয়ে চা ঢেলে দেয়ার ছবির আশা করা বোকামী । কারন সেই সহনশীল আচরন এখন আর পরিবার-সমাজ- রাষ্ট্রের কোথাও না শিখানো হয় না চর্চা করা হয়।

গত একযুগে পরিবারে-সমাজে-দেশে যে পরিবর্তন হয়েছে তা আমাদের উপমহাদেশে গত ১০০ বছরেও হয়নি।

এখন যদি প্রশ্ন করা হয় এর জন্য দায়ী কে ?

তাহলে আংগুল আমাদের দিকেই আসবে ।

হ্যা - ইহাই সত্যি ।

এর জন্য দায়ী দেশের সাধারন মানুষ তথা জনগনই।

আবার যদি প্রশ্ন উত্থাপন করা হয় - দেশের মানুষ ( সাধারণ জনগণ) ই দায়ী কেন?

জবাব, আমি-আপনি -আমরা কেউই আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের করণীয় কাজ গুলো করছিনা নীতি-নৈতিকতা ভুলে ইচ্ছা কিংবা অনিচ্ছায়। না বড় ছোটকে স্নেহ করছে না ছোট বড়কে মান্য করছে। এখন সবাই সবার অবস্থান থেকে রাজা।

আর তাইতো সমাজের - সামাজিকতার - শিস্টাচারের ক্ষেত্রে এখন এত দুরবস্থা।


====================================================
পূর্ববর্তী পোস্ট -

বর্তমান সময়ে আমরা কি একটি বুদ্ধি প্রতিবন্ধী ও দৃষ্টিশক্তি হীন জাতি বা প্রজন্মে পরিণত হচছি বা হতে যাচছি?(আমজনতার সমসাময়িক ভাবনা - ২) - Click This Link
আমাদের সমাজের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কি ভেঙে পড়ছে ? (আমজনতার সমসাময়িক ভাবনা -১) Click This Link

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

জ্যাকেল বলেছেন: একমত।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ জ্যাকেল ভাই, মন্তব্য ও সহমতের জন্যে।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সামাজিক রীতি-নীতি-শিষ্ঠাচার এখনো বিলিন হয়নি। তবে রাজনৈতীক রীতি-নীতি-শিষ্ঠাচারের কিছুই অবশিষ্ট নাই।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫০

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ দস্যু ভাইজান, আপনার মন্তব্য এর জন্য।

আসলেই ভাইজান,সামাজিকতা এখনো কিছুটা অবশিষ্ট থাকলেও রাজনৈতিক সহনশীলতা ও শিস্টাচার শুন্যের কোটায় নেমে এসেছে।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


আপনি জনগণ সম্পর্কেও কি গরুর রচনা লিখার কথা ভাবছেন? মানুষ যেই সংস্কৃতিতে বসবাস করে, ক্রমেই সেই সংস্কৃতির অংশ হয়ে যায়।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই, আপনার মন্তব্য এর জন্য।

আপনি যা বলেছেন তা হয়ত সঠিক।

আর মানুষ সমাজের ই অংশ। আর সমাজের মানুষ সেইভাবেই গড়ে উঠে যে ভাবে তারা তাদের আগেরজন বা নেতাদের দেখে এবং যেভাবে তারা শিক্ষা পায়।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



বাংলার জনগণ এখনো সঠিক আছেন, থাকার চেষ্টা করছেন; আপনি জনগণকে বুঝার মতো রাজনীতি, সমাজনীতি বুঝেন না; আপনি ধর্ম নিয়ে গরুর রচনায় ভালো, সেটাই করতে থাকেন।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: চাঁদগাজী ভাই, আপনার মত আত্মম্ভরি,অল্পবিদ্যা,গায়ে মানেনা আপনি মোড়ল ও একচোখা মানুষদের জন্যই আজ দুনিয়ায় এত সমস্যা।

আপনি যে কি এবং কতটুকু জানেন তা আপনার ছাগলের লাদার সাথে সাথে ম্যা এ এ, ম্যা এ এ তেই বুজা যায়।

আপনাকে এই প্রথম বলছি - আপনি আসলেই একটা পেইন। মানুষের আকৃতির তবে প্রকৃতিতে অন্য কিছু। ভাল হন ভাই,বয়স ত আর কম হয়নি।


ব্লগ কতৃ'পক্ষকে আমার এই মন্তব্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।কারন, মাঝে মাঝে খারাপ কে খারাপ বলতে হয় তাকে সংশোধনের সুযোগ দেবার জন্য।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সামাজিক শিষ্টাচার যদিও পরিবর্তিত হয় কালের পরিক্রমায় কিন্তু রাজনৈতিক শিষ্টাচার শের হয়ে গেছে ২০০৪ পর।আমেরিকা গনতন্ত্রের ডাক দিয়েছে এবং ভোটাধীকার নিশ্চিত করতে বলেছে দেশে দেশে দেখা যাক কি হয়।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ নুরুল ইসলাম ভাই, আপনার মন্তব্য এর জন্য।

এটা ঠিক, সমাজ পরিবর্তন এর সাথে সাথে সামাজিক রীতি-নীতি ও মুল্যবোধের ও পরিবর্তন ও রুপান্তর হয়েছে তবে এসব রুপান্তর বেশীরভাগ হয়েছে নেগেটিভ।

আর রাজনৈতিক শিস্টাচার এবং সহনশীলতা হারিয়ে গেছে মানুষের ক্ষমতার লোভে এবং প্রতিহিংসায়।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৬

নেওয়াজ আলি বলেছেন: একশত ভাগ হাছা কথা ভাই =p~

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলী ভাই, আপনার মন্তব্য এর জন্য

আসলেই ভাই হাচা কতা।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: সামাজিক রীতি-নীতি-শিষ্ঠাচার এসব বাংলাদেশে নেই।
এখন বাসে একজন মহিলা দাঁড়িয়ে থাকলে কেউ সিট ছেড়ে দেয় না।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ রাজিব নুর ভাই, আপনার বাস্তব ও রুঢ় সত্য মন্তব্য এর জন্য।

আসলেই ভাই, আমাদের সমাজ যে কোথায় যাচ্ছে, এ অধঃপতন যে কোথায় গিয়ে থামবে - কেউ জানেনা ।

পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্পর্কের মূল্যায়ন কিংবা মানুষে মানুষে ভ্রাতৃপ্রেম কিছুই এখন আমাদের জীবনের চলার পথে দেখা যাচ্ছেনা। সকল প্রকার মানবিকতা বিদায় নিয়ে চলে যাচ্ছে এর জায়গায় আগমন হচ্ছে পাশবিকতার।


৮| ১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৮

অগ্নিবেশ বলেছেন: সবই তার ইচ্ছা।, আমাদের ক্যাও ম্যাও করে কি কোনো লাভ আছে? এই দুনিয়াতে কেন ভালো থাকতে চান?

১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ অগ্নিবেশ ভাই, আপনার ছোট কিন্তু সত্য মন্তব্য এর জন্য।

একদম সঠিক বলেছেন আপনি। সবই তার(স্রস্টার) ইচ্ছা। তিনি যা চান যেভাবে চান তাই হবে,আমরা যতই ক্যাও ম্যাও করি কোন লাভ হবেনা বা পরিবর্তন ও হবেনা। তবে নিজেদের অবস্থান থেকে আমাদের চেষ্টা করতে হয় তাই করা।

ভাইগো, দুনিয়ায় হক্কলেই ভাল থাকতে চায়, এখন প্রশ্ন হলো কেন?

ভালো থাকলে যে ভাই শুধুই মজা আর মজা। এই জন্য ভাল থাকতে চাই ভাই।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩২

অপু তানভীর বলেছেন: যাক শেষ পর্যন্ত আপনারও ধৈর্য্যচুত্যি হল!

দুষ্টের সাথে ভাল ব্যবহার করলে তারা ভেবে বসে যে আপনি দুর্বল । ভাল মানুষী ভাল মানুষ ধরতে পারে । ধরুন সাধারণ কেউ কোন কারণে আপনার সাথে খারাপ ব্যবহার করলো । বিপরীতে আপনি যদি তার সাথে ভাল ব্যবহার করেন তাহলে এক সময় সে নিজেই লজ্জিত হবে তার খারাপ ব্যবহারের কারণে । কিন্তু যেগুলো বদমাইশ সেগুলো আপনার এই ভাল ব্যবহারের বিপরীতে আরও খারাপ ব্যবহার করেই যাবে । এগুলো এদের জন্মগত সমস্যা ।

১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ অপু তানভীর ভাই, আপনার মন্তব্য এর জন্য।

আসলে কি বলব ভাই, বলার ভাষা নেই আমার। কিছু মানুষ আছে যারা এরকমই। সব কিছুর (ন্যায়-অন্যায়-বিবেক- শিস্টাচার- হেদায়েত) উপর তারা। আমার মনে হয় তাদের মন ও বিবেক বলে যে জিনিস তা অনুপস্থিত। মানুষের ভদ্রতা- সম্মান প্রদান কে তারা ভাবে দুব'লতা।

আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন।

১০| ১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৩

চাঁদগাজী বলেছেন:




দেখছেন, সামুর গল্পকার অপু তানভীর কি বলছেন? শেষে কিন্তু আপনিও শিষ্ঠাচার থেকে বের হয়ে আপন মহিমা দেখায়েছেন! দেখছেন, কেন আমি আপনার লেখাকে গরুর রচনা বলে থাকি? আপনি যা লেখেন, আপনি তা নন!

১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধধন্যবাদ চাদগাজী ভাই, হ্যা ভাই, দেখেছি

আপনি যা বলেন একদম ঠিক বলেন।

১১| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সামাজিক বৈষম্যের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছে। যেটা আগে ছিল না। অসুস্থ প্রতিযোগিতা আমাদের আচার আচরণকে শিষ্টাচার বিমুখী করছে। একটা শ্রেণীর অবাধ অর্থনৈতিক স্বাধীনতাও তাদেরকে অহংকারী এবং দেশীয় সংস্কৃতি বিমুখ করছে।

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ সাড়েচুয়াত্তুর ভাই, আপনার বাস্তব মন্তব্য এর জন্য।

আসলে আমরা মানুষ এখন ন্যায়-অন্যায় ভুলে সীমাহীন চাহিদার পিছনে অন্ধের মতো ছুটছি। আগেও মানুষের চাহিদা ছিল,ছিল পাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু তখন মানুষের এসবের সাথে ছিল পরিমিতিবোধ ও বিবেকের তাড়না।

এখন পরিমিতিবোধ লোপ পেয়েছে, বিবেক মরে গিয়েছে। আর তাই একেকজন একেকটা ফ্রাংকেষ্টাইন হিসাবে গড়ে উঠেছে সেই শৈশব ও পরিবার থেকেই।

আর এসবের সাথে সাথে আকাশ সংস্কৃতি এবং বড়দের অনৈতিক কর্মকান্ড ছোটদেরও উৎসাহ জোগাচ্ছে অন্যায়ের থাকতে।

১২| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: না এখনো জাদুঘরে যায়নি কিন্তু অদূর ভবিষ্যতে যে যাবে না তা কে বলতে পারে।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই, আপনার মন্তব্যের জন্য।

এটা অবশ্য ঠিক যে, এখনো আমাদের সমাজ থেকে, আমাদের থেকে শতভাগ শিস্টাচার-নীতি- নৈতিকতা বিদায় নেয়নি। তবে বাকী ও তেমন কিছু নেই।এই অবস্থা চলতে থাকলে আসলেই কিছুদিন পরে হয়ত তাদের দেখার জন্য যাদুঘরেই যেতে হবে।

তবে, আমরা আশাবাদী যে - হয়ত পরিবর্তন হবে এই দুরবস্থার। সব শেষের আগেই হয়ত আমাদের বিবেক জেগে উঠবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.