![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবরি আমি বাংলাদেশ হোক বা পৃথিবীর অন্য কোথায়ও হোক যদি কোনো বেশী আলোচ্য বা যুদ্ব বিগ্রহ ঘটে আমি মূল ধারার অনেক গুলো নিউজ পেপার এমনকি লেখকদের কলাম গুলো পড়ি কারন আপনি একটি পএিকা বা একজন লেখকের কলাম পড়ে সত্য মিথ্য যাচাই করতে পারবেন না।এখন আসলে আমার শিরোনামের বিষয়ের উপরে কথা বলতে উপরের লেখা গুলো বলেছি।আমরা সবাই জানি এখন ইজারাইলীরা রোজার মাসে মানব হত্যায় মেতে উঠেছে আর তাদের সেই নারকীয় ঘটনা নিয়ে বিশ্ব জুড়ে তোলপাড় , আর পৃথিবীর বুকে যেই সকল মিডিয়াকে মূল ধারার মিডিয়া বলা হয় সেই গুলো আমি আজ কয়েক দিন থেকে পড়ছি ইজরাইল ফিলিস্তিন যুদ্ব নিয়ে।সবছেয়ে দুঃখের বিষয় হচ্ছে ১০০ জনের ও বেশী মানুষকে হত্যার পরেও কোনো বিশ্ব মিডিয়া বলেনি ইসরাঈল সন্ত্রাসীদের হামলায় বা টেরোরিস্টদের হামলা ১০০ জনের ও বেশী নিহত কিন্তু ঠিকই তারা আবার লিখেছে ইসলামী জংগী সংগঠন বা সন্ত্রাসীদের রকেট হামলায় ইসরাঈলের একটি তেল পাম্প পুড়ে গিয়েছে।আমি আজকে ইয়াহু নিউজ পড়েছি সেখানে বারবার একই কথা লিখেছে হামাস জংগীদের হামলায় একটি তেলের পাম্প পুড়ে গিয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে।খবরের শেষে লিখেছে ইজারাইলী বিমান হামলা ১০০ জনের মত নিহত হয়েছে বলে ফিলিস্তিনিরা দাবী করেছে!!!
আমি আরো পড়েছি বিবিসি নিউজ সব ঠিক ঠাক লিখেছে ইজারাইলী বিমান হামলায় ১০০ ফিলিস্তিনী নিহত হয়েছে বলে ফিলিস্তিনি কতৃপক্ষ দাবী করেছে এবং হামাস জংগীদের রকেট হামলায় কিছু যায়গায় সামান্য ক্ষতি হয়েছে।
সবছেয়ে দুঃখের বিষয় হচ্ছে যখন জানোয়ারের ১০০ জনের বেশী নিরাপরাধ মানুষকে হত্য করেছে তখন খুনিদের নামের আগে জংগীও নেই টেরোরিস্ট ও নেই কিন্তু যারা ২/৪ টা রকেট লান্সার মেরে জানান দিচ্ছে আমরা মরি নাই তাদের নামের আগে জংগী!! বাহ! বিশ্ব মানবতা।
তারপরে সর্বশেষ দেখলাম ডয়েচভেলে সেখানেও পূর্বের মিডিয়াদের মতই যাই হোক তাদের খবরের একটা স্ক্রিন শর্ট দিয়ে দিলাম।
মানবতা বড় অসহায়।মানবতা আপনাদের জন্য না ফিলিস্তিনি জনগন আপনাদের জন্য বিশ্বের কথিত মানবাতবাদীদের দেয়া সন্ত্রাসী,জংগী সিলটি আপনাদের কপালে দেয়া আছে।
জয় হোক মানবতার নিপাত যাক সন্ত্রাসী ইজারঈল এবং তার মদত দাতা কিছু আরব এবং পশ্চিমা শয়তান
১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩০
দাদার নাতী বলেছেন: আমরাও তার জন্য কিছুটা দায়ী
২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৪
শাহ আজিজ বলেছেন: আপনি কি জেনে শুনে লিখছেন যে হামাস কারা ও কেন তারা গাজায়??
১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৪
দাদার নাতী বলেছেন: তাদের সম্পর্কে জানার চেস্টা করেছি তবে যতটুকু জেনেছি নিজেদের জনগন এবং নিজেরা বাচার জন্য দখলদারদের বিরুদ্দে অস্ত্র হাতে তুলে নিয়েছে যেমনি ভাবে আমাদের মুক্তি সংগ্রামে আমাদের মুক্তিযোদ্বারা করেছে।তবে তাদের অস্ত্রের জোর দু চারটা রকেট লান্সার পশ্চিমাদের আধুনিক অস্ত্র দিয়ে সাজিয়ে দেয়া ইজরাঈলের মত নয়।
৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৪
শাহ আজিজ বলেছেন: হামাস একটি ইরান ব্যাকড বহিরাগত সংগঠন । খোমেনির নির্দেশে এটা গড়া হয়েছিল এবং এখন ভাড়াটে সৈন্য আছে ওদের ৬০ টি দেশ থেকে। ওরা সুসজ্জিত এবং এই আক্রমন ইসরায়েল হামাসের রকেট ছোড়ার পরই করেছে । মরেছে ফিলিস্তিনি নিরাপরাধ মানুষ । হাসান নস্রুল্লাহ একজন ইরানি কিন্তু লেবাননের দুর্বল সময়ে ফিলিস্তিনিদের সাহায্য করার নাম নিয়ে গেড়ে বসেছে । ওরা ইসরায়েলের উপকার করছে প্রকারন্তরে । ফিলিস্তিনিরা আল ফাতাহ কেও বহিস্কার করেছে । সব ফিলিস্তিনি শান্তি চায় । যুদ্ধ কিছু রাষ্ট্রের জন্য ফায়দা আনে তাই এই গন হত্যা ।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: মানবিকতা!! জিনিসটি তো একান্ত পশ্চিমা বিশ্বের আর তাদের পরিচালিত মিডিয়াগুলোর । এর মাঝে আবার হাত দিতে যান কেন। "জঙ্গী দাদর নাতী" হিসাবে পরিচিত হবার জন্য??
আসলে আমাদের ব্যর্থতাই, আমাদের এই করুন পরিনতির জন্য দায়ী।