![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) কাকা আমার কাকা
ফুটবল বিশ্বে তুমি এখন একা
মেসির সাথে যেদিন হবে দেখা
তিনখান গোল দিয়ে বলবে তাকে
তুমি আবার কেঠা?
২) একযে ছিল সোনার ছেলে
কাকা তাহার নাম।
দেশ বিদেশে সবার কাছে
আছে তার সুনাম।
৩) একদিন কাকা আফ্রিকায়
রাস্তা দিয়া হাইটা যায়
এক খান ভেরি (ভেরুন) বান্ধাছিল গাছের তলায়।
৪) কাকা কাকা ডাক পারি
কাকা গেছে মেসির বাড়ি
আয় কাকা ঘড়ে আয়
মেরাদুনাযে তোরে ভয় পায়।
৫) এবার কুচ ইনকেলেজি কবতে:
Kaka like summer morn
Mesi like winter weather
Kaka is nimble but mesi is lame
Kaka is hot and bold Mesi is weak and cold.
------------------------
Sexpiyar
==================
বালক বন্ধু বলেছেন:
---------------------
১. যথই দেখি ততই আমি মুগ্ধ তোমার যাদুতে
কাকা তুমি যাও খেলে, কাপের গায়ে চুমু দিতে।
২. দুই পায়ে জাদু তার
জাদু তার খেলাতে
জাদু তার ছুটে চলা
জাদু তার ধুলতে।
খেলা তার ফুটবল
গোল করে কারি কারি
একই সে একশো
বিপক্ষকে দেয় ফারি।
--------------------------
ব্রাজিলের সামর্থকগন কন্টিনিউ করতে থাকুন।
১৪ ই জুন, ২০১০ রাত ১০:১৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নিশ্চয় কাকার রাম চড় খাইছে জিন্দেগীতে কমসে কম দশ-বারো বার।
খিক খিক
২| ১৪ ই জুন, ২০১০ রাত ১০:১৪
নুসরাত জাহান মুন্নী বলেছেন: অনেক মজা পেয়েছি আপনার কবিতাটি পড়ে।
১৪ ই জুন, ২০১০ রাত ১০:১৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনাকে নয়া নয়া লগতে আছে। ভাললাগায় ভাল লাগ।
৩| ১৪ ই জুন, ২০১০ রাত ১০:৩৪
রাজসোহান বলেছেন: :-<
৪| ১৪ ই জুন, ২০১০ রাত ১০:৩৮
ব্লগ ধামাকা বলেছেন: কাকা আমাকে মেইল করে বলেছে এই পুস্টে কইষ্যা একটা মাইনাস দিতে ।
১৪ ই জুন, ২০১০ রাত ১০:৪০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মাইনাস দেবার আগে আপনার দাদারে মেইল করেন, দেখেন প্লাসদিতে বলবে।
৫| ১৪ ই জুন, ২০১০ রাত ১০:৪১
মঈনউদ্দিন বলেছেন:
৬| ১৪ ই জুন, ২০১০ রাত ১০:৪১
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন:
১৪ ই জুন, ২০১০ রাত ১০:৫০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: একটা কবতে লিখেন পিলিজজজজজজজ.............
৭| ১৪ ই জুন, ২০১০ রাত ১০:৪২
ব্লগ ধামাকা বলেছেন: ব্রা জিল নিয় নোবেল পা্ওয়ার মত একখান পুস্ট
Click This Link
১৪ ই জুন, ২০১০ রাত ১০:৫২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনে লোক ভালা না। আমার কমেন্ট মুছে দিয়েছেন কেন, ঐ পোষ্ট থেকে?
৮| ১৪ ই জুন, ২০১০ রাত ১১:০৮
ব্লগ ধামাকা বলেছেন: কমেন্ট মুছে দিয়েছি এই অপবাদ আমাকে দিছেন শুণে অনেক কস্ট পেলামা।কমেন্ট আমি মুছিনা।ভুলে মুছলে আমি তখনি ভুলের জন্য ক্ষমা চাই।আপনার কোথাও ভুল হচ্ছে ।
৯| ১৪ ই জুন, ২০১০ রাত ১১:১০
লিঙ্কইন ওয়ার্ল্ড বলেছেন: View this link
১৪ ই জুন, ২০১০ রাত ১১:২০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: গোড জোক।
১০| ১৪ ই জুন, ২০১০ রাত ১১:১১
ওমর হাসান আল জাহিদ বলেছেন: বেশ মজা পেলাম...
১৪ ই জুন, ২০১০ রাত ১১:২৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মজাই মজ, ব্রাজিল করলে জিবনে আলাদা মজা পাওয়া যায়।
১১| ১৪ ই জুন, ২০১০ রাত ১১:২০
Esshan বলেছেন:
১৪ ই জুন, ২০১০ রাত ১১:২৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: খিক খিক...............
১২| ১৪ ই জুন, ২০১০ রাত ১১:২৩
মউ বলেছেন: স্টিকি করা হোক
১৪ ই জুন, ২০১০ রাত ১১:২৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভেবে বলেছেনতো??
১৩| ১৪ ই জুন, ২০১০ রাত ১১:২৫
স্বাধীন জামিল বলেছেন: আপ্নেরে নো-বেল প্রাইজ দিলাম আমি। তয় পুস্ট এ কইসা মাইনাস .........
১৪ ই জুন, ২০১০ রাত ১১:২৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আন্নের বুকেতো বিরাজিল, তয় মাইনাস কেন?? খারাপ কিছু কি লিখেছি?
১৪| ১৪ ই জুন, ২০১০ রাত ১১:৪০
বালক বন্ধু বলেছেন: ১. যথই দেখি ততই আমি মুগ্ধ তোমার যাদুতে
কাকা তুমি যাও খেলে, কাপের গায়ে চুমু দিতে।
২. দুই পায়ে জাদু তার
জাদু তার খেলাতে
জাদু তার ছুটে চলা
জাদু তার ধুলতে।
খেলা তার ফুটবল
গোল করে কারি কারি
একই সে একশো
বিপক্ষকে দেয় ফারি।
১৪ ই জুন, ২০১০ রাত ১১:৪৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মাশাল্লাহ, সুভানাল্লাহ। বহুত খুব, বহুত খুব।
-------------
জায়গা মত লাগাইয়া দিছি।
১৫| ১৫ ই জুন, ২০১০ রাত ৩:২৩
সপ্ন পুরন বলেছেন: সুনার ছেলেটা কে?মানে সুনা মানে কি?
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১০ রাত ১০:১১
সাহোশি৬ বলেছেন: কোন কাকার কথা কোচ্ছেন? আমার বাপের ছোড ভাই, মানে আমার কাকা তো? কাকারে মেসিও ভয় পায় নি? ভয় পাওয়ারই কথা, আমার কাকা যেই রগ-চটা মানুষ, মাথায় রাগ উঠলে মেসি-মারাদোনা কাউরে কেয়ার করে না।
আপনার কোবতে পইড়া হেভী আনন্দ পাইলাম। যাক এই দুনিয়ায় তাইলে আমি একা না, আমার মতো মেসিও আমার কাকারে ডরায়। মেসির ঠিকানা কি জানা আছএ ভাইজান? হের লগে একটু দুখ-সুখের কথা কইটাম মন চায়। হে তো আর আমার কাকারা এমনি এমনি ডরায় না, নিশ্চয় কাকার রাম চড় খাইছে জিন্দেগীতে কমসে কম দশ-বারো বার।