নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

বর্ডার থেকে আপডেট- ২। (ফটো ব্লগ)

০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:২৭

আজ সকাল সকালেই আমরা শরনার্থী অন্চলে পৌছে যাই। এবং সকলের সাথে কথা বলি। মুলত এটাকে কোন ক্যাম্প বললে ভুল হবে, কারন এখানে নেই কোন তাবু নেই কোন ছাদ। প্রায় সবাই খোলা আকাশের নিচে রাত্রদিন যাপন করছে।

এখানে বেশকিছু ছবি আপলোড করলাম, যা দেখে আপনারা মোটামোটি অনুমান করতে পারবেন তাদের অবস্থা।

১) প্রথমেই আইওএম এর এক কর্মির সাথে আমার ছবিদিলাম যাতে করে আমার অবস্থানের সত্যতা প্রকাশ পায়।





২) সকাল বেলায় এই খাবার দেয়া হয়।





৩) দুপুর বেলায় এই লম্বা লাইন ধরে খাবার সংগ্রহ করতে হয়।





৪) আজ দুপুরে এই খাবার দেয়া হয়।









৫) যেভাবে তারা রাত্রদিন যাপন করছেন।

















৬) ভিআইপিদের অবস্থান। যারা গাড়ির পাশে কিংবা কোন সংকির্ন স্থানে অবস্থান নিতে পেরেছেন তাদেরকেই ভিআইপি বলা হয়। কারন প্রচন্ড বাতাস থেকে তারা একটু হলেও বেঁচে থাকতে পারেন।



৭) মুন্নি সাহা কথা বলছেন।





- করামত উল্লাহ বিপ্লব লোকজনদের বুঝিয়ে ধৈর্য ধরতে অনুরুধ করছেন।













৮) লোকটি খাবার তুলতে গিয়ে মারামারির মুখে পরে আহত হয়েছেন।





৯) এটিএন বাংলার অস্থায়ি সাংবাদিক হয়ে গেলাম..





১০) এইলোকটির কান্নার চিৎকারে আরো অনেকের চোখেই পানি চলে আসে।









আরো অনেকছবি আছে যা সময় করে আপলোড করব, এবং সময় করে বিস্তারিত লিখব।



- ছবি বড় করে দেখতে নিচের ছবির উপর ক্লিক করুন।

- এলাকাটি একটি পাহারের মত উচু এলাকাতে অবস্থিত।

- অপর পাশে ভুমধ্যসাগর।

- তাই অতিরিক্ত বাতাস থাকে সবসময়ই।

- আজ সকালে বৃষ্টি হয়েছে।

-গত রাতেও বৃষ্টি হয়েছে।

-

গত বেশ কিছুদিন (৭/৮দিন)পুর্বে একজনের মৃত্য হয়, কিন্তু তার লাশ এখনো হাসপাতালে রয়েছে। লাশ দেশে পাঠানো সম্ভব হয় নি।



আজ তিনটি ফ্লাইটে পাঁচশতাধিক বাংলাদেশীদের দেশে পাঠানো হয়। কিন্তু পরবর্তি ফ্লাইট কবে, কখন হবে এটা সরকারি লোকজনের কেহই কিছুই নিশ্চিত বলতে পারছে না। কাজেই সবার মনেই উৎকন্ঠা, ও ভয়।

১২/১৩ দিন গোসল না করতে পারাতে অনেকের মনেই মেলেরিয়া জাতীয় রুগে আক্রান্ত হবার আশন্কা।




--

সামুর কতিপয় ব্লগার যারা আমাকে সবসময় ব্লগে উৎসাহ যোগিয়েছেন, ফোন করে স্বাগতম জানিয়েছেন, এসএমএস করে ধন্যবাদ জানিয়েছেন সবার প্রতি রইল আমর কৃতজ্ঞতা ও সম্মান।



বেশ কিছু সংবাদ মাধ্যম যেমন, ডয়েচভেল বাংলা, বিবিসি বাংলা সহ আরো বেশ কিছু দেশীয় সংবাদ মাধ্যম থেকে আমাকে ফোন দিয়ে বর্তমান অবস্থা সমন্দে জানতে চেয়েছেন, ইন্টারভিও প্রকাশ করেছেন সকলকে জানাই ধন্যবাদ। সাথে সকলকে অনুরুধ জানাবো আপনারাও আসুন,প্রকৃত অবস্থা দেখুন, বিশ্বকে সত্য খবর জানান। বিপদগ্রস্থ মানুষগুলো আপনাদের পেয়ে অনেক খুশি হবে, যেমনটা হয়েছে আমাদের কাছে পেয়ে, ভুলে গিয়েছে তাদের অনেকটা বেদনা।

মন্তব্য ৪২ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৩২

খানসামা বলেছেন: ভাই, আপনার ছবিগুলো আসেনি। আপনি ছবিগুলো ইনসার্ট করে দিন।

আর আপনি যা করছেন, তার জন্য অভিনন্দন।

২| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৩

পারাবত বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৪

আজাদ আল্-আমীন বলেছেন: আল্লাহ সকলের মঙ্গল করুন।

৪| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৬

পুরাতন বলেছেন: অনেক শুভ কামনা কায়রো সাহেব, তবে ছবি গুলা পোষ্টে বড় করে আসেনি, একটু ঠিক করে দিলে ভালো হত।

৫| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: Click This Link

৬| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৯

পটল বলেছেন: শুভকামনা।

৭| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৯

প্রিন্স অফ পারসিয়া বলেছেন: আপনার সাথে আছি আমরা

৮| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৪১

শিপু ভাই বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
শুভকামনা রইল।

৯| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৪২

রোবট ভিশন বলেছেন: ধন্যবাদ কায়রো ভাই এইসব ছবিগুলো শেয়ার করার জন্য। মানুষ গুলোর জন্য খুবি কষ্ট হচ্ছে।

১০| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৪

আত্তয়াজ বলেছেন: আল্লাহ আমাদের ভাইদের ভাল রাখুক এই কামনা করি। ধন্যবাদ আপনাকে ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

১১| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৪

আবু বকর িসিদ্দক বলেছেন: বলেছেন: আপনার সাথে আছি আমরা

১২| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৫

দুখী মানব বলেছেন: অনেক শুভ কামনা রইল

১৩| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১১:১৫

পাখা বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশের জন্য নিঃশর্ত ভাবে এগিয়ে যাওয়া..
সরকার এবং মিডিয়া এখন আর মিথ্যা আশার বানী শুনাতে পারবে ও মিথ্যা তথ্য দিতে পরবে না..আমাদের দূর্ভাগা ভাইদের ব্যাপারে..
যাহারা সব কিছু (জীবন, যোবন, পরিবার-পরিজন, দেশ) ত্যাগ করে ফরেন রেমিটেন্স পাঠাচ্ছে..দেশর চাকা ঘুরাতে...

ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন...

১৪| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১১:৫৮

কদমা বলেছেন: না খেয়ে বা বাতাসে বা ঠান্ডায় কেউ মারা না গেলেই হয় ; আর যতো দ্রুত সম্ভব দেশে ফেরত আনলেই হবে । সরকার আইওএম এর সাহায্যের জন্য দেরি করেছে । এটা সরাকারের উচিত হয়নি । আই ও এম এর কাছ থেকে পরেও এ বাবদ আর্থিক সাহায্য / অনুদান দাবি করা যেতো ।

১৫| ০৯ ই মার্চ, ২০১১ রাত ১২:০১

বংশী নদীর পাড়ে বলেছেন: সত্যের পথে নির্ভিক কলম এগিয়ে চলুক। আপনার টীমসহ আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৬| ০৯ ই মার্চ, ২০১১ রাত ১২:৪৩

ইচ্ছেফড়িং বলেছেন: বিশাল কাজ করেছেন মাহমুদুল হাসান ।

এনি ওয়ে, মুন্নির সাহার অবস্থা এরকম ছেড়াবেড়া কেন। হে কবে She-male হইলো? ছবি দেখেতো তারে পুরাই অমিতাভ বচ্চন মনে লয়। আমি তো প্রত্থমে ভাবছি এইহানে অমিতাভ আইলো কইথথন!

১৭| ০৯ ই মার্চ, ২০১১ রাত ১:০১

হাসান কালবৈশাখী বলেছেন: ঐ এলাকার এত সুন্দর করে তোলা ছবি কোন নিউজ এজেন্সিই দিতে পারে নাই।
কায়রো ভাই আপনাকে অসংখ্য অসংখ ধন্যবাদ।

১৮| ০৯ ই মার্চ, ২০১১ রাত ১:০৮

কামরুল হাসান শািহ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৯| ০৯ ই মার্চ, ২০১১ রাত ১:২১

বালক বন্ধু বলেছেন: অচিরেই আমাদের ভাইদের উদ্বার করা হোক।

২০| ০৯ ই মার্চ, ২০১১ ভোর ৬:৩৪

চে২১ বলেছেন: একটু আগে শেষ যে ফ্লাইট টা লিবিয়ার লোক দের নিয়ে ঢাকায় আসলো.।তার ক্র্রদের সাথে কথা হল..১০০০ লোক রাতেি দেশে এসেছে..আরো আসবে,ওর English বোঝা অনেক কঠিন হওয়াি বেশি কথা হল না..তবে বেশ tensed দেখাচ্ছিল...

২১| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ৭:৫০

হাসান ইকবাল বলেছেন: অনেক শুভ কামনা

২২| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ৯:৪০

নাজনীন১ বলেছেন: অনেক সাহসী উদ্যোগ! শুভকামনা রইলো। লিবিয়া থেকে প্রবাসী বাংলাদেশীরা নিরাপদে ফিরে আসুক, এই দোয়া রইলো।

২৩| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ৯:৪১

মহিউদ্দিন আবির বলেছেন: তোমাদের জন্য রইল বাংলার সব মানুষের সুভ কামনা

২৪| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ১১:১৩

ইব্রাহীমলিজা বলেছেন: অবশ্যই সাথে আছি....

২৫| ০৯ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩৯

জুবায়ের হাসান বলেছেন: আপনাদের জন্য শুভকামনা রইলো। ক্যাম্পের সমস্ত বাংলাদেশীদের আল্লাহপাক সুস্থ রাখুন এবং যথা শীঘ্র বাংলাদেশে ফেরার তৌফিক দিন। আমিন

২৬| ০৯ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৩

সফিক৩২১৪ বলেছেন: অনেক শুভ কামনা রইল

২৭| ০৯ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪২

টুনা বলেছেন: প্রবাসী এই দূখী মানুষগুলো সুস্থভাবে পরিবারের মাঝে ফিরে আসুক এই কামনা করি । ভাল থাকবেন সবাই ।ধন্যবাদ শেয়ার করার জন্য ।আল্লাহ্‌ আপনাকে উত্তম প্রতিদান দিন ।আমীন ।

২৮| ০৯ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৩৩

সুরঞ্জনা বলেছেন: দোয়া করা ছাড়া আর কিছুই আমার করার নেই।
যাদের সামর্থ্য আছে উনারা সবাই যদি এই অসহায় ভাইদের সাহায্যে এগিয়ে আসেন, সে অনুরোধ জানাই।

অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান কায়রো।

২৯| ০৯ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৩১

তন্ময়০১৩ বলেছেন: হাসান ভাই আপনাকে অনেক অনেক ধ্যনবাদ আপনার এই সাহসি কাজের জন্য ।

৩০| ০৯ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৩০

রাতুল রেজা বলেছেন: ধন্যবাদ ছবি গুলোর জন্য, একটু হলেউ আচ করতে পারলাম ওখানে আমাদের নাগরিকরা কি অবস্থায় আছে।

৩১| ০৯ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৮

বরফ গলা পািন বলেছেন: ধন্যবাদ ভাই।

৩২| ০৯ ই মার্চ, ২০১১ রাত ৮:৩৮

ফাহিম আহমদ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক শুভ কামনা রইল

৩৩| ০৯ ই মার্চ, ২০১১ রাত ৮:৪৫

আব্দুল্লাহ আফফান বলেছেন: মাহমুদ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ এই পোস্টটি দেয়ার জন্য আর আমিও ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে এসে যোগ দিব এ মহৎ কাজে। আর উদ্ধার কাজে দেরি হওয়াটা আসলেই ঠিক হয়নি। কিন্তু এ ছাড়া দ্রুত কিইবা আর করার ছিল? আমার জানা মতে বাংলাদেশ সরকার এ ব্যাপারে পরিপূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেছেন গত এক সপ্তাহ আগে এবং বাংলাদেশীদের বাংলাদেশ এ পাঠানোর ব্যাপারে সার্বিক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা ছাড়াও পার্শ্ববর্তী দেশ ইটালিতে কর্মরত বাংলাদেশ এম্বাসির কর্মকর্তারাও এসে যোগ দিয়েছেন তাদের উদ্ধার কাজে। আর মিশরে অবস্থিত বাংলাদেশ এম্বাসির কর্মকর্তারা বর্তমানে লিবিয়ার সীমান্ত পার্শ্ববর্তী মারসামাতরু জেলাতে অবস্থান করছেন। ভারত আর পাকিস্তানের তুলনায় আমাদের দেশের পররাষ্ট্র ও কূটনৈতিক সম্পর্ক মিশরের সাথে বাংলাদেশের পররাষ্ট্র ও কূটনৈতিক সম্পর্ক তেমন জোরদার নয় সুতরাং সেখানে ভারত আর পাকিস্তানের তুলনায় না করাই ভাল। আর তা ছাড়াও বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মিশর এ ব্যাপারে পরিপূর্ণ হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু একটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের সাধ্য কম। আমি এখানে কিছু ব্লগারকে দেশ আর সরকার সম্পর্ক কিছু কটূক্তি করতে দেখেছি। আমার কথা হল তো সেখানে দেশকে গালি দিয়ে বা দেশের সরকারকে গালি দিয়ে দেশকে কতটুকু এগিয়ে নিতে পারলেন ? আর লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের কতটুকু উপকার করতে পারলেন? আর যেই দেশটিকে গালি দিলেন সেটা লাখো শহিদের রক্তে ভেজা আমারই এটা কি একবার চিন্তা করেছেন? তাই আমি ধর্মগতভাবে ভাই, জাতিগত ভাবে বাংলাদেশী, আর এক সামান্য ব্লগার হিসেবে সবাইকে বলছি আসুন আমরা যারা লিবিয়ার পার্শ্ববর্তী দেশ গুলোয় আছি তারা সাহায্যের হাত পুরো বারিয়ে দেই হোক তা সম্পদ হোক তা শ্রম বা খাদ্য। আর যারা দূরে আছেন তারা যেন শুভকামনা ও দোয়াকে হাতিয়ার হিসেবে গ্রহন করি। এটাই সবার কাছে আমার প্রার্থনা। সকলের জন্যে শুভকামনা।


আব্দুল্লাহ আফফান
কায়রো, মিশর

৩৪| ০৯ ই মার্চ, ২০১১ রাত ৮:৪৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: শুভ কামনা রইল

৩৫| ০৯ ই মার্চ, ২০১১ রাত ৯:৩৭

জহুরুল কাইয়ুম বলেছেন: মাহমুদুল হাসান ভাই,
বিপদে আমার বাঙালী ভাইদের পাশে দাড়িয়েছে, আপনার মাধ্যমে আমরা আসলটা জানতে পারছি এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। না ধন্যবাদ দিয়ে আপনার অকুতভয় সাহসের অবমূল্যায়ন করবো না।আপনাকে সামনে পেলে একদিন পা ছুয়ে ছালাম করবো! পণ করলাম!!

৩৬| ০৯ ই মার্চ, ২০১১ রাত ৯:৫৯

মেনন আহমেদ বলেছেন: শুভ কামনা থাকল।

৩৭| ০৯ ই মার্চ, ২০১১ রাত ১০:০০

পারভেজ রবিন বলেছেন: মাহমুদুল ভাই, আমি এই ছবি গুলো ক্রেডিট সহকারে অন্যকোথাও প্রকাশ করতে পারব। একটা ইমেইল পাঠিয়েছি, দয়া করে উত্তর দেবেন।

৩৮| ১০ ই মার্চ, ২০১১ রাত ১:৫০

গোধুলী রঙ বলেছেন: অনেক আন্তরিকতা ওদের জন্য, ওদের কথা চিন্তা করতেই চোখটা একটু ভিজে এলো। কিই বা করতে পারি, অনেক দোয়া করি ওদের জন্য, সুস্থ ভাবে যেন দেশে ফিরতে পারেন। বাঙালী বিপদে নুয়ে পড়ে না। অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য আর আপনার টিমের জন্য। ভালো থাকবেন।

৩৯| ১০ ই মার্চ, ২০১১ রাত ২:১০

মৃগয়া বলেছেন: ব্রাভো। আল্লাহ ওদের সহায় হোন। আমাদের মতো গরীব দেশ আরও সাবলম্বী হোক যাতে করে ভবিষ্যতে আর কোথাও যেন এমন অবস্থায় পড়তে না হয়।

৪০| ১০ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১৭

সেতু আশরাফুল হক বলেছেন: আল্লাহ আপনাদের সহায় হোন।

৪১| ১০ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৯

গেয়ো ভূত বলেছেন: সকলকে অসংখ্য ধন্যবাদ দেশের জন্য জীবন বাজি রেখে এগিয়ে যাওয়ায়।

৪২| ১১ ই মার্চ, ২০১১ সকাল ১০:২৩

বাংলাদেশ-ফয়সাল বলেছেন: বাংলাদেশীদের অবস্থা জানান। যদি পারেন বাংলাদেশীদের নাম ঠিকানা ব্লগে প্রকাশ করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.