![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিডিহটনিউজ ডেস্ক রিপোর্ট: আজ সিরিয়ায় আইএস যুদ্ধাদের উপর বিমান হামলা চালায় ইউএস এবং আরব বাহিনী যৌথ ভাবে।একজন আমেরিকান অফিসিয়াল জানিয়েছেন, ৭০ জন আইএস যোদ্ধা এবং ৫০ জন আল কায়দা সদস্য এই হামলায় নিহত হয়েছে।বারাক ওবামা জানায় এটি মাত্র শুরু এবং সুখের বিষয় এবার আমেরিকা একা নয় এই যুদ্ধে।বারাক ওবামা আরো জানায় তাদের সাথে সৌদি আরব, আরব আমিরাত, জর্দান, বাহারাইন, কাতার আছে।
পেন্টাগনের কর্মকর্তা জানান, ড্রোন, টম হুক মিসাইল দিয়ে আক্রমণ চালানো হয়েছে।ইতি পূর্বে ইরাকে আইএস-এর বিরুদ্ধে আক্রমণ চালানো হয়েছিল।কিন্তু এবারই প্রথম সিরিয়ান সীমান্ত অতিক্রম করে আক্রমন চালানো হয়।
এবারের আক্রমণ মূলত সিরিয়ার উত্তর সিরিয়ার রাক্কায় করা হয়েছে।কেননা, রাক্কা আইএস-এর হেড কোয়ার্টার, ট্রেনিং করানো হয় এবং যানবাহনসহ অনেক আধুনিক সুযোগ সুবিধা রয়েছে আইএস এর।
ইতি পূর্বে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী জন কেরী জানিয়েছিলেন, আমেরিকা আইএস যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমনে কোন বর্ডারকে পরোয়া করবে না।
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ জানিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যে কোন আন্তর্জাতিক আক্রমনে তার সমর্থন আছে।
আইএস শুধু সুন্নিদেরই প্রকৃত মুসলমান মনে করে।কিন্তু সুন্নি অধ্যসিত সৌদি আরব, জর্দানের মতো দেশ হুলোও এই আক্রমনে আমেরিকার সাথে আছে।-সূত্র এই লিংক
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: আপনি কি কোনো অনলাইনে কাজ করেন??