নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

'জাদুকন্যা' আজরা জ্যাবিনকে মনে আছে?

১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৬





ময়মনসিংহে জন্মগ্রহণকারী এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র সেলিব্রেটি ম্যাজিশিয়ান--আজরা জ্যাবিন। শামীম মাহবুব ছিলো তার যাদুর গুরু। ব্ল্যাক বেল্ট পাওয়া এই নারী ছিল '৮০ এর দশকে তরুণীদের আইকন। একবার কয়েক ছিনতাইকারীকে তিনি কুংফু কারাত প্রয়োগ একাই শায়েস্তা করে খবরের শিরোনাম হয়েছিলেন।



এই জাদুকন্যা এমনই হারিয়ে গেছেন...কেউ সম্ভবত: তার নামই জানে না এখন।

মন্তব্য ৫৬ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১০

শ।মসীর বলেছেন: অনেক দিন আগের কথা......।

১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১২

বিডি আইডল বলেছেন: হুম...আজকে মনে হলো হঠাৎ তার কথা..খুজতে যেয়ে দেখি কিছুই নেই!

২| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১০

বিডি আইডল বলেছেন: ১। স্কুলে টিফিনের পর খেলার মাঠে চলছিল অসংখ্য ক্ষুদে ক্রীড়াবিদদের ছুটোছুটি। বিশাল মাঠে আসলে যে কি খেলা হচ্ছে সেটা হঠাৎ করে কেও দেখলে বুঝতেই পারবেনা। বন্ধুদের সাথে খেলতে খেলতে হঠাৎ থমকে গেলাম, অবাক হয়ে চেয়ে দেখলাম স্কুলের দেয়ালের উপর একটা মাথা উকি দিচ্ছে। মাথা ভর্তি কোকড়ানো চুল,মুখ ভর্তি হাসি একটি মেয়ের মুখ। তার দু’চোখ যেন কি খুজছে। হঠাত করেই সে যেন পেয়ে গেল যা সে খুজছিল। নাম ধরে ডেকে উঠল কাকে যেনো। আর মাঠে থেমে থাকা অবাক দৃষ্টির মানুষগুলোর মধ্যে তিনটি পুতুলের মত মেয়ে দুহাত আকাশে মেলে দিয়ে দৌড়ে আসতে থাকল সেই মেয়েটির দিকে, আর উল্লাসে চিৎকার করছিল “খালাম্মা ---খালাম্মা--খালাম্মা “, দেখে মনে হচ্ছিল যদি ডানা থাকতো তবে উড়ে চলে যেতো। সেই মেয়েটি ততক্ষনে দেয়াল টপকে ঢুকে গেছে স্কুলে, আর দু বাহু বাড়িয়ে টেনে নিল নিজের বুকের ভেতর সেই তিনটি ছোট্ট পরীকে।
তারপর আমরা সবাই জানলাম এই সেই ‘আজরা জ্যাবিন’ যার জাদু টিভিতে দেখে চোখের পলক ফেলতে ভুলে যাই ! ঢাকা থেকে নিজের বাড়িতে যাবার সময় তার মনে পড়লো যে তার প্রান ভ্রমরা গুলোতো (তার ভাগ্নীরা) এখন স্কুল এ।বাড়ি গিয়ে কি হবে ওদের ছাড়া, তাই স্কুলের দেয়াল টপকে ভেতরে আগমন। আর আমরা স্কুলের টিচার-স্টুডেন্ট সবাই তাকে ঘিরে ধরলাম, আমাদের জাদু দেখাতে হবে। তার মুখে হাসি ছাড়া কথা নেই। তার ভাগ্নীরাও ধরলো ‘জাদু দেখাতে হবে’। সবাই হল রুম এ হাজির হলাম, উত্তেজনায় কথা বন্ধ।তারপর শুরু হল-গ্লাস থেকে পানি উধাও হয়ে সেই পানি এক ছাত্রের কান থেকে বের করা, আজরা জ্যাবিন এর হাতের ইশারায় লাঠির নৃ্ত্য, এক টিচার এর ১০০ টাকার নোটকে সাদা কাগজ বানিয়ে আবার সেই নোট অন্য টিচারের পকেট থেকে বের করা। ওফ! সেই দৃশ্য এখনো চোখের সামনে ভাসছে।
২। এরপর শুধু টিভিতে জাদু দেখেই কাটছিলো দিন কিন্তু হঠাৎ করেই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র নদএর শীতকালীন সাময়ীক সেতু(বেইলি ব্রীজ) পার হতে গিয়ে দেখি চারপাশ লোকে লোকারন্য। জানলাম জাদুকন্যা আজরা জ্যাবিন চোখ কালো কাপড়ে বেধেঁ মোটর সাইকেল চালাবেন। আমিও সবার মতো উত্তেজনা নিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গেলাম। দূর থেকে হাত-তালির শব্দ শুনেই বুঝলাম যে আসছেন জাদুকন্যা। মনে হল ‘জাদুকন্যা’ নামটি সার্থক হলো। অলৌ্কিক ব্যাপারের মতো, চোখ বাধা থাকায় যেন কোন সমস্যা নেই। মনে হচ্ছিলো চোখ বেধে মটর সাইকেল চালানোই স্বাভাবিক ঘটনা। অবিশ্বাস্য সেই মুহুর্তটি আমি ভুলেই গিয়েছিলাম।

জাদুকন্যা আজরা জ্যাবিন-কে নিয়ে আমার কিছু স্মৃতি

৩| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কি ড্রেস আপরে বাবা, নাউজুবিল্লাহ!

১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৮

বিডি আইডল বলেছেন: সে সময়ের তুলনায় অনেক আধুনিক ছিল তার পোশাক এবং প্রেজেন্টেশন

৪| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৬

আমি ছড়াকার বলেছেন:
সে হারালো কোথায় কোন দুর অজানায়.।।।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৮

অর্ফিয়াস বলেছেন: হ্যা জানি। আমি জানি। গতবছর প্রবল কৌতুহলবশত আমি খোজখবর নেই তার। এবং জানতে পারি অনেক তথ্য। তবে তার পরিবারের মতের প্রতি সম্মান জানিয়ে তা প্রকাশ করছি না। তবে তিনি মোটামুটি আছেন...মফসস্বলের কোন এক এলাকায়।

২০ শে জানুয়ারি, ২০১২ ভোর ৬:৫৩

বিডি আইডল বলেছেন: গোপনীয়তা ভঙ্গ হয় না...সেটা বজায় রেখে কিছু তথ্য শেয়ার করতে পারেন? প্রচন্ড কৌতুহল হচ্ছে আমার সহ অনেকেরই...

৬| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৮

~মাইনাচ~ বলেছেন: আমিতো এখনই জানলাম /:)

৭| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২০

অর্ফিয়াস বলেছেন: মোটামুটি না...তিনি অসুস্থই আছেন বলতে গেলে। কি এক প্রচন্ড অভিমানে তিনি পরিচিত মহল ছেড়ে দিয়ে এমন একাকী জীবন বেছে নিলেন তা জানতে দেননি কাউকে।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২২

ডেভিড বলেছেন: নস্টালজিক কইরা দিলেন। সরাসরি দেখিনাই তবে টিভিতে দেখছি। তবে প্রায়ই পত্রিকায় তাকে নিয়া স্টোরি হইতো। ছিনতাইকারী প্যাদানীর কথাও মনে আছে...অগো ছুড়ির আঘাতে তার হাত কেটে গেছিল। অনেক অনেক ধন্যবাদ পোস্টের জন্য

৯| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৫

ইলুসন বলেছেন:

১০| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩১

রেজোওয়ানা বলেছেন: ছোটবেলায় দেখেছিলাম ওনার যাদু, সম্ভবত কোন এক আনন্দমেলায়। তখন বেশ নামডাক ছিল।
ওনাকে মনে আছে, ওনার চুলের স্টাইলের জন্য :)

১১| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৩

রেজোওয়ানা বলেছেন: আশির দশকে মনে হয় এমন হেয়ার স্টাইল আর ড্রেস আপ ট্রেন্ড ছিল পাশ্চাত্যে।

ঠিক বলেছেন, সে যুগের বাংলাদেশী মেয়েদের তুলনায় তিনি অনেক স্মার্ট আর স্টাইলিশ ছিলেন।

পোস্টের জন্য অনেক ধন্যবাদ :)

১২| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৬

দেশী পোলা বলেছেন: হ, আজরা জ্যাবিন এর টাইমে বাংলার মহিলারা প্যান্ট পরলেও তাদের উপরে ঈভ টিজিং হইতো না :X

এখন বোরখা না পরলে মাইয়া মানুষের ইজ্জত যায় যায় অবস্থা

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৬

ফারজুল আরেফিন বলেছেন: পোস্টে ++++

২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:২৬

বিডি আইডল বলেছেন: ধন্যবাদ

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৯

হাসান মাহবুব বলেছেন: দারুণ লাগতো তাকে। আমাদের প্রজন্মের সবারই মনে থাকার কথা আজরা জ্যাবিনকে।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪১

আইনউদদীন বলেছেন: হুম মনে আছে

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪২

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: নামই আজ প্রথম শুনলাম....

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৯

mrof বলেছেন: বাংলাদেশে বিখ্যাতদের সমাদর করা হয় শুধু সংর্বধনা ও সম্মাননা দিয়ে.আর পত্রিকার পাতায় ফিচার বের করে ।যেমনটা করা হয়েছে বাউল সাধক সাথে ।কিন্তু ব্যক্তিগত জীবনে তার কি দৈন দশায় জীবন অতিবাহিত হচ্ছে .তা উন্নতি করার চিন্তা কেউই করেনা। একজন বিখ্যাত বলে পদকে কি পেট ভরে।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫০

mrof বলেছেন: বাংলাদেশে বিখ্যাতদের সমাদর করা হয় শুধু সংর্বধনা ও সম্মাননা দিয়ে.আর পত্রিকার পাতায় ফিচার বের করে ।যেমনটা করা হয়েছে বাউল সাধক সাথে ।কিন্তু ব্যক্তিগত জীবনে তার কি দৈন দশায় জীবন অতিবাহিত হচ্ছে .তা উন্নতি করার চিন্তা কেউই করেনা। একজন বিখ্যাত বলে পদকে কি পেট ভরে?

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫১

mrof বলেছেন: বাংলাদেশে বিখ্যাতদের সমাদর করা হয় শুধু সংর্বধনা ও সম্মাননা দিয়ে.আর পত্রিকার পাতায় ফিচার বের করে ।যেমনটা করা হয়েছে বাউল সাধক সাথে ।কিন্তু ব্যক্তিগত জীবনে তার কি দৈন দশায় জীবন অতিবাহিত হচ্ছে .তা উন্নতি করার চিন্তা কেউই করেনা। একজন বিখ্যাত বলে পদকে কি পেট ভরে?

২০| ১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৬

মোঃমোজাম হক বলেছেন: অনেক দিন আগের কথা মনে করিয়ে দিলেন,কিন্তু তার বর্তমান অবস্থান জানালেননা :(

২১| ১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৭

জাহাঙ্গীর হাবিব বলেছেন: যেখানেই থাক, ভালো থাক, এ প্রত্যশা রইল।

২২| ১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৩

পুচকে ফড়িং বলেছেন:
অনেক পুরানো কথা মনে করিয়ে দিলেন। ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:২৬

বিডি আইডল বলেছেন: ধন্যবাদ

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৬

জর্জিস বলেছেন: মনে আছে...

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০১

বড় বিলাই বলেছেন: ঐ সময় ম্যাজিশিয়ান মানেই বুঝতাম জুয়েল আইচ আর আজরা জ্যাবিন।

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:১৩

বিডিওয়েভ বলেছেন: মনে আছে...

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২২

ভারসাম্য বলেছেন: মনে করিয়ে দেবার জন্য লেখককে ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:২৬

বিডি আইডল বলেছেন: ধন্যবাদ

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২৪

স্পেলবাইন্ডার বলেছেন:


সম্ভবত আজরা জেবিনের একটা মাছের একোরিয়ামের দোকান ছিল। দোকানটির নাম A to Z Aquarium । এটা ছিল কাঁঠালবাগানে এখন যেখানে Rangs এর সেলস এন্ড সার্ভিস সেন্টার সেখানে। এটা ১৯৯০-৯২ এর দিকের কথা। আমি ঐদিকে একটা কাজে প্রায়ই যেতাম। তখন মাঝেমধ্যে বাইরে থেকেই উঁকি দিয়ে ওনাকে দেখতাম।

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২৫

দূর্যোধন বলেছেন: ওনাকে কি ভোলা যায় ?? /:) /:)

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১০

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: সত্য উনাকে মনে করতে পারলাম না !! আপনাকে প্লাস চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য !!

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:০০

কানা-বাবা বলেছেন: ভালো পোস্ট। প্রিয় শিল্পীর কথা অনেক দিন পরে মনে করিয়ে দিলেন। ১৯৮০ শেষ আধা থেকে ৯০ এর প্রথম আধা তিনি সারা দেশকে জাদু দিয়ে মাতিয়ে রেখেছিলেন। সে সময় 'উন্মাদ' পত্রিকা সবার একটা নাম দিতো (ফান করে)। 'আজরা জাবিনের' নাম দিয়েছিলো 'আজাইরা জাবিন' - নো অফেন্স, জাস্ট ফান ছিলো।

২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:২৭

বিডি আইডল বলেছেন: ধন্যবাদ :) উম্মাদ এই ধরণের নাম প্রায় সবারেই দিছিলো

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৩৯

ঘুমকাতুর বলেছেন: ভালো পোস্ট

২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:২৭

বিডি আইডল বলেছেন: ধন্যবাদ

৩২| ১৭ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:০৬

রাইসুল জুহালা বলেছেন: শুকতারা নাটকে অভিনয়ও করেছিলেন। অতিরিক্ত ঢং করে কথা বলার কারনে আমার অবশ্য তাকে খুব একটা ভাল লাগত না। তবে সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন, এই ব্যাপারটার জন্য তাকে সাধুবাদ দিতে হবে।

অর্ফিয়াস বলেছেন: হ্যা জানি। আমি জানি। গতবছর প্রবল কৌতুহলবশত আমি খোজখবর নেই তার। এবং জানতে পারি অনেক তথ্য। তবে তার পরিবারের মতের প্রতি সম্মান জানিয়ে তা প্রকাশ করছি না। তবে তিনি মোটামুটি আছেন...মফসস্বলের কোন এক এলাকায়।

আপনি আমাকে এখন কৌতুহলি করে তুললেন। আমি এই হাজার মাইল দূরে বসে তার খোঁজ কিভাবে নেই? :(

২০ শে জানুয়ারি, ২০১২ ভোর ৬:৫৪

বিডি আইডল বলেছেন: হুম...সাবাতিনি ও আর একটি বিদেশী মেয়ে...এই দু'জনও খুব ঢংয়ী ছিলো সে সময়..

কৌতুহলটা আমারও হচ্ছে

৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৮

স্বর্ণমৃগ বলেছেন: জানতাম না, আপনার পোস্ট পড়ে জানা হল।
+++++

৩৪| ১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৩

নাঈম আহমেদ আকাশ বলেছেন: আমি জানতাম না । পড়ে জানলাম । ধন্যবাদ ।

পোস্টে ভালোলাগা রইল ।

২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:২৭

বিডি আইডল বলেছেন: ধন্যবাদ

৩৫| ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:১৬

দুরন্ত জেসি বলেছেন: আসলেই আমি জানতাম না। :|

৩৬| ২০ শে জানুয়ারি, ২০১২ ভোর ৬:৫২

বিডি আইডল বলেছেন: বাপরে..এত্ত কমেন্ট এর রিপ্লাই দিমু কোন সালে :#>

৩৭| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০৯

}নবজাতক{ বলেছেন:
হ্যাঁ, মনে থাকবেনা কেন? মনে আছে। আরেক জোড়া ছিল, তারেক-জুবায়ের। জমজ দুই ভাই। গান করত।

আর ছিল একটা সাবানের/শ্যাম্পুর এড। এক মেয়ে বাইরে থেকে এসে সিডি প্লেয়ারে সিডি চাপ দিয়ে ঢুকিয়ে বাথরুমে গোসল করতে ঢুকতো। ঐ তখন সিডি প্লেয়ারের সাথে পরিচিয়।

আর একটা মনে পড়ল, প্রান জুড়ালো, ও আমার প্রাণ জুড়ালো, হিমেল-হিমেল ঠান্ডা শরবত, শরবতে এ পি।

নস্টালজিয়া :)

২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:২৬

বিডি আইডল বলেছেন: :)

৩৮| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৫

নিমচাঁদ বলেছেন: নস্টালজিক হয়ে পড়লাম ।
মনে আছে , একদিন আমি স্বপ্ন দেখতাম , বড় হয়ে উনার মতোন আধুনিক কাওউকে বিয়ে করবো , ভীষণ ভালো লাগত উনাকে ।

পাবলিক নুইসেন্স ভংগ না হলে উনার আরো কিছু খবর দেন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩১

বিডি আইডল বলেছেন: উপরে এক ব্লগারকে অনুরোধ জানালাম...

৩৯| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২২

সবুজ ভীমরুল বলেছেন: কিছুই মনে নাই। শুধু নামটা জানি। তখন আন্ডাবাচ্চা আছিলাম!!!

৪০| ২৭ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: View this link

৪১| ২৭ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: View this link

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩২

বিডি আইডল বলেছেন: এত কষ্ট করে ইমো দেয়ার কি দরকার হলো?!

৪২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৩

সৈয়দ ইমতিয়াজ আহমেদ বলেছেন: এখন কোথায় ইনি ??

৪৩| ১৩ ই মে, ২০১২ রাত ১১:২৮

মুহাম্মদ শামসুল ইসলাম বলেছেন: আজরা জ্যাবিন - নামটি পড়ে নষ্টালজিক হয়ে গেলাম। খুব সম্ভবত একটি ম্যগাজিন অনুষ্ঠান ও "শুকতারা" নামক নাটকে তাঁকে টিভিতে দেখানো হয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.