![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
নাটক গুলা '৯০ এর দশকের বিটিভির নাটক। বিটিভির সে সময়কার সেট সম্পর্কে অনেকেরই হয়ত ধারণা নেই। তিনটি নাটকই প্রবল জনপ্রিয়। প্রথম দুটি আফজাল-সুবর্ণার জনপ্রিয় রোমান্টিক জুটির, তৃতীয়টি হুমায়ুন আহমেদের মিসির আলীর প্রথম নাটক। পুরনো নাটক এবং ইউটিউবের ভিডিও হওয়াতে কোয়ালিটি খুব আহামরি নয়।
কূল নাই কিনার নাই বিটিভির অন্যতম জনপ্রিয় হিট নাটক ছিলো। আফজাল, সুবর্ণা এবং আসাদুজ্জামন নূরের। আফজাল-সুবর্ণার মনের দেয়া নেয়া ছিলো। কিন্তু পারিবারিক ভাবে সুবর্ণার বিয়ে হয় আসাদুজ্জামানের সাথে। এ নিয়েই এই ট্রাজেডি টাইপ রোমান্টিক নাটক।
নাটকটি ৮টি খণ্ডেঃ
http://youtu.be/B1uhX4COwWk
http://youtu.be/NeapnPCaw8Q
http://youtu.be/hKOHKKlb0uA
http://youtu.be/mJHl7o_2SgI
http://youtu.be/-AURsyx3NHk
http://youtu.be/rdJs-KmvgJA
http://youtu.be/1l-gLHlRM9o
http://youtu.be/hcEOg7mt3Ls
তুমি তুমি তুমি-সমসাময়কি নাটক। আফজাল, সুবর্ণা এবং সে সময়কার আরেক জনপ্রিয় অভিনেত্রী নূপুরের। সুবর্ণা এখানে বোবা একটি মেয়ের চরিত্র অভিনয় করে। দুই খন্ডে নাটকটির লিংক নীচেঃ
http://youtu.be/TbOg3xVUrUI
http://youtu.be/9J9CsD6T8HI
অন্য ভূবনের কেউ হুমায়ুন আহমেদের জনপ্রিয় চরিত্র মিসির আলীর প্রথম নাট্যরুপ। টাকলু আবুল হায়তকে মিসির আলীর চরিত্র দেখে অনেকেই হতাশ হলেও নাটকটি জনপ্রিয়তা প্রায়। নাটকে আছে প্রয়াত বুলবুল আহমেদ ও সুবর্ণা। এর পরেও মিসির আলীর আর একটি নাটক হয়েছিলো কিছু দিন পর। বিপাশা ছিলো সে নাটকে।
চার খন্ডে লিংকঃ
http://youtu.be/MzPAArxnHJg
http://youtu.be/uxo27vnAdlQ
http://youtu.be/wt3HbXU4dj4
http://youtu.be/BSOo9--_Fzc
১০ ই জুন, ২০১২ দুপুর ১২:১১
বিডি আইডল বলেছেন: ভালো হবে
২| ১০ ই জুন, ২০১২ সকাল ১১:৩৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রিয়তে রাখলাম। পরে ডাউনলোডের চেষ্টা করবো।
১০ ই জুন, ২০১২ দুপুর ১২:১১
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই জুন, ২০১২ সকাল ১১:৪৯
অগা বলেছেন: অফিস-এর নেটওয়ার্কে ইউটিউব বন্ধ তাই দেখার প্রবল ইচ্ছাকে দমাতে হলো।
১০ ই জুন, ২০১২ সকাল ১১:৫৮
বিডি আইডল বলেছেন: এ সাইট খুলে....তাহলে এটা দিয়ে দেখতে পারেন
http://youtubeproxy.org/
বিকল্পঃ
http://www.u2bp.com/
http://roguebunny.info/
৪| ১০ ই জুন, ২০১২ সকাল ১১:৫২
অর্থীঅর্ণব২৮২২ বলেছেন: ধন্যবাদ... দু'একটা পথনাটক বা মঞ্চনাটেকর স্ক্রিপ্ট দেন না ভাই... প্লাস....
১০ ই জুন, ২০১২ দুপুর ১২:১১
বিডি আইডল বলেছেন: মৌলিক
৫| ১০ ই জুন, ২০১২ দুপুর ১২:০৪
ডেভিড বলেছেন: কুল নাই কিনার নাই নাটকের দুটি দৃশ্য কখনো ভুলবার নয় - আফজাল সুর্বনার বাড়িতে যাওয়ার পথে অর্ন্তদ্বন্দ্বে হাতের ছাতা, জিনিষপত্র (লাউ ছিল সম্ভবত) ছুড়ে ফেলে - অসাধারণ ছিল এখানে আফজালের অভিব্যক্তি, আর শেষ পর্বে যখন কুলহীন নদীতে আফজালের প্রাণপত নৌকার দাড় বাওয়া - নাটকটি সম্ভবত ৮৩ অথবা ৮৪ এর (ঠিক মনে করতে পারছিনা)
আমি.... তুমি.... সে -এই তিনটি ব্যক্তিক টাইপকে ঘিরে ধারাবাহিক নাটকটি - তবে তেমন কিছু মনে নেই। শুধু হানিফ সংকেতের অভিনয়টা বেশি মজা দিত। আর ফেরদৌসি মজুমদার খুব জাদরেল অভিনয় করতো - এটুকু মনে আছে
১০ ই জুন, ২০১২ দুপুর ১২:১১
বিডি আইডল বলেছেন: কুল নাই কিনার নাই এর শেষ দৃশ্যটা নেই এই ভিডিওতে....
পরের নাটকটি তুমি তুমি তুমি...ধারাবাহিক আমি তুমি সে নয়
ধন্যবাদ
৬| ১০ ই জুন, ২০১২ দুপুর ১২:২৭
কবি ও কাব্য বলেছেন: বহু পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন ভাই। শৈশব কালের বিটিভির এই সপ্তাহের নাটকের মতো ক্লাসিক অনুষ্ঠান খুব কমই দেখেছি। সেই সময় বিটিভির বেশীর ভাগ নাটকের সেট হতো বিটিভির স্টুডিও তেঁ । গৃহস্থের ঘরের পাশ দিয়ে একটি ছোট্ট রাস্তা আর দূরে একটি নদী বয়ে যাওয়া সেই সেটটি ছিল কমন। অনেক সীমাবদ্ধতা ছিল কিন্তু নাটকগুলো দেখলে মনটা ছুয়ে যেতো। অভিনেতা -অভিনেত্রীদের অভিনয়ে একটা প্রান ছিল। যা আজকের বহু ব্যয়বহুল নাটকেও নেই। এখন সব কিছু ফেইক মনে হয়। অথচ সেই দিনগুলোর নাটকে জীবনের অনেক ছন্দ পাওয়া যেতো।
অনেক ধন্যবাদ ।
২১ শে জুলাই, ২০১২ সকাল ৯:৪৫
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ....আপনার কাছ থেকে কিছু আশা করছি নাটকের ব্যাপারে
৭| ১০ ই জুন, ২০১২ দুপুর ১২:৩৯
ডেভিড বলেছেন: তাইতো
তুমি তুমি তুমি কে কেন আমি তুমি সে পড়লাম ...একবার মনে হয়েছিল আমি তুমি সে - এ তো আফজাল ছিলনা-পরে মনে হলো থাকতেও পারে হয়তো মনে নেই.....পুরাই বেকুব হইলাম
৮| ১০ ই জুন, ২০১২ দুপুর ২:৪৬
রাখালছেলে বলেছেন: আসাদুজ্জামানকে আমার প্রচন্ড ভাল লাগে। আর আফজাল কে রোমান্টিক হিরো হিসেবে ভাল লাগে ।
৯| ১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
মাহমুদা সোনিয়া বলেছেন: ওল্ড ইজ গোল্ড!! আসলেই!!
১০| ২১ শে জুন, ২০১২ রাত ১২:৫৪
কানা-বাবা বলেছেন: নাটকগুলা সব ব্লক করে রাখা হয়েছে। কিছু করেন না ভাই।
২১ শে জুলাই, ২০১২ সকাল ৯:৪৪
বিডি আইডল বলেছেন: কোথায় ব্লক?? কোন দেশে আপনি??
নীচের প্রক্সি ব্যবহার করে দেখতে পারেন
https://youtubeproxy.org/
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১২ সকাল ১১:২৪
জালিস মাহমুদ বলেছেন: নাটক নিয়া আমি ও একখান পোষ্ট দিমুনে ।